দেখো সিডনিতে আমাদের কতো ছাত্র ছাত্রী! আরো দেখো সবাই কত সুন্দর করে সেজে গুজে এসেছে!! আমাকে আর ইয়াসমীনকে খুঁজে পেয়েছ ছবিতে?সেখানে একটা রেস্টূরেন্টে কতো বড় করে হুমায়ুন আহমেদের ছবি এঁকে রেখেছে!সিডনিতে নাগরিক সন্ধ্যায় আমি এবং ইয়াসমীনবোটানিকেল গার্ডেনে বসে আছি দুইজন।নতুন কোথায় গেলেই আমি সেখানকার আর্ট মিউজিয়ামটি দেখতে যাই।
মিউজিয়ামের কয়েকটা চমৎকার পেইন্টিং
এটা শূকরের পেটের চর্বির একটা ভাস্কর্য্য, খুবই বিখ্যাত। কেন বিখ্যাত আমাকে জিজ্ঞেস করো না!