২. পুরানো প্রশ্ন ও উত্তর (১৯ আগস্ট-১৩ অক্টোবর ২০১৬)

২৮ আগস্ট ২০১৬

রাইয়ান মোহাম্মদ আজম, চট্টগ্রাম
প্রশ্ন: অনেক চেস্টা করার পর ও মোচ আপনার মতো গভীর হচ্ছে না।
উত্তর: আমার ৬৪ বছরের অর্জন তুমি এত সহজে করে ফেলতে চাও?

পুজন কুমার ধর সিলেট
প্রশ্ন: স্যার, প্রায় গভীর রাত্রে আমি বুঝি যে টিউবয়েলে কেউ চাপ দিচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব যখন কোনো লোকের উপস্থিতি ছাড়া।
উত্তর: ভূত!

প্রশ্ন: স্যার,আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন কোনটি ছিল?
উত্তর: ১৬ই ডিসেম্বর ১৯৭১

সিরাজাম মুনিরা আইডিয়াল স্কুল এন্ড কলেজ
প্রশ্ন: স্যার আয়নার সামনে দাঁড়ালে ডান হাত বাম হাত আর বাম হাত ডান হাত হয় কিন্তু পা কেনো মাথার দিকে আর মাথা পায়ের দিকে যায় না?
উত্তর: একটা আয়নার উপরে দাঁড়াও দেখবে পা মাথার দিকে আর মাথা পায়ের দিকে গিয়েছে। (তোমার প্রশ্নটি খুব ভালো প্রশ্ন, আমি যেটা বলেছি সেটা এখন নিজে নিজে ভাবো!)

রোমাইশা জান্নাত,class 8,DGGHS,Dinajpur,Bangladesh,Earth,Incremental Universe.
প্রশ্ন: স্যার, জঙ্গিদের কারণে বাংলাদেশ দিন দিন দূষিত হয়ে যাচ্ছে ৷ এমন একটি ঔষধ বানানোর চেষ্টা করছি যেটা মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে ৷ ধার্মিকতা আর ধর্মান্ধতা এক ব্যাপার নয়-এটা বুঝতে জঙ্গিদের সাহায্য করবে ৷ দেশটা জঙ্গিমুক্ত হবে ৷ গবেষণা চলছে ৷ আপনার মতামত জানতে চাই ৷
উত্তর: তোমার ওষুধ শুধু জঙ্গিদের নয় আরো অনেকের কাজে লাগবে! (তোমার ঠিকানাটা আমার খুব পছন্দ হয়েছে!)

Sutapa devi saha Khilgoan,Dhaka.
প্রশ্ন: Apnar shob science fiction ekbare Pete pari ki?
উত্তর: পাবে। একটুখানি ধৈর্য ধর!

আদিবা ইমরোজ প্রিওতি,ঢাকা
প্রশ্ন: স্যার আমি আপনার লেখার অনেক বড় ভক্ত…ছোটবেলা থেকেই আপনার লেখা পড়ে বড় হয়েছি…আপনার সব লেখা আমার অনেক পছন্দ…শুধু একটা প্রশ্ন…আপনি সব লেখায় এক ই নাম কেন ব্যবহার করেন চরিত্রগুলার জন্য?কেন সবসময় ইবু,লাবু,টিপু বা তপু?একটু ভিন্ন ধরনের নাম দিলে পড়তে মজা লাগে 🙂 ভাল থাকবেন স্যার… 🙂
উত্তর: তুমি খুবই খাটি কথা বলেছ। আমার লেখার একটা বড় সমস্যা ভালো নামের অভাব। তোমরা যদি আমাকে বিশাল একটা নামের লিস্টি করে দাও আমার খুব কাজে লাগবে।

প্রশ্ন: আমার খুব ইচ্ছা zero gravity তে কিছুক্ষণ থাকা। কোথায়, কিভাবে এটা করা যাবে?
উত্তর: বড় হয়ে এখানে যেও!

জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ
প্রশ্ন: স্যার এই ওয়েবসাইটে প্রথম প্রশ্ন ( অনেকটা আবদার) আমি করেছিলাম। কিন্তু ওটা কোথাও খুজে পেলাম না। কিন্তু অন্য একজনের প্রশ্ন প্রথম হিসেব করে উত্তর দেয়াও দেখলাম 🙁 এটা কেন করলেন 🙁 কষ্ট পেলাম স্যার 🙁
উত্তর: তোমার আগে আরো কতজন প্রশ্ন করেছে, আমি কি করব? সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারব না আগেই বলে রেখেছি।

প্রশ্ন: স্যার,নিজেকে তিনটি শব্দে ব্যাখ্যা করতে বললে,আপনি কোন তিনটি শব্দ ব্যাবহার করবেন?
উত্তর: “চুলের রঙ সাদা” কিংবা “নাকের উপর চশমা” কিংবা “মাকড়শা ভয় পায়” কিংবা “ঘুমাতে খুব ভালোবাসে” কিংবা …

মো: কামরুল বাসাবো, সবুজবাগ,ঢাকা
প্রশ্ন: স্যার, অাপনিতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। অাপনার কি মনে হয়, অামরা যা শিখছি তা অামাদেরকে ভালো মানুষে পরিণত করছে???
উত্তর: ক্লাশে ভালো মানুষ তৈরী করার শিক্ষা যদিও সেভাবে দেয়া হয় না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অবশ্যই ছাত্র ছাত্রীদের সেই শিক্ষাটা দিয়ে থাকে।

রিফাত মাহজাবিন রিমি ৯ম শ্রেনি রংপুর
প্রশ্ন: স্যার!আপনি আমার প্রশ্নের উত্তর দেন না কেন? এবার সত্যি সত্যি মন খারাপ করব কিন্তু।স্যার! আর একটা নতুন গল্প কবে দিবেন???
উত্তর: আমার পক্ষে উত্তর দেয়ার মত হলে আমি তো উত্তর দিয়ে যাচ্ছি! তুমি কী তোমার উত্তর এখনো পাওনি? একটা নতুন গল্প তো এতদিনে পেয়ে যাবার কথা।

প্রশ্ন: আমি ফেমিনিস্ট। কিন্তু তার মানে এই নয় যে আমি ছেলেদের ঘৃণা করি। আমি নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করি। কিন্তু বাসায় মেহমান আসলে যখন আমি জোর গলায় বলি আমি ফেমিনিস্ট তখন মানুষ আমার বিরোধিতা করে কেন? এবং অনেকে আমার secularism কেও প্রটেস্ট করতে চায়।
উত্তর: তার কারণ আমরা এখনো অন্যদের বিশ্বাসকে সম্মান করতে শিখিনি। যখন সবাই বুঝতে পারবে যে সবারই নিজেদের একটা বিশ্বাস থাকতে পারে, সেই বিশ্বাসটা আমার বিশ্বাস থেকে ভিন্ন হতে পারে, সেটা আমি নাও মানতে পারি কিন্তু তার বিশ্বাস রাখার অধিকারটাকে সম্মান করতে হবে তখন মনে হয় সমস্যা কমে আসবে। তবে একটা জিনিষ মেনে নাও, আমরা যে কোনো বিষয়ে গলার রগ ফুলিয়ে তর্ক করতে খুব ভালোবাসি।

শৈশব , মৌলভীবাজার , সিলেট
প্রশ্ন: স্যার, আপনি যদি হঠাত্‍ কোনোদিন আলাদিনের চেরাগ পান তবে কোন ৩ টি ইচ্ছা পূরণ করতে চাইবেন ?
উত্তর: (১) এই দেশের সব বাচ্চা যেনো স্কুলে যেতে পারে, (২) স্কুল্টা যেন হয় ফাটাফাটি আনন্দের (৩) আরো তিনটা নুতন ইচ্ছা

সাজিয়া,শরীয়তপুর
প্রশ্ন: আমার প্রশ্ন হচ্ছে এনার্জি সেভিং বাতি অনেকক্ষণ জ্বেলে রাখার পর নিভিয়ে দিলে বাতিটা থেকে হালকা আলো বের হচ্ছে বলে মনে হয়,এটা কী কারণে হয়? নাকি আমার চোখের ভ্রম?
উত্তর: না এটি তোমার চোখের ভ্রম নয়, সত্যিই এটা ঘটে। তুমি এটা লক্ষ করেছ এবং এটা নিয়ে তোমার মনে একটা প্রশ্ন জেগেছে দেখে আমি খুব খুশি হয়েছি। এধরনের বাল্বের ভেতর একধরনের ফ্লোরোসেন্ট প্রলেপ (ফসফর) থাকে, বাল্বের ভেতরে তৈরী আল্ট্রা ভায়লেট আলো যখন এই ফ্লোরোসেন্ট প্রলেপে এসে পড়ে সেটা তখন দৃশ্যমান আলো দেয়। বাতি নিভিয়ে দেয়ার পর আল্ট্রা ভায়লেট আলো তৈরী বন্ধ হয়ে যায়, কিন্তু ফ্লোরোসেন্ট প্রলেপ থেকে দৃশ্যমান আলো আরো একটু সময় ধরে বের হয় যেটা তুমি দেখতে পাও। অন্ধকারে দেখা যায় থাকে এরকম খেলনা, স্টিকার নিশ্চয়ই দেখেছ, সেটাকে আলোর সামনে ধরে রেখে অন্ধকারে নিলেও একই ব্যাপার ঘটে। ঔজ্জ্বল্যটুকু সাথে সাথে কমে না, বেশ ধীরে ধীরে কমে আসে।

শাহ্‌রীন খান বসুন্ধরা আবাসিক এলাকা
প্রশ্ন: হায় হায়! স্যার,আপনার মোচ কেউ কাটতে বললে কখনো কাটবেন না। আপনার মোচইই আপনার গেট আপ কে unique করে। নয়ত রাস্তায় সাদা চুলের কাউকে দেখেই অটগ্রাফ চেয়ে বসব!
উত্তর: ঠিক আছে। মোচ কাটব না।

আবদুল মান্নান, নারায়নগঞ্জ।
প্রশ্ন: আচ্ছা স্যার, টাইম মেশিন আবিষ্কার করা কি সম্ভব হবে। ভবিষ্যৎ টাইম মেশিন আবিষ্কার করার সম্ভাবনা কতটুকু?
উত্তর: সরাসরি উত্তর না দিয়ে একটু অন্যভাবে দিই, খাটি বিজ্ঞানের জার্নালে টাইম ট্র্যাভেলের উপর একাধিক পেপার ছাপা হয়েছে।

সব্যসাচী মহন্ত সবুজ পেশা:স্বঘোষিত পিচ্চি বিজ্ঞানী (গনিত বাদে)
প্রশ্ন: স্যার, যেকোনো পদার্থের কল্পিত এন্টিম্যাটার করা সম্ভব।মহাবিশ্ব যখন সৃষ্টি হয় তখন শক্তি ও পদার্থের সৃষ্টি হয়। বলতে গেলে শক্তি থেকে পদার্থের সৃষ্টি হয়।তাহলে কি স্যার সেই অনুপাতে এন্টিম্যাটার বা প্রতিপদার্থ ও সৃষ্টি হয়ে আছে?
উত্তর: না, সমান পরিমান এন্টিম্যাটার তৈরী হয়নি, কেন হয়নি সেটা পদার্থ বিজ্ঞানের একটি অমিমাংশিত রহস্য।

প্রশ্ন: বিজ্ঞানী গন ত ল্যাবে অনেক কষ্টে কিছু এন্টিম্যাটার তৈরি করে আয়ন আকারে স্পেশাল পাত্রে রেখেছে,,, যেন তা প্রতি পদার্থ হয়ে পদার্থের সংস্পর্শে না আসে তাহলে ত বিপদ, সেই হিসেবে যখন সেই প্রতি পদার্থ এর ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেক্ট্রন পাত্রের দেয়ালের পরমানুর (-) বিশিষ্ট ইলেক্ট্রন এর সাথে স্পর্শ করে তখন কেন সেটা শক্তি তে রূপান্তরিত হয় না। সেই হিসেবে ত যদি প্রতি পদার্থ হাইড্রজেন পরমানু হয় তাহলে তা একমাত্র হাইড্রজেন এর সংস্পর্শ এলেই শক্তি হবে তার আগে না,,, আলাদা করে অন্য মৌলের তৈরি পাত্রে ত আলাদা প্রতি মৌল শক্তিতে রুপান্তরিত হওয়ার কথা না?
উত্তর: এন্টিম্যাটারের আয়ন চার্জড, তাই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এমন ভাবে আটকে রাখা যায় যে এটা কখনো পাত্রের দেয়াল স্পর্শ করবে না। এন্টিম্যাটার যেটাই হোক সেটি তৈরী হয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রনের প্রতি-পদার্থ দিয়ে, তাই পদার্থের পাত্রকে স্পর্শ করতে দেয়া যাবে না।

শ্যামল সালদা নদী ব্রাম্মনপারা কুমিল্লা
প্রশ্ন: স্যার আমার নাম শ্যামল আমার স্ত্রীর নাম স্মৃতি গত ২৪ জানুয়ারী আমার একটা ছেলে বাবু হয়েছে স্যার অনুরোধ আমার ছেলের জন্য একটা নাম সাজেস্ট করবেন প্লীজ প্লীজ স্যার আমার ছেলে বর হলে যাতে বলতে পারি তোমার নাম জাফর স্যার রেখেছেন
উত্তর: আমি নাম দেয়ার ব্যাপারে খুবই অপদার্থ। জীবনেও কারো ভালো নাম দিতে পারিনি। তাই বলব তোমরা একটা ভালো নাম দিয়ে আমাকে নামটি জানাও আমি তোমার ছেলেকে একেবারে অন্তর থেকে দোয়া করে দেব।

সাদিক দ্বাদশ শ্রেণী
প্রশ্ন: স্যার,গত বছরের আগের বছর আপনার লেখা ‘পদার্থ বিজ্ঞানের প্রথম পাঠ”বইটি পড়ে পদার্থবিজ্ঞানের প্রতি একধরণের ভালোবাসা তৈরি হয়ে গেছিল।এত সহজ এবং সুন্দর একটা বই পেয়ে আমরাও অনেক আনন্দিত হয়েছিলাম।কিন্তু ইন্টারমিডিয়েট এর ছাত্রদের জন্য এরকম সহজ কোন বই নাই।আরও একটা সহজ,সুন্দর ফিজিক্স বই কি আমাদের জন্য লেখা যেতে পারে না?
উত্তর: অবশ্যই লেখা যেতে পারে। আমার সময় থাকলে আমিই লিখতাম (শুরুও করেছিলাম কিন্তু বেশিদূর আগাতে পারিনি।)

রবিন প্রান্ত
প্রশ্ন: স্যার,টুনটুনি ও ছোটাচ্চু কি তাহলে সিরিজ হয়েই গেল?যদি হয় তাহলে আপনাকে ধন্যবাদ, অভিনন্দন এবং শুভকামনা(আর যদি সিরিজ না হয় বা আগামীতে গল্প না পাই,তাহলে ধন্যবাদ ফেরত নিয়ে নেব!!)
উত্তর: না, সিরিজ হয় নি। তবে হয়তো মাঝে মাঝে আরো কিছু গল্প লিখব!

anne ঢাকা
প্রশ্ন: স্যার,এই ওয়েব সাইট এ লিখা এতো কম কেন আপনার? বেশি বেশি করে লিখবেন প্লীজ। .
উত্তর: বছর খানেক পরে এই সাইটটা দেখো, ততদিনে মনে হয় অনেক কিছু জমা হয়ে যাবে!

সাঈদ খান ঢাকা
প্রশ্ন: আপনার জীবনে লেখালেখির সূচনা কিভাবে ঘটে?
উত্তর: বলা মুশকিল, বাসায় লেখলেখিটা খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। সবাই লিখে তাই আমিও লিখতাম, তবে আমার লেখা অন্যেরা পড়বে সেটা কখনো ভাবিনি।

স্বপন রায় (হাবিপ্রবি ,দিনাজপুর)
প্রশ্ন: স্যার ভয় হয় -হঠাৎ করে যদি যদি আপনি প্রশ্নের চাপে উত্তর দেয়া বন্ধ করে দেন ॥
উত্তর: আমারো ভয় হয়।

আতিক
প্রশ্ন: স্যার , আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই, কিন্তু সবাই বলে তুই পড়িস সরকারি হাই স্কুলে আর স্বপ্ন দেখিস বিজ্ঞানী হওয়ার। সরকারি হাই স্কুলে পড়লে কি বিজ্ঞানী হওয়া যায় না?
উত্তর: বোঝাই যাচ্ছে তুমি যাদের সাথে ঘোরাফেরা কর তাদের বুদ্ধি শুদ্ধি খুব বেশী নয়! সরকারী হাইস্কুলে পড়ার সাথে বিজ্ঞানী হতে পারা কিংবা হতে না পারার কী সম্পর্ক?

সিদ্ধার্থ দীপ্ত, আশকোনা,উত্তরা,ঢাকা-১২৩০
প্রশ্ন: স্যার, আমরা জানি যে,মানুষের চোখের দেখার ক্ষমতা ত্রিমাত্রিক বস্তুর ভেতরেই সীমাবদ্ধ।কিন্তু নভোথিয়েটার এ পঞ্চম মাত্রার এনিমেশন চলচিত্র দেখানো হয় আর আমরা তা দেখতেও পাই। এটা কীভাবে সম্ভব!!!!!
উত্তর: এই পঞ্চম মাত্রা সেই পঞ্চম মাত্রা নয়!

সাকিব, ঢাকা।
প্রশ্ন: স্যার, পিডিএফগুলো দেখি স্ক্যান করা! টাইপ করা পিডিএফ পড়তে আরাম + সাইজ খুব কম হয় + সংগ্রহে রাখা যায়। তাই…
উত্তর: তোমাদের যা খুশি চাইতে পারো আমি কী দেব সেটা তো আমার উপর!

ফারিয়া বিথী,ভবিষ্যৎ ডাক্তার হওয়ার স্বপ্নদ্রষ্টা নরসিংদী …
প্রশ্ন: স্যার,আপনার প্রিয় রং কি ??? আমার প্রিয় রং নীল … নীল আমার অনেক প্রিয় ,,,আর আপনিওওও !!!
উত্তর: প্রিয় রঙ? গাছের জন্যে সবুজ, আকাশের জন্যে নীল, চোখের জন্যে কালো, চুলের জন্যে সাদা…

Kallul Hasan University of Dhaka
প্রশ্ন : আপনার মাথার চুল এখনো পড়ে নি!! চুল সাদা হওয়ার এবং পড়ে যাওয়ার scientific causes কি কি?? অনেকে বলে বেশি পড়া শোনা করলে চুল পড়ে। তাহলে আপনার মাথার চুল এখনো রয়ে গেল কিভাবে?? দয়া করে উত্ত্র দিবেন।
উত্তর: যে উত্তর আগে একবার দেয়া হয়েছে সেটি আর দ্বিতীয়বার দিচ্ছি না। তোমার চুল পড়া থিওরী সত্যি হলে আইনস্টাইন আর রবীন্দ্রনাথ ঠাকুর কিছু লেখা পড়া করেন নি। শুধু মহাত্মা গান্ধী একটু লেখাপড়া করেছেন!

Alen Mendes 47/2 east tejturi bazar, farmgate, Dhaka ☺
প্রশ্ন: কিভাবে এত চমৎকার গল্প লেখেন? কবে আবিষ্কার করলেন যে আপনার লেখালিখিতে interest আছে?
উত্তর: থ্যাংকু। মনে হয় লিখতে শেখার পরের থেকেই!

আদনান সৌখিন , ভূগোল ও পরিবেশ বিভাগ , জগন্নাথ বিশ্ববিদ্যালয় , ঢাকা ।
প্রশ্ন: স্যার , আপনার সাথে দেখা করতে চাই , আপনাকে নিয়ে আমি একটি বড় ভুল করে ফেলেছি এবং সেটার জন্য আমি আজকে অনেক কিছুই হারিয়ে ফেলেছি ! …  স্যার ভুল টা সেদিন সন্ধার পরেই করেছিলাম , যার চরম মূল্য দিচ্ছি এখনো !
উত্তর: সিলেটে এসো, দেখা হবে আবার।

সৌমিক,৫ম শ্রেণি,বগুড়া।
প্রশ্ন: আসসালামু আলাইকুম,স্যার।আমার ১টা প্রশ্ন আছে-“কোনো বস্তুকে যদি প্রায় ৮কি.মি. উচ্চতা থেকে পৃথিবীর বাইরে ছুড়তে চাই তবে কি বস্তুর মুক্তিবেগ একই থাকবে? মানে ১১.২কি.মি/সে. ই থাকবে না কি চেঞ্জ হবে?”(স্যার,উত্তরটা জানতে খুব ইচ্ছে করছে।)
উত্তর: না, মুক্তবেগ একটু কমবে। যেটুকু কমবে তার পরিমান খুবই কম, 8km/Radius of Earth হিসেবে। পৃথিবীর ব্যাসার্ধ ৬০০০ কিলোমিটার, অর্থাৎ 0.1% এর মত। (তুমি নিজে এটা বের করার চেষ্টা করেছ? করে দেখ।)

সৈকত দাশ ১০ম শ্রেণী বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় ডুমুরিয়া,খুলনা।
প্রশ্ন: “থিওরি অব এ্যভরিথিং” এর মত কোন থিওরি কি আদৌ সম্ভব স্যার।যা দিয়ে প্রকৃতির সব নিয়ম ব্যাখা করা যাবে?
উত্তর: হ্যাঁ, বিজ্ঞানীদের স্বাপ্ন এরকম একটা থিওরী বের করা।

তাসনিম,কুমিল্লা
প্রশ্ন: স্যার,আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধের বই পরেছি,তাই বঙ্গবন্ধুকে অনেক সম্মান করি। কিন্তু আমার জন্মদিন ১৫ই আগস্ট।আমি কোনোদিন আমার জন্মদিনে আনন্দ করতে পারিনা। মাঝে মাঝে আম্মুর উপর রাগ হয়।স্যার,আমার কি নিজের জন্মদিনে আনন্দ করা উচিত? (আমি আপনার অনেক বড় ভক্ত।আপনি হয়ত চিনবেননা,কিন্তু প্রতি বছর আমার আপনার সাথে গনিত উৎসব,বইমেলা নানা জায়গায় দেখা হয়।স্যার, আপনি গনিত উৎসবে কোনোদিন কুমিল্লা আসেন না কেন?)
উত্তর: নিজের বাসায় ঘরোয়া ভাবে জন্মদিন পালন করলে সেটা মোটেও বঙ্গবন্ধুর প্রতি অসম্মান করা হবে না।

Shafin  Sherpur Apner shobche boro fan
প্রশ্ন: Apni akhane je Lekha lekhben sheguli ki agami boi melai pawa jabe?
উত্তর: হ্যাঁ পাওয়া যাবে।

সিরাজাম মুনিরা আইডিয়াল স্কুল এন্ড কলেজ
প্রশ্ন: স্যার নাফিস বিন জাফর স্যারের মতো এনিমেটর হতে হলে সরকারি কোন ভার্সিটিতে কোন সাবজেক্ট এ পড়তে হবে?
উত্তর: এখানে ভার্সিটি আর সাবজেক্টটা গুরুত্বপূর্ণ না, আগ্রহ, পরিশ্রম, সৃজনশীলতা, শৈল্পিক মন এইসব বিষয় গুরুত্বপূর্ণ। তুমি যেকোনো বিশ্ববিদ্যালয়ে আই সি টি, কম্পিউতার সায়েন্স এসব বিষ্যে পড়তে পার।

অনামিকা , বয়স-১৯, ঢাকা ।
প্রশ্ন: স্যার , আমি জানি কম্পিউটার দিয়ে অনেক কিছু করার আছে তাই ভেবেই আব্বু আমাকে কম্পিউটার কিনে দিয়েছেন । কিন্তু কেনার পর থেকে আমি গেম খেলা আর ফেসবুক চালানো ছাড়া কিছুই করার পাইনা । আব্বু এজন্যে আমাকে সারাদিন বকেন আর আমিও জানি আমার অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে । আমিও এই ফেসবুক আসক্তি থেকে বের হতে চাই । স্যার, কম্পিউটার দিয়ে আমি কি করে আমার অবসর সময় গুলোকে কোন সৃষ্টিশীল কাজে লাগাতে পারি বলবেন কি ? কোন ওয়েবসাইট গুলো তে আমার সময় দিলে অবসর ও কাটানো হবে আর চিত্ত বিনোদন ও হবে যাতে করে আমি কোন ধরণের সৃষ্টিশীল কাজ ও করতে পারব?
উত্তর: কম্পিউটার দিয়ে যে কাজগুলো করা যায় সেগুলো এরকম: (১) অবশ্যই বাংলা এবং ইংরেজি টাইপ করা। শুদ্ধ ভাবে, খুব দ্রুত, কী বোর্ডের দিকে না তাকিয়ে। (২) নিজের যে সখ আছে সেই সখের কোনো সফটওয়ার প্যাকেজ ব্যাবহার করতে শেখা। যেমন যে ছবি আঁকতে ভালোবাসে তার জন্যে ছবি আঁকার সফটওয়ার, যে গান গাইতে ভালোবাসে তার জন্যে মিউজিকের সফটওয়ার ইত্যাদি। (৩) সুন্দর করে বাংলা এবং ইংরেজিতে ই-মেইলের উত্তর দিতে শেখা। (৪) কম্পিউটারের ছোটখাট সমস্যা হলে নিজে নিজে সেটা ঠিক করে ফেলা। (৫) যখনি মনে কোনো প্রশ্ন আসবে ইন্টারনেট ঘেটে তার উত্তর বের করে ফেলা। মনে রাখতে হবে নেটে অনেক ফালতু তথ্যও থাকে, তোমাকে তাদের মাঝে পার্থক্য করাও শিখতে হবে। (৬) এখন বলছি কম্পিউটার দিয়ে আমার সবচেয়ে প্রিয় কাজটার কথা। সেটা হচ্ছে প্রোগ্রামিং করা। আমার ছাত্র তামিম শাহরিয়ার সুবিনের কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর একটা খুব চমৎকার বই আছে। সেটা কিনে প্রোগ্রামিং শেখা শুরু করে দাও। তুমি যখন প্রথম নিজে নিজের জন্যে একটা কম্পিউটার প্রোগ্রাম লিখবে তখন তুমি যে আনন্দ পাবে তার থেকে বেশি আনন্দ আর কোথাও নেই। (লক্ষ্য করেছ, আমি একবারও ফেসবুক কিংবা কম্পিউটার বিনোদনের কথা বলিনি! খামোখা এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে ঘুরে বেড়ালে হবে না, তোমার যেটা দরকার শুধু সেটাতে যাবে। বিনোদন হতে হবে সত্যকারের মানুষজনকে নিয়ে। দিনরাত চব্বিশ ঘন্টা কুঁজো হয়ে কম্পিউটারের সামনে বসে থাকা মোটেও কাজের কথা নয়।)

তোফা..চট্টগ্রাম থেকে
প্রশ্ন: আমার সামনে এডমিশন টেস্ট। প্রচুর পড়া। কিন্তু যতটুকু পড়া দরকার ততটুকু পড়া হচ্ছে না। অল্প সময়ে কিভাবে বেশি পড়া যায়?? স্যার প্রশ্নের উত্তর যেন পাই। নাহলে কিন্তু খুব রাগ করব.. 🙁
উত্তর: অল্প সময়ে আসলে অল্প পড়া যায়, বেশী সময়ে বেশী পড়া যায়। কাজেই তোমাকে কোনো শর্টকাট দেখাতে পারছি না! (মনোযোগ দিয়ে পড়ার একটা ব্যাপার আছে, সেটা চেষ্টা করে দেখতে পারো।)

মোঃরিদোয়ানুল ইসলাম আগ্রাবাদ, চট্টগ্রাম
প্রশ্ন: একইকোচিংয়ে পড়ার কারণে আমি চট্টগ্রামের সেরা স্কুলগুলোর ছাত্র ছাত্রীর পরিচিত হইতে পারছি …দেখছি আমি বাজি ধরে বলে দিতে পারি এরা কেউই এখানকার ভালো কোন লেখকের নামই জানে না ……।এরা জানেশুধুই ফেসবুকে কি করা যায় এদের জানার ইচ্ছা কমম …… তাই আপনার কাছে আরজি আপনি কিছু ব্যাঙ্গাত্মক লেখা এদের জন্য লিখুন না হয় আপনার লেখা কিশোর দের জন্যই রবে কিন্তু পাঠকরা হবে বুড়ো …
উত্তর: তোমার যন্ত্রনাটুকু আমি বুঝতে পারছি। এটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, মেনে নাও। আসলে এরকমই হয়। শুধু জেনে রেখ যারা বই পত্র পড়ে তারাই পরে দেশ সমাজ আর পৃথিবীটাকে কিছু একটা দেবে।

হতাশার রাজ্যে আশাবাদী এক মেয়ে
প্রশ্ন: প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই উদ্দোগের জন্য।আমি আপনার লেখা পড়তে খুব ভালোবাসি।অনেক ভালোলাগে আপনার লেখা গল্প উপন্যাস পড়তে ।আমি আপনাকে অনেক বিশ্বাস আর শ্রদ্ধা করি।বিশ্বাস করি আপনি যেমন কাহিনীর চরিত্রদের সব সমস্যার সমাধান দ্রুত করে দেন তেমনি আমাদের সকল সমস্যার সমাধান ও আছে আপনার কাছে।………জানিনা আপনি আমার লেখা পড়বেন কিনা?কিন্তু আশা করছি পড়বেন আর শুধু দয়া করে আমাকে আমার করণীয় টা বলবেন।মাত্র বলা কথা কষ্ট ভুলে যাতে আমি PHYSICS নিয়ে এখন থেকে আমার স্বপ্নের জাল আরো শক্তভাবে বুনতে পারি সে পথ দেখিয়ে দেন।কিভাবে আমি কি করলে আমার PHYSICS এর সব ঘাটতি দূর হবে আর অনেক সহজ হবে এবং ভালোভাবে পড়তে পারবো সে পদ্ধতি টি শিখিয়ে দেন।আমি হাল ছাড়তে রাজী নয়।আমি বিশ্বাস করি আমি পারব স্বপ্ন পুরণ করতে শুধু জানিনা কিভাবে কি করতে হবে?আপনি দয়া করে আমাকে বলেন কিভাবে পড়া উচিত,কোথায় থেকে শুরু করব সবকিছু কি করণীয় আমার?
উত্তর: আমি তোমার বিশাল চিঠিটি কয়েকবার পড়েছি। এতো চমৎকার করে গুছিয়ে লিখেছ যে আমি অবাক হয়ে গেছি। তুমি তোমার নিজের সমস্যা হিসেবে যেগুলো লিখেছ সেটা আসলে আমাদের দেশের সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যা। তোমার ফিজিক্সের জন্যে ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি চাই তুমি যেন তোমার স্বপ্নের বিষয়টি পড়তে পার। এবার যেটুকু প্রস্তুতি আছে সেটা দিয়েই ভর্তি পরীক্ষা দাও, যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স হয়ে যায় ভালো। যদি না হয় তোমার পছন্দের কোনো সাবজেক্টে আপাতত ভর্তি হয়ে যাও। তারপর পুরো বছর ভালো করে প্রস্তুতি নাও যেন সামনের বছরে অবশ্যই ফিজিক্সে ভর্তি হতে পারো। পুরো জীবনের তুলনায় এক বছর অপেক্ষা করা এমন কিছুই না। কোনো একসময় আমাকে তোমার ই-মেইলটা জানিয়ে রেখ, আমি তোমাকে বই পত্র এসব দিয়ে সাহায্য করার চেষ্টা করব।

ফাল্গুনী তিশুন, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ
প্রশ্ন: স্যার, আপনি এতো সহজ এবং মুগ্ধকরভাবে কিভাবে লিখেন? স্যার আপনাকে দেখলেই মনে হয় খুব আমুদে মুডে আছেন! সত্যিই কি তা?
উত্তর: হ্যাঁ আনি মনে হয় সব সময়েই আমুদে মুডে থাকি, চারিদিকে এতো মজা মুখ ভোতা করে থাকি কেমন করে?

প্রশ্ন: স্যার কেমন আছেন? স্যার! আমার না লেখক হওয়ার অনেক শখ। নিয়মিত দিনলিপি লিখি। মাঝে মাঝে ছোটগল্প লিখি। যখন যা মন চায় তাই লিখি। কিন্তু স্যার আমি লেখার নিয়ম কানুন তেমন কিছু জানি না।প্রচুর বানান ভুল হয়। কীভাবে অনুশিলন করলে ভালো লেখতে পারব? বানাভুল থেকে বাঁচতে পারব? যদি এব্যাপারে একটু পরামর্শ দিতেন?
আর হে স্যার। আমাদের না একটা বারোমাসি আমগাছ আছে। সারা বৎসর আম হয়। একদিন আসবেন স্যার? শুকনো মরিচের গুরো দিয়ে কাঁচা আভের ভর্তা খেতে?
উত্তর: আমি অনেকবার যেটা বলেছি সেটাই বলব, যদি লিখতে চাও তাহলে পড়, পড় এবং আরো বড়। বানান ভুল থেকে বাঁচার প্রথম উপায় একটু সতর্ক থাকা। সতর্ক না থাকার জন্যে তুমি যে প্রশ্নটা করেছ সেখানে “বানান ভুল” এর যে বানান ভুল হয়েছে সেটা কি তুমি জানো? আম লিখতে গিয়ে যে আভ লিখেছ সেটা কি লক্ষ্য করেছ?

রাকিব পাটগ্রাম
প্রশ্ন: sir,আপনার প্রিয় বইয়ের নাম কি ?
উত্তর: অনেক! একটা ইস্ট অফ ইডেন।

এম ডি মিনাল ইসলাম মাদারগঞ্জ ,জামালপুর ,ঢাকা
প্রশ্ন: স্যার, আমার ছোট ভাইটা খুবই চনচল কি করা যায় বলুন তো ?
উত্তর: কিছু করতে হবে না। ছোট বাচ্চাদের চঞ্চলই হবার কথা!

ঈশিতা চক্রবর্তী, সিলেট..
প্রশ্ন: স্যার,সিলেটের কোন জায়গাটা আপনার প্রিয় যেখানে বারবার যেতে ইচ্ছে করে..? আগামী বইমেলায় পৃ,নয় নয় শুন্য তিন টাইপ বই চাই স্যার,আর প্লিজ সেরিনা টাইপ বই বেশি লিখবেন না..সেরিনা পড়ার পর মন অদ্ভুতরকম খারাপ হয়ে আছে,অন্য কিছুই পড়তে পারছিনা..আপনার লেখা আমার ভিতরে কিছু সুক্ষ আর স্থায়ী পরিবর্তন করেছে যারা মধ্যে অন্যতম হল মানুষকে মানুষ হিসেবে দেখা,এই পরিবর্তন করিয়ে দেয়ার জন্যে অনেক ধন্যবাদ স্যার..ভালো থাকবেন..।
উত্তর: মনে হয় আমাদের ক্যাম্পাসটাই আমার প্রিয়। ঠিক আছে সেরিনা টাইপের বই কম লিখব। (তুমি কি জানো সেরিনা বলে কেউ নাই, সব বালানো?)

মৃন্ময় আকাশ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: স্যার, তপু কেমন আছে? কী নিয়ে কাজ করছে? আর টুম্পা বাংলাদেশেই আছে তো?
উত্তর: ভালোই আছে। কিন্তু একটু ঠ্যাটা টাইপের ছেলে তো, কোথাও না কোথাও নিশ্চয়ই একটা ঘোট পাকাবে। টুম্পা বাংলাদেশেই আছে, চারুকলায় ভর্তি হবার কথা, দেখি পারে কিনা। ওর জন্যে দোয়া করো।

প্রশ্ন: আপনার বই পড়ে বড় হলাম। কিন্তু বড় হয়ে আফসোস ছাড়া কিছুই হচ্ছে না ।
স্যার বড়দের জন্যেও কি দু-এটা বই লেখা যায় না?
উত্তর: উঁহু! আমার বই পড়লে তার সর্বনাশ হয়ে যায়, বড় হতে পারে না। তুমি নিশ্চয়ই আরো অনেকের বই পড়েছ সেই জন্যে বড় হয়েছ।

মোঃ ফাহিম শাহরিয়ার নিমনগর ফুলবাড়ি, সদর, দিনাজপুর।
প্রশ্ন: আমার জীবনের লক্ষ্য বড় হয়ে সুপ্রিম কোর্টের নামকরা এডভোকেট হওয়া। তাই আমার ছোটবেলা থেকেই মানবিক বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে পড়ার ইচ্ছা ছিল। কিন্তু সেই স্কুলে আর্টস না থাকায় আমি নবম শ্রেণিতে সেই স্কুল থেকে ইচ্ছাকৃত টিসি নিয়েছিলাম। তারপর নতুন স্কুলে ভর্তির সময় দেখি জেলার ভালো স্কুল গুলিতে শুধু সায়েন্স আর কমার্স নিয়েই পড়া যাবে। ……। শহরের ভাল স্কুলগুলোতে কেন আর্টস থাকবেনা? …… আর আমাদের দেশে ছাত্ররা এসএসসি, এইচএসসি সায়েন্স বা কমার্স নিয়ে আর যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয় সাবজেক্টস চয়েস লিস্টে সবার ওপরে থাকে আইন। এটা কি ঠিক?……
উত্তর: আমি তোমার সাথে শতভাগ একমত। একজন ছাত্র আর্টস নিয়ে পড়তে চাইলে অবশ্যি তাকে সে সু্যোগ দিতে হবে। তবে আমি মনে করি সায়েন্স নিয়ে পড়ে কেউ যদি আইন পড়তে চায় তাকেও সেই সুযোগ দিতে হবে।

Troyee Roy,mymensingh
প্রশ্ন: আপনাকে sir না বলে কি বলব? মি: জারুল চৌধুরী?,
উত্তর: তোমার ইচ্ছা!

নাম প্রকাশে অনিচ্ছুক,বাংলাদেশ।
প্রশ্ন: স্যার,আমার প্রশ্ন হল,দুনিয়াতে কি আসলেই ভূত আছে? মানে যারা ভূতে বিশ্বাস করে না,তারা অনেক সময় বিজ্ঞানের যুক্তি দেয় যে,ভূত তো সাইন্স দ্বারা প্রুভড না।কিন্তু সাইন্স এর সব প্রুফ করা তো শেষ হয়ে যাইনি।মানে,এমনো তো হতে পারে,ভূত আছে,এই টাইপ কিছু সাইন্স দ্বারা প্রুফ করা সম্ভব।তো,ভুত বলে কি কিছু আছে?(আমি ভূতে বিশ্বাস অবিশ্বাস কিছুই করি না;এটা সত্য,কিন্তু একা থাকলে আমি কেনো জানি আশেপাশে অদৃশ্য কিছুর অস্তিত্ব টের পাই!!!!!!)
উত্তর: তুমি যদি বিজ্ঞানের উত্তরটা মানতে না চাও, তাহলে ভূত আসলেই আছে কীনা আমি জানি না, তবে ভুতের গল্প খুব ভালোমত আছে! পরেরবার আশেপাশে অদৃশ্য কিছুর অস্তিত্ব টের পেলে সেটাকে জাপটে ধরে একটা বোতলে ঠেসে ঢুকিয়ে ফেলতে পারো কি না দেখ। কাজে লাগবে।

রোজা রংপুর
প্রশ্ন: স্যার, আপনার বই বা যেকোনো লেখা একবার পড়তে শুরু করলে শেষ না করে অন্য কোনো কাজ করতে পারি না, ওয়েবসাইটটি হওয়ায় খুব খুব খুশি হয়েছি। কিন্তু আমার প্রশ্ন হল একটানা এতক্ষণ ধরে মোবাইল ফোন এ তাকিয়ে থাকলে চোখ ভাল থাকবে তো?আমার বই ই বেশি পছন্দ, তবে এটা ভেবে খুশিতে নাচতে ইচ্ছে করছে যে আপনাকে ঘরে বসেই সরাসরি প্রশ্ন করতে পারব।
উত্তর: অনেকক্ষন কেন মোবাইল ফোনে তাকিয়ে থাকবে? পড়া শেষ হওয়া মাত্র, চোখ সরিয়ে নাও। অন্যকিছু কর। বই পড়। ছোট ভাইয়ে সাথে সাপ লুডু খেলো।

Param Barua address:Lalkhan Bazar,81/A Chanmari road,Chittagong.
প্রশ্ন: Sir, there is a bouddha bihar named ‘Shompur Bihar’ at a village named ‘Paharpur’ Shompur Bihar is also called ‘Paharpur Bihar’ I want to know that why is the Shompur Bihar called Paharpur Bihar?
উত্তর: আমার মনে হয় শোমপুর থেকে পাহাড়পুর নামটি বেশী পরিচিত তাই এতা ঘটেছে।

নাবিলা নওরীন সরকারী পি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
প্রশ্ন: …… আপনি প্রায় সব সায়েন্স ফিকশনে বলেছেন বহু বছর পর আমাদের এই পৃথিবী গ্রীন হাউস এফেক্ট এর কারণে ধংস্ব হয়ে গেছে। মানুষ অন্য গ্রহে বসবাস করছে বা মহাকাশে ঘুরছে। আমার এটা পড়ে মনে হয়েছে পৃথিবীর মানুষ যদি কোনো রকম প্রচেষ্টায় শেষ পর্যন্ত এই পৃথিবীকে বাঁচাতে সক্ষম হয়। এমনটা কি হতে পারে না?
উত্তর: অবশ্যই হতে পারে, এবং নিশ্চয়ই তাই হবে। মানুষ কী তার প্রিয় গ্রহটাকে নষ্ট হতে দেবে? দেবে না। আমি গল্প বানানোর জন্যে বানিয়ে বানিয়ে কিছু লিখেছি, তার সব বিশ্বাস করতে হবে কে বলেছে?

নাম প্রকাশে অনিচ্ছুক।দিনাজপুর, বাংলাদেশ
প্রশ্ন: …… আমাদের ইয়ং জেনারেশন ভুল ইতিহাস, ভুল ধর্মীয় শিক্ষার কারণে অনেকেই মুক্তিযুদ্ধের বিরোধী এবং জামাত সমর্থক। আমি “অনেকেই ” বলছি নিজের অভিজ্ঞতা থেকে।কারণ আমি নিজেও একজন স্কুল শিক্ষার্থী। আমার ফ্রেন্ড সার্কেল এর বেশির ভাগ ই জামাত সমর্থক। (ফ্রেন্ড রা ছোটবেলার।তখন যদি জানতাম তারা জামাত সমর্থক তাহলে বন্ধু ই বানাতাম না।)আমি মুক্তিযুদ্ধ বিরোধী দের সহ্য করতে পারিনা।আবার বন্ধুদেরকে ছাড়াও কঠিন। তো আমার প্রশ্ন হল,আপনি কি মনে করেন,জামাত বিরোধী হওয়ায় আমার উচিত আমার বন্ধুদেরকে ছেড়ে দেয়া।নাকি তাদের সাথেই মানিয়ে নেয়া।
উত্তর: বন্ধুদেরকে রেখে দেয়া কিংবা ছেড়ে দেয়াটা তোমার উপর। অনেক দিনের পুরানো বন্ধুদের হঠাৎ করে ছুড়ে ফেলে দেয়া যায় কীনা সেটাও আমি জানি না। তোমার বন্ধূরা যখন চাঁদে সাঈদীর ছবি খুঁজে পায়, কিংবা পাকিস্তানকে পরাজিত করে ৭১ সনে বাংলাদেশকে স্বাধীন করার জন্যে মুক্তিযোদ্ধাদের গালাগাল করে কিংবা বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রিকেট খেলার সময় পাকিস্তানকে সাপোর্ট করে কিংবা যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয়ার সময় তাদের জন্যে আহা উহু করে তখন তুমি কিভাবে সেটা গ্রহন কর আমার জানার ইচ্ছা করে।

মো: শের-ই-আলম সিনিয়র প্রভাষক, আইন ও বিচার বিভাগ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, সিলেট।
প্রশ্ন: স্যার, এ রকম একটা প্লাটফর্ম তৈরী করে আমাদের কাছে যাবার সুযোগ করে দেবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। আমার শৈশব কেটেছে আপনার বই পড়ে। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমার প্রশ্ন হল, আমাদে র মহাবিশ্বের সত্যিই কোন জমজ আছে?
উত্তর: থ্যাংকু। মহাবিশ্বের জমজ আছে কি নেই সেটা নিশ্চিত ভাবে বলার সময় এখন আসেনি। কবিতার জন্যে ধন্যবাদ।

Sirazzum Munira,vnsc,Dhaka
প্রশ্ন: স্যার , আমরা জানি শক্তির কোনো বিনাশ নেই ,কিন্তু কর্মদক্ষতার সূত্র হতে জানি যে কোনো যন্ত্রে যে পরিমান শক্তি প্রয়োগ করা হয় তার কত অংশ কার্যকর হয়, অর্থাৎ বাকি শক্তির বিনাশ বা অপচয় ঘটে , ব্যাপারটা কি পরস্পর সাংঘর্ষিক হয়ে গেলো না ?
উত্তর: বাকি শক্তি অদৃশ্য হয়ে যায় না, ব্যবহার করার অনুপোযুক্ত তাপ শক্তি হিসেবে থেকে যায়। কাজেই মোট শক্তির বিনাশ হয় না।

প্রমিত সরকার কমলগঞ্জ, মৌলভীবাজার
প্রশ্ন: স্যার , আপনি কি কখনো ভূত দেখেছেন ?
উত্তর: দেখেছি। (এখন কি জিজ্ঞেস করবে, সেটা কী খাটি ভূত ছিল?)

অনসূয়া, ঢাকা
প্রশ্ন: স্যার, আমি আপনার ইয়াত্তো বড় ফ্যান! আপনার বই পড়েই সব কিছুকে ইন্টারেস্টিং এবং মজারু ভাবে দেখার চেষ্টা করছি! আমার একটা ব্যাপার জানতে চাই। একটু অদ্ভূত আত্মীয়দের সাথে আসলে কেমন করে ডীল করা যায়? যেমন দেখা হলেই চাকুরী করে কত টাকা পাও, কিংবা এখন ও বিয়ে করছো না, বাবা নেই মেয়ে পরে তো বিয়ে হবেনা (!!!) বলে আর্তনাদ করা মানুষ গুলোর সাথে আর পেরে ওঠা যাচ্ছেনা আর কি। আগে হাসি হাসি মুখ করে রাখতাম কিন্তু ইদানীং মেজাজ হাতের উঠোয় রাখতে পারছিনা। এদিকে কারো মনে কষ্ট দিয়ে কথা বলতেও ইচ্ছে করে না। একটু বিদঘুটে প্রশ্ন হয়ে গেলো নাকি?
উত্তর: হা হা হা! মোটেও বিদঘূটে প্রশ্ন হয় নি! পরের বার যখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে এখনও বিয়ে করছ না কেন, তখন গলা নামিয়ে নিচু স্বরে বলবে, “আপনাকে বলি, আপনি যেন কাউকে বলে দেবেন না। আমি আসলে গোপনে বিয়ে করে ফেলেছি, কিন্তু ছেলে খুনের মামলায় এরেস্ট হয়ে জেলে আছে তাই কাউকে কিছু বলতে পারছি না। জামিনে ছাড়া পেলেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব!” তাহলে তোমাকে ভবিষ্যতে এই বিষয়ে কেউ জ্বালাতন করবে না। (বুঝতেই পারছ তোমার সমস্যার সত্যকারের সমাধান আমার জানা নেই তাই এরকম উলটা পালটা বুদ্ধি দিচ্ছি! সহ্য করে যাও, আর কী করবে? মানুষ কতো বিচিত্র হয় সেটা উপভোগ করে দেখতে পার, এটা আমার টেকনিক। আমি ঘন্টার পর ঘন্টা এরকম মানুষের কথাবার্তা মুগ্ধ বিস্ময়ে উপভোগ করতে পারি!)

মোঃ আশিক, -ঢাকা
প্রশ্ন: আমি আমার জিবনের লক্ষ্য খুজে পাচ্ছি না, যে জাই বলে সেইটাই ভালো লাগে, তেমন টাই হতে মন চায়, Specifically ভাবে আমার না কোনো ইচ্ছা নেই , মন থেকেও কোনো আওয়াজ পাচ্ছি না …. So, Sir এই অবস্তাতে হয়তো কম-বেশি সবাই পড়ে, স্যার যদি কোনো সমাধান দিতেন ভালো হতো
উত্তর: সময় হোক কিছু একটা লক্ষ্য বের হয়ে যাবে। আপাতত জীবনটাকে উপভোগ কর। সেটাই না হয় জীবনের লক্ষ্য হোক!