১. পুরানো প্রশ্ন ও উত্তর (২৩ জুলাই-১৪ আগস্ট ২০১৬)

১১ আগস্ট ২০১৬

প্রশ্ন করার সুযোগ বন্ধ রেখে পুরানো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি। যে ধরনের প্রশ্নের উত্তর আগে একবার দেয়া হয়েছে সেগুলো আর দ্বিতীয়বার দিচ্ছি না। এবারের উত্তরের মাঝে সবচেয়ে সংক্ষিপ্ত প্রশ্নের সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর দেয়া হয়ছে, দেখি তোমরা খুঁজে বের করতে পারো কি না!

প্রশ্নঃ Labonno Chowdhury Monipur School & Collage Dhaka
“ক্যাটাকম্ব” konkal gulo kader?
উত্তরঃ প্যারিসের মানুষদের। এখানে ক্লিক করলে আরো জানতে পারবে।

শাহরীন মেধা, বয়স ৮ বছর
প্রশ্নঃ সায়েন্স ফিকশন আর সেভাবে লেখেন না কেন? বড়দের জন্য যত লেখেন, তার সিকিভাগও ছোটদের জন্য নয়, এটা খুবই অন্যায়।
উত্তরঃ কী বলছ শাহরীন তুমি? বড়দের জন্যে কলাম ছাড়া আর কিছু লিখি না, বাকী সব লিখি তোমাদের জন্যে!

প্রশ্নঃ Sir, do you think our national education policy is perfect ?
উত্তরঃ এই দুনিয়াতে কিছুই পার্ফেক্ট না! শিক্ষা নীতিও না।

প্রশ্নঃ sir,kmn achan apni? ami khub pecchi na aktu boro. ami ki apnake likhta pari?
উত্তরঃ এইতো লিখে ফেলেছ!

রাইসা ৪র্থ স্রেণি আইডিয়াল স্কুল বনশ্রী, ঢাকা
প্রশ্নঃ আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের জন্য এই এয়োজনে আপনাকে ধন্যবাদ। আপনার সব লেখা পড়ার জন্য অপেক্ষায় রইলাম। শান্তা পরিবার আমার খুব ভাল লেগেছে। শান্তা পরিবার -২ লেখার জন্য অনুরোধ রইল। তিতুনি ও তিতুনি কী আ তে আংশিক পড়েছিলাম। পুরোটা কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ থ্যাঙ্কু! তিতুনি এবং তিতুনি একটা বই হিসেবে বের হয়েছিল, কাজেই বইয়ের দোকানে নিশ্চয়ই পেয়ে যাবে। খোঁজাখুজি করলে অনলাইনে পিডিএফ কপিও পাওয়া যেতে পারে।

মনজুরুল ইসলাম মেঘ
প্রশ্নঃ স্যার আমি আপনার সাথে দেখা করতে চাই, আড্ডা দিতে চাই। আমি প্রথমত হুমায়ন আহমদের ভক্ত তার পরেই আপনার ভক্ত। আমি স্যারের অনেক বড় ভক্ত হবার পরেও স্যারের সাক্ষাত পাইনি। আপনাকে কাছে থেকে দেখেছি। কথা শুনেছি। আপনার সাথে আড্ডা দিতে চাই। স্পেসিফিক আমার জন্য কিছু উপদেশ নিতে চাই।
উত্তরঃ সিলেটে এলেই আমার সাথে দেখা হবে, কিন্তু তোমাদের বয়সী একজনের সাথে আড্ডা কিভাবে দেব বুঝতে পারছি না!

শুভ, ধাণমন্ডি।
প্রশ্নঃ স্যার, আপনি প্রচুর,প্রচুর,প্রচুর,প্রচুর,প্রচুর সাইন্স ফিকশান লিখুন।বছরে শুধু একবার,বই মেলার জন্য লিখলে হবে না।আপনাকে আরোও বেশি করে লিখতে হবে।যাতে করে,আপনার লেখা জীবনের সর্বশেষ সাইন্স ফিকশানটি যেদিন আমার পড়া হবে,সেদিনিই অথবা এর পরের দিনিই যাতে আমার মৃত্যুর দিনটি হয়।এমন যাতে না হয় যে,আপনি নাই,আপনার লেখা নতুন আর কোন সাইন্স ফিকশানও নাই,আর আমি বেঁচে আছি। … …কথা দিন স্যার,আপনি বেশি বেশি করে সাইন্স ফিকশানের বই লিখবেন?লিখবেন তো….?
উত্তরঃ সর্বনাশ! জেনেশুনে আমি কেমন করে তোমার মৃত্যুর কারণ হই?

আরাফাত হোসেন ধ্রুব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
প্রশ্নঃ স্যার,আসসালামুআলাইকুম। কেমন আছেন? আমার অনেকদিন ধরে ব্ল্যাক হোল নিয়ে | ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি |
উত্তরঃ এই লিঙ্কটাতে ক্লিক করো, অনেক কিছু জানতে পারবে।

নিলাদ্রী ভৌমিক ৭ম শ্রেণী ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাই স্কুল নিউমার্কেট, ঢাকা
প্রশ্নঃ স্যার নমস্কার বিনয়ের সহিত আপনাকে আমার একটি প্রশ্ন করার আছে। তা হলো_ ছোট কাল থেকেই কী আপনি বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন? বা কখন কীভাবে আপনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়ায় আগ্রহী হলেন? বা কেন আপনি বিজ্ঞান বিষয়ে উচ্চতর লেখাপড়া করার কথা চিন্তা করলেন?
উত্তরঃ হ্যাঁ, ঠিক কী কারণ জানা নেই খুব ছোটোবেলা থেকেই আমার বিজ্ঞানের জন্যে একটা আগ্রহ ছিল। তাই সেই ছোটো বেলা থেকেই আমার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সখ ছিল।

বিধান রায়,বনগ্রাম, লালমনিরহাট
প্রশ্নঃ আমার প্রশ্ন, গ্রামের ছেলে ও মেয়েরা সব দিক থেকে পিছনে পরা কেন?
উত্তরঃ সবসময়ে কিন্তু সেটা সত্যি নয়। শহরের ছেলেমেয়েদের অনেক রকম সুযোগ সুবিধে থাকতে পারে কিন্তু গ্রামের ছেলেমেয়েদের যে রকম খোলা মাঠ ঘাট গাছ পালা নদী খাল বিলের মাঝে বড় হওয়ার একটা সু্যোগ থাকে কিন্তু শহরের ঘিঞ্জিতে বড়ো হওয়া ছেলেমেয়েরা সেগুলো দেখারও সুযোগ পায় না।

প্রশ্নঃ কোন সংখ্যা শূন্য দিয়ে শুরু হয় না অথচ মোবাইলের নাম্বার শুরু হয় শূন্য দিয়ে কেন?
উত্তরঃ যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক digit রাখতে হয় সেখানে শুরুর ফাঁকা জায়গাগুলো শূন্য দিয়ে ভরাট করে দেয়া হয়।

প্রশ্নঃ শ্রদ্ধেয় স্যার, প্রথম প্রশ্নটি কি আমিই করলাম? প্রিয়তামিশু চট্টগ্রাম.
উত্তরঃ না! তোমার আগে কমপক্ষে আরো সাড়ে তিনশ মানুষ প্রশ্ন করে ফেলেছে!

Muscat ( nizwa ) Oman
প্রশ্নঃ Ami onekdin age Amar 1st book ‘raju o agunalir vut’ book ta porechilam. Ekhon r kotha o ei book ta pachhina. Book ta Ki Ekhon r pabo?
উত্তরঃ rokomari.com এ মনে হয় পাওয়া যাবে।

mahmud, malibagh, dhaka.
প্রশ্নঃ sir apnar sathe kivabe dekha kora jai? boi melai ekbar apnake dekhecilam…eto vir e sobai k autograph dite dite tired hoye giyecilen… dekhe maya legesilo… evabe noi,onno kono vabe ki apnar sathe dekha kora jai?
উত্তরঃ আমি সিলেটে থাকি, সিলেটে আমাদের বিশ্ববিদ্যালয়ে এলে দেখা হতে পারে।

J. R. Sajib Rajendrapur cant. Gazipur.
প্রশ্নঃ Thank u sir, amader aro kase asar jonno.. apnar emon kono boi nai ja ami pori nai. Prosno: apner next science fiction boi kobe porte pabo?
উত্তরঃ বই মেলা ছাড়া আমার আর কোনো সময় নেই।

Dr Mizanur Rahman
প্রশ্নঃ Dear Sir: Assalamualaikum! Hope you are doing great! Its wonderful & delightful to get this dedicated website right from you! I can see this website is going to be a highly engaging place to read your stories, seeing the photos, reading the books and of course to exchange views! Can’t wait to see thousands of kids are here to read your writings for them! Much regards!
উত্তরঃ বাচ্চারা যদি একটু আনন্দ পায় তাহলেই আমি খুশি।

Farhan Hasin Rana Mohammadpur Preparatory School and College Ditio sreni.
প্রশ্নঃ Amar nam Farhan Hasin Rana. Ami jante chai kemne kore vhalo vhalo boi lekhte pari. Ami engrijite lekhchi bole mone koren na kichu.
উত্তরঃ খুব সোজা। তুমি যত বেশি বই পড়বে তত ভালো ভালো বই লিখতে পারবে।

শাহ্‌রীন খান(বই পোকা) বসুন্ধরা আবাসিক এলাকা,ঢাকা
প্রশ্নঃ স্যার,মাল্টিভার্স এর বিষয়টা কি সত্য? যদি সত্যি হয়,তাহলে কি আমাদের ইউনিভার্স অসীম নয়?
উত্তরঃ এগুলো নেহায়েতই তাত্ত্বিক বিষয়। বিজ্ঞানীরা নিজেরাই এগুলো নিয়ে তর্ক বিতর্ক করছেন। যে বিষয়গুলো নিয়ে বিজ্ঞানীরা এখনো একমত হন নি, সেগুলো থেকে কোনো একটা সিদ্ধান্তে না পৌছানোই ভালো।

ফারজানা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রশ্নঃ … … আমার বয়স এই নভেম্বরে বিশ বছর পূর্ন হবে। কিন্তু আমার সমস্যা হল, বড়দের কোন বিষয়ই আমার ভালো লাগে না। আমি ছোটদের বই পড়ি। … … আমার চিন্তাভাবনা আর কথাও অনেকটা শিশুসুলভ!! কিন্তু এতে আমার ব্যাক্তিগত জীবনে কোন সমস্যা হয় না। কিন্তু একমাত্র সমস্যা হল আমার কিছু প্রিয় বন্ধুরা!! …… ওরা বলে, যদি জীবনে ভাবগম্ভীর হতে না পারিস, যদি জীবনের অন্ধকার দিকগুলো না দেখিস, তবে কখনোই বাংলা পড়ে জীবনে কিছু করতে পারবি না। আমার আদর্শ আর দৃষ্টিভঙ্গি নিয়ে সারাক্ষণ হাসাহাসি করে। তবে ওরা অসম্ভব ভালো মানুষ আর আমাকে ভালবাসেও! কিন্তু ওদের এই দুষ্টুমিগুলো ক্রমে আমার মধ্যের অনড় অবস্থান আর আত্মবিশ্বাসকে কমিয়ে দিচ্ছে! আর আমি কখনোই আমার এই দৃষ্টিভঙ্গিকে হারাতে চাই না, আর ওদেরও না। কি করতে পারি এমন অবস্থায় আমি? আর স্যার, আমি আপনার একজন অসম্ভব ভক্ত পাঠিকা! আপনি যে আমার কত্ত কত্ত কত্ত প্রিয় একজন লেখক এবং আদর্শ মানুষ তা আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না! আপনাকে অনেক অনেক অনেক অনেক…… ভালবাসা উপহার দিলাম!
উত্তরঃ শোনো, তুমি খুবই সৌভাগ্যবান একজন মেয়ে যে তোমার ভেতরে একটা শিশুসুলভ চিন্তা ভাবনা কাজ করে! নিজেকে বদলানোর চেষ্টা করো না, তোমার ভালো বন্ধুদের উপদেশ শুনে জোরে জোরে মাথা নেড়ে তাদের সবকথা শোনার ভাণ করো, আর ভেতরে ভেতরে যে রকম আছ, সেরকম থেকে যাও। যখন সত্যিকার জীবন শুরু করবে, এমনিতেই তোমার অনেক কিছু মেনে নিতে হবে, তখন সেগুলো দেখা যাবে। আপাতত যেরকম আছ সেভাবেই থকে জীবনটা নিজের মত করে উপভোগ কর। (তোমার ভালবাসা উপহারের জন্যে থ্যাঙ্কু!)

করুণ নেত্রকোনা।
প্রশ্নঃ আপনাকে কি বলে ডাকবো???
উত্তরঃ কী কী বলে ডাকা সম্ভব তার একটা লিস্ট পাঠাও, সঠিক উত্তরে টিক দিয়ে দেব!

Mortuza Hossain
প্রশ্নঃ স্যার আপনার বই নিয়ে কি কোন অ্যাপ বানিয়ে appbajar.com এ দিতে পারি? দয়া করে জানাবেন।
উত্তরঃ তুমি যদি চাও, দাও। তোমার এবং অন্যদের সময় নষ্ট হবে না তো?

আসিফ
প্রশ্নঃ আপনার গোঁফের স্টাইলটা অসাধারণ স্যার। গোঁফ আরও বড় করবেন কি না জানতে চাই স্যার। ….
উত্তরঃ তার আগে বল কেন এটা তুমি জানতে চাও? পরিক্ষায় কী এটার উপরে কোনো প্রশ্ন আসবে?

শেখ রাজিব, ঢাকা
প্রশ্নঃ mzi.rocks নামটা একটু কঠিন মনে রাখার জন্য । বানান বা শব্দের জন্য কঠিন লাগছে তা নয় । আসলে স্যার এর কথা মনে হলে rocks শব্দটা মাথায় আসে না । এই শব্দটার পরিবর্তে অন্য কোন শব্দ ব্যবহার করলে ভাল হত ।
উত্তরঃ হা হা হা! কেউ কেউ ঠিক তোমার উল্টো কথা বলছে, নামটা নাকী অসাধারণ হয়েছে, আমি কোন দিকে যাব, তুমিই বল।

Afrida Dhaka,
প্রশ্নঃ Sir ami apnar lekhar onek boro vokto, apnar boi pele r kichu lage na. Kintu sir idaning kano adventures boi kom pacchi amra? Ami nischit amra jara adventure priyo Tara Sobai apnar boi er opekkhay boshe thaki..
উত্তরঃ তুমি বলছ এডভেঞ্চারের বই কম লিখা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এই সেদিন একজন বলল, স্যার এডভেঞ্চারের বই কম লিখে মানুষের সাথে মানুষের সম্পর্কের বই বেশী করে লিখবেন। আর বড় কথা হচ্ছে আমার যেটা লিখতে ইচ্ছে করে সেটাই লিখে বসে থাকি। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে অসংখ্য লেখকের অসংখ্য বই থেকে নিজের পছন্দের বই বের করে সেগুলো পড়া।

আতকিয়া আসিমা তাজিন যাত্রাবাড়ী, ঢাকা
প্রশ্নঃ ওয়াও স্যার…দারুণ! এখন চাইলেই আপনার নতুন আর পুরানো লেখা সব পড়া যাবে। স্যার, এখানে কি শুধু প্রশ্নই করা যাবে?! কমেন্ট করা যাবে না?! (যদি নিয়ম ভংগ করা হয়, তাই কমেন্ট শেষে প্রশ্ন জুড়ে দিলাম। কিছু মনে করবেন না স্যার!) 🙂
উত্তরঃ কেউ কমেন্ট করলে তাকে কী আমি থামাতে পারব? তোমাকে কী থামাতে পেরেছি নাকী থামানোর চেষ্টা করেছি? উত্তর না দিয়ে আমি নিজেই যে প্রশ্ন করে যাচ্ছি, তুমি কী আমাকে থামাতে পারছ?

arefin Barisal
প্রশ্নঃ sir ami eber inter 1st year er student.my ssc result 4.56 in science. so I am very much depressed for that.because of in my childhood I want to be a army officer. but my ssc result is 4.56 er jonno ami army officer post eee apply krte parbo Na ei jonno ami improvement exam dite chai to earn gpa 5.plz sir tell me is that right dicision for me.
উত্তরঃ কথায় বলে সখের তোলা আশী টাকা। কাজেই তোমার সখটা কতোটা তীব্র তার জন্যে তুমি কতোটুকু ত্যাগ স্বীকার করতে চাও সেই সিদ্ধান্তটা তো তোমাকেই নিতে হবে।

Israt Jahan Ivee Sher-E- Bangla Nagar
প্রশ্নঃ Amra apnake ato prosno kori kintu apnar ki khokhono kaoke prosno korte issa kore na? Botto:amar phone e bangla layout ney, tai eti banglish vashay lekha holo
উত্তরঃ অবশ্যই ইচ্ছে করে। আমার ভেতরে কতো প্রশ্ন! কিছু কিছু প্রশ্ন শুনলে অবশ্যি মানুষজন চোখ কপালে তুলে ভিমরী খেয়া পড়বে!

রহমান আশিক, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
প্রশ্নঃ স্যার, … … আমি যখন স্কুলে যাওয়া শুরু করিনি, তখন থেকেই ছবিওয়ালা বইগুলো হাতে নিয়ে পড়ার চেষ্টা করতাম। কিভাবে কিভাবে যেন প্রচন্ড আগ্রহ থেকে পড়াও শিখে ফেললাম কেউ শেখানোর আগেই। … …গল্পের বই পড়াটা এককালে নেশার মতো ছিল। খাওয়া-গোসল করা-ঘুম… সব বাদ, শুধু গল্পের বই আর গল্পের বই! যা সামনে পেতাম, তাই পড়তাম। …… এইচ. এস. সি.-র পরে সব বই পড়ার অনুমতি পেয়ে গেলেও সময় আর পেলাম না। মেডিকেলে ভর্তি হলাম। পরীক্ষা দিতে দিতে, মেডিকেলের কঠিন সিলেবাস পড়তে-পড়তেই দিনরাত একাকার হয়ে যাচ্ছে। একটু যখন অবসর পাই, তখন ফেসবুক। এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার, অস্বীকার করবো না, ফেসবুক সাইটটি একটা নেশার মতো হয়ে গেছে। …… মেডিকেলের চাপ, পড়াশুনা, ক্যারিয়ার চিন্তা আর ফেসবুক… এসব নিয়ে ব্যস্ত সময় পার করতে-করতে হঠাৎ আবিষ্কার করলাম আমার সেই পড়ার নেশাটা কেটে গেছে। আমি আর গল্পের বই দেখলে পাগলের মতো বইয়ের উপর ঝাঁপিয়ে পড়ি না, যে বইটা অনেকদিন ধরে খুঁজছি সেটা পেলেও পড়া শেষ করতে পারছি না। … … আমার বইপড়ার অভ্যাসটা হারিয়ে যাচ্ছে এটা নিয়ে আমি শঙ্কিত। আমার এই শঙ্কাটা দূর করতে চাইছি। ডাক্তার হয়ে শুধু রোগশোক-জরাব্যাধি এসব নিয়েই চর্চা করতে চাইনা, সাহিত্যের চর্চাটুকুও করতে চাই। কী করা যায়, বলুন তো স্যার?
উত্তরঃ তুমি নিজেই তোমার সমস্যাটা বুঝেছ, আমি আর কী বলব? একজন মানুষের বই পড়ার আগ্রহ শেষ হয়ে গেছে আর তার মানসিক মৃত্যু ঘটে গেছে এর মাঝে আমি খুব একটা পার্থক্য দেখি না। আমার মনে হয় ফেসবুক জিনিসটা তৈরীই হয়েছে অসাধারণ ছেলেমেয়েদের টেনে নিচে নামিয়ে খুব সাধারণ মানুষের কাতারে এনে ফেলে দেয়ার জন্যে। যে হালকা রুটিন বাধা জীবনের বাইরে চিন্তা করবে না। তুমি ফেসবুক করে তোমার সময় নষ্ট কর, এবং তোমার নষ্ট করা সময়টুকু ব্যবহার করে কেউ একজন বিলিওনার হয়!

প্রশ্নঃ ?
উত্তরঃ !

মানস মন্ডল সিংগাপুর প্রকৌশলী
প্রশ্নঃ স্যার, আমাদের সব স্কুল /মাদ্রাসা/ইংলিশ মিডিয়াম গুলোতে বাংলাদেশের স্বাধিনতা দিবস /জাতীয় সংগিত /বিজয় দিবস /২১ ফেব্রুয়ারি/পহেলা বৈশাখ ইত্যাদি নিয়ে সবাই কে একই রকম ভাবে পড়ানো বাধ্যতামূলক করা যায় কিনা?
উত্তরঃ অবশ্যই করা যায় এবং তার চেষ্টাও চলছে। কিন্তু শুধু বাধ্যতামূলক বলে রুটিন মাফিক কিছু একটা করে গেলেই হবে না বিষয় গুলো হৃদয় দিয়ে ধারণও করতে হবে।

তুষার কানাডা
প্রশ্নঃ স্যার আসসালামু আলাইকুম আপনি মধ্যবিত্ত পরিবারের গল্প উপন্যাস লিখেন না খুব বেশি! না কি লিখেন, আমি জানি না?
উত্তরঃ ওয়ালআইকুম সালাম। আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে লিখি, তারা সবাই তো মধ্যবিত্ত পরিবারের!

প্রশ্নঃ I am the first questioner. Yahoo! Isn’t it?
উত্তরঃ না, তুমি ৩৫৪ নম্বর- সরি!

Sharmin Shakhi PGT on psychotherapy BSMMU- Dhaka.
প্রশ্নঃ Sir, apni kemon achen?? Onek khushi ebar amra- apnake evabe amader jonno peye. 😀 😀 😀 Apnake kritoggota, (ovinondon kintu amader jonno).. 😀
উত্তরঃ থ্যাঙ্কু! থ্যাঙ্কু! (আমার মগজ ওলট পালোট হয়ে গেলে আমাকে ফ্রী সাইকোথেরাপী দিবে তো?)

Asik Al Anik, Shaheed Salam-Borkot Hall,JU
প্রশ্নঃ Sir, Bangladesh er Bortoman poristhitite satroder ki korniyo?
উত্তরঃ তুমি যদি ধর্মান্ধ না হয়ে থাকো, তোমার ভিতরে যদি জংগী জংগী ভাব না থেকে থাকে তাহলে আলাদা করে কিছুই করতে হবে না। সুন্দর জীবনটাকে আগের মত উপভোগ করে যাও!

আসাদুজ্জামান সুহান ধানমন্ডি, ঢাকা
প্রশ্নঃ স্যার, আমরা অনেক খুশি যে আপনি এমন একটা পদক্ষেপ নিয়েছেন। এতে আমরা আপনাকে আরও ভালভাবে জানতে পারব। আপনার “অবনিল” আর “সুহানের স্বপ্ন” বইটা আমার অনেক ভাল লাগছে। যদিও আমি আপনার এই দুইটা বই ই শুধু পড়েছি। বিজ্ঞানের ছাত্র আমি তার উপর ইন্টার ১ম বর্ষের ছাত্র। পড়ার অনেক চাপ তাই এত বাইরের বই পড়তে পারি না। আমার মহাকাশ নিয়ে পড়ার অনেক আগ্রহ। আমি মহাকাশ নিয়ে গবেষণাও করতে চায়, এইটা আমার এইমগুলার মধ্যে একটা। এইটা শুধু আপনাকেই বলছি আর কাউকে বলিনি। আমার প্রশ্নটা হল, “ব্ল্যাক হোল কী? ” স্যার প্লীজ একটু বলবেন
উত্তরঃ আমার শুধু দুইটা বই পড়েছ তাতে কোন সমস্যা নেই যদি অন্য লেখকদের অসংখ্য বই পড়ে থাকো। মনে রেখো অনেক বই না পড়লে খুবই সাধারণ সাদামাটা একটা জীবনে সন্তুষ্ট থাকতে হবে। আমি এখানে দুই চার লাইনে ব্ল্যাক হোল নিয়ে যেটুকু লিখতা পারব তার থেকে শত গুণ সুন্দর ভাবে এখানে  সেই তথ্যটা পায়ে যাবে।

প্রশ্নঃ এখন আর প্রথম আলোতে লিখেন না কেন?
উত্তরঃ যদি কখনো সামনা সামনি তোমার সাথে দেখা হয় জিজ্ঞেস করো, তোমাকে কানে কানে উত্তরটা দিয়ে দেব।

সমর দাশ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চকবাজার চট্টগ্রাম
প্রশ্নঃ sir, নমস্কার। …… এরপর কলেজ জীবনে এসে নতুন নতুন বই পড়া ছেড়ে পত্রিকা, ফেসবুকে কিংবা ব্লগে বিভিন্ন লেখা পড়াতে শুরু করলাম, ……আপনার মতো দেশটাকে ভালোবাসতে ইচ্ছে করে। কখনো পারি কখনো পারি না।দেশের জন্য চিন্তা করি। দিনদিন কেমন জানি হয়ে যাচ্ছে চারপাশ। … … মনের ভিতর ভয় কাজ করে সবসময়। এই বুঝি কিছু একটা ঘটতে চলেছে।এ অবস্থা থেকে দেশটাকে তো বাঁচানো দরকার।তার আগে তো নিজের চারপাশটাকে। কিভাবে পারবো, বলুন তো?
উত্তরঃ দেশকে কখনো ভালোবাসবে আবার কখনো ভালবাসবে না, সেটা হলে তো হবে না। দেশ হচ্ছে মায়ের মতো, তুমি কখনো মাকে ভালোবাস আবার কখনো ভালবাসো না এটা কী কখনো হয়েছে? হয়নি! ভয়ের কিছু নেই, এত অল্পে ভয় পেলে হবেনা। বরং উল্টোটা বল, দেখি কোন দুর্বৃত্ত আমার দেশে হাত দিতে চায়! কার সেই সাহস আছে!

প্রশ্নঃ মোনালিসার হাসি এতো বিখ্যাত কেনো? মানে আহমরি কিছু আমি খুঁজে পাইনা….অন্যরাও খুঁজে পায়নি এর বিশেষত্ব…. তাই আমি আপনাকেই জিজ্ঞেস করছি মোনালিসা ছবিটি এত বিখ্যাত কেনো?
উত্তরঃ হাসি খুবই দুর্বোধ্য রহস্যময় বিস্ময়কর জাদুকরী অসাধারণ একটা ব্যাপার। শিল্পীদের চোখে সেটা আরো অন্যরকম হতে পারে, তাই আমার কাছে কোনো কিছু আহামরি মনে না হলেই যে সেটা অসাধারণ হবে না সেটা আমি কখনোই বলব না। (তবে মোনালিসার কেন ভুরু নেই সেটা নিয়ে যদি প্রশ্ন করো সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, ডার্মাটলজিস্টদের এই প্রশ্নটা করা যেতে পারে।)

প্রশ্নঃ স্যর, আমার মনে হয় আমার মেধা অনেক কম। কিন্তু আমি দেশের জন্য অনেক কিছু করতে চায়। মেধা কম হলে কি দেশের জন্য অনেক কিছু করা যায়না?
উত্তরঃ শোনো, আমি মেধা শব্দটা বিশ্বাস করি না। আমরা শুধু পড়ালেখার মেধাটাকেই মেধা মনে করি, সেটা সত্যি নয়। সবারই কোনো না কোনোদিকে মেধা আছে। আমি বিশ্বাস করি কোনো একটা স্বপ্নের জন্যে একজন যত উৎসাহ নিয়ে যত বেশী পরিশ্রম করতে পারে সে তত বেশী মেধাবী। কাজেই অবশ্যই তুমি দেশের জন্যে একটা কিছু করতে পারবে। আমি মন থেকে তোমার জন্যে দোয়া করছি

প্রশ্নঃ Sir, my son asked me why the Earth is floating? I could not answer him, his Name is Jitu, Age 6 years, from Melbourne. Please help me with answer.
উত্তরঃ ছয় বছরের বাচ্চা ভাবতেই পারে সবকিছুকেই নিচে পড়ে যেতে হবে, এটা ভেসে থাকতে পারবে না। তাকে যদি মহাকাশের ধারণা দেয়া যায় যে সেখানে পড়ে যাওয়ার কোনো জায়গা নেই চারিদিকে শুন্য তার মাঝে সূর্য পৃথিবীটাকে মহাকর্ষ বল দিয়ে টেনে রাখছে বলে ছুটে যেতে পারছে না। কাজেই পৃথিবীটা আসলে ঠিক ভেসে নেই সূর্যের টানে আটকা পড়ে আছে। অনেকটা একটা দড়ি দিয়ে একটা পাথরকে বেঁধে ঘুরানোর মত, দড়িটা হচ্ছে মহাকর্ষ বল কিন্তু এখানে অদৃশ্য।

রাহীমা রহমান বনানি, ঢাকা।
প্রশ্নঃ আপনি কি গান শুনতে পছন্দ করেন? কার গান আপনার প্রিয়?
উত্তরঃ অসম্ভব পছন্দ করি! রবীন্দ্র সংগীত একটু বেশি শোনা হয়।

সাদেকীন হায়দার, ঢাকা
প্রশ্নঃ শ্রদ্ধেয় স্যার, দেশি বিদেশি বিখ্যাত অখ্যাত সব পত্রিকায় অনেক দিন ধরেই ছাপা হচ্ছে বাংলাদেশে নাকি একটি ৯ মাত্রার ভূমিকম্প আসবেই আর তাতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হবে পুরো দেশ। ইদানীং বন্ধুমহলের আড্ডায় কিংবা ফেসবুকে একটু ঢুঁ মারলেই দেখি সবাই বাংলাদেশ আসন্ন ভূমিকম্প নিয়ে বেশ আতঙ্কগ্রস্থ। শুধু তাই নয়, অনেকে তাঁদের মধ্যকার আতঙ্ক সবার মাঝে ছড়িয়েও দিচ্ছে আবার। … … তাই বর্তমান পরিস্থিতিতে ভূমিকম্প সচেতনতা নিয়ে আপনার একটা লেখার খুব অভাব বোধ করছি স্যার। মানুষের কাছে কোনোকিছুই অসম্ভব না, এই ভূমিকম্পের কি কোনোই সমাধান নেই ? আপনি এই বিষয়ে একটা লেখা লিখবেন স্যার ? অশেষ শ্রদ্ধা আর ভালবাসা রইলো
উত্তরঃ আমি বিষয়টা দেখেছি এবং খুব বিরক্ত হয়েছি। ৯ মাত্রার ভুমিকম্প মোটেও ঠাট্টার বিষয় নয় কিন্তু আমার কাছে সেরকমই মনে হল। আমি এই বিষয়ের বিশেষজ্ঞ নই, তাই খুব সাবধানে লিখতে হয়, মনে হচ্ছে আরো একটা লেখা লিখার সময় হয়েছে। মজার কথা হচ্ছে যারা এই আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে তারা মাঝে মাঝে আমাকেও হুমকি দেয়- কেন আমি সবাইকে সাহস দিয়ে লেখা লিখি?

সিদ্ধার্থ রায় ডি আই টি আবাসিক এলাকা ঢাকা।
প্রশ্নঃ আমার প্রশ্ন হচ্ছে আমি কি প্রশ্ন করব?
উত্তরঃ আমার উত্তর হচ্ছে আমি কী উত্তর দেব?

umme habiba shemul, japan garden mohamadpur,dhaka.
প্রশ্নঃ Sir ,amr kono prosno nei.tobe kicho bolte chai.ami apnake onk sroddha kori.kono din jodi apnar sathe dakha hoy ami apnake paye hat diye salam korte chai.ata amr jiboner akta boro iccha .jani na puron hobe kina.apnake likte hat kapche.jodi kicho vul hoy thake maf kore diben.
উত্তরঃ তোমার জীবনের বড় ইচ্ছাটা আসলে মোটেই এমন কিছু কঠিন ইচ্ছা না, তোমার সাথে নিশ্চয়ই একদিন দেখা হবে, তখন তুমি পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করে দেখতে পারবে (আমি সাধারনত এটা একটু ঠেকানোর চেষ্টা করি) কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়, চিঠি লিখতে গিয়েই যদি হাত কাঁপে, সালাম করতে গিয়ে তোমার কী অবস্থা হবে? ধুড়ুম করে মাথা ঘুরে পড়ে যাবে না তো?

বিবেক চন্দ্র দে,দশম শ্রেণি,বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা
প্রশ্নঃ আপনার লেখা কোন প্রোগামিং এর বই আছে কি?
উত্তরঃ না, এখনো নেই!

অনামিকা চক্রবর্তী ৭ম সেমিস্টার মাইক্রোবায়োলজি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি
প্রশ্নঃ স্যার, আমার সহস্র সালাম নিবেন। আপনার ওয়েবসাইট দেখার পর খুশিতে আত্নহারা হয়ে গেছি। আর প্রশ্ন করার অপশন থাকাতে খুশিটা সীমাহীন হয়ে গেছে! আপাতত কোন প্রশ্ন মনে পড়ছে না। একটা অনুরোধ, পত্রিকায় প্রকাশিত আপনার কলামগুলো ওয়েবে দেয়া যায় কি? আগে প্রথম আলোতে শুক্রবার হলেই আপনার কলাম খুজতাম। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা আপনাকে, আপনার আদর্শকে হৃদয়ে লালন করি, মুক্তিযুদ্ধকে আপনার থেকেই সবচেয়ে বেশি জেনেছি। একটাই আফসোস, সবার সাথে আপনার বইমেলার ছবি আছে। আমি অধম এখনো সুযোগ পাই নি।দীর্ঘ চিঠির জন্য সরি।
উত্তরঃ প্রতি দুই সপ্তাহ পরপর শুক্রবারে আমি একটা কলাম লিখি, সেটা একই সাথে ২৫টা ভিন্ন ভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয় তাই আলাদা ভাবে সেটা এখানে দেওয়ার মনে হয় দরকার নেই! তাছাড়া এটা বাচ্চাদের ওয়েব সাইট। গুরুগম্ভীর মনখারাপ করা কলাম পড়ে বাচ্চারা কী করবে? বইমেলায় ছবি তোলার অনেক সুযোগ পাবে।

আরিফ, ঢাকা
প্রশ্নঃ কবে আমরা পড়ালিখা থেকে অংক বাদ দিতে পারব? সব কিছুই ত এখন কম্পিউটার করতে পারে। গাড়ী ও চালায় full auto…
উত্তরঃ হুমমমম! সবকিছু যেহেতু কম্পিউটারই করতে পারে তাহলে মানুষগুলোকে রেখে কি হবে? ওদেরকেও বাদ দিয়ে দেই? পৃথিবীটাতে শুধু কম্পিউটারই থাকুক। কী বল?

হিরু দত্ত। ঠিকানা- ৮২নং জে. আই মাদ্রাসা রোড, চট্টগ্রাম।
প্রশ্নঃ  মুক্তিযুদ্ধ ছাড়া অন্য কোন ধরণের বই আমরা ডাউনলোড করার সুযোগ পাব, স্যার?
উত্তরঃ একটু সময় দাও, আমি একা মানুষ এতকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবে।

তুলি গোবরচাকা ক্রস রোড,খুলনা।
প্রশ্নঃ স্যার,কেমন আছেন? ঠিক প্রশ্ন না,একটা অনুরোধ,আপনিতো জানেন যে,আমরা একটা কি বাজে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি.. আইএসের মত পুরাপুরি ভূল পথে চলে যাচ্ছে, কিসের যে নেশায় তা কে জানে, অনেক বাংলাদেশি অল্প বয়েসি ছেলে-মেয়েরা.. আপনাকে বাংলাদেশের প্রায় সবাই অনুসরণ করে( কিছু ছাগু ছাড়া,এদের কথায় একদম গুরুত্ব দিবেন না,মন খারাপও করবেন না),তাই আপনি কিছু কিছু নিয়মিত এই ব্যাপারে লিখুন যাতে ছেলে-মেয়েরা এই ভূল পথে না যায় বা মনে মনে সমর্থন না করে। আপনার একটা লেখা দেখেছি এই ব্যাপারে,আরো লিখুন প্লিজ। ভাল থাকবেন 🙂
উত্তরঃ ঠিক আছে লিখব, কিন্তু যারা এই পথে গিয়েছে কিংবা যাবে যাবে করছে তাদের সংখ্যা এতো কম যে তাদের জন্যে না লিখে তোমাদের মতো ছেলেমেয়ে যারা দেশকে ভালোবাসে দেশকে নিয়ে স্বপ্ন দেখে তাদের জন্যে লেখাটাই কী বেশী আনন্দের না?

Euva Dhaka
প্রশ্নঃ Sir Apnr kon writer r lekha beshi vlo lage?
উত্তরঃ অসংখ্য অসংখ্য অসংখ্য! বলে শেষ করতে পারব না।

প্রশ্নঃ আমি লিখা লিখি করতে চাই আপনার মতো করে। কিন্তু কিছুই পারি না। কিভাবে করব স্যার?
উত্তরঃ পড় পড় এবং পড়। একসময় পারবে।

জনায়েদ সরকার ৩৮ পূব রাজাবাজার, তেজগাঁও,ঢাকা-১২১৫
প্রশ্নঃ স্যার আপনি কি খেতে পছন্দ করেন? দিনের কোন সময়ই টা আপনার সবচেয়ে ভাল লাগে ও কেন? স্যার, ভাল মনের মানুষ হব কি ভাবে? স্যার বেলা শেষে মানুষ স্বপ্নটাকে বাঁচিয়ে রাখে কেন? জীবনে সবচেয়ে গুরুত্বপুন কাজ কি?
উত্তরঃ একসাথে পাঁচটা প্রশ্ন করার জন্যে তোমাকে একটা মেডেল দেওয়া উচিৎ! (১) আমি ডাল ভাত খেতে পছন্দ করি। (২) দিনের যেকোনো সময়ই আমার প্রিয়, আকাশে ভরা চাঁদ কিংবা কালো মেঘ হলে আরো বেশি প্রিয়। (৩) তুমি ভালো মনের মানুষ হয়েই জন্মেছ, এভাবেই থেকে যাও, তাহলেই ভালো মনের মানুষ হয়ে যাবে। (৪) মানুষ স্বপ্নটাকে বাঁচিয়ে রাখে কারন স্বপ্নটাই হচ্ছে একজনের সবকিছু। যে যত সুন্দর স্বপ্ন দেখতে পারে তার জীবন তত সুন্দর। সব স্বপ্ন পূরণ হয় না, তাতে ক্ষতি নেই, কারণ স্বপ্নের জন্যে কাজ করে যাওয়াটাই হচ্ছে জীবন (৫) আমার মনে হয় অন্যের জন্যে কিছু করাই হচ্ছে জীবনে সবচেয়ে গুরুত্বপুন কাজ।

এহছানুল হক। নেত্রকোনা।
প্রশ্নঃ স্যার আপনি কেমন আছেন? আপনাকে খুব মনে পরে। কিভাবে আপনার সাথে দেখা করা যায়?
উত্তরঃ ভালো আছি। আমি সিলেট থাকি, কখনো সিলেটে এলে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাকে পেয়ে যাবে।

মোঃ লুৎফর রহমান ভূয়াপুর,টাংগাইল
প্রশ্নঃ স্যার,আমার লেখাটা কি আপনার কাছে পৌঁছেছে? আর যদি পৌঁছে থাকে তবে কি আমিই সেই সৌভাগ্যবান যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে প্রথম প্রশ্ন করেছে?
উত্তরঃ না, তুমি প্রথম নও, ৩২১ নম্বর প্রশ্নকর্তা!

বাঁধন ধ্রুব ঢাকা
প্রশ্নঃ অনেক অনেক ধন্যবাদ স্যার। ওয়েবসাইটটা পেয়ে মনে হল আপনাকেই তো পেয়ে গেলাম। প্রশ্ন না হয় পরে হবে। শুধু আপনাকে পেলাম আগে এই আনন্দে নাচি। অনেক ভালো থাকুন স্যার। 🙂
উত্তরঃ নাচো! মন ভরে নাচো!

ইব্রাহিম অালী, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট।
প্রশ্নঃ স্যার অামি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতে চাই। কিন্তু স্যার অামার গণিত ভাল লাগে না, তবে ধৈর্য্য ধরে চেষ্টা করলে সবই পারি। তারপরও গণিতকে অাপদ মনে হয়। এখন অামি কি করব?????
উত্তরঃ নিজেক বোঝাও গণিত আর যাই হোক আপদ নয়! যেহেতু চেষ্টা করলে সবই পারো, দাঁতে দাঁত চেপে চেষ্টা করে যাও সব ঠিক হয়ে যাবে।

জালাল সুমন, সুনামগঞ্জ
প্রশ্নঃ আমাদের চলমান এই শিক্ষা পদ্ধতি কী আগামি প্রজন্মের জন্যে অভিশাপ নয়? এখান থেকে আগামি প্রজন্ম কীভাবে রক্ষা পেতে পারে?
উত্তরঃ শিক্ষা পদ্ধতিটিতে বড় কোনো সমস্যা নেই কিন্তু কোচিং ক্লাশ, গাইড বই, প্রশ্ন ফাঁস, গোল্ডেন ফাইভের জন্যে মারামারি, অভিভাবকের বাড়াবাড়ি, শিক্ষা মন্ত্রনালয়ের গা ছাড়া ভাব, শিক্ষকের অভাব সব কিছু মিলিয়ে এখন অবস্থাটা একটু ঘোট পাকিয়ে গেছে। কিন্তু হতাশ হবার কিছু নেই সমস্যাটা যেহেতু আমরা জানি এর সমাধাণ হবেই।

suhash.maijdee court noakhali
প্রশ্নঃ sir apni ki kokhono noakhali te asechen?ami topu Boi tar sesher patay amar koyek fota jol pore dag legeche.
উত্তরঃ হ্যাঁ এসেছি। বইয়ে চোখের পানির দাগ খুবই স্বাভাবিক ব্যাপার, অন্য কোথাও এই দাগ না পড়লেই হল।

শিউলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রশ্নঃ স্যার, আপনি এত ভাল কেন? অামি চাই আপনার মত ভাল হতে। সেটা কিভাবে সম্ভব?
উত্তরঃ হা হা হা! আমি এমন কিছু ভাল না, আমার মত ভাল হওয়া নোনো ব্যাপারই না, তুমি যেরকম আছ সেরকম থাকলেই আমার থেকে ভালো হয়ে যাবে।

সাইফুল ইসলাম
প্রশ্নঃ আমার কোন প্রশ্ন নেই, মতামত আছে। এরকম একটা কিছুর অপেক্ষায় ছিলাম। আমি ফেবুর বাইরে কিছু চাচ্ছিলাম যেটাতে আমি ভাল সময় কাটাতে পারি। আপনার লেখা আমার খুব ভাল লাগে।
উত্তরঃ থ্যাঙ্কু!

কামাল পিএইচডি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়া
প্রশ্নঃ স্যার, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। এইটাই কি এই ওয়েবসাইটের প্রথম প্রশ্ন?
উত্তরঃ না, এটা ৩০৩ নম্বর প্রশ্ন!

Himal,narinda
প্রশ্নঃ Sir ,apnar likha boi amr pora prothom golper boi..sei cls 3 te..hat kata robin..tarpor school life onk golper boi porechi..kintu university asar por ki je holo..golper boi ar pori na..english tv serial dekhi.golper boi porte kno jani iccha kore na..ei ovvash amar je kobe ferot asbe ke jane…..
উত্তরঃ তুমি যদি লিখতে স্ট্রোক করে তোমার ব্রেন অচল হয়ে গেছে তাহলে তোমাকে নিয়ে আমি যেটুকু দুশ্চিন্তা করতাম এখনো সেরকম দুশ্চিন্তা করছি। বই পড়ার অভ্যাসটা এমনি এমনি হঠাৎ একদিন ফিরে আসবে না, তোমাকে চেষ্টা করে ফিরিয়ে আনতে হবে। মনে রেখো পৃথিবীতে দুই রকমের মানুষ, যারা বই পড়ে এবং যারা বই পড়ে না! এই দুই ধরণের মানুষের ভেতর আকাশ পাতাল পার্থক্য!

নাওমি, ক্লাস ফাইভে পড়ি রাজশাহী পি এন স্কুলে। খ গ্রুপ, রোল ২৩।
প্রশ্নঃ  অনেক বই আমি পড়েছি, এখনো পড়ছি। আপনার নাম দেখলেই মনে হয় অতি প্রিয় মানুষের একজন আপনি। আমার বাবা প্রতি সংখ্যা কিআ কিনে দেন। প্রথমে আপনাকে খুজি। না পেলে খুব খারাপ লাগে। একটি অনুরোধ আপনি ওখানে সব সময় লিখবেন।
উত্তরঃ কিআতে আমি যা লিখতাম সেগুলইতো এখানে লিখছি যেন যেকেউ কিআ না কিনেই আমার লেখা পড়তে পারে!