১. পুরানো প্রশ্ন ও উত্তর (২৩ জুলাই-১৪ আগস্ট ২০১৬)

৪ আগস্ট ২০১৬

প্রশ্নঃ তানজিল, ১৯+, অনার্স ১ম বর্ষ, কুমিল্লা থেকে বলছি – স্যার, অল্প বয়সে ধনকুবের হতে হলে কি করতে হবে? তার জন্য কি কঠিন ভাবে পড়াশোনা করতে হবে নাকি অন্য কিছু?
উত্তরঃ কত অল্প বয়সে? ডোনাল্ড ট্রাম্পকে একটা ই-মেইল পাঠিয়ে দেখতে পার সে কোনো বুদ্ধি দিতে পারে কীনা (এই মানুষটা তার বাবার টাকায় বড়লোক, নিশ্চয়ই অনেক অল্প বয়স থেকে!)

বাপ্পী ১৬/ডি, গার্ডেন রোড, পূর্ব তেজতুরী বাজার।
প্রশ্নঃ ফেসবুক মানেই কি সময় নষ্ট? ওখানেও তো লেখা যায়। পড়া যায়! ব্যাখ্যা করবেন কি প্লিজ?
উত্তরঃ না, এটা নিয়ে আমি তর্ক বিতর্ক করব না। আমার কথাটি আমি বলেছি- এটা মানা না মানা তোমার ব্যাপার।

আদনান তূর্য।বরিশাল।
প্রশ্নঃ আপনি কেমন আছেন ?? (আর স্যার আপনার গল্প দিয়ে শর্ট ফিল্ম বানাতে চাচ্ছিলাম অনুমতি পাব?) এটা মেইন প্রশ্ন
উত্তরঃ আমি আসলে লেখা লেখি করি যেন পাঠকেরা সেটা পড়ে, সেটা ফিল্ম হিসেবে দেখানোতে আমার উৎসাহ কম!

শেখ ফাতেমা ওয়ারা পোল্যান্ড
প্রশ্নঃ প্রশ্নের বদলে আমি যদি এই সাইটা টা খোলার জন্য ধন্যবাদ দেই আপনি কি বকা দেবেন? ধন্যবাদ স্যার 🙂
উত্তরঃ সেই পোলান্ড থেকে একজন আমাকে ধন্যবাদ দেবে আর আমি তাকে বকা দেব? তোমার কী আমাকে এতো পাষণ্ড মনে হয়?

নাম প্রকাশে অনিচ্ছুক বাবা
প্রশ্নঃ স্যার, আমি একজন মেয়ের বাবা, আমার মেয়েটি ক্লাস ৫ এ পড়ছে, কিন্তু সে অংকে বেশ দূর্বল এবং যেকারনে অংক করতে ভয় পায়, স্যার, কি করলে ওর অংক ভীতি দূর হবে?
উত্তরঃ কোনো একটা গণিত অলিম্পিয়াডে ওকে নিয়ে আসেন, মনে হয় ভয় অনেকটুকু কেটে যাবে।

Raisa Jarin,Tangail
প্রশ্নঃ Sir, Ami BSc. (Engg) In ICT Pori.programming mone hoy kichui jani na..programming er boi konodin o agroho niye prlm na (ekta semester chole gelo)voi lagche khub.
উত্তরঃ এখন থেকে পড়, না হয় ভয়টা আরো বাড়বে বলে আমার মনে হয়!

আহমেদ শাহনওয়াজ মেহদী (মার্শাল),আড়াইহাজার,নারায়ণগঞ্জ।
প্রশ্নঃ … আমি যা বলতে চাই তা হচ্ছে-আপনি একজন পুরোদস্তুর বিজ্ঞানী হয়েও চমৎকার ভূতের গল্প লিখেন।আপনার বৈজ্ঞানিক কল্পকাহিনী গুলোও চমৎকার কিন্তু আপনার সক্ষমতা অনুযায়ী আপনি যথেষ্ট ভূতের গল্প লিখেন না।কারণটা কি জানতে পারি?
উত্তরঃ এখন যথেষ্ট বলতে তুমি কী বোঝাচ্ছ? আমি সাত সাতটা ভূতের বই লিখেছি? এটা কী কম হলো?

এহসান বিন দিদার। প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক, ময়ূরাক্ষী। চট্টগ্রাম।
প্রশ্নঃ স্যার, ‘তোমাদের জন্য…’ পোষ্টে লিখেছেন ফেইসবুক মানেই সময় নষ্ট। মজার ব্যাপার হলো, আমরা এখন সেই ফেইসবুক থেকেই নানা সামাজিক সংগঠন ও কার্যক্রম করে যাচ্ছি। প্রজন্ম নানা ভাবেই এখন সচেতন হচ্ছে এই ফেইসবুকের কারণে। … সেদিন দীপংক দাদার বাতিঘরে এসেছিলেন। চট্টগ্রামের মানুষ অন্য রকম এক উম্মাদনা নিয়ে ছুটে গেছে তাদের প্রিয় জাফর ইকবালের কাছে। এই ভালোবাসাটা কেমন ফীল করেন?
উত্তরঃ ‘তোমাদের জন্য…’ সাইটটি বাচ্চাদের জন্যে, ফেসবুক নিয়ে কথাগুলোও বাচ্চাদের উদ্দেশ্যে বলা! ভালোবাসা সবসময়েই অনুভব করা যায়, আমি শুধু বুঝতে পারি না কেন আমার জন্যে বাচ্চাদের এত ভালবাসা।

প্রকৃতি ঢাবি
প্রশ্নঃ অনার্স শেষ বর্ষে আমি। রেজাল্ট খুব একটা খারাপ না। প্রথম প্রথম খুব উৎসাহ ছিল। নিজের বিষয়টাকে খুব আনন্দদায়ক লাগছিলো। অথচ হুট করে একটা সেমিস্টারে রেজাল্ট কিছুটা খারাপ হলো। কেন জানিনা, কিন্তু বিষয়টাকেও হুট করে খুব বিরক্ত লাগা শুরু হলো। মনে হচ্ছে এতদিন ভুল পথে হেটেছি। পথটা পরিবর্তন করা দরকার। বুঝতে পারছিনা কেন এমন লাগছে। কিন্তু আর মন দিতে পারছিনা কিছুতে। বড় পানসে লাগছে সব। আমি আর কাজের পথ পরিবর্তন করতে চাইনা। এই বিষয়েই কাজ করতে চাই। কিন্ত শুধুমাত্র এতটা বিরক্তি ধরার কারণে আর বিষণ্ণতাবোধ কাজ করায় কিছুতে স্থির হতে পারছিনা। অনার্সের এই সময়টায় এতটা মানসিক চাপ আমাকে ভেংগে ফেলছে ভেতর ভেতর খুব। কি করা উচিত আমার?
উত্তরঃ সবকিছু এতো সিরিয়াসলি নিয়ে লাভ নেই! একটা সেমিস্টার তো খারাপ হতেই পারে। অনার্সটা ঝটপট শেষ করে মজার মজার কী কাজ করবে তার লিস্ট বানাতে শুরু করে দাও। দেখবে সবকিছুতেই আবার উৎসাহ ফিরে পাবে।

প্রশ্নঃ পৃথিবীটাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি?
উত্তরঃ ঠিক করেছি এটা যেরকম আছে আপাতত সেটাকে এভাবেই রেখে দিব!

Lopa, PhD research fellow,Rajshahi University.
প্রশ্নঃ  Assalamualaikum sir, kmon achen?ai site ta dekhe ato khusi legeche j ‘yahoo’ bole chitkar sei…dilam na karon ami akhon market e achi. Akhon question holo “… … …?
উত্তরঃ থ্যাঙ্কু!

আসাদুজ্জামান আসাদ নৃবিজ্ঞান বিভাগ স্নাতকোত্তর শ্রেণী সাভার, ঢাকআ
প্রশ্নঃ স্যার, আগামী বইমেলায় আপনার বই পাবো আশা করি। দয়া করে বলবেন কি, কী ধরনের বই লিখছেন এবার?
উত্তরঃ এখনো শুরু করিনি। শুরু করলে বলতে পারব।

প্রশ্নঃ Sir ami Anamul haque,Dhunot,Bogra Apnar aro golpo porbo online a,,,but golpo to sudu akta,,,amar question holo aro golpo kobe pabo?
উত্তরঃ গল্প লিখতে তো সময় লাগে! মাসে একটা যদি লিখতে পারি তাহলেই অনেক!

মোঃ মুঈন আব্দুল্লাহ , জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা
প্রশ্নঃ স্যার আমি আপনার অনেক বড় ভক্ত । আমি আপনার মতো বড় লেখক হতে চাই । কিন্তু অনেকে বলে বড় শিক্ষাপ্রতিষ্ঠানে না পড়লে নাকি বড় মানুষ হওয়া যায় । আপনি তো অনেক বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছেন । তার জন্যই কি আপনি বড় লেখক হয়েছেন ? ? ?
উত্তরঃ মোটেই না! শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নাই। ম্যাক্সিম গোর্কির একটা বই আছে মাই ইউনিভার্সিটিজ, ওটা পড়ে দেখো উনি কোন ধরণের ইউনিভার্সিটিতে পড়েছেন!

সাইফ রাসেল মিরপুর, ঢাকা
প্রশ্নঃ … … … আশা করব আমাদের সবার প্রিয় মানুষ হিসেবে আপনি ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার বন্ধু (হু হু, আপনাকে এতো বুড়ো ভাবতে ভালো লাগে না স্যার)
উত্তরঃ তোমার বিশাল চিঠিটা মন দিয়ে পড়েছি, সাইটটা যেহেতু বাচ্চাদের তাই এখানে দেখাচ্চি না! নিশ্চয়ই আমার পক্ষে যদি কিছু করার থাকে আমি করব।

সৈকত দাশ ১০ম শ্রেণি বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়,ডুমুরিয়াখুলনা
প্রশ্ন: ধরা যাক, একটা খুব খুব ক্ষুদ্র একটা কণিকা যার ভর অতি নগন্য,এবং আমরা মনে করছি ঐ কণিকা কখনো আলোর বেগ অর্জন করতে পারবে না অর্থাৎ স্থির অবস্থায় ঐ কণিকার ভর শুন্য না।আমরা কি করে বুঝব প্রকৃত পক্ষে স্থির অবস্থায় ঐই কণার ভর শুন্য হবে কি না?
উত্তরঃ কণা যত ছোটই হোক বিজ্ঞানীরা তার ভর মেপে ফেলতে পারেন!

প্রশ্নঃ স্যার আপনি যখন কোন কারনে ডিপ্রেশানে ভোগেন, কি ভাবলে বা কার কথা ভাবলে আপনার মন ভালো হয়ে যায়? দ্বীপ, নোয়াখালী
উত্তরঃ মনে হয় দেশের কথা ভাবলে!

প্রশ্নঃ Sir, ami mira, rajshahi sahebbazar e thaki. Ami class 7 e pori. amar porasuna korte ektu o iccha kore na. porte ektu o valo lage na. kivabe porasuna korle porasuna kore anondo paoa jabe? porte o icche korbe? thank you sir
উত্তরঃ পড়াশোনা করতে কার ভাল লাগে বল? পড়াশোনা না করলে যন্ত্রনা আরো বেশি সেই জন্যে পড়াশোনাটা করতে হয়। কী আর করবে, কষ্টমষ্ট করে তুমিও করে ফেল!

Shamsul haq Demra, Dhaka
প্রশ্নঃ স্যার এলিওন কি সত্যি আছে??.
উত্তরঃ এখনো আমার সাথে দেখা হয়নি, তাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি না!

Bristy,58/13 mugda.Dhaka
প্রশ্নঃ Ami apnar moto likte Chao kivabe krbo.
উত্তরঃ প্রথমত আমার মত লিখলে হবে না, আমার থেকে ভাল লিখতে হবে! ভাল লিখার একটা মাত্র উপায়, অনেক বেশী বই পড়া। শুরু করে দাও!

রাইসা আনিকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
প্রশ্নঃ স্যার, টেলিপ্যাথি কি বিজ্ঞানের কোনো শাখা? সত্যিই কি এর অস্তিত্ব আছে?
উত্তরঃ না টেলিপ্যাথি বিজ্ঞানের কোনো শাখা নয়। যদি সত্যি সত্যি টেলিপ্যাথি করা যেতো তাহলে মোবাইল কোম্পানিগুলোর বারোটা বেজে যেতো!

দেওয়ান হাফিজ নাবিল, শমশেরনগর,মৌলভীবাজার,সিলেট
প্রশ্নঃ ফেসবুক এর আসক্তি কমাব কিভাবে স্যর?আর একটা টপিক্স পড়তে আমার অনেক সময় লাগে।খুত খুতে ভাবের জন্য এক পড়া বারবার পড়ি।ফলে সিলেবাস লেষ হয় না।কি করব স্যর?
উত্তরঃ এক মাস ফেসবুক ছাড়া কাটিয়ে দেখ আসক্তি কাটে কিনা!

হাসান মিরপুর ১০
প্রশ্নঃ স্যার আমি অনেক বই পরতে চাই কিন্তু পারি না। এবং ভাল মানুষ হতে চাই।
উত্তরঃ দ্বিতীয়টা খুবই সোজা! হয়ে যাও। প্রথমটা কঠিন, বই তো আর সার্টের মতো না যে পরে ফেলবে, বই পড়তে হয়! বই পড়াটা অবশ্যি খুবই সোজা, শুরু করে দাও দেখবে কতো মজা! (তোমার পড়া বানানটা নিয়ে একটু ঠাট্টা করলাম!)

অনিক আঢ্য খুলনা,বাংলাদেশ।
প্রশ্নঃ স্যার,প্রনাম নিবেন। আমার প্রশ্ন এখন নাই। কিন্তু একটা দুঃখের কথা আছে।২০০৮/২০০৯ এ গণিত অলিম্পিয়াড এ আপনি খুলনা জিলা স্কুলে এসে ছিলেন। …কয়েকজন সাংবাদিক আপনার ইন্টারভিউ নিচ্ছিলেন,তখন আমি ভাবছিলাম এর সাদা গোঁফ,চুল ওয়ালা লোকটা কিরা! পরে জানলাম আপনিই সেই 🙁 এরপরে আর কোনোদিন আপনার সাথে দেখা করার সুযোগ মিলে নাই। এখনো আমার খারাও লাগে অই দিনের জন্য। হ্যাঁ প্রশ্ন মন্র আসছে। আমি কমার্সের স্টুডেন্ট। আপনার প্রতিটা বইয়ে একজন বৈজ্ঞানিক বাচ্চা থাকে। আচ্ছা এমন কোনো বই লিখবেন? যেখান সে কমার্স নিয়ে চিন্তা ভাবনা করা একটা ছেলে থাকবে।আর সহজে বিশাল বিশাল হিসাব মিলাবে,তার কান্ড দেখে অন্যরা হাসবে। এরকম একটা চরিত্র দেখার অনেক শখ স্যার। প্লিজ.. 🙂
উত্তরঃ এটা এমন কিছু দুঃখের কথা না, তোমার সাথে কোনো একদিন নিশ্চয়ই দেখা হবে।ঠিক আচ্ছা, তোমার কমার্স বিষয়ের চরিত্রের কথা মনে রাখব।

নূরুজ্জামান সরকারী বিজ্ঞান কলেজ, ঢাকা
প্রশ্নঃ স্যার, আমার প্রচন্ড আগ্রহ আমি আপনার সাস্টে পড়ব,আমার ড্রিম ও আইটি রিলেটেড সাবজেক্ট গুলোতে পড়া(cse)। আমি এবার, মানে 2016-17 সেশন এ ভর্তি পরীক্ষা দিব। কিন্তু সবাই বলে সাস্টের প্রশ্ন অনেক কঠিন হয়। তাই আমার মনোবল নষ্ট হয়ে যায়। প্লিজ সার কিছু দিকনির্দেশনা দিয়ে আমাকে হ্যাল্প করেন। স্যার আমিও কিন্তু আপনার মত একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান
উত্তরঃ প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তো এটা সবার জন্যেই কঠিন, তোমার মনোবল কেন নষ্ট হবে? নিশ্চিন্ত মনে পরীক্ষা দাও। তোমার বাবাকে আমার সালাম দিও।

পুলক দাশ ঠিকানা :মতিঝিল,ঢাকা
প্রশ্নঃ স্যার আপনার কাছে আপনার লেখা কোন বইটা সবচেয়ে বেশি ভাল লেগেছে। নাম
উত্তরঃ কী লিখেছি সব ভুলে বসে আছি! আবার সবগুলো পড়ে দেখতে হবে-এতগুলো বই পব কখন বল!

আবির হাসান, মিরপুর, ঢাকা।
প্রশ্নঃ আমার মনে হয় গত বিশ ত্রিশ বছর ধরে পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে (গত দুই তিনশ বছরের তুলনায়)। বিশেষ করে প্রযুক্তিগত। আগামি বিশ বছরে পৃথিবী কোথায় গিয়ে দাড়াতে পারে বলে আপনার মনে হয়?
উত্তরঃ পৃথিবীর প্রযুক্তিগত পরিবর্তন তো সরল নয়, এটা exponential, তাই এটা ভবিষ্যতবাণী করা খুব কঠিন। আমাকে যদি বল তাহলে আমি বলব আগামী বিশ বছরে সবচেয়ে বড় পরিবর্তনটুকু আমরা দেখব জীববিজ্ঞানে, জিনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়ো-ইনফরমেটিক্স সংক্রান্ত বিষয়ে।

মুনিম বাবিবা অফিসার্স মেস, ঢাকা।
প্রশ্নঃ স্যার আপনি বিবর্ণ তুষার , কাচ সমুদ্র, আকাশ বাড়িয়ে দাও এর মত বড়দের জন্য আর উপন্যাস লিখেন না কেন। ছোট থেকে আপনার বই পড়তে পড়তে আমরা যখন বড় হই তখন আর আপনাকে আগের মত পাইনা। আপনার কলামের মধ্যেই আপনাকে খুজে ফিরি। তারপরেও উপন্যাস আর কলাম তো এক নয়। তাই না!!!
উত্তরঃ কী করবো বল ছোটর অফিসিয়ালি ঘোষণা দিয়ে রেখেছে আমি যদি বড়দের জন্যে লিখি তাহলে তারা আমার ঠ্যাং ভেঙ্গে দিবে? আমার কী ঠ্যাং এর মায়া থাকতে পারে না? (এখনই কলাম পড়া শুরু করেছ কেন? আরো বুড়ো হও তখন শুরু করো!)

সিন্থিয়া, ঢাকা
প্রশ্নঃ স্যার, আপনার নাম জাফর কিভাবে হল?
উত্তরঃ মনে হয় কেউ একজন আমার এই নামটা রেখেছিল!