১৯ আগস্ট ২০১৬
তোমাদের অনেকেই আমাকে এই সাইটটা খোলার জন্যে ধন্যবাদ দিয়ে লিখেছ, আলাদা ভাবে তাদের উত্তর দিচ্ছি না, একসাথে সবাইকে থ্যাঙ্কু জানিয়ে দিচ্ছি। অনেকেই আমাকে নানাভাবে কৃতজ্ঞতা জানিয়েছ, নানা কারনে, তাদেরকে লিখছি যে এই সাইটটা না খোলা হলে আমি কখনোই জানতে পারতাম না আমার জন্যে তোমাদের ভেতরে এত ভালোবাসা জমা হয়ে আছে। তোমরা যা লিখেছ তার সব কিছু সত্যি হয়তো না, অনেক কিছুই হয়তো আমার জন্যে তোমাদের ভালোবাসা থেকে লিখেছ, তারপরেও বলব, তোমরা সবাই মিলে আমার জীবনটা অনেক বেশি অর্থপূর্ণ করে দিয়েছ!
খায়রুল আলম টেলিভিশন-কর্মী
প্রশ্ন: স্যার, আমরা জানি আপনি টেলিভিশন দেখেন না। কিন্তু টেলিভিশনে যখন আপনাকে দেখা যায়, তখন কেমন লাগে?
(আমি তো টেলিভিশন দেখিনা,, তাই জানি না ‘কেমন’ লাগে…। এরকম উত্তর না। সত্যি কি টেলিভিশন দেখত ইচ্ছে করে না?)
উত্তর: আসলেই আমি নিজেকে খুব বেশী দেখি নাই। কীভাবে দেখব, বাসায় টেলিভিশন নাই তো। যদি কখনো দেখে ফেলি খুব অস্বস্তি লাগে, আমার উচ্চারণ কথা বলার ভঙ্গি সবকিছু খুবই খারাপ, সেজন্যে।
প্রশ্ন: সেলসিয়াস স্কেলের কোন তাপমাত্রা ফারেনহাইট ও পরম তাপমাত্রার সমান?এটা কিভাবে করব?
উত্তর: প্রশ্নটা যদি ঠিকভাবে বুঝে থাকি তাহলে তুমি জানতে চাচ্ছ সেলসিয়াস স্কেলের কোন তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করলে যে মান পাব, পরম তাপমাত্রায় প্রকাশ করলেও সেই একই মান পাব। ফারেনহাইট আর পরম তাপমাত্রার মান যদি সমান হয় এবং সেটাকে যদি T লিখি চাহলে লিখতে পারব (T-32)x100/180=T-273 এটা সমাধান করলে T এর মান বের হয় 574.25 এটাকে ফারেনহাইট ধরলে সেলসিয়াসে হয় (574.25-32)x100/180 = 301.25 আবার এটাকে পরম তাপমাত্রা ধরলে সেলসিয়াসে হয় 574.25-273=301.25 একই মান-যেটা হয়ার কথা।
Sazzad
প্রশ্ন: Sir, please try to remove photo with Skeleton.
Best regards
উত্তর: কেন? তোমার কি দেখে ভয় করে?
Prakrito Haider Age-11
প্রশ্ন: Dear Sir, A question has been bugging me for a long time and nobody has an answer. Maybe you could!
What came first the chicken or the egg?
উত্তর: ধাঁধা হিসেবে দেখলে এর সঠিক উত্তর নেই। বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে সঠিক উত্তর আছে। প্রথম যখন একটা প্রাণী বাচ্চা জন্ম দিত, বাচ্চাটা বেঁচে থাকবে কি থাকবে না সেটা নির্ভর করতো কোন পরিবেশে বাচ্চার জন্ম হয়েছে তার উপর। বিবর্তনের মাঝে দিয়ে আস্তে আস্তে সেই অবস্থার পরিবর্তন হতে লাগলো, একসময় দেখা গেল প্রাণীগুলো বাচ্চার জন্ম দিতে শুরু করেছে তার প্রয়োজনীয় খাবার সহ একটা প্যাকেটের ভেতর ঢুকিয়ে, যেটাকে আমরা বলি ডিম। যার অর্থ বিবর্তনে ডিম পরে এসেছে।
তিথি,আপনার ইউনিভারসিটির ছাত্রী
প্রশ্ন: স্যার, আদাব। কেমন আছেন। ওয়েবসাইট খুব খুব ভাল হয়েছে। তবে বই পড়ার মজাই আলাদা।।তাও ভালো, এখানে সবসময় চাইলেই পড়া যাবে।। কিন্তু একটু ভয় ভয় লাগছে, আপনি যদি আবার বাংলিশ লেখা শুরু করে দেন, তাহলে তো আমার মতোন কয়েকজনের মাথায় মুগুরের বাড়ি পরবে…..
ভয়ের কথাটা জানালাম,এতে রাগ হবেন না। প্লিজ। আর ভালো থাকবেন। অনেক অনেক।
উত্তর: তোমার কেন ধারণা হলো আমি ইংরেজি অক্ষরে বাংলা লিখতে শুরু করব?
sabbir miirpur dhaka
প্রশ্ন: আমার মাথায় পড়া লেখা ঢুকে না খালি গল্পের বই পড়ি তুমার আর হুমায়ুন স্যারের সামনে ssc. কি করবো বলো?
উত্তর: কী আর করবে? লেখাপড়া শুরু করে দাও!
little scientist sabbosachi mohanta sabuj joypurhat
প্রশ্ন: sir….. in your official facebook page.. there are some bad minded guy just comment negative thing in your any post… why u shouldn’t ban them from your facebook fan page????
উত্তর: আমার ফেসবুকটা তৈরী করে রাখা আছে যেন অন্য কেউ আমার নামে ভুয়া একাউন্ট না খুলতে পারে। ওখানে কে কী লিখে আমি আসলে জানি না। বাজে মানুষ বাজে কথা লিখতে চাইলে লিখুক, সমস্যা কী?
মোঃসোহাগ জেলাঃহবিগন্জ
প্রশ্ন: স্যার আপনার কেপলার টুটুবি গল্পটার দ্বিতীয় খন্ড লেখলেন না কেন।আপনি কি লেখবেন আবার?
উত্তর: আমি আসলে কোনো বইয়েরই দ্বিতীয় খন্ড লিখিনি, টুনটুনি এবং ছোটাচ্চু নিয়ে একটু বেশী লিখেছি, তাই একটার বেশী বই বের হয়েছে!
আল ফয়সাল নূর দ্বাদশ শ্রেণী, সরকারি নাজিমুদ্দিন কলেজ।
প্রশ্ন: আমি অংকে খুব দুর্বল, কিন্তু অংকটাকে আমি খুব ভালবাসি। অংক কষার সময় অনেক কিছু বুঝি না দেখে অংক করাটাই হয় না। … … আপনার গভীর ব্যস্ততার মধ্যে সময় পেলে শুধু “অংকটা কিভাবে হয় হৃদয় দিয়ে অনুভব করা যায়” এমন কোনো টিপস থাকলে জানাবেন।
উত্তর: তোমাদের অংক বইয়ে যা লেখা থাকে সেখানে না বোঝার কিছু নেই। অংক করতে শুরু করার আগে চ্যাপ্টারের শুরুতে বোঝানোর জন্যে যা লেখা থাকে সেটা খুব ভালো করে পড়, আমার ধারণা তখন অনেক কিছুই খুব সহজ হয়ে যাবে।
অনুপমা,চট্টগ্রাম
প্রশ্ন: স্যার আপনি কি ভুতে বিশ্বাস করেন?
উত্তর: দিনের বেলা করি না। ঘুটঘুটে রাতে যদি একা থাকি, গা ছমছমে একটা পরিবেশ, এদিক সেদিক খুট খাট শব্দ হয় তখন অন্য কথা!
রিদোয়ান চট্টগ্রাম
প্রশ্ন: সার আপণি কি মনে করেন আপ্নার লেখালেখির পিসনে পারিবারিক প্রেক্ষাপট কাজ করে নাইলে তিন ভাই কিভাবে লেখালেখিতে সংযুক্ত হন।
উত্তর: মনে হয় করে। আমাদের পরিবারের কেউই লিখতে সংকোচ বোড করে না। ইচ্ছে হলেই সাহস করে কিছু একটা লিখে ফেলে। আমাদের বাবা ছোট থাকটে আমাদের লিখতে অনেক উৎসাহ দিতেন, মনে হয় সেজন্যেই এটা হয়েছে।
প্রশ্ন: আপনি স্বপ্ন দেখেন কিভাবে ?
উত্তর: কোন স্বপ্নের কথা বলছ? ঘুমিয়ে যেটা দেখে সেটা অন্য সবার মতো ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। দেশ কিংবা দেশের ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখা তো আর সোজা, ঘুমাতেও হয় না, জেগে জেগেই দেখতে পারি।
doyita singha kotchandpur secondary girls’ school jhenidah in Khulna
প্রশ্ন: sir Ami r amr Dada apnar khub boro fan….apnake niye lekha kishor alor sonkha ta amra miss kore geci…rokomari teo available nai..akhon ki korbo sir??
উত্তর: তোমাকে কিভাবে সাহায্য করব বুঝতে পারছি না, আমার কাছে থাকলে তোমার কাছে পাঠিয়ে দিতে পারতাম। সরাসরি কিশোর আলোতে লিখে দেখেছ?
প্রশ্ন: স্যার,আমরা যদি পৃথিবীর পৃষ্ঠে বাস না করে কেন্দ্রে বাস করতাম তাহলে প্রাস এর আকৃতি কেমন হতো???
উত্তর: পৃথিবীর ঠিক কেন্দ্রে কোনো মাধ্যাকর্ষণ বল নেই, কাজেই কিছু একটা ছুড়ে দিলে যেদিকে ছুড়বে সেদিকেই যাবে। তবে কেন্দ্র থেকে বাইরে গেলে মাধ্যাকর্ষণ বল কাজ করা শুরু করবে, আবার পৃথিবীর কেন্দ্রের দিকে ফিরে আসবে, এবং কেন্দ্র ভেদ করে উলটো দিকে চলে যাবে। আবার কেন্দ্র থেকে বাইরে গেলে মাধ্যাকর্ষণ বল উলটো দিকে কাজ করা শুরু করবে, আবার কেন্দ্রের দিকে ফিরে আসবে, এভাবে চলতেই থাকবে।
প্রশ্ন: আমরা আগে জানতাম আপনার বাসায় কোনো টেলিভিশন নেই। এখনো কি আগের মতই?
উত্তর: হ্যাঁ, আগের মতই, এখনো নেই।
Bidyut Biswas Comjagat Technologies Dhanmondi, Dhaka
প্রশ্ন: অলসতার বাবা কে আর মা কে স্যার ?? আমি তো এখনো পেলাম না খুঁজে ??
উত্তর: এর ভাই-বোন কে বল, আমি বাবা মা’কে খুঁজে বের করে ফেলব!
তানিয়া হাসান তন্বী এম.ফিল স্টুডেন্ট লোক প্রশাসন বিভাগ, জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: … … ভূমিকম্প আতংকের চেয়েও জংগী আতংকে আমি পুরোপুরি বিপর্যস্ত। … … দেশের ছোট ছোট ছেলে মেয়েরা আত্নঘাতী হয়ে উঠছে, আমি বিষয়টা মানতে পারছিনা। এর জন্য কে দায়ী এইসব বলে আমি দোষের বোঝা কারো ঘাড়ে চাপাতে চাই না। এই সমস্যা থেকে আমাদের বাংলাদেশ কি ভাবে মুক্তি পেতে পারে আপনার কাছে জানতে চাই স্যার…
উত্তর: এতো ভয় পাবার কিছু নেই। এই দেশে কখনোই জংগিরা শিকড় গজাতে পারবে না। বড়জোর এরা বিচ্ছিন্ন ভাবে কাপুরুষের ময় এখানে সেখানে একদুইজন মানুষ মেরে আমাদের একটু খানি ঝামেলা করবে, তার বেশী কিছু নয়।
রফিকুল ইসলাম মাস্টার্স ইন এগ্রিকালচারাল বোটানি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা১২০৭
প্রশ্ন: … … আমাদের শিক্ষাব্যবস্থায় কি নতুন প্রজন্মকে সৃজনশীল হিসেবে গড়ে তুলছে? এমন কি বিষয় থাকা উচিত যা আমাদের নতুন প্রজন্মকে ফলাফলে জি.পি.এ-৫ নয়,মেধাতেও জি.পি.এ-৫ হিসেবে গড়ে তুলবে??
উত্তর: এগুলোর জন্যে আমি তো আমার মত চিৎকার করে যাচ্ছি, আশা করে আছি, কোনো একসময় বিষয়টা অন্যদেরও চোখেও পড়বে, তখন সব কিছু ঠিক করা শুরু হবে।
জয় ন্যুরেমবার্গ, জার্মানী
প্রশ্ন: প্রিয় স্যার, আমরা জানি, মানুষের উৎপত্তি হয়েছে বিবর্তনের মাধ্যমে অন্যান্য প্রাণীর মত। মানুষের ভবিষ্যত বিবর্তন কেমন হতে পারে এ সম্পর্কে কোনো ধারণা কি বিজ্ঞানীদের আছে?
দেশে এত মানুষ বিবর্তন সম্পর্কে ভুল ধারণা পোষণ করে দেখে কষ্ট পাই। বিজ্ঞানীরা কতই না পরিশ্রম করে আমাদেরকে আমাদের সঠিক ইতিহাস জানান দিচ্ছেন!
উত্তর: আগে লক্ষ লক্ষ বছরে একটুখানি বিবর্তন হয়েছে এখন আর লক্ষ লক্ষ বছর লাগে না, মানুষ জিনেটিক ইঞ্জিনিয়ারিং করে বিবর্তনকে নিয়ন্ত্রন করা শিখে যাচ্ছে। তাই ভবিষ্যতে আমরা বিজ্ঞানীদের ডিজাইন করা সুপার হিউম্যান দেখব বলে মনে হছে। দেশের মানুষ বিবর্তন বিশ্বাস করে না বলে তোমার কষ্ট পাওয়ার কী আছে? বড় জোর তাদের সীমিত জ্ঞানের জন্যে তাদের জন্যে এক্টুখানি করুণা অনুভব করতে পার!
প্রশ্ন: স্যার, স্টিফেন হকিং সম্পর্কে কিছু বলুন।
উত্তর: আমার থেকে একশগুন ভালো করে বলবে উইকিপিডিয়া!
প্রশ্ন: আমি বড় হয়েছি আপনার বই পড়ে, দুষ্টু ছেলের দল,হাকারবিন, নিতু ও তার বন্ধুরা আরো অসংখ্য বই পড়ে মুগ্ধ ত হয়েছিই। স্পষ্ট মনে পড়ে ক্লাসের আগে পড়ছিলাম দুষ্টু ছেলের দল বইটা, ওদের শেষ অভিজানের উত্তেজনাতে কখন ক্লাস পার হলো টেরও পাই নি। আমি সরাসরিই বলি কাবিল কোহকাফির পর আর কোন বই পড়ে আমি সেই মজাটা পাইনি। এসব নিয়ে অভিযোগ নেই আমার। যেটা মনে হয় যে প্রতিবছর যারা আপনার কাছে নতুন বই দাবি করছে তারা কি আসলেই পুরোনো গুলা পড়েছে কি??
অনেক অভিমান থেকে লিখলাম।। আমি ভুল হতেও পারি। তবে মনে হয়েছে আগের বই গুলো কিভাবে যেন চাপা পড়ে গেছে।
উত্তর: তুমি আমার ইদিনিংকালের বই পড়ে আনন্দ পাও না বলে লিখেছ। অবাক হবার কিছু নেই, হয়তো আমি আর আগের মত লিখতে পারি না, কিংবা তুমি বড় হয়ে গেছ, বাচ্চাদের বই পড়ে আর আনন্দ পাও না। তবে, প্রকাশকদের কাছ থেকে জানতে পারি আমার নুতন পুরাতন সব বইই প্রায় নিয়মিত ভাবে বের হয়, যার অর্থ এখনকার বাচ্চারাও আগের বইগুলোও পড়ছে, কাজেই তোমার অভিমানের কোনো কারণ নেই।
Tahmina and Rahat from Canada
প্রশ্ন: … … We need your help. We have two children. Son and a daughter. Like other bangalis around the world we are also facing problem speaking Bangla with kids and keep them busy with Bangla content via Internet, books, tv etc. In English there are so many colorful books and musics that they love to watch and read. Once I read one of your article the more you read to your kids the quick they will learn. I follow that I spend lots of time reading them books. He love books he take books from the shelves and try to read. But as soon as I start to read Bangla he do not like any of the Book. I have thakhur mar jhuli, shukhumar rai collection and many others that are from india. But I can not find kids books like toddler books baby books in Bangla that are colorful pics and content. May be you help us, Can you please recommend us some really good books with colorful picture that will interest my son and daughter to read and Learn in Bangla. By the way my son is two and half and daughter is 6 months. … …
উত্তর: তোমাদের বাচ্চা এখনো অনেক ছোট, দুশ্চিন্তার কোন কারন নেই! আমেরিকা বা কানাডার মত দেশে থাকলে যখন বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করবে তখন বাংলার জন্যে তাদের আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে যায়। বাসায় বাচ্চাদের সাথে একেবারেই ইংরেজিতে কথা না বললে অন্তত মৌখিক ভাষার চর্চাটা থাকে। আজকালকার বাচ্চাদের জন্যে ঠাকুরমার ঝুলি কিংবা সুকুমার রায়ের কবিতা এতোটা আকর্ষনীয় মনে না হলে খুব একটা দোষ দেয়া যায় না। দেশে ইদানিং অনেক সুন্দর ঝলমলে রঙ্গিন বাচ্চাদের বাংলা বই বের হওয়া শুরু হয়েছে। কাউকে দিয়ে সেগুলো কানাডা আনিয়ে নিয়ে চেষ্টা করে দেখতে পার। অনলাইনেও অর্ডার দিতে পারো। একেবারে বাচ্চাদের বই ছিল না বলে আমি নিজেও এরকম বেশ কয়েকটি বই লিখেছি! আজকাল বইমেলায় আলাদা বাচ্চাদের বইয়ের কর্নার থাকে যেখানে শুধু বাচ্চাদের বই পাওয়া যায়। একবার দেশে এসে স্যুটকেস বোঝাই করে বই কিনে নিয়ে যাও!
রুমানা
প্রশ্ন: আমি আট বছর বয়সী অরনভ এর মা। অরনভের জন্য মুক্তিযুদ্ধ নিয়ে ছোটদের জন্য লেখা বই খুঁজছিলাম আতিপাতি করে অনেকদিন ধরে। বাংলায় চমৎকার অনেক বই আছে , আমি জানি। কিন্তু অরনভ সবে বাংলা শিখতে শুরু করেছে। অবাক হয়ে দেখলাম, ওর বয়সীদের জন্য ইংলিশে লেখা মুক্তিযুদ্ধের কোন বইই নেই। অবশেষে খুঁজে পেলাম, আপনার “History Liberation War Children”. আপনাকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই।
আপনার সুদীর্ঘ আয়ু কামনা করছি। আমাদের সন্তানদের জন্য আরও অনেক বছর আপনাকে আমাদের প্রয়োজন।
উত্তর: থ্যাংকু! আমার বইটা কাজে লাগছে জেনে খুশি হলাম।
Md. Shihabul kobir; Your mad student bogra.
প্রশ্ন: Sir,chul serar photo ta darun hoyese… Amar khub posondo hoyese.
উত্তর: এতো কষ্টের ছবি দেখে তুমি মজা পাচ্ছ?
জিহাদ আল মেহেদী ঢাকা ইউনিভার্সিটি।
প্রশ্ন: স্যার, আশা করি ভালো আছেন। অনেক অনেক অনেক দিন হয়ে গেলো আপনার নতুন কোন সায়েন্স ফিকশান পড়ি না। কারন আপনি নতুন সায়েন্স ফিকশান লিখছেন না। কবে আবার বেশ মোটাসোটা নাদুস নুদুস জমজমাট সায়েন্স ফিকশান হাতে পাবো?
উত্তর: বই মেলার জন্যে অপেক্ষা কর।
আফসানা হক রাজশাহী
প্রশ্ন: এই ওয়েবসাইট যদি কখনো বন্ধ করেন অথবা যদি প্রশ্নের উত্তর দেয়া বাদ দিয়ে দেন তাহলে আপনার খবর আছে। বাসায় গিয়ে ঠ্যাং ভেঙ্গে দিয়ে আসবো।
উত্তর: প্রশ্ন নেয়া বন্ধ করলে কি কোনো বিপদের আশংকা আছে?
আর্থী। মোহাম্মদপুর প্রিপারেটরী ইসকুলের এন্ড কলেজে ক্লাস সেভেনে পড়ি।
প্রশ্ন: আমার বাসা ধানমন্ডিতে। বই পড়তে আমি ভীষণ ভালবাসি। আমার মা কিনে দেয় কিন্তু ইসকুলের পড়া আর টিচারদের বাসায় যেতে সময়ই হয় না। আমার প্রশ্ন হল কবে আমারা সময় পাব আরাম করে বই পড়ার।
উত্তর: একটা বুদ্ধি দেই। টিচারদের বাসায় গিয়ে পড়া ছেড়ে দাও। বাসায় নিজে নিজে পড়া শুরু কর (এর জন্যে তোমার পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় দায় দায়িত্ব আমার) দেখবে তোমার কতো সময়, তুমি কতো কিছু করতে পারবে! দুনিয়ার সব বই পড়ে ফেলতে পারবে।
অভিজিত সাহা ওয়াশিংটন, আমেরিকা
প্রশ্ন: এই ওয়েবপেজে সব কিছুই বাংলাতে কিন্তু শুরুর পাতাটার নাম “হোম” কেন? বাংলাতে শুরুর পাতাটাকে কি বলা যেতে পারে? হয়তবা এটাকে “শুরু” বলা যেতে পারে কিন্তু আপনি হয়তবা আমার থেকে আর ভাল কোন শব্দ বলতে পারেবেন। এই প্রশ্নটা আমার অনেক দিনের কিন্তু প্রশ্ন করার জন্য উপযুক্ত কাউকে কখন পাইনি, তাই সুযোগ পেয়ে আজ আপনাকে প্রশ্নটা করেই ফেললাম। উত্তর পেলে অনেক খুশি হব।
উত্তর: ভালো প্রশ্ন। কিছু কিছু টেকনিকেল শব্দ নিজে প্রায় জোর করে অন্য ভাষায় ঢুকে যায়। এটা মনে হয় সেরকম, অন্য একটা বাংলা শব্দ দিয়ে এটা বুঝাতে পারলে আমি সেটাই ব্যবহার করতাম। আমি খুঁজে পাইনি। শুরু আর হোম কী এক জিনিষ বোঝায়? কখনো ভালো শব্দ পেলে অবশ্যই এটা বদলে দেব।(সেলফি শব্দটার বাংলা কী হবে? নিজি?)
রেজাউল ইসলাম রহিম মিরপুর ১, ঢাকা -১২১৬।
প্রশ্ন: আমরা জানি যে আমরা বাস্তবে যা দেখতে পাই তাই আমরা একটু বেতিক্রম করে সপ্ন দেখি । আর এটাও জানি যে সব মানুষই সপ্ন দেখে । এখন আমার কথা হলো অন্ধ মানুষ তো চোখে দেখে নাহহ…… । তারা কি দেখে সপ্নে ???
উত্তর: আমি এটার বিশেষজ্ঞ নই, আমার পরিচিত দৃষ্টি প্রতিবন্ধীদেরকে এটা জিজ্ঞেস করতে আমার সংকোচ হবে। একটু খোঁজ খবর নিয়ে জেনেছি যারা জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী তাদের স্বপ্নগুলো হয় শুধু শব্দ নির্ভর। যেহেতু স্বপ্ন দেখার জন্যে চোখ ব্যাভার করতে হয় না তাই যারা পরে দৃষ্টি হারিয়েছে তারা তাদের দেখার স্মৃতিটুকুর স্বপ্ন দেখতে পারে।
প্রশ্ন: আপনি কোনটি অধিকতর ভালোবাসেন? লেখালেখি না গবেষণা?
উত্তর: প্রশ্নটা এরকম, আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনার ছেলেকে নাকী আপনার মেয়েকে!
প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার, আপনার ফ্রেন্ডলিষ্টে কি আমার জায়গা হবে????
উত্তর: ফ্রেন্ডলিষ্ট ব্যাপারটা কী? একটা লিস্ট করে ফ্রেন্ড বানাতে হয় তাও তো কোনো দিন শুনিনি!
শাকিল অাহমেদ প্রাক্তন ঢাবি ছাত্র, বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ, মিরপুর,
প্রশ্ন: স্যার অাপনি কেমন অাছেন? স্যার অাপনি এখনও কেন তরুণদেরকে জঙ্গী হওয়ার পথ থেকে ফিরে অাসার অাহ্বান করছেন না? অাপনাকে তরুণ সমাজ খুব ভালবাসে।
উত্তর: আমাদের দেশের তরুণেরা তো জঙ্গি নয় (এক দুইজন ছাড়া) আমি যদি ঢালাও ভাবে সবাইকে জঙ্গী হওয়ার পথ থেকে ফিরে আসার ডাক দিই সেটা কী আমাদের দেশের তরুণদের প্রতি এক ধরণের অশ্রদ্ধা দেখানো হবে না?
প্রশ্ন: স্যার, আমার ইচ্ছা বাংলাদেশের ধনীতম ব্যাক্তি হওয়া। আমি এজন্য অনেক পরিশ্রমও করি। দুঃখের বিষয় আমার ফ্যামিলির প্রধান ব্যাক্তি মানে আমার বাবা আমার টাকার প্রতি এই ভালোবাসা পছন্দ করেন না। … …আমার বাবাকে নিয়ে কি করি?
উত্তর: প্রত্যেকটা মানুষের নিজের চিন্তা ভাবনা তার নিজের মত। সবাইকে তোমার চিন্তার জগতের ছাঁচে কেন ফেলতে চাইছ? তুমি তোমার মত থাক, তোমার বাবাকে তাঁর মত থাকতে দাও।
Shafin Sherpur
প্রশ্ন: Apni akhane je golpoguli lekhben sheguli ki boimelai pawa jabe sir
উত্তর: হ্যাঁ, পাওয়া যাবে।
ডা: বাপী UHC, Singra, Natore
প্রশ্ন: আপনার এই মহৎ উদ্দেশকে আমি সাধুবাদ জানাই। সত্যিই স্যার আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু ৪০/৫০ টাকা মাসে জমিয়ে আপনার বই কিনতাম। এখন জব করি, সংসার করি,এখন কিন্ত বইমেলার জন্য আমাকে টাকা জমিয়ে বাজেট করতে হয়। যেখানে আমার মত এক class one officer কে বাজেট করতে হয়, সেখানে একজন student এর জন্য বই কেনা অনেকটাই কষ্টকর, কারন বিনোদন এখন হাতের মুঠোয়
উত্তর: কেউ যদি মনে করে সে শুধু বই কিনে কিনে পড়বে তাহলে ধরে নিতে হবে সে এমন কিছু বই পড়ে না। বই পড়তে হবে এটা সত্যি কিন্তূ কিনতে হবে এটা পুরোপুরি সত্যি না।
শান্ত, কুমিল্লা।
প্রশ্ন: স্যার আপনি কী আর বৈজ্ঞানিক প্রবন্ধ লিখবেননা? 😮 পদার্থবিজ্ঞান এর ২য় পাঠ কই??
উত্তর: লিখব। ক্যালকুলাসের উপর একটা বই লিখেছি, দেখেছ?
রবিন প্রান্ত ঢাকা
প্রশ্ন: স্যার সবচেয়ে ভালো হয় এই ওয়েবসাইটটিকে একটা ছোটখাটো অনলাইন পত্রিকা বানিয়ে ফেললে । আপনি হতেন প্রধান সম্পাদক!! … … …
উত্তর: আমার দিনগুলো কীভাবে যায় তোমার একদিন দেখা উচিৎ, তাহলে তুমি লিখতে, “স্যার আপনার নিশ্চয় মাথা খারাপ হয়ে গেছে, তা না হলে এতো হাজারটা ঝামেলার মাঝে কেউ আবার একটা ওয়েবসাইট শুরু করে? এক্ষুনি এটা বন্ধ করে এক গ্লাস দুধ খেয়ে ঘুমাতে যান। এখন রাত আড়াইটা, কাল সকালে আপনার ক্লাষ আছে না?…”
প্রশ্ন: স্যার, আমার খুব জানতে ইচ্ছে করে বাংলা ভাষার ভবিষ্যত নিয়ে আপনার ভাবনা কি রকম?
উত্তর: আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলা লিংগুইস্টিক নিয়ে ছয়জনকে দিয়ে পি এইচ ডি শুরু করিয়েছি! আমাদের অনেক পরিকল্পনা!
এজাজ, মোহাম্মদপুর, ঢাকা।*
প্রশ্ন: কোচিং বাণিজ্য বন্ধের মোক্ষম উপায় কী?
উত্তর: ব্যাবহার না করা।
প্রশ্ন: Sir, thanks for ur this type digital idea. What the name of ur first book and when??
উত্তর: আমার প্রথম প্রকাশিত বইয়ের নাম কপোট্রনিক সুখ দুঃখ, মনে হয় ১৯৭৩-৭৪ এর দিকে ছাপা হয়েছিল।
Samira, UK
প্রশ্ন: Sir, you should have an English version of this too. Specially your stories. This is going to be a tonic for us in abroad.
উত্তর: ইংরেজিতে আরো চমৎকার কতো কিছু আছে, এই সাইটের ইংরেজি থাকলেই কি না থাকলেই কি!
অনিন্দ্য। ঢাকা
প্রশ্ন: স্যার, আশাকরি ভাল আছেন। আমি বিশাল সমস্যায় আছি। আমার অনেক কাজে আগ্রহ। বই পড়া, পেইন্টীং করা, লেখালেখি করা (চেস্টা করা আর কি … ) ফিল্ম দেখা, ফিল্ম বানানোর চেস্টা করা, শিল্প, সাহিত্য নিয়ে আড্ডা দেয়া, আবার রাজনীতি নিয়েও মাথা ঘামানো ! ওদিকে আবার মিউজিক ও ভাল লাগে। ২১ বছর বয়স… কিছু অন্যান্য অস্থিরতাও কাজ করে মাঝে মাঝে ( সরি ) । যাই হোক, এত কিছু করার জন্য ৪৮ ঘন্টার দিনও যথেষ্ট না। ২৪ ঘন্টায় কিভাবে মেক আপ করবো? ভারসিটির পড়ার কথা তো লিখলামই না ! আপনার আর হুমায়ূন স্যার এর বই পড়ে মানুষ হয়েছি, হচ্ছি। বহুবার আপনাদের বই পড়ে সল্যুশন পেয়েছি। কিন্তু এবার ???!!!
উত্তর: পৃথিবীতে আমি আর হুমায়ূন আহমেদ ছাড়া আরো কতো লেখক আছে, তাদের লেখা থেকে সল্যুশন নিতে সমস্যা কি? (আসলে সময় নষ্ট না করলে ২৪ ঘ্নটার একটি দিন দিয়ে মোটামুটি সব করা যায়, আমি করে ফেলি! চেষ্টা করে দেখ।)
Abdullah Al Noman Saint louis, Missouri
প্রশ্ন: … … Sir the reason I send you message which is I want to make a movie of your Dipu Number two 2nd part. Something like Dipu is back or whatever u give name in it. I know it was a hit movie in 1996. I really wanna invest money on to make 2nd part of Dipu Number two. … …I will be so grateful if u reply me back. … …
উত্তর: সফল ছবির সেকেন্ড পার্ট বানানোর মাঝে একটা ব্যাবসা ব্যাবসা গন্ধ থাকে! আমি লেখক মানুষ ব্যাবসা করা ঠিক হবে না। তা ছাড়া দীপু নাম্বার টু এর কাহিনী তো আর নুতন করে লেখা সম্ভব না। আমাদের দেশে ছোটদের সিনেমা তৈরীই হয় না, কাজেই একেবারে নূতন একটা ছবি তৈরী করাটাই কী ভালো হবে না?
আল আমীন 160, মালিবাগ, ঢাকা
প্রশ্ন: আমার একটা বেশ গুরুতর সমস্যা আছে। সমস্যাটা হলো কোন কাজই উৎসাহ নিয়ে করতে পারি না। এতে করে অনেক ভালো কাজই করতে পারছি না। দেখা গেল প্রথমে অনেক উৎসাহ নিয়ে কাজ শুরু করলাম । পরে সেটা আর থাকে না কেন জানি। দীর্ঘ সময় আগ্রহ নিয়ে কাজ করার উপায় কি স্যার ???
উত্তর: সত্যিকারের কাজের মানুষ আর অকাজের মানুষের মাঝে এটাই পার্থক্য! কাজেই তুমি যেহেতু ব্যাপারটা টের পেয়েছ, এখন তুমিই ঠিক কর, কাজের মানুষ হবে নাকী অকাজের মানুষ হবে! এর কোনো ফর্মুলা নেই, আনন্দ না পেলেও দায়িত্ব নিলে সেই কাজ শেষ করতে হয়।
প্রশ্ন: Please include comment option underneath your writing. We want to express our love on that
উত্তর: অনেক পাগল ছাগল আছে পৃথিবীতে, ওরা যদি টের পায় ওদের লেখা কমেন্ট সবাই দেখবে তাহলে অনেক যন্ত্রণা করবে। আমার লেখা যেগুলো অনলাইনে ছাপা হয় তার নিচে যে কমেন্ট ছাপা হয় আমি জীবনেও তার একটাও আমি কখনো পড়ে দেখিনা। তোমাদের ভালোবাসা আমি এমনিতেই অনুভব করে নেব!