সবার প্রিয় অভিনেতা সৌমিত্রের সাথে আমার এবং ইয়াসমীনের ছবি।
শাহ আব্দুল করিমের সাথে ছবি। অনেক আগের ছবি, আমার চুল পাকতে শুরু করেনি!সাকিবের সাথে একবার একজন চোখের ডাক্তারের অফিসে দেখা হলো। সে নিজেই ছবিটা আমাকে পাঠিয়েছিল। কি সুইট!ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং ইমরান সরকারের সাথে ছবি। ফেরদৌসী প্রিয়ভাষিণী চলে গেলেন আর দেখা হবে না।কোলকাতা লিট ফেস্টিভেলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়র সাথে ভূতের গল্প নিয়ে আলোচনা হচ্ছে!পলান সরকারের সাথে আমি, লক্ষ্য করেছ ছবিতে আমি নেই, কিন্তু তবু আমি আছি?বাম পাশের এই ছবিটি আমাদের মুক্তিযুদ্ধের অনেক গুরত্বপূর্ণ একটা ছবি। এখানে প্রায় কিশোর যে মুক্তিযোদ্ধা ছেলেটি গ্রেনেড হাতে দাঁড়িয়ে আছে, তিনি একদিন আমার অফিসে দেখা করতে এসেছিলেন। আমি খুব আগ্রহ নিয়ে তাঁর সাথে ছবি তুলে রেখেছিলাম।আমার প্রিয় একজন ক্রিকেটার মিরাজের সাথে ছবি!আমার দুই প্রিয় মানুষের সাথে, মাশরাফি এবং সাবিনা ইয়াসমিন।