২. পুরানো প্রশ্ন ও উত্তর (১৯ আগস্ট-১৩ অক্টোবর ২০১৬)

২৪ আগস্ট ২০১৬

নাইমা,ঢাকা
প্রশ্ন: স্যার আমি জীবনে একজন বড় মাপের মানুষ হতে চাই। সেই জন্য আমার কী কী করা উচিত?
উত্তর: প্রতিটি মানুষই তো আসলে খুব বড় মাপের মানুষ হওয়ার প্রতিশ্রুতি নিয়েই জন্মায়। সেটি শুধু ধরে রাখতে হবে, আর কিছু না। আমার ধারণা তোমার জীবনে তুমি যদি অন্যের জন্যে কিছু একটা করার স্বপ্ন দেখ, তাহলেই তুমি বড় মাপের মানুষ হয়ে যাবে।

শুভ্র
প্রশ্ন: আমি স্পেস টাইম সিঙ্গুলারিটি সম্পর্কে জানতে চাইছি। এটা কি একটু ব্যাখ্যা করে বলা যাবে?
উত্তর: সহজ ভাষায় এভাবে বলা যায়, যেখানে মহাকর্ষ বল অসীম হয়ে যায়, প্রচলিত বিজ্ঞান কাজ করে না সেটা হচ্ছে স্পেস টাইম সিঙ্গুলারিটি।

প্রশ্ন: আজ কোন প্রশ্ন করব না।
উত্তর: আমিও কোনো উত্তর দেব না।

রাহাত আহমদ শুভ্র জয়দেবপুর, গাজীপুর
প্রশ্ন: স্যার অনেকেই আছে যারা আপনার লেখা অনেক ভালবাসে। আবার অনেক এ আছে টাকার অভাবে বই কেনার ক্ষমতা থাকে না। তারা কিভাবে আপনার বই গুলো পাবে?
উত্তর: বই কিনে পড়তে হয় না, লাইব্রেরি থেকে নিয়ে বই পড়তে হয়।

প্রশ্ন: what’s your father name?
উত্তর: ফয়জুর রহমান আহমেদ ।

জাহিদ হাসান জনি ধামরাই, ঢাকা
প্রশ্ন: আসলে এইটা কোন প্রশ্ন না! আপনাকে কিছু জানাতে পারব বলে আবেগ ধরে রাখতে পারলাম না!!! এইটুকু জানাতে চাই,, অনেক অনেক ধন্যবাদ স্যার 🙂
উত্তর: থ্যাংকু!

সাঈদ মুর্শিদ হাসান সুমন
প্রশ্ন: স্যার, “দিপু নাম্বার টু”,”আমার বন্ধু রাশেদ” এর মত কিশোর উপন্যাস নিয়ে চলচিত্র নির্মান হয়েছে। আমরা বই পড়েছি, চলচিত্র ও দেখেছি এবং অভিভূত হয়েছি। এরকম কিশোর উপন্যাস নিয়ে আরও চলচিত্র নির্মানের ইচ্ছা আছে কি? থাকলে আমরা আপনার ফ্যান রা অনেক কৃতজ্ঞ থাকতাম। এমনকি আপনার সাইন্স ফিকশন দিয়েও চলচিত্র নির্মান করলে তা অন্তত আমাদের দেশের চলচিত্রে এক ঐতিহাসিক বিপ্লব আনবে।
উত্তর: আমি তো লিখি, চলচ্চিত্র তৈরী করে অন্যেরা! তারা যদি কখনো তৈরী করতে চায় তৈরী হবে। (আমি অবশ্যি চাই আমার পাঠকেরা চলচ্চিত্র না দেখে বই পড়ুক!)

প্রশ্ন: স্যার আপনাকে এখন সায়েন্স ফিকশন আর কিশোর উপন্যাস এর কল্পনাগুলোকে বাক্সবন্দী করে ছুটাছুটি করে সায়েন্স নিয়ে লিখতে হবে। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে লিখতে হবে, বিগ ব্যাং নিয়ে লিখতে হবে। কিছুদিন আগে মহাকর্ষ তরঙ্গ খুজে পাওয়া গেছে, সেটা নিয়ে লিখতে হবে, সেটাই এখন আমাদের সবার প্রাণের দাবী। এই বই মেলায় এমন একটা ফাটাফাটি কাঠখোট্টা বিজ্ঞানের বই চাই, যেটা পড়ে মনে হবে ইসসসস এত সহজ একটা বিষয় আগে কেন বুঝলাম না। এই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া।
উত্তর: সময় থাকলে নিশ্চয়ই করতাম, কিন্তু আমার তো অন্যদের কথাও শুনতে হবে! বিজ্ঞানের বিষয়গুলো তো আর অনেক জায়গাতেই পাওয়া যায়। শুধু তাই না তারা আমার থেকে অনেক ভালো করে লিখে। সেগূলো দিয়ে কাজ চালাও, আমিও লিখব।

তামিম সিলেট
প্রশ্ন: মানুষ নামের আবিষ্কারক কে?
উত্তর: এককভাবে একজন মানুষকে কী খুঁজে পাওয়া যাবে? একজন ভাষাবিদ হয়তো বলতে পারবেন।

মোহাম্মদ তৌহিদুল ইসলাম টাংগাঈল
প্রশ্ন: স্যার, আমার মনে অনেক আশা আমি 2017 সালের এসএসসি পরীক্ষাই golden A+ পেতে চাই । তাই আমার কী কী করণীয়. ….যদি একটু বলতেন অনেক উপকার হতো ।
উত্তর: মন দিয়ে লেখা পড়া করা ছাড়া আর কোনো কিছুর কথা তো আমি জানি না! সেটাই করো।

প্রশ্ন: পানির ফোঁটা লেন্সের মতো কাজ করে এমন লেন্সের ফোকাস দূরত্ব কত?
উত্তর: পানির ফোটার পৃষ্ঠ থেকে মাপলে আনুমানিক পানির ফোটার ব্যাসার্ধের সমান।

robin bogra class 9.
প্রশ্ন: my question is boro worm hole toyri kora ki somvob. jodi somvob hoy ta hola ki vaba ta somvob.
উত্তর: এগূলো মোটামুটি তাত্বিক বিষয়, বর্তমান প্রযুক্তি দিয়ে তো সম্ভব নয়।

Jhumur.
প্রশ্ন: l search ur answer thousands time, but yet u don’t give any. I’m waiting and waiting and waiting and…………
উত্তর: এই যে দিচ্ছি! (এতো প্রশ্ন এসেছে যে সবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেরী হয়ে যাচ্ছে!)

জয় বগুড়া
প্রশ্ন: যেকোনো সংখ্যাকে বর্গ করা হলে তার মান ক্যালকুলেটর ব্যবহার না করে এবং গুন না করে অন্য কোনো সহজ পদ্ধতিতে পাবার উপায় কী?
উত্তর: বেজোড় সংখ্যাগুলো লিখো (১, ৩, ৫, ৭, ৯, ১১ …) তারপর যোগ করে যাও, সংখ্যার বর্গ গুলো পেয়ে যাবে। (১, ১+৩=৪, ১+৩+৫=৯, ১+৩+৫+৭=১৬…)

তাপসী দে প্রাপ্তি হলিক্রস কলেজ ফার্মগেট,ঢাকা।
প্রশ্ন: আমার বাড়ি সিলেটে। পড়াশোনার জন্য ঢাকায় এসেছি, কিন্তু সিলেটকে এখনও ভুলতে পারছি না। আমার খুব জানতে ইচ্ছে করে সিলেটের কোন জিনিসটা আপনার সবচেয়ে পছন্দ।
বলবেন কি?? উহুঁ, বলতেই হবে।
উত্তর: বৃষ্টি। সিলেটের বৃষ্টি অসাধারণ!

তাসফিয়া ইয়াসনা,ইস্টার্ন হাউজিং,মিরপুর,ঢাকা
প্রশ্ন: স্যার,আমি যে প্রশ্ন টা করবো সেটা কোথাও প্রকাশ পেয়ে যাবে না তো??
উত্তর: এইযে প্রকাশ পেয়ে গেল! সর্বনাশ, এখন কী হবে?

শফিউল আলম। টঙ্গী
প্রশ্ন: স্যার, ফোটন, ইলেক্ট্রন এবং প্রোটনের গঠন সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ।
উত্তর: ফোটন আর ইলেক্ট্রনের কোনো স্ট্রাকচার নেই। প্রোটনের আছে, এর একটা সাইজ আছে ০.৮৭ ফারমি, এটি দুইটি আপ আর একটা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরী।

মেঘলা,রাজশাহী
প্রশ্ন: স্যার আমি যদি আপনার সব বই পড়ে শেষ করে ফেলি তাহলে আপনি কি বলবেন আমাকে?
উত্তর: বলব, ভেরী গুড! এখন সত্যিকারের লেখকদের বই পড়া শুরু কর।

প্রশ্ন: কিভাবে অনেকদিনের বিসন্নতা কিভাবে ঝেরে ফেলা জায়?
উত্তর: যখন বিষন্ন হয়ার মত কিছু ঘটে তখন তো জোর করে সেটা ঝেড়ে ফেলা যায় না। মেনে নিতে হয়।

তাসফিয়া রংপুর
প্রশ্ন: স্যার আপনার চুলগুলো সাদা হল কী ভাবে?
উত্তর: হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ধুইয়ে ব্লিচ করে ফেলেছি। (ঠাট্টা করলাম, সত্যি উত্তরটা তোমার বয়স যখন ষাট হবে তখন তুমি নিজেই জেনে যাবে!)

মাহিনূর রহমান পামেল বালাগঞ্জ,সিলেট
প্রশ্ন: আলোর কী ভর আছে?
উত্তর: না, নেই। (তবে ভরবেগ আছে!)

Siam Rahman Uttara, Dhaka
প্রশ্ন: Is it possible to planet Jupiter to be a star?
উত্তর: না, এর ভর নক্ষত্র হয়ার মত যথেষ্ট নয়। (হলে মন্দ হত না, আমাদের তাহলে দুটি সূর্য থাকতো!)

রহিমা আক্তার। ঢাকা।
প্রশ্ন: প্রতিদিন একটার বেশী গল্প পড়া যায় কিভাবে?
উত্তর: এই ওয়েবসাইটে? দুই লাইনের গল্প লেখা শুরু করলে হয়তো সম্ভব হবে, এ ছাড়া আর কোনো পথ দেখছি না।

জীবন মিরপুর
প্রশ্ন: আমি কি ভাবো ভালো ছাত্র হতো পারি?
উত্তর: সবচেয়ে সোজা উপায় হচ্ছে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার চেষ্টা না করে শেখার এবং জানার চেষ্টা করা। তাহলেই তুমি সত্যিকারের ভালো ছাত্র হয়ে যাবে।

Siam Rahman Uttara,Dhaka
প্রশ্ন: If the Sun becomes a red gaint so waht will hapens with earth?
উত্তর: সূর্যটা তখন এতো বড় হবে যে এটা পৃহিবীটাকে কপাৎ করে গিলে খেয়ে ফেলবে!

বিপুল দাশ মৌলভীবাজার
প্রশ্ন: অামি কি অাপনার এই সাইটে লেখা লিখির কোন সুযোগ পেদে পারি?
উত্তর: এটাতো আমি ম্যাগাজিনের মত করে তৈরী করিনি, তাই সেভাবে লেখালেখির সুযোগ কেমন করে দেব? আজকাল নেটে কতো রকম ব্লগ আছে, পছন্দসই একটা বেছে নাও।

easin khan Cox’s bazaar
প্রশ্ন: Aupnar face ta cartun deya kano ? Normal deya na kano?
উত্তর: নরমাল দেয়া হলে হয়তো একজন বলতো, আপনার মুখটা নরমাল কেন, কার্টুন নয় কেন?

সাকিব চৌধুরী মিরাবাজার, আগপাড়া, মৌসুমি ৬৬, সিলেট
প্রশ্ন: ১. আমরা জানি যে ক্লোনিং এখন অনেক এগিয়ে গেছে । যদি ক্লোনিং সম্ভব হয় তাহলে কি অন্য প্রাণীর সাথে মিউটেশন করা সম্ভব নয় ?? ২. টেলিপ্যাথি বলতে কি কিছু আছে ?
উত্তর: ১. বিজ্ঞানীরা ব্যাক্টেরিয়াকে রুটিন মাফিক পরিবর্তন করে নুতন ব্যাক্টেরিয়া তৈরী করে যাচ্ছেন। ২. না, বিজ্ঞানের দৃষ্টিতে টেলিপ্যাথি বলে কিছু নেই।

কনক দাস নীলফামারী
প্রশ্ন: স্যার আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হলো আমরা আমাদের যুব সমাজ কে কিভাবে ব্যাস্ত রাখতে পারবো, যাতে সে তার নিজের উন্নয়নের সাথে সাথে সমাজের উন্নয়ন করতে পারে,
উত্তর: একজন যত বড় হতে পারে সে তত বেশী মানুষকে সাহায্য করতে পারে। কাজেই কেউ নিজের উন্নয়ন করলেই তার সামনে সমাজের উন্নয়নের একটা পথ খুলে যায়।

বাবুন মিরপুর, ঢাকা
প্রশ্ন: আপনি আর কোনদিন planchette করবেন? যদি কোনদিন ও করেন তবে আমি সেখানে থাকতে চাই!
উত্তর: তরুণ বয়সে অনেক পাগলামি করা যায়, এখন সেগুলো করা কী মানায়? তুমিই বল।

kajal
প্রশ্ন: I am not a kid, father of 2 kids, I like your writing too much, my kids also likes your writing. I expressed my heartiest congratulations and thanks to your steps for the Kids. Pray for our kids and our country.
উত্তর: থ্যাংকু!

Tanveer.
প্রশ্ন: ….Sir, I have, since the fall of 2012 started attending the University Of Toronto to pursue Bachelor’s degree in Electrical Engineering. I have always kept words you said, or things you did, very close toy heart, and as such I’ve always tried to gather interests in fields that I felt would allow me to, in the future, be back in the country. However, after my 3rd year, I started my internship at AMD in the field of computer Hardware, and I have really enjoyed my work so far. I’m inclined towards pursuing a career in Computer Hardware and Electronics, at this stage. But I’m scared that that closes the door on my returning back to Bangladesh to pursue a career there in the near future. ……
উত্তর: তোমার ভবিষ্যৎটা আসলে তোমাকেই গড়ে তুলতে হবে। আমি শুধু এটুকু বলতে পারি দেশে ফিরে আসার স্বপ্নটা যদি বুকের মাঝে বাঁচিয়ে রাখো দেখবে একদিন দেশে ফিরে আসবে।

সাঈদ আনোয়ার বিবিএ 3য় বরষ কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল ।
প্রশ্ন: আমি সমাজ সেবা করতে চাই । আমি একটা সংগঠন তৈরী করছি। নাম “সৎসঙ্গ সমাজ কল্যাণ সংগঠন।” 2014 সাল থেকে এর যাত্রা। শিক্ষা, সম্প্রীতি, সমাজসেবা আমাদের মিশন। অরাজনৈতিক, অসমপ্রদায়িক, স্বেচ্ছাসেবী আমাদের বৈশিষ্ট্য । আমি আমাদের সংগঠনের সবাই 18 বছর এর নিচে। তাই আমি রেজিস্ট্রি করতে পারতেছি না। এখন আমি কি করতে পারি স্যার?
উত্তর: তোমাদের ইউনিভার্সিটিতে প্রক্টর দফতরে রেজিস্ট্রেশান করে কাজ করতে শু্রু করে দাও। যদি সত্যি সত্যি অনেক বড় সংগঠন হো তখন সত্যিকারের রেজিস্ট্রেশান করতে পারবে।

প্রশ্ন: …… আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না। আপনাকে প্রশ্ন করতে আমার ভয় লাগে। কারন আমি আপনার ছাত্র হওয়ারও যোগ্য নয়। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ওয়েবসাইট খোলার জন্য। নিশ্চয় আমরা সবাই উপকৃত হবো। আপনি দয়া করে বেশি বেশি লিখবেন। এটাই প্রত্যাশা করি। তারপর ধীরে ধীরে আপনাকে প্রশ্ন করার সাহস সঞ্চার করবো। ……
উত্তর: আমাকে প্রশ্ন করতে ভয় লাগে? কী আশ্চর্য!!

নাফিজা, সিলেট ।
প্রশ্ন: আপনার বাসা থেকে অনেকগুলা বই নিয়ে আসলে কি আপনি রাগ করবেন? আপনার গত চার পাঁচ বছরে লেখা কোন বই আমার কাছে নাই । আমি আনতে চাই ।
উত্তর: তোমার স্কুলের লাইব্রেরীর ঠিকানাটা আমাকে জানিয়ে দিও, আমি সেখানে অনেকগুলো বই পাঠিয়ে দেব, তাহলে তুমি আর তোমার বন্ধুরা সবাই পড়তে পারবে।

রাজিব , পাঁচলাইশ , চট্রগ্রাম
প্রশ্ন: গণিত নিয়ে, বিজ্ঞান নিয়ে একটা ওয়েবসাইট হলে কেমন হ্য় স্যার ? আপনি হয়ত সময় দিতে পারবেন না … সেরা সেরা ছেলেমেয়েদের নিয়ে একটা এডমিন প্যানেল করে দিলেন । কুইজ থাকবে, কঠিন ব্যাপারগুলোর সহজ ব্যাখা থাকবে । কুইজের পুরুস্কার আপনার অটগ্রাফ থাকবে …… অনেক কিছুই করা যায় স্যার ।
উত্তর: খুব ভাল প্রস্তাব, কিন্তু আমি আসলেই সময় দিতে পারব না, তাই তোমাদের সবাইকে মিলে কিছু একটা করে ফেলতে হবে।

আলো , ইসলামপুর , জামালপুর , ময়মনসিংহ স্যার ,
প্রশ্ন: ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অনেক কম । ……। আমি খুব স্বাধীন ভাবে বেড়ে উঠতে চাই । কিন্তু পরিবার ও আমার চারপাশের অবস্থা এমন যে আমি সারাদিন আমার পুরো শরীর ঢেকে রাখতে হয় । আমার এমনটা থাকতে ভাল লাগে না । এর থেকে বাচাঁর উপায় কি স্যার?
উত্তর: তোমার পরিবারকে বোঝানোর চেষ্টা কর। যদি তারা বুঝতে না চায় তাহলে একটু অপেক্ষা কর। তুমি যখন বড় হবে, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে তখন তোমার নিজের পছন্দমত একটা জীবন বেছে নিতে পারবে।

Md.Abu Sayem Nijvogdaburi Chilahati Domar Nilphamary
প্রশ্ন: Sir i am your fan…..I like u a lot but i have an objection u may say a hard core demand why only syllet why not HSTU, Dinajpur,Begam Rokaya,Rangpur …….. I am requesting u to come to our door and help us to be well educated,claver,creative and gentleman When people laugh at as and say people of north bangle it hurts a lot…….
উত্তর: মানুষকে তো ফটোকপি করে একসাথে অনেক জায়গায় পাঠানো যায় না, আমি কি করব বল? সিলেটে কাজ করি এখানেই তো থাকতে হবে। আমি সুযোগ পেলেই অন্য ইউনিভার্সিটিতে যাই, নিশ্চয়ই তোমাদের ইউনিভার্সিটিতেও যাব। আর তোমাকে কে বলেছে মানুষ নর্থ বেঙ্গলের মানুষকে নিয়ে হাসাহাসি করে? আর সবচেয়ে বড় কথা আমাদের এইটুকুন বাংলাদেশ, এর মাঝে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল ভাগ করলে কেনন করে হবে? আমরা সবাই এক দেশের এক রকম মানুষ!

ফাতেমা তুজ জোহরা  শিক্ষার্থী, বি বি এ, তৃতীয় বর্ষ, IUBAT টঙ্গী, গাজীপুর
প্রশ্ন: স্যার, বিগত কয়েক দিন যাবত আমার বুকের ভেতরটাতে খুব জ্বালাপোড়া হয়। মনে হয় রক্ত ক্ষরণ হয়। বিশেষ করে গত ১লা জুলাইয়ের পর থেকে। আমার মনেহচ্ছে আমার দেশটাকে কেউ নিয়ে যাচ্ছে, আমার মাকে কেউ নিয়ে যাচ্ছে। স্যার আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আগে ব্লগ লিখতাম। মুক্তিযুদ্ধের বই পরাতাম। সেগুলো নিয়েই লিখতাম। এখন লিখি না। কান্না পায় খুব। হাত কাঁপে। স্যার, আমার দেশটাকে, আমার মা-কে কি সত্যিই কেউ নিয়ে যাচ্ছে?
উত্তর: না আমদের দেশটাকে কেউ নিয়ে যাচ্ছে না। একটা দেশ অনেক বড় ব্যাপার, কেউ এতো সহজে তাকে নিতে পারবে না! এই দেশে হাতেগোনা কয়েকজন জঙ্গি আছে, কিন্তু তোমাদের মত মানুষ আছে লক্ষ কোটি! আমাদের ভয়টা কথায়?

প্রশ্ন: স্যার, আমার একটা স্বপ্ন ছিল যে, আমার একটা মিষ্টি মেয়ে হবে। আমি তাঁকে আমার বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দিবো। একটু বুঝতে শিখলেই তাঁকে নিয়ে বাংলাদেশের প্রতিটি কোণাইয় কোণায় ঘুরে বেড়াবো। দেখবো যে, আমার মা-টা কত্ত সুন্দর। আমি তাঁকে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনবো।বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা জানাবো। কিন্তু কেন যেন মনে হচ্ছে আমার দেশটা, আমার মা-টা ততোদিনে হয়তোবা ভালো থাকবে না। আমার ইচ্ছেটা হয়তোবা ইচ্ছেই রয়ে যাবে। আমার মেয়েটা আমার সুন্দর বাংলাদেশকে দেখবে না। আচ্ছা স্যার আমি কি ঠিক?
উত্তর: না, তুমি ভুল! আমাদের বাংলেদেশটা এখন যত সুন্দর তার থেকেও বেশী সুন্দর হবে। অবশ্যই তোমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতে পারবে। (ছেলে হলে তাকে ফেলে রেখো না, তাকেও বাংলাদেশ দেখিও!)

প্রশ্ন: 7 years er baccha der jnne choto choto kichu golpo jate Ora montromugdho hoye pore.noitik gunaboli,adorse uddipto.e juge emon ekta site sotti dorkar.apnake donnobad
উত্তর: শুধু সাত বছরের বাচ্চা? ছয়ও হতে পারবে না, আটও হতে পারবে না?

প্রশ্ন: Amar priyo shikkhok,
……।sir ami ek Maa bolsi.maa hisebe pran vore shadubad jaancci.ami khubi anondito.anondito amr sontander jnne aj apner ei uddog er jnne.sir e juge sontander internet theke soriye rakha duskor.tai ami cai apni onk likhun.tai ei site ti te Jodi apner onoboddo likha publish tobe ekbar Oder mone dhore gele Ora porbe shikhbe internet abuse kombe
উত্তর: শুধু আমার লেখা দিয়ে সবাইকে ইন্টারনেট আসক্তি থেকে মুক্ত করা যাবে বলে মনে হয় না। আরো অনেককে এই কাজে এগিয়ে আস্তে হবে।

তাসফিয়া তানজিম আহমেদ ১০ম শ্রেণি, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।
প্রশ্ন: স্যার, যখন এইট নাইনে পড়তাম ফিজিক্স অনেক ভালো লাগতো। আপনার বইটাও পুরোটা পড়েছি। এখন ক্লাস টেনে পড়ি। কিন্তু কেন যেনো ইদানীং আগের মতো আগ্রহ পাই না। কিভাবে আবার আগ্রহ বাড়ানো যায়?
উত্তর: শুধু জেনে রাখ, সত্যিকারের ফিজিক্স এখনো শুরু কর নি, সেটা আরো কত রহস্যময়, জানার আগ্রহ হয় না?

Sharmin Shakhi Khulna.
প্রশ্ন: Sir ami jante cai j apnar jokhon eksathe onek jhamela kopale jote ebong samne ja kaj tar protiti e soman guruttopurrno hoy kintu ekta korte gele onnota nosto hocche emon upokkrom hoy- tokhon apni ki koren? Actually I need a solution. Bujhte parchi na ki korbo. Jekono mullei hok amake porte hobe, amar jiboner lokkhe pochute hobe abar jekono mullei hok amar ekmattro 3 bochorer meyetakeO amar dekhte hobe. Samne BCS. Samne meyeke niye bece thakar ekar lorai. Poray concentrate korte parbo emon kono magic uttor ache sir? Ami meye bole dube jete cai na. Ami amar desher shishuder jonno ekta swopno k lalon kore eka e porjonto esechi- ta hariye gele ami more jabo.
উত্তর: একসাথে যখন অনেকগুলো ঝামেলা এসে হাজির হয় তখন ঠিক করে নিতে হয় কোনটা আগে করব, কোনটা পরে করব। যেটা একটু পরে করলে হয় সেটা একটু পরে শুরু করি। ছোটো ছেলেমেয়ে থাকলে আমাদের দেশে আপঅনজনেরা সাহায্য করে, তুমি সেরকম সাহায্য পাচ্ছ না? স্বপ্নটা ধরে রেখ, তাহলে অনেক উৎসাহ নিয়ে কাজ করা যায়।

প্রশ্ন: ওয়েবসাইট টা অনেক সুন্দর হয়েছে । এমন কিছুর জন্যে অপেক্ষা করছিলাম।
থাঙ্কস ফোর ক্রিয়েটিং ডিস্I স্যার আপনার সাইন্স ফ্রিকশন সমগ্র ৬ কবে বের হবে?
উত্তর: আটটা সায়েন্স ফিকশন লেখা শেষ হলেই! (ফ্রিকশন?)

সামিয়া ইসলাম, মালতিনগর,বগুড়া
প্রশ্ন: সায়েন্স ক্যাম্পের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি।
উত্তর: একসাথে অনেকে ক্যাম্প করে সেটা একধরণের মজা। যারা ক্যাম্প করায় তারা জানে কাদের কী শেখাতে হবে, কাজেই খুব গুছিয়ে সবকিছু শেখানো হয়। একধরণের চিন্তা করে এরকম কিছু বন্ধুর সাথে নেটওয়ার্কিং হয় যেটা পরে কাজে লাগে। আরো বলব?

সানজানা।
প্রশ্ন: স্যার,ছোট বেলা থেকেই আমার প্রবল ইচ্ছা নভচারী হওয়ার।এর জন্য আমাকে কি করতে হবে?
উত্তর: আমাদের দেশে যেহেতু মহাকাশ অভিযানের এখনো কোনো প্রোগ্রাম নেই তাই যাদের আছে তাদের দেশের প্রোগ্রামে অংশ নিতে হবে। নাসার প্রোগ্রামে অংশ নিতে হলে কি করতে হয় দেখ

জাহিদ, সিলেট
প্রশ্ন: স্যার আপনার গোঁফ রাখার রহস্য কি? আমিও রাখব।
উত্তর: আমার মনে হয় শুধুমাত্র আমার গোঁফ নিয়ে আলোচনা করার জন্যে আলাদা একটা ওয়েবসাইট খুলতে হবে! তোমার গোঁফের জন্যে শুভকামনা!

প্রশ্ন: আপনাকে হিংসা হয় , আপনি এতো মানুষের ভালোবাসা পান বলে । ” ভালোবাসি আপনাকে ”
উত্তর: আর সেটা যখন টের পাই তখন দুশ্চিন্তায় আমার পেটের ভাত চাউল হয়ে যায়! আমি কি আসলেই এতোজনের এতো ভালোবাসা পাওয়ার মত কিছু করেছি?

রবিউল হাসান রিমন নবম ময়মনসিংহ
প্রশ্ন: আমার বড় ভাইয়া কিছু দিন আগে আপনার বাসায় গিয়ে দেখা করে আপনার ফ্যামিলির সাথে ছবি, আপনাদের অটোগ্রাফ নিয়েছে। এখন ওর অনেক ভাব। কবে আসবেন ময়মনসিংহ??
উত্তর: এখনোতো জানি না!

রিসাদ সুলতান (হৃদ্য) কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া
প্রশ্ন: প্রিয় রক স্যার, আসলেই super রক। আচ্ছা আকাশের দিকে পিস্তল অথবা বন্দুক তাক করে গুলি ছুরলে শেষ পর্যন্ত কি হবে???
উত্তর: গুলিটা উপরে উঠতে উঠতে একসময় থেমে যাবে, তারপর নিচে এসে পড়বে। (রক স্যার?!)

A T M Ragib Raihan 2nd year HSC
প্রশ্ন: এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
১+২+৩+৪+……= -১/১২ গনিত দিয়ে এটাকে খুব সুন্দর করে প্রমাণ করা যায়। কিন্তু ব্যাপারটাকে অনুভব করতে পারছি না। আমি জানতে চাচ্ছি না যে এটা কিভাবে সম্ভব, আমি জানতে চাচ্ছি এটা কেন সম্ভব?
উত্তর: দুই লাইনে আমি যেটা বলব (রিমান জিটা ফাংশান ব্যবহার করে এক ইনফিনিটি থেকে আরেক ইনফিনিটি বিয়োগ করে ডাইভারজেন্ট সিরিজের ফাইনাইট রেজাল্ট নিয়ে আসা) সেটা তোমাকে কতটুকু সাহায্য করবে বুঝতে পারছি না। তার থেকে অনেক সহজ এই লিংকটা পড়া।

তনিমা মৌ ভিকারুন্নেসা নুন স্কুল।
প্রশ্ন: স্যার, আপনার এই সাইটের নামটা যে দিয়েছে তাকে আমার পক্ষ থেকে একটা থ্যাংক্স দিয়ে দেবেন। ‘এমজেডআই রক্স’ এরচেয়ে চমৎকার নাম আর হতেই পারেনা।
উত্তর: থ্যাংকু। মজার কথা হল অনেকেই আবার এই নামটা দেখে খুবই বিরক্ত হচ্ছে!

ফারিবা New elephant road
প্রশ্ন: Sir, আপনার এই পেজে একটা লাইক দেয়ার বা agree করার option কি রাখা যায় ?
উত্তর: খুব সহজেই রাখা যায়, কিন্তু আমি রাখতে চাই না! যাদের খুব ইচ্ছে করবে তারা এখানেই সেটা বলতে পারবে।

ইপ্সিতা শাওলিন ঢাকা
প্রশ্ন: স্যার, আজকে আমার পরীক্ষা শেষ হলো। আর বাসায় ফিরে আসতেই মা আমাকে আপনার এই নতুন website এর ঠিকানা দিলেন।আপনি বুঝতেও পারবেনা না আমি কত্ত বেশি খুশি হয়েছি।আপনাকে অনেক অনেক অনেক ধন্নবাদ। আগে এত বেশি বই কেনা সম্ভব ছিল না বলে খুব খারাপ লাগত। কিন্তু এখন আমি অনলাইনেই বইগুলো পড়তে পারব। Thank you very much Sir.
উত্তর: তোমাকেও থ্যাংকু!

শাম্মু, ৫৮৬/সি খিলগাঁও, ঢাকা
প্রশ্ন: ওমা, শুধু বাচ্চাদের জন্য নাকি? বাচ্চার মা বাবাদের কি হবে? আমাদেরকে তো আপনিই বড় করলেন। … … ২১ জুলাই আমার জন্মদিন ছিল। এইবার কোনই উপহার পাই নাই। এমন একটা উৎযোগ উপহার হয়ে আসবে, ভাবিনি। ধন্যবাদ।
উত্তর: তোমাকেও ধন্যবাদ।