৩. পুরানো প্রশ্ন ও উত্তর (২০ অক্টোবর-৪ নভেম্বর ২০১৭)

৪ নভেম্বর ২০১৭

আস্তে আস্তে প্রশ্ন উত্তর দেওয়ার কিছু নিয়ম করি। যারা দেখেছি, খেয়েছি, পাঠিয়েছি না লিখে দেখসি, খাইছি পাঠাইছি এরকম বাংলা লিখবে তাদের প্রশ্ন উত্তর যদি দিতেই হয় তাহলে দেয়া হবে সবার শেষে, যদি সময় থাকে। আমাদের এত সুন্দর বাংলা ভাষা এটাকে একটু মায়া করব না?
এটা হচ্ছে এক নম্বর নিয়ম। পরের বার দুই নম্বর নিয়মটা লিখব।

প্রশ্ন: স্যার, আপনি কোন কোন সাবজেক্ট এর প্রফেসর?
উত্তর: লেখাপড়া পদার্থ বিজ্ঞানে, প্রফেসর কম্পিউটার সায়েন্সে, বিভাগীয় প্রধান ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ।

প্রশ্ন: আপনার লেখা “বিজ্ঞানের একশো মজার খেলা” বইতে আছে যে, প্রতিটি মানুষ এর মাথা থেকে পা এর সমান, তার একহাতের আঙুল থেকে অপর হাত এর আঙুল এর সমান। তাহলে মানুষটি কত টুকু লম্বা, সেটা মানুষ এর একহাতের আঙুল থেকে আরেক হাতের আঙুল পর্যন্ত মেপে কি একদম ঠিক মতো তার উচ্চতা জানা যাবে???
উত্তর: আমি তোমার জায়গায় হলে কি করতাম জান? একজনকে দুই হাত ছড়িয়ে দাড়া করিয়ে তার দুই হাতের আঙ্গুলের ভেতরকার দূরত্ব মাপতাম। তাপর তার উচ্চতা মেপে দেখতাম একই আসে কী না।

প্রশ্ন: স্যার, আপনি ঢাকা ইউনিভার্সিটির কোন হলে থাকতেন?
উত্তর: প্রথমে সূর্য সেন হলে। তারপর ফজলুল হক হলে।

প্রশ্ন: আমি এনায়েতপুর আইডিয়াল পাবলিক স্কুলের নবম শ্রেণির একজন ছাত্র। আমি আমার বন্ধুদের অনেক প্রশ্ন করি কিন্তু আমি আমার সব প্রশ্নের উত্তর পাইনা। তারা আমাকে চিন্তাশীল মারফত বলে ডাকে।এতে আমি মটেও রাগ করি না। তবে আমি কারো কাছ থেকে আমার প্রশ্নের উত্তর পাইনা। আমি কি করব, বলবেন আমায়,প্লিজ প্লিজ প্লিজ!!!!
উত্তর: কেমন করে পাবে, তুমি তো প্রশ্ন করো না। তোমার প্রশ্নটা কী?

প্রশ্ন: আপনি সাইটে আর কোনো বই দেন না কেন?আপনার “অন্যজীবন” বইটির পিডিএফ দিবেন প্লিজ।
উত্তর: দেখছি সব বইই নেটে পাওয়া যায়, তাই এখন খুব বেশি তাড়াহুড়ো করছি না।

জিশাদ, ১০ম শ্রেনী,নোয়াখালী।
প্রশ্ন: স্যার ক্যালকুলাস শেখার জন্য ভালো বই কোনটি?
উত্তর: এই সাইটেই আমার একটা ক্যাল্কুলাস বই দেয়া আছে, সেটা পড়ার চেষ্টা করে দেখেছ?

সোনিয়া, শাহজাহানপুর
প্রশ্ন: স্যার, মাকড়শা বাদে আর কোন জিনিসটি আপনি ভয় পান???
উত্তর: মাকড়শার ধারে কাছে যেতে পারে সেরকম কিছু নেই। আমি বাঘকে কোলে নিয়ে বসে থাকতে পারব (এই দেখ, অনেক আগের ছবি সেজন্যে চুল কালো!)। কিন্তু মাকড়শার একশ হাত কাছে যেতে পারব না।

মো:মোস্তফা কামাল জাবেদ,হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমী,সিলেট
প্রশ্ন: স্যার,”পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ”বইয়ের ৪৪ পৃষ্ঠায় ২.১৮ নং অংকে ভুল আছে।
উত্তর: হ্যাঁ, আমি লক্ষ করেছি। থ্যাঙ্কু।

সুকর্ণা কুন্ডু, দশম শ্রেণি, শরিয়তপুর।
প্রশ্ন: আপনি কি হ্যারি পটার পরেছেন?
উত্তর: প্রথমটা পড়েছি। খুবই চমৎকার বই।

পল্লব,সপ্তম শ্রেণি,সিলেট।
প্রশ্ন: স্যার, যদি ঘড়ির কাঁটা ৯ টায় থাকলে ৯০ degree হয় তাহলে ৭ টা ও ৮ টা হলে কত degree হবে??
উত্তর: না, ৮টার সময় ৮০ ডিগ্রী আর ৭টার সময় ৭০ ডিগ্রী নয়, ৮টার সময় ১২০ ডিগ্রী, ৭টার সময় ১৫০ ডিগ্রী। এবারে তোমাকে আমি একটা প্রশ্ন দিই। ঠিক ১২টার সময় ঘন্টার কাটা আর মিনিটের কাটা একটার উপরে আরেকটা থাকে। আর কখন কখন এরকম ঘন্টার কাটা আর মিনিটের কাটা একটার উপরে আরেকটা থাকে?

পল্লব,সপ্তম শ্রেণি, সিলেট।
প্রশ্ন: স্যার,আপনি আমার গত প্রশ্নের উত্তরে বলেছিলেন প্রোগ্রামিং হচ্ছে মস্তিস্কের ব্যাপার তাহলে পড়ালেখা ও গণিত করা মস্তিস্কের ব্যাপার???
উত্তর: কেন, তোমার কী সন্দেহ আছে? এখনো তো শুনিনি কেউ কিডনি দিয়ে কিংবা বৃহদন্ত দিয়ে পড়ালেখা কিংবা গণিত করছে।

প্রশ্ন: প্রিয় স্যার, আমি আপনার অনেক গল্প পরেছি। তারমধ্যে আমার সবচেয়ে ভাল লেগেছে “আমি তপু”।আমি চাই আপনি এবার “আমি তপু ২” বের করেন। এই বই টি আমি একবার পড়া শুরু করলে আর থামতে ইচ্ছা করেনা। আপনি কি বই টি নিয়ে রাজি আছেন? যদি উত্তর দেন তাহলে প্লিজ একটা otograph সহ দিয়েন……। plea……ge. আরেক টা কথা, আপনি আমাদের স্কুলে পিঠা উৎসবে এসেছিলেন। আপনার মনে আছে???? হিহিহি
উত্তর: আমি আসলে কোনো বইয়ের দ্বিতীয় খন্ড লিখি না। সরি! অনেক চাপে পরে টুনটুনি আর ছোটাচ্ছু লিখা শুরু করেছিলাম, কাজটা ঠিক হলো কীনা বুঝতে পারছি না। (অটোগ্রাফটি কোথায় দিব?) হ্যাঁ মনে আছে একবার একটা পিঠা উৎসবে গিয়েছিলাম, অনেক পিঠা খেয়েছিলাম সেদিন।

অনিন্দিতা সাহা লগ্ন। মালতিনগর, বগুড়া
প্রশ্ন: আমি যদি আপনাকে কোনো চিঠি পাঠাতে চাই তাহলে কোন ঠিকানায় পাঠাব?
উত্তর: আমার নাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট লিখলেই পেইয়ে যাব।

মো:মোস্তফা কামাল জাবেদ,সিলেট,সদর স্যার,
প্রশ্ন: আপনার হয়েছেটা কী বলুনতো? আমাদের স্কুলে আসবেন নাকি আসবেন না?কতবার বললাম কাছেই তো আছে আসেন।আর যদি না আসেন তাহলে আমরা সবাই আপনার বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনাকে attack করব।আরেকটা কথা আমার স্বপ্ন কিন্তু আবার পাল্টেছে আমি পদার্থবিজ্ঞানী হয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে গবেষণা আর শিক্ষকতা করব।(স্বপ্নটা কেমন হয়েছে?)
উত্তর: আসব। যদি ওদিকে যাওয়া হয় তাহলে তোমাদের স্কুল হয়ে আসব। (দারোয়ানকে বলে রেখ আমাকে যেন স্কুল টাইমে, সবাই যখন ক্লাশ করছে তখন যেন ঢুকতে দেয়।)

প্রশ্ন: স্যার,আমি একজন অদ্ভুত মানুষ,তাই আপনাকে কিছু উদ্ভট প্রশ্ন করতে চাই,,,
উত্তর: এটাই কি সেই উদ্ভট প্রশ্ন?

Vaskar Prada from Chittagong….
প্রশ্ন: Sir I’m a SSC candidate. Please pray to God for me. & Vaskar Prada is not my real name. আমার আসল নাম vaskar prada তেই লুকিয়ে আছে । দেখি আপনি আমার আসল নাম খুঁজে পান কিনা !!! hint : আমার নাম হল এমন একটি নক্ষত্রের যার Hydrogen 73.46%; Helium 24.85%; Oxygen 0.77%; Carbon 0.29%; Iron 0.16%; Neon 0.12%; Nitrogen 0.09%; Silicon 0.07%; Magnesium 0.05%; Sulfur 0.04% রয়েছে ।
উত্তর: তোমার নাম হচ্ছে সূর্য উদ্দিন।

সুকর্ণা কুন্ডু, দশম শ্রেণি, শরীয়তপুর।
প্রশ্ন: স্যার, আমি আপনার খুব বড় একজন fan. অনেক দিন যাবত আপনার সাথে যোগাযোগ করতে চাইছিলাম। আপনার এই সাইটের কথা আমি জানতাম না। আবারো টুনটুনি আবারো ছোটাচ্চু পড়তে গিয়ে জানতে পেরেছি। আপনার উচিৎ ছিল এই সাইটার কথা বিভিন্ন ভাবে প্রচার করা। আমার একটা প্রশ্ন আছে। ইন্টারনেট এ আপনার বই এর যে সকল pdf সংস্করণ পাওয়া যায় সে গুলো কি কপিরাইট আইন মেনে চলে?
উত্তর: আমার তো সাইটটা জনপ্রিয় করার কোনো ইচ্ছা নেই! আমি তো চাই না ছেলেমেয়েরা নেটে পড়ে থাকুক। শুধু যারা আমার লেখা পড়তে চায় তারা মাঝে মাঝে একটু ঢুঁ মেরে যাবে, এটাই আমার ইচ্ছা। না, ইন্টারনেটে যে সব পিডিএফ সংস্করণ পাওয়া যায় সে গুলো কপিরাইট আইন মেনে চলে না।

প্রশ্ন: Sir, do you let your students chew gums in class? What activity of students irritate you the most?
উত্তর: আমি তো সেভাবে কখনো লক্ষ করে দেখিনি কে চিউয়িংগাম চিবাচ্ছে আর কে পান চিবাচ্ছে! ছাত্র ছাত্রীরা ক্লাশে না এলে আমার সবচেয়ে বেশি বিরক্তি লাগে।

নাম:সানজানুর রহমান ঠিকানা :দিনাজপুর
প্রশ্ন:স্যার, আমি বড় হয়ে লেখক হতে চাই।লেখক হতে হলে অনেক বই পড়তে হয়।তাই আমি অনেক বই পড়ার চেষ্টা করি।কিন্তু আমার ইংরেজি দক্ষতা ভাল না। আবার আমি ইংরেজি বইও পড়তে চাই।এখন আমি কি করব?
উত্তর: কষ্ট করে পড়া চালিয়ে যাও, দেখতে দেখতে তোমার দক্ষতা বেড়ে যাব।

প্রশ্ন: How different is Applied Physics from Theoretical Physics in udergrad level?
উত্তর: আন্ডারগ্র্যাজুয়েটে এপ্লায়েড কিংবা থিওরেটিক্যাল কোনোটারই বিশেষ কোনো অর্থ নেই। আগে পদার্থ বিজ্ঞানের ভিত তৈরি করবে তারপর এসব পড়বে।

প্রশ্ন: রাজুর মায়ে তিনটি ছেলে,ছোট ছেলের নাম দুই আনা,মেজো ছেলের নাম চার আনা,বড় ছেলেন নাম কি?
উত্তর: রাজু। কিন্তু আমার ধারণা সবাই তাকে আট আনা বলে ডাকে।

প্রশ্ন: apnar favourite science fiction konta? (nijer lekha na, Kono bideshi writer er)
উত্তর: আমি কেমন করে বলি, আমি যে কোনো বইয়ের নাম মনে রাখতে পারি না! প্রিয় লেখকের বাড়ি অস্টেলিয়া এইটুকুই শুধু মনে আছে।

সাদাত,কোর্টপাড়া,কুষ্টিয়া।
প্রশ্ন: প্রিয় স্যার,আমি আপনার বই পড়তে খুবই পছন্দ করি।বলতে গেলে আপনার লেখা সব বই আমি পড়েছি।আমার সব থেকে পছন্দের বই হলো রাশা।বইটি আমি একাধিকবার পড়েছি।খুবই ইচ্ছা হচ্ছে পরবর্তীতে রাশার সাথে কি হলো সেটা জানার।খুবই খুশি হতাম যদি রাশার ২য় অংশ প্রকাশ পেতো। প্রত্যাশায় রইলাম।
উত্তর: রাশা খুবই ভালো আছে। মনে হয় এই বছর ইন্টারমেডিয়েট দেবে। (সরি, দ্বিতীয় খন্ড কখনোই লেখা হবে না। রাশা তো আর সত্যি মানুষ না যে তার একটা ধারাবাহিক জীবন থাকবে। রাশা বইয়ে যেটুকু আছে ওটুকুই ওর জীবন, এর আগেও কিছু নেই, এর পরেও কিছু নেই!)

Shahreen Khan, Grade 8.Bashundhara R/A
প্রশ্ন: স্যার, অন্যান্য সকল লেখকের তুলনায় আপনি অনেক reachable. আপনাকে যখন প্রয়োজন reach করা যায়। আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে মনে হয় না আপনি একটু বেশিই ভালো? নিজেকে নিয়ে অনেক গর্ব হয়না? আমার জীবনে জানা একমাত্র মানুষ আপনি যিনি সম্পূর্ণরূপে ভালো। কিছুটা saint এর মতো। কিন্তু আপনারও কি অন্য সবার মতো কোনো অনুতপ্ততা আছে? হয়ত আপনার সমান বয়স হলে আমিও আপনার মতো রসিক ও ভালো হতে পারব।
উত্তর: হুমমমম! তোমার ধারনা আমি সেইন্ট এর মত? বাংলায় পীর সাহেব? কিছু মুরিদ নেব নাকি? (হ্যাঁ, আমার জীবনে অনেক কিছু নিয়ে অনুতপ্ততা আছে। কার নেই?)

Pramit,Chittagong
প্রশ্ন: স্যার,আপনি আপনার বই অক্টোপাসের চোখে মানুষের মাথার সাথে তথ্যভান্ডার এর সরাসরি সংযুক্ত হওয়া এবং এর ভয়াবহ পরিনতি নিয়ে গল্প লিখেছিলেন |সম্প্রতি টেসলা এরকম একটি প্রকল্প নিয়ে কাজ করছে|আমার প্রশ্ন হলো এর পরিনতি কি আপনার গল্পের মতো ভয়াবহ হবে?আর আপনার সব সায়েন্স ফিকশন সত্যি হয়ে যাচ্ছে কেন? আশা করি চিরকাল আপনার চরিত্রগুলোর মতো সজীব থাকবেন||
উত্তর: আমার ধারনা হবে! সায়েন্স ফিকশন তো সত্যি হওয়ারই কথা- ইয়া না হলে এটা তো রূপকথা হয়ে যাবে।

এন্থনি রোজারিও ঢাকা
প্রশ্ন: স্যার, আপনি বলেছেন যে “নিয়মিত সাইট দেখেশুনে রাখবেন”। স্যার, আপনি নিয়মিত বলতে কত দিন/সপ্তাহ/মাস অন্তর বুঝিয়েছেন? আর স্যার, প্লিজ একটা বড় সড় থ্রিলার উপন্যাস –যেমন হাত কাটা রবিন টাইপের —লিখবেন।প্লাস নিয়মিত ফেসবুকে থাকবেন। আমি ফেসবুক চালানো ছেড়ে দিয়েছি। আপনার লেখা পড়ার জন্য ৯ দিন পর পর ফেসবুকে ঢু দেই।(১৪ দিন পর একটা একাউন্ট ডিলিট হয়ে যায়)
উত্তর: আপাতত নিয়মিত বলতে কয়েক সপ্তাহ বুঝিয়েছি। দেখা যাক। ফেসবুক ছেড়ে দিয়েছ সেজন্যে অভিনন্দন। (সরি, আমি ফেসবুকে নেই!)

মোঃ সুজন মাহমুদ সলংগা, সিরাজগঞ্জ Hsc 1st Year.
প্রশ্ন: স্যার আমি খুব গরিব ঘরের ছেলে। আমার পক্ষে বই কিনে পড়া সম্ভব না। এমন কোনো ওয়েব সাইট আছে কি যেখানে আপনার সব গুরো বই পড়তে পারব।
উত্তর: আমার ধারণা নেটে আমার প্রায় সব বইয়ের পিডিএফ আছে, একবার খুঁজে দেখ।

 

২৩ অক্টোবর ২০১৭

অবনীল আমিন( চতুর্থ শ্রেণী) মা রিজিয়া বিদ্যানিকেতন চাপড়া, সাভার, ঢাকা।।।।
প্রশ্ন: প্রিয় স্যার, আমি আপনার অনেকগুলো বই পড়েছি- ব্লাকহোলের বাচ্চা, টুকুনজিল, বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার এই বইগুলো খুব ভালো লাগে, এমনকি এক বই অনেকবার পড়ি।
উত্তর: থ্যাংকু! তবে এক বই অনেকবার না পড়ে অনেক বই একবার পড়া কী ভালো নয়? আরো একটা কথা, শুধু যদি আমার বই পড় তাহলে কিন্তু জীবনেও বড় হবে না। ছোট থেকে যাবে!
প্রশ্ন: আমি বড় হয়ে লেখক হতে চাই। এর জন্য কি করলে ভালো হয়?
উত্তর: লেখক হওয়া খুবই সোজা, অনেক বই পড়তে হয়। যত বেশী বই পড়বে তত ভালো লেখক হবে।

প্রশ্ন: স্যার, নিজের লেখা কোন বইটি আপনার সবচেয়ে ভালো লাগে? আমার আপনার লেখা সবচেয়ে প্রিয় বই “নায়ীরা”
উত্তর: সে ভাবে তো কখনো চিন্তা করিনি। একজন লেখকের মনে হয় নিজের লেখা প্রিয় বই থাকে না। যত্ন করে লিখেছি, লিখে আনন্দ পেয়েছি সেভাবে দেখলে “রাশা” বইটার নাম করা যায়। আবার নিজের লেখা নিজে পড়ে চোখে পানি এসে যায় সেরকম বই হচ্ছে “আমি তপু”। মজার সায়েন্স ফিকশান মনে হয়েছে “টুকুনজিল”…

Aranya Sanskrita Prakrity . Dhaka
প্রশ্ন: Dear Sir, apnar lekha ” ektu khani biggan “o “aro ektu khani biggan ,” amar kache oshadharon legeche . Erokom boi jodi aro lekhten tobe khub khushi hotam. Aro onek onek khushi hotam jodi arki monobiggan o pranijogot niye kichu likhten. Eshob bishoy Amar khub prio.
উত্তর: আমরাও এরকম বই লিখতে খুব মজা লাগে। চেষ্টা করব।

পল্লব,সপ্তম শ্রেণি,সিলেট।
প্রশ্ন: প্রোগ্রামিং করে লাভ কি??আমি কি প্রোগ্রামিং করে ওয়েব ডেপলপার হতে পারব???
উত্তর: প্রোগ্রামিং করে অনেক লাভ। এটা যেহেতু মস্তিষ্কের ব্যাপার, তাই তুমি যদি প্রোগ্রামিং করো তোমার লজিক বেড়ে যাবে, মস্তিষ্ক শাণিত হবে। প্রোগ্রামিং করে অবশ্যই ওয়েব ডেভেলপার হতে পারবে—সত্যি কথা বলতে কী তুমি ইচ্ছে করলে এখনই ওয়েব ডেভেলপার হতে পারো।
প্রশ্ন: স্যার, আপনি এত ভালো কেন? কিভাবে? অনেকদিন পর আপনার উত্তর পড়তে আনন্দে কান্না আসছে!
উত্তর: আনন্দে কান্না পাচ্ছে? কী আশ্চর্য! যখন দুঃখ পাবে, তখন কী করবে?

asha,class.10,,dhaka
প্রশ্ন: assalamu alikum sir……..ekusher boi mela ta dhakay howar pashapashe desher shob jela te hole kemon hoto?? amar mone hoi tahole shobai mela te attend korte parto and book lover er shonkha o bere jeto..i hope ata akden hobear ata korar jonno amra ki kichu korte pare??valo thakben
উত্তর: আমার মনে হয় এখনই ঢাকার বাইরে অনেক জায়গায় বই মেলা হয়। এই মূহুর্ত্তে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বই মেলা হচ্ছে।

ইমরান বাসা জাপান গার্ডেন সিটি , ঢাকা ।
প্রশ্ন: আপনার সাথে আমার অনেকবার দেখা হয়েছে বিভিন্ন জায়গায় । আপনার টুনটুনি ও ছোটাচ্চুকে পড়তে সবার ভালো লাগে । তুমি প্লিজ লেখা থামিয়ো না। আর তা না হলে সময়ওযে কাটে না । কম করে হলেও তো ২০ টা গল্প লিখবে । প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ আমার বাসায় আসবেন কিন্তু । সপরিবারে দাওয়াত রইল ।
উত্তর: ঠিক আছে লিখছি। কিন্তু ২০টা একটু বেশী হয়ে গেলো না? একটু কমাও, প্লিজ।

আবু সুফিয়ান শুভ ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
প্রশ্ন: স্যার,জীবন নিয়ে আমি খুবই হতাশ হয়ে পড়েছি।ছোটবেলায় পড়ালেখায় খুব ভাল ছিলাম।এখনও মনে আছে ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষা এতো ভাল দিয়েছিলাম যে,ইংরেজি ১ মার্ক ভুল করেছিলাম বলে বাড়ি এসে কত কেঁদেছিলাম।কিন্তু সেই আমি এখন বদলে গেছি।পড়ালেখা করতে এখন ভাল লাগেনা।ব্রেনে পড়ালেখা না ঢুকলেও রাজ্যের সব চিন্তা,হরেক রকমের তথ্য জমা হয়ে আছে।একটা গল্প পড়লে বা সিনেমা দেখলে সেটা ২ বছর পরেও মনে থাকে কিন্তু পড়া মনে থাকেনা।আমি এই সমস্যা থেকে বের হতে চাই স্যার।সামনে আমার ইয়ার ফাইনাল পরীক্ষা কিন্তু রেজাল্ট নিয়ে আমি খুবই চিন্তিত।মস্তিষ্কের আজেবাজে তথ্যগুলোকে মুছে ফেলার কি কোনো উপায় আছে স্যার?সেখানে আমি পড়ালেখা ঢুকাতে চাই!
উত্তর: আসলে লেখাপড়াটা পুরোপুরি নিজের ব্যাপার। আমার আদেশ নির্দেশ উপদেশ কিছুই কাজ করবে না। নিজে যদি কখনো ঠিক করো লেখাপড়া করবে, দেখবে লেখাপড়া হতে থাকবে। এখন তুমি তো বড় হয়েছ, নিজের দায়িত্ব নিজে নিতে হবে না?

Sarika, east shahi eidgah TB gate Sylhet
প্রশ্ন: Ami ei Bangladesh e apnar sobcheye boro fan. Ami Agragami te pori. Science Fair e apni amader school e gechen. Ami sedin jaini. amar khub iccha apnar ekta autograph neyar. I am the BIGGEST fan of yours!!! Yayyyyyyyyyyyyy!!!!!!
উত্তর: তুমি যেহেতু সিলেটেই থাকো একদিন ক্যাম্পাসে এসে একটা কেন, এক ডজন অটোগ্রাফ নিয়ে যেও!

সামিনা শান্তিনগর, ঢাকা
প্রশ্ন: আসসালামু আলাইকুম। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই শিশু কিশোরদের নিয়ে নিয়মিত লেখার জন্যে। শিশু কিশোরদের নিয়ে আপনার লেখা প্রায় সব বইই আমি পড়েছি। কর্মব্যস্ত দিনের শেষে- দিনের আর সব জটিলতা ভুলতে এই বইগুলোর জুড়ি নেই। প্রাণখোলা হাসি আর নির্মল বিনোদনের ঘাটতি অনেক অনেক আনন্দ নিয়ে পুষিয়ে দেয় আপনার লেখাগুলো। এজন্যে আপনার প্রতি আবারো কৃতজ্ঞতা জানাই। বিশেষত অকারণে টিভি দেখা, ফেসবুকে সময় নষ্ট করার যে প্রবণতা বর্তমান তরুণদের মাঝে দেখি, আপনার সাম্প্রতিক লেখায় সেই বিষয়গুলোকে নিরুৎসাহিত করা হয়েছে এজন্যে ও বিশেষ ধন্যবাদ। তবে একটা বিষয় উল্লেখ করতে চাই– তা হলো টুনটুনি ও ছোটাচ্চু (চাচ্চু বানান ঠিক মত লেখা যাচ্ছে না বলে দুঃখিত) বইয়ে কোমল পানীয়, পিজ্জা –এসব ক্ষতিকর পানীয়/খাবার নিয়ে বেশ কিছু বার বলা হয়েছে, যা পড়ে অন্যদের সেটা পান করতে/খেতে মন চাইবে। বিশেষত কোমল পানীয়ের ক্ষতিকর দিক বিবেচনা করে WHO এর প্রোগ্রামে এসব পানীয় পরিবেশন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আর সেই সাথে নামে কোমল হলেও এসব পানীয়ের ক্ষতিকর দিক অনেক– যাতে ফসফরিক এসিড, ইথানল গ্লাইকল সহ আরো অনেক ক্ষতিকর রাসায়নিক থাকে আর এসবই আপনার জানা — তাই এর ক্ষতির দিকগুলো বিবেচনা করে ছোট শিশুদের কোমল পানীয় গ্রহণের ব্যাপারে ও যদি আপনার লেখায় সচেতনতা গড়ে তোলার চেষ্টা করতেন– তাহলে অনেকেই এই ক্ষতিকর বস্তু গ্রহণ থেকে বিরত থাকবে বলে আমার মনে হয়– দেশের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। একজন সচেতন নাগরিক হিসেবে তাই কোমলমতি শিশুদের কোমল পানীয় গ্রহণের কথা বইয়ে উল্লেখ না করে বরং এ থেকে দূরে থাকতে তাদের অনুপ্রাণিত করলে অনেক মানুষের কল্যাণ হতো। ভাল থাকবেন।
উত্তর: সমস্যা হলো আমি নিজেই যে মাঝে মাঝে গরম গরম পিৎজার সাথে ঢক ঢক করে কোল্ড ড্রিংকস খেয়ে ফেলি—যেটা নিজে করি সেটা বাচ্চাদের খেতে নিষেধ করি কীভাবে? সেজন্যে তোমার লেখা পুরোটা তুলে দিলাম, বাচ্চারা পড়ে বুঝবে এসব খাওয়া কত খারাপ। তা ছাড়া আজকালের বাচ্চারা অনেক স্মার্ট, তারা আমার মত বোকা না, তাই তারা নিজেরাই নিশ্চয়ই এই বাজে ড্রিংকসগুলো খাবে না!

প্রশ্ন: স্যার , আপনার কি ছোট থেকেই পদার্থবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা ছিল, নাকি অন্য কিছু হতে চেয়েছিলেন?
উত্তর: একটা বই পড়ে ছোট থাকতে খুব জলদস্যু হওয়ার ইচ্ছা ছিল।

প্রশ্ন: এমন একটা জিনিসের নাম বল ছেলেরা রোজ ব্যবহার করে কিন্তু মেয়েরা বছরে একবার ব্যবহার করে।
উত্তর: তার আগে তুমি এমন একটা জিনিষের নাম বল যেটা মেয়েরা রোজ ব্যবহার করে আর ছেলেরা বছরে একবার ব্যবহার করে! তাহলে বুঝতে পারব তুমি কী ধরনের উত্তর চাইছ! (তুমি যদি উত্তরটা জান তাহলে বলে দাও।)

অনিক, একাদশ শ্রেণী
প্রশ্ন: আজকে প্রথম আলোতে দেখলাম, GPA-5 না পেয়েও ঠিকানা ক্যামব্রিজ। খবরটা পড়ে খুব ভালো লাগলো, আবার একটু কষ্টও হল। আসিফ-ই-ইলাহি অসম্ভব ভালো গনিতবিদ। আসলেই ক্যামব্রিজ তার ঠিকানা। কষ্টও হল আমার নিজের জন্য। প্রায়ই দেখি দেশের কতজন আন্তর্জাতিক অলিম্পিয়াড এ অংশ নিয়ে MIT ,Cambridge এ সব জায়গায় চলে যাচ্ছে। আমি নিজে অতটা উঁচুতে যেতে পারিনি। ৪-৫ বার আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে জিতছি। কিন্তু প্রতিবার জাতীয় থেকে বাদ যাই। (শুধু গণিত না, Physics olympiad, Science olympiad, Informatics olympiad, সৃজনশীল মেধা অন্বেষণ, NHSPC সব জায়গায় আঞ্ছলিকে জিতে জাতীয়তে ছেঁকা খাইছি)। কিন্তু আমারও স্বপ্ন ছিল cambridge এ physics পড়া। GPA-5 না পেয়ে তো Cambridge এ যাওয়া যায়, অলিম্পিয়াড ছাড়া MIT তে যাওয়া যায় না? কিভাবে? Math, physics আমি তো কোন কিছুতে আসিফ-ই-ইলাহি, তাসমিম রেজা এদের মতো ভালো হতে পারলাম না। আমার কি Cambridge স্বপ্ন বাদ দেওয়া উচিত?
উত্তর: শোনো, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। নিজের তুলনা নিজের সাথে—আগে কেমন ছিলে এখন তার থেকে ভালো হয়েছ কি না। স্বপ্ন কখনো ছেড়ে দিতে হয় না, কারণ স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে নয়, সব স্বপ্ন সত্যি হয় না। স্বপ্ন হচ্ছে বাস্তবায়নের চেষ্টা করার জন্য।

তামজিদ হাসান, ৯ম শ্রেনি, রাজশাহী
প্রশ্ন: সম্প্রতি the blue whale নামের একটা online গামে ত্রাসের সৃষ্টি করেছে। গেমটি আত্নহত্যা করতে প্ররচিত করে & বিভিন্ন দেশে এই গেমের কারনে অনেক তেএন মারা গেছে। গেমটি একবার ইন্সটল করলে আর আনইন্সটল করা যায় না এবং মাঝপথে গেমটি খেলা বাদ দিলে গেমটি মোবাইল এর সব ডাটা ছিনিয়ে নেয়। গেমটি একজন সাইকোলজির ছাত্রের তৈরি এবং এটি মানুষ কে সম্মোহিত করে আত্নহত্যায় বাধ্য করে। অনেকেই কৌতুহল বশত: এই গেম খেলতে চায়….এ বিষয়ে আপনি একটা column/story লেখে এদেশের teen দের সাবধান করলে তা ভালো হত যেহেতু আপনার ভক্ত অনেক। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো
উত্তর: আমি এই বিষয়টা নিয়ে বিশেষ কিছু জানি না, পত্র পত্রিকায় দেখছি। মনে হয়ীটা নিয়ে দেশে খুব হই চই হচ্ছে। যদি প্রয়োজন হয় নিশ্চয় লিখব।

পল্লব,সিলেট।
প্রশ্ন: স্যার,ট্যাংক এর চাকা কিভাবে দানে বামে যায়?? কিন্তু এখানে চেইন লাগানো থাকে তাহলে এটি কিভাবে যাবে?????
উত্তর: ট্যাংকের একপাশের চাকা আস্তে অন্য পাশের চাকা জোরে ঘুরিয়ে ডানে বামে নেয়া হয়।

অভি,খুলনা।
প্রশ্ন: স্যার, আমি arduino শিখতে চাই। কি করলে আমি শিখতে পারব?
উত্তর: ইন্টারনেটে একবার ঢু মারো।

মায়শা মাহী দ্বাদশ শ্রেণি,সিলেট সরকারি মহিলা কলেজ
প্রশ্ন: স্যার, আপনি “আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু” বইয়ে বিখ্যাত গায়কের নাম মাহীকাঞ্চন দিয়েছিলেন যে এই নাম দিয়ে আমার বান্ধবীরা রীতিমত আমাকে পঁচায়। :-(…
উত্তর: ওরা মোটেও তোমাকে পচায় না, তোমাকে অনেক ভালোবাসে সেজন্যে তোমার সাথে মজা করে!

Prithibi, class-6 , Dhaka
প্রশ্ন: Priyo sir apnar lekha “Mohajagotik Curator” boi te apni lekhechen j piprader naki chashabad ar poshupaloner moto babostha ase! Er mane ki ,sir? Shotti ki piprara agulo korte pare?
উত্তর: হ্যাঁ সত্যি। এই দেখো।

Mayeesha Hasin, Narayanganj Govt Mohila College, Narayanganj.
প্রশ্ন: স্টুডেন্টদের কোনো আচরণে কখনো কষ্ট পেয়েছেন?
উত্তর: হ্যাঁ, পেয়েছি, এই দেখো

প্রশ্ন: এই সাইটে অন্যরা কি প্রশ্ন করল তা কি দেখা যায় ?
উত্তর: না, তুমি অন্যের প্রশ্ন দেখতে পারবে না, তোমার প্রশ্নও অন্যরা দেখবে না। নিশ্চিত মনে প্রশ্ন করো।

প্রশ্ন: স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি থিউরিটিক্যাল পিজিক্স বন্ধ করে দিচ্ছে। এরকম আত্নবিনাশী একটা কাজ থামাতে আমরা কিছুই করতে পারব না।
উত্তর: এটা মোটেও আত্মবিনাশী কাজ নয়—এটা খুবই বুদ্ধিমানের কাজ। আন্ডারগ্রাজুয়েটে থিওরিটিক্যাল ফিজিক্স হয় না—এটা সোনার পাথরবাটির মতো। আন্ডারগ্রাজুয়েট ফিজিক্স পড়া শেষ করে তখন থিওরিটিক্যাল ফিজিক্সে গ্রাজুয়েট প্রোগ্রামে যাওয়া যায়।

অর্পিতা,জামালপুর
প্রশ্ন: স্যার , আপনি কি মনে করেন , গ্রামে এবং শহরে লেখাপড়ার মান একি??? আমি গ্রামে থাকি.আমি যে স্কুলে পড়ি সেখানে বিজ্ঞান বিভাগের একটি শিক্ষকও নেই.স্যার আমার কি শহরে গিয়ে পড়াশুনা করা উচিত নয়??
উত্তর: পড়ালেখা নিজের উপর। শহরের সব স্কুলই যে ভালো তা নয়। তবে তোমার স্কুলে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষকও না থাকলে হয়তো তোমার ভালো স্কুলে যাওয়াটা খুব খারাপ হবে না।

টুটুল , ফেনী ।
প্রশ্ন: স্যার আপনার সাথে দেখা করার সোভাগ্য হয়েছে । অনেক ভালবাসা রইল ।আমার ছোট ভাই পড়তে চাইনা কি করব ও এখন এইচ এস সি তে পড়ে ???
উত্তর: কেউ যদি পড়তে না চায় তাকে কী আর জোর করে পড়ানো যায়? যে এইচ এস সি পড়ে সেতো এখন আর বাচ্চা ছেলে নয় যে তাকে বোঝাবে! তার নিজেকেই বুঝতে হবে।

জাওয়াদ দ্বাদশ শ্রেণি, ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন: স্যার,পর্যবেক্ষক সাপেক্ষে আলোর বেগ ধ্রুব থাকলেও আলোর ক্ষেত্রে ডপলার এফেক্ট দেখা যায় কিভাবে?
উত্তর: ডপলার এফেক্টে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। আলোর বেগ ধ্রুব রেখে তরঙ্গ দৈর্ঘ্য কম বেশী হতে পারে।

আরিফ,ঢাকা
প্রশ্ন: স্যার অনেকদিন পর আপনি আবার এই সাইটে গল্প পোস্ট করেছেন,গল্পটা পড়ে খুব ভালো লাগল | বিজ্ঞানের শিক্ষকরা সাধারণত খুব রাগী ও কাঠখোট্টা হয় অথচ আপনি কীভাবে এত মজার গল্প লেখেন!আমি পড়াশুনায় ভালো তবে ভৌতবিজ্ঞান পড়তে একদমই ভালো লাগেনা | অনেক চেষ্টা করেছি তাও বুঝতে পারিনা | আমার এক স্যার বলেছেন সব বিষয়েই কেউ ভালো হয়না,এটা নিয়ে মনখারাপ না করতে | ভৌতবিজ্ঞান স্যার আমাকে ক্লাসে সকলের সামনে বকেছেন অনেক | আমি অন্য সাবজেক্টের পড়া পারলেও ভৌতবিজ্ঞানের পড়া পারিনা | খুব খারাপ লাগে… গল্পের বই পড়তে পড়তে কল্পনার রাজ্যে হারিয়ে যাই | স্যার আপনি এভাবেই লিখতে থাকুন | আপনাকে অনুরোধ করছি টুনটুনি ও ছোট্টাচ্চুকে লিখে আরো বই লিখবেন এবং এখানেও গল্প পোস্ট করবেন | আমি জানি আপনি খুব ব্যাস্ত থাকেন তবুও প্রতি সপ্তাহে অন্তত একটা গল্প এই সাইটে পোস্ট করুন প্লিজ | ভালো থাকবেন সবসময় |
উত্তর: প্রতি সপ্তাহে হবে না। মাঝে মাঝে লিখব। (তবে তুমি ঠিকই অনুমান করেছ, আমি মনে হয় খুব রাগী এবং কাঠখোট্টা!)

প্রশ্ন: চিন কবে সাল সমাজতন্ত্র প্রতিষ্টিত হয়??
উত্তর: ঠিক মনে নেই। তোমাকে উত্তরটা দিতে হলে আমাকে ইন্টারনেটে দেখতে হবে, তুমিই একটু কষ্ট করে দেখে নাও, প্লীজ!

সোনিয়া, শাহজাহানপুর।
প্রশ্ন: স্যার, এতদিন পর আপনার উত্তর পেয়ে ঈদের দিনের মতো আনন্দ হচ্ছিল। গ্রামের নাম কাঁকনডুবি উপন্যাসটা আমার ভীষণ প্রিয়, ২০১৮ সালের বইমেলায় কি এমন বড় কোন উপন্যাস পাবো???
উত্তর: এই বছর খুব ব্যস্ততায় কেটেছে, বড় কিছু লেখার সময় পাব বলে মনে হয় না! “কাঁকনডুবি” উপন্যাসটা আমারও খুব প্রিয়।

প্রশ্ন: ICTকাকে বলে?
উত্তর: দুটো হতে পারে Information and Communication Technology অথবা International Crimes Tribunal. কোনটা চাও?

মোঃ সুজন মাহমুদ সিরাজগঞ্জ এইচএসসি ১ম বর্ষ।
প্রশ্ন: আমি কোনো কিছুর উপরেই বেশি সময় অগ্রহ দরে রাখতে পারি না। যেমন এখন আমি নেটে সার্চ করছি… গোয়েন্দা গল্প পড়ার জন্য, কিছুক্ষণ পর এটা আর ভালো লাগবে না।
উত্তর: প্রশ্নের উত্তরে আগ্রহ এখনো আছে? উত্তর দেব নাকী দিয়ে সময় নষ্ট করব না?

মোঃ সুজন মাহমুদ সলংগা, সিরাজগঞ্জ Hsc 1st Year.
প্রশ্ন: স্যার আমি খুব গরিব ঘরের ছেলে। আমার পক্ষে বই কিনে পড়া সম্ভব না। এমন কোনো ওয়েব সাইট আছে কি যেখানে আপনার সব গুরো বই পড়তে পারব।
উত্তর: ওয়েব সাইটে ঘাটাঘাটি করো, প্রায় সব বইয়ের পিডিএফ পেয়ে যাবে।

এন্থনি রোজারিও ঢাকা
প্রশ্ন: স্যার, আপনি বলেছেন যে “নিয়মিত সাইট দেখেশুনে রাখবেন”। স্যার, আপনি নিয়মিত বলতে কত দিন/সপ্তাহ/মাস অন্তর বুঝিয়েছেন? আর স্যার, প্লিজ একটা বড় সড় থ্রিলার উপন্যাস –যেমন হাত কাটা রবিন টাইপের —লিখবেন।প্লাস নিয়মিত ফেসবুকে থাকবেন। আমি ফেসবুক চালানো ছেড়ে দিয়েছি। আপনার লেখা পড়ার জন্য ৯ দিন পর পর ফেসবুকে ঢু দেই।(১৪ দিন পর একটা একাউন্ট ডিলিট হয়ে যায়)
উত্তর: নিয়মিত মানে কতো নিজেই জানি না। প্রতি সপ্তাহে হলে ভালো, তা না হলে দুই সপ্তাহে একবার। যারা আমার নামে ভূয়া ফেসবুক একাউন্ট খুলে, তাদের থামানোর জন্যে, আমার একটা ফেসবুক একাউন্ট খোলা হয়েছে কিন্তু আমি সেটা ম্যানেজ করি না (পাসওয়ার্ডও জানি না)—সেটা কেমন আছে বলতে পারব না!

Pramit,Chittagong
প্রশ্ন: স্যার,আপনি আপনার বই অক্টোপাসের চোখে মানুষের মাথার সাথে তথ্যভান্ডার এর সরাসরি সংযুক্ত হওয়া এবং এর ভয়াবহ পরিনতি নিয়ে গল্প লিখেছিলেন |সম্প্রতি টেসলা এরকম একটি প্রকল্প নিয়ে কাজ করছে|আমার প্রশ্ন হলো এর পরিনতি কি আপনার গল্পের মতো ভয়াবহ হবে?আর আপনার সব সায়েন্স ফিকশন সত্যি হয়ে যাচ্ছে কেন? আশা করি চিরকাল আপনার চরিত্রগুলোর মতো সজীব থাকবেন||
উত্তর: হওয়ারই কথা। অপ্রয়োজনীয় প্রযুক্তি আমি দুই চোখে দেখতে পারি না।

দিপু সরকার।
প্রশ্ন: সব বিশ্ববিদ্যালয়ে একত্রে ভর্তি পরীক্ষা হলে অনেক ভালো হয়। কিন্তু সমস্যা হলো যদি প্রশ্ন ফাস হয় তাহলে যে ছেলেটা দুই বছর পড়াশুনা করছে তার মত হতাশ আর কেউ হবে না। এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের প্রশ্নফাসের খবর পত্রিকায় পাওয়া গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাসের খবর পাওয়া গেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যে ফাস হয় নি তার নিশ্চায়তা কোথায়? শেষে যারা চান্স পাচ্ছে সেখান থেকে আবার পরীক্ষা নেয়া লাগতে পারে তারা আসলেই যোগ্য কি না। এই ব্যাপারে আপনার মন্তব্য কী?
উত্তর: যতই প্রশ্ন আউট হোক ইউনির্ভাসিটিগুলো মরে গেলেও দ্বিতীয়বার পরীক্ষা নেবে না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এতো খারাপ অবস্থা, নিজেকে খুব অপরাধী মনে হয়।

২৬ সেপ্টেম্বর ২০১৭

একদিন দুইদিন নয়, পুরো সাত মাস পরে এসেছি!কোথায় ছিলাম এতদিন? আমি জানি যে উত্তরই দিই তোমরা খুশি হবে না, তাই কোনো উত্তর দিচ্ছি না, শুধু জেনে রেখো তোমাদের জন্যে কিছু কাজ করার জন্যেই এক মুহূর্ত্ত সময় পাইনি। এখন থেকে আবার চেষ্টা করব নিয়মিত হাজির থাকতে।

বেশ কিছুদিন আগে একজন এই প্রশ্নটা করেছিল
“মুখের ফুটো ছোট করে ফু দিলে ঠান্ডা বাতাস কিন্তু ফুটো বড়ো করে ফু দিলে গরম বাতাস বের হয় কেনো?” এবং উত্তরে আমি লিখেছিলাম: “অসাধারণ প্রশ্ন! আমি চিন্তা করে এখনো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আর কেউ উত্তরটা জানে?”

দুইজন উত্তরটা দিয়েছে। একজন:
মুসাফির হাসান, মীরপুর, ঢাকা
উত্তর: হুম, এই প্রশ্ন ছোটো বেলায় আমার মাথায়ও এসেছিলো – কিন্তু ততোদিনে জেনে গিয়েছি, বড়রা এসব প্রশ্নের উত্তর জানে না এবং তারা জানেনা এটা প্রকাশ পেলে দারুণ বিরক্ত হয়। … ব্যাপারটা বেশ সহজ, বাতাস প্রবাহিত হওয়ার সময়, মুক্ত বা অনেক বড় একটা স্পেইসের বাতাসকে যদি খুব ছোট্টো একটি ফুঁটো দিয়ে বের হতে দেই তবে তার গতিবেগ বেড়ে যায়, একই সাথে তাপমাত্রাও কমে যায়। … Dear MZI, আমি আপনার মতো এতো সরল করে কঠিন ব্যাপার বোঝাতে পারিনা। বরং , সরল ব্যাপারটা অনেক কঠিন করে বোঝাই। এই সরল বিজ্ঞানের নিয়ম ব্যবহার করে আমি আমার স্থাপত্যচর্চার শিক্ষকের সামনে প্রচন্ড অপমানিত হয়েছি – নম্বরও কম পেয়েছি। তারপর থেকে বেশ জেদ চেপে গিয়েছে যে এই সরল নিয়মটি সবাইকে বুঝিয়ে ছাড়বো। যে প্রশ্নের উত্তর আপনি ভেবে বের করতে পারিনি সেটার ব্যাখ্যার চেষ্টার ধৃষ্টতা করলাম। পুরো ভুল ব্যাখ্যাও হতে পারে। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি।
অন্যজন:
Fahad , Jewel’s Oxford International School & College, Sirajganj
উত্তর: … I think I ‘know’ the answer: when air passes through a small gap, it gets compressed. According to Venturi’s Principle, the speed of air increases when it’s compressed. When the compressed air exits the mouth, it expands again. So it cools down due to Bernoulli’s Principle!
… I didn’t write in Bangla because I find it hard to type in Bangla and I also couldn’t type Bangla in English because you taught me to always write and speak Bangla properly. Thank you so much for reading my (lengthy?!) writing with patience and thanks again for making the youngsters (like me) of Bangladesh interested in Bangla literature. When I start reading your books, I can’t put them down (well, except the science fictions, yeah!)! But why do you release only a few books each year? I’ve bought three books by you from this year’s Boimela and read them all within just 5-6 hours! I think in next bookfair you should release a fat juvenile novel which would take at least one week to read (and, of course, it should be interesting too!)

দুজনেই মোটামুটি একই ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমি তার থেকেও ভালো ব্যাখ্যা পেয়েছি:
উত্তর: ফুঁ দিলে যে বাতাস বের হয় সেটা অনেক দ্রুত বের হয়, সেজন্যে আশেপাশের বাতাসকে সাথে নিয়ে ছুটে যায়। আশেপাশের বাতাস যখন আমাদের শরীরের কোথাও স্পর্শ করে সেটি শরীর থেকে তাপ সরিয়ে নিতে পারে, তাই আমাদের ঠাণ্ডা মনে হয়। মুখ হা করে বাতাস বের করলে যে বাতাসটা বের হয় সেটা আমাদের মুখের ভেতরের বাতাস, সেটা গরম, তাই শরীরকে স্পর্শ করলে গরম মনে হয়। সোজা কথায় মুখ ছোট করে ফুঁ দিলে শরীরে যে বাতাস স্পর্শ করে সেটা বাইরের সাধারণ বাতাস, মুখ হা করে ফুঁ দিলে শরীরে যে বাতাস স্পর্শ করে সেটা শরীরের ভেতরকার উষ্ণ বাতাস। এটা যে সত্যি তুমি ইচ্ছা করলে সেটা পরীক্ষা করেও দেখতে পার, মুখ ছোট করে ফুঁ দাও, কিন্তু হাতটা রাখ মুখের খুব কাছা কাছি, দেখবে মনে হবে বাতাসটা গরম!

Ayan Raza .sylhet sindabazar.assalamualikum,
প্রশ্ন: sir ami jante chai je amra ki time mahine banate parbo?accha amra jodi light er gotite choli tahole ki future jete parbo?
উত্তর: এই প্রশ্নের উত্তর খুব সাবধানে দিতে হবে—পদার্থবিজ্ঞানকে অবহেলা না করে এভাবে বলা যায়: ওয়ার্মহোল ব্যবহার করে সময় পরিভ্রমনের উপর বৈজ্ঞানিক প্রবন্ধ সম্ভ্রান্ত জার্নালে ছাপা হয়েছে! (ওয়ার্মহোল বানাতে কিংবা নিয়ন্ত্রণ করতে আরো হাজার বছর পার হয়ে যাবে।)
না, আলোর গতিতে গেলে ভবিষ্যতে যেতে পারবে না—আসলে আলোর গতিতে তুমি যেতেও পারবে না। তুমি তো এমনিতেই প্রত্যেকদিন একটু করে ভবিষ্যতে যাচ্ছ—তাড়াহুড়োটা কোথায়?

সৌমিক দেওয়ান, রঘুনাথপুর,খুলনা
প্রশ্ন: স্যার আমার সালাম নেবেন.আমি আপনার একান্ত ভক্ত .আমার অত্যন্ত দু:খ যে আমাদের খুলনায় আপনার বই বড় দুষ্প্রাপ্য.আমি আপনার লেখা একটুখানি বিজ্ঞান বইটা পড়েছিলাম ২০১৫ সালে স্থানীয় এক লাইব্রেরি থেকে (তাও ভাগ্য ভাল লাইব্রেরীর মালিক আপনাকে চেনে আর ঢাকায় থাকে)আর আরো একটুখানি বিজ্ঞান রকমারি থেকে গতকাল পেলাম কিন্তু রকমারি থেকে বই কেনা খুব ব্যয় বহুল.তাই স্যার আপনার কাছে আমার আকুল আবেদন আপনার বই যারা প্রকাশ করে তাদের এই সমস্যা(মানে খুলনায় যাতে বই বিপনন করে) সমাধান করতে বললে বড় উপকৃত হই
উত্তর: আচ্ছা বলব। (এটা কিন্তু শুধু খুলনার সমস্যা না; সারা দেশের সমস্যা! শুধুমাত্র বইমেলার একমাস ঢাকায় সব বই পাওয়া যায়—এছাড়া আর কখনো সব বই একসাথে পাওয়া যায় না।)

রাতুল
প্রশ্ন: স্যার,আপনি কী কখনো খুলনায় এসেছেন?
উত্তর: অনেকবার!

শিহাবুল
প্রশ্ন: আসসালামু আলাইকুম,স্যার।কেমন আছেন?অনেক দিন পর আবার আপনার সরনাপন্য হলাম।
আমি “ক্যাসিমির ইফেক্ট “বুঝতে পারছি না।একটু ব্যাখ্যা করবেন প্লিজ প্লিজ প্লিজ……।
উত্তর: ক্যাসিমির ইফেক্ট এখানে ভালো করে বোঝানো আছে।

আমি বেশ অবাক হয়ে লক্ষ করেছি টুনটুনি এবং ছোটাচ্চু নিয়ে অনেক প্রশ্ন, অভিযোগ, অনুরোধ, হুমকি, আবেদন ইত্যাদি ইত্যাদি। সবগুলো একত্র করে দেখাই?

নূর-এ-আলম, চোকলোকমান , বগুড়া
প্রশ্ন: …আমি জানি সবাই আপনাকে ভালবাসা জানায় ।আমি অধমের ভালবাসা টা পড়বেন কিনা জানি না। আমি আপনাকে কি পরিমান ভালবাসি শুধু আমিই জানি। যাইহোক ……আমি আপনার আবারো ছোট চাচ্চু ও টুনটুনি টা পড়তেছি…কিন্তু গল্পটা এত পিচ্চি কেন……হাজার বার পৃষ্ঠার গল্প হলে কি হয়। আর আপনি অনেক কম গল্প লেখেন………
উত্তর: গল্পটা এমন কিছু পিচ্চি নয়, তোমার কাছে পিচ্চি মনে হয়েছে! না, আমি হাজার বারো পৃষ্ঠার গল্প লিখতে পারব না, গল্প লেখা আর পড়া ছাড়াও মানুষের অন্য কাজ কর্মও আছে।

প্রশ্ন: অনেক অনেক ভালবাসা……আমার মনে হয় আপনার ছোট্ট চাচ্চু ও টুনটুনি এর সিরিজ বের করা উচিত।প্রতি মাসে একটা অথবা দুইটা।করে ছোট্ট চাচ্চু ও টুনটুনি -১ ছোট্ট চাচ্চু ও টুনটুনি -২ ছোট্ট চাচ্চু ও টুনটুনি -৩ ইত্যাদি। সব বড় বড় লেখেকরে ই সিরিজ আছে আপনার থাকবে না।।এইটা মানতে পারব না।অতএব সিরিজ লেখায় মনোনিবেশ করুন। আর বই গুলো এত পিচ্চি কেন.৭০০-৮০০ পৃষ্ঠা হওয়া উচিত ছিল।যাক ।যদি সময় না পান কম করে পড়ান ।এত বেশি পড়াশোনাকরে তেমন লাভ নায়।গল্পই হোক আমাদের জীবন আমাদের মরন সকল কিছু।
আবারো ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা। ভালবাসা……………………………………
উত্তর: তোমার বুদ্ধিটা খারাপ না, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধু গল্প লেখা— শুধু তাই না সেই গল্প শুধু টুনি আর ছোটাচ্চুকে নিয়ে! কী মজা।

সাদমান। পাবনা।
প্রশ্ন: স্যার আপনার “গোল্ডেন ফাইব” গল্পটি পড়লাম।পড়ার পর আমার একটি প্রশ্ন থেকে যায়।জানি না প্রশ্নটির কোনো ভিত্তি আছে কি না! যদি থাকে,তাহলে দয়াকরে জানালে খুশি হব।
আমার প্রশ্নটি হচ্ছে- “একজন student যেকোনো কারনেই হোক HSC তে ভালো GPA পেলো না। যা পরর্বতিতে ভার্সিটি পরিক্ষায় এর প্রভাব পরিলক্ষিত হয়। এই বিষয় টা সঠিক মেধা যাচাই করতে সক্ষম?”
উত্তর: না, ভর্তি পরীক্ষা ঠিকভাবে মেধা যাচাই করতে পারে না, আমার কাছে ভর্তি পরীক্ষা অনেকটা লটারীর মত।

ধ্রুব, কুমিল্লা
প্রশ্ন: নাআআআআআআআআআআআআআআআআআআ
একি দেখলাম! আপনি আর লিখতে চান না? :O
আপনাকে টুনটুনি ও ছোটাচ্চুকে নিয়ে আরো লিখতে হবে, আরো, আরো, আরো 🙂
উত্তর: লিখব লিখব লিখব—এতো জোরে চিৎকার করার দরকার নাই—কানের পর্দাটা আরেকটু হলে ফাটিয়ে দিয়েছিলে!

শেখ মাশরাফি মোহাম্মাদ, ষষ্ঠ শ্রেণী, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা,ঢাকা
প্রশ্ন: স্যার এবারের বইমেলায় আপনার বই “আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু” বই এর ‘গোল্ডেন ফাইভ’ গল্পটা খুব ভালো লেগেছে।
কিন্তু “প্যারাগন কোচিং সেন্টার” নামে সত্যিই একটি কোচিং সেন্টার রয়েছে(উত্তরায়)।
স্যার আমরা চাই টুনটুনি ও ছোটাচ্চুর গল্প আজীবন চলতে থাকুক।আপনার মত এত সুন্দর করে এরকম একটি গোয়েন্দা গল্প কয়জন লিখতে পারে?
তাই আমার বিনীত অনুরোধ, প্লিজ স্যার টুনটুনি ও ছোটাচ্চুর গল্প কিশোর আলো বা অন্য কোথাও ধারাবাহিকভাবে লিখুন।আমরা আপনার লেখা খুব পছন্দ করি।
ধন্যবাদ
উত্তর: থ্যাংকু। সর্বনাশ! এখন আসল প্যারাগন কোচিং সেন্টার আমার বিরুদ্ধে মামলা করে দেবে না তো?

Golam Momit Dip , 347 west nakhalpara, Dhaka
প্রশ্ন: Sir, abaro tuntuni abaro chotacchu te apni akbar Jhumu khala ke diye sudhoo vhasa boliachen kintu Jhumu khala to sobsomoy ancholik vhasay kotha bole…
উত্তর: এতো কিছু কী আর মনে থাকে না-কী? আমি ভুলভাল লিখব তোমরা ঠিকঠাক করে পড়ে নেবে এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে?

মো আবুল খায়ের তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস
প্রশ্ন: “আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু”র পর টুনটুনি ও ছোটাচ্চুর আর কোন বই কি পড়ার সুযোগ হবে না?
উত্তর: হবে হবে! এতো অস্থির হচ্ছ কেন?

Vaskar Prada from CHITTAGONG…..
প্রশ্ন: স্যার,আপনার কাছে আমার প্রশ্নটি হল, আপনি কি কখনো আপনার বড় বোন থেকে খামচি খেয়েছেন ?আমি অনেক খামচি খেয়েছি আমার বড় বোন থেকে।এখনও দেয়।আমার হাতে অনেক প্রমান!!!
যাই হোক স্যার, আমার আপনার লেখা পড়তে খুব ভাল লাগে। কিন্তু একটা ব্যাপার স্যার, ”আবারো টুনটুনি আবারো ছোটাচ্চু” গল্প ”টুনটুনি ও ছোটাচ্চু” এবং ”আরো টুনটুনি আরো ছোটাচ্চু” থেকে কিছুটা মন্দা লেগেছে।কারণটা ঠিক জানি না, কিন্তু মনে হয় ”আবারো টুনটুনি আবারো ছোটাচ্চু”-এ ছোটাচ্চুর অংশগ্রহণ অনেকটা কম।কিন্তু মজা ঠিকই পেয়েছি(কোচিং স্যারের উচ্চারন খুবই সুন্দর ছিল!!!!!)
স্যার,আপ্নাকে আমি সরাসরি দেখেছি গত ১৭ই ফেব্রুয়ারি (শব্দ কল্প দ্রুম,২০১৭ প্রতিযোগিতাতে,)। স্যার একটা আফসোস, প্রতিযোগিতা কেন্দ্রে (যেখানে প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই রুমে) আপনার হাতের একটু পরশ আমার মাথা পেল না।আপনি আমার সামনের ছেলেটির মাথাতে হাত বুলিয়ে দিলেন কিন্তু আমাকে দিলেন না।
উত্তর: না, আমার বড় বোন থেকে আমি কখনো খামচি খাইনি। ছোট থাকতে আমি অনেক বেশী হাবাগোবা ছিলাম বলে আমার বড় বোন আমাকে বুক আগলে রক্ষা করেছে। পরের বার মাথাটা পেতে দিও, হাত বুলিয়ে দেব!

প্রশ্ন: স্যার আপনি “আবারো টুন্টুনি আবারো ছোটাচ্চূ” বইয়ের ভুমিকায় লিখেছেন এরপর টুনটুনি ও ছোটাচ্চূর কোনো বই-ই লিখবেননা।কিন্তু স্যার আপনাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে।এত্তগুলা ছোট ছেলেমেয়ের মন আপনি ভেঙ্গে দিতে পারেননা।
আমি সবসময় টুনটুনি ও ছোটাচ্চূর গল্পের জন্য অপেক্ষা করি।অন্তত স্যার ওয়েবসাইটে গল্প লিখবেন।
প্লিইইইইইইইইজ!!!!
উত্তর: ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে!

নীলাঞ্জনা তলাপাত্র
প্রশ্ন: আপনি ‘আবারো টুনটুনি আবারো ছোটাচ্চু’ বই এর ভূমিকায় লিখেছেন যে আপনি আশা করছেন টুনটুনি ও ছোটাচ্চুকে নিয়ে লেখা শেষ। আপনি কেন এত মজার গল্পটা এত তাড়াতাড়ি শেষ করে দিতে চাইছেন? আমরা চাই আপনি টুনটুনি আর ছোটাচ্চুকে নিয়ে আরো লিখবেন। আর পরের গল্পের নাম হবে ‘টুনটুনি-ছোটাচ্চু ফিরে এল’
উত্তর: লক্ষ করেছ, টুনটুনি আর ছোটাচ্চু এর মাঝে অনেকবার ফিরে এসেছে!!

আদনান সাকিব, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়
প্রশ্ন: Sir আপনি কী আমার জন্য টুনটুনি ও ছোটাচ্চু সিরিজ এর আর একটি বই লিখতে পারবেন।?? প্লিজ sir..
উত্তর: লিখব। লিখব। লিখব।

Arifuzzaman.Kishoreganj
প্রশ্ন: sir.apni tuntuni o chutachhu er 4th part likhun.apnake liktei hobe.
উত্তর: আচ্ছা। আচ্ছা। আচ্ছা।

nisha modho badda
প্রশ্ন: ami abaro tuntunt o abaro chotacch boita poresi sekhane farihapu k nie kono lekha nei farihapu k nei tuntuni o chotacchur arekta boi chai (
উত্তর: অনেকদিন পর আজকে ফারিহাপুকে নিয়ে একটা গল্প লিখেছি। সময় হলেই দেখবে।

আবরার জারিফ তা্হসিন,খুলনা
প্রশ্ন: আমি আপনার অনেক অনেক অনেক বড় ফ্যান।আপনার প্রায় অনেক বই আমি পড়েছি। আমার কিছু প্রশ্ন আছে। সলিল ও টোপন কে, এবং টুনটুনি ও এবং ছোটাচ্চু কবে বের হবে, আমার বই লেখার শখ একটু লেখে আর লেখতে পারি না হাত ব্যাথা হয়ে যায় কি করব (আমার বই টা আপনার নামে উতসর্গ করব),আপনার কিশোর উপন্যাসসমগ্র সব পড়া শেষ নতুন বই কবে আসবে।
উপসংহার -আপনার নামে আমারা (আমি, আরিক, অর্ক,হামজা,সিয়াম) একটা ফ্যান ক্লাব খুলেছি। আপনি যদি আমদের এখানে জয়েন করেন তবে আমার জেনারেল সেক্রেটারি এর পদটা আপনাকে দিতে পারি। বিদায়
উত্তর: আমার নামে ফ্যান ক্লাব খুলেছ? কী ধরনের ফ্যান? টেবিল ফ্যান না-কী সিলিং ফ্যান? কী করবে ফ্যান দিয়ে? বিক্রি করবে নাকী ফ্রী দেবে? কয়টা বিক্রি হলো? (আসলে ঠাট্টা করছিলাম। বুঝতেই পারছ, তোমরা আমার বই পড়লে আমার ভালো লাগে, আর আমার নামে ফ্যান ক্লাব খুললে খুব অপ্রস্তুত হয়ে যাই।)

Mir Takwa (class :09) From:Comilla
প্রশ্ন: Sir,I’m a huge fan of yours.I have read all the parts of Tuntuni o chotacchu and I like it the most .So do you have any plan to write another one
উত্তর: ছিল না, কিন্তু মনে হয় লিখতে হবে!

Daiyan CLASS vii sylhet,mirabazer…(apni jhekhane thaken shekhane)
প্রশ্ন: Sir, asha kori apni valo asen……last kisor uponnash apni jeta likhlen seta holo, ABARO TUNTUNI ABARO CHOTACCU..aita ar tin number porbo….Tachara apni aro arokom onek uponnash likhechen.Prottek bari jhokhon notun boi ber hoy,ami asa kori je atar notun porbo ber hobe kintu ata hoy na..Sudhu aitar belay amar asa purno holo..Tai apni jodi chan tahole atar 4 number porbo ber korte paren…tahole amra sobai khushi hobo..karon apni jei idea niye ai lekha shuru korechen seita amar aiporjonto pora apnar lekhar moddhe aktu vhinno type ar..so,apni jodi aitar akhanei somapti asa koren tobe vul….tai ami kinba amra sobai chai apni ai idea niye likhte thakun…porer bochor amra TUNTUNI O CHOTACCU ar porer oddhay chai
উত্তর: ঠিক আছে, চেষ্টা করে যাব।

Arham Apon. Alaipur,Natore
প্রশ্ন: Please write a new book about Tuntuni O Chotacchu. Would you please keep my request?
উত্তর: ঠিক আছে রাখলাম!

এই হচ্ছে টুনটুনি আর ছোটাচ্চু সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর।

অনিরুদ্ধ সাজ্জাদ চৌদ্দগ্রাম,কুমিল্লা ;
প্রশ্ন: আমি একজন ছাত্র l আপনার একজন ভক্ত এবং আপনি আমার সবচেয়ে প্রিয় লেখক lআপনার অনেএএএএক গুলো বই আমি পড়েছি lআর প্রতিটা বইয়ে পেয়েছি একজন খাঁটি ভালো মানুষ হওয়ার প্রেরণা lএক আধটু লেখালেখির চেষ্টাও করছি lকিন্তু বিক্ষ্যাত হওয়ার লক্ষ্যে নয়,একজন খাঁটি মানুষ হয়ে অন্যদেরও প্রেরণা জোগাবো বলে l … এখন আমার লক্ষ্য এটাই একজন খাঁটি মানুষ হয়ে মুক্ত একটা জীবন গড়া,যেখানে কোন বিদ্বেষ থাকবে না l এখন আমাকে এমন একটা কথা/উক্তি বলতে পারবেন ???যা একজন পথভ্রষ্টকে ভালো পথে ফিরে আসার অনুপ্রেরণা জোগাবে ???
উত্তর: পথভ্রষ্টকে ভালো পথে কী আর একটি উক্তি দিয়ে ফিরিয়ে আনা যায়? তার চাইতে তোমাকে ওমর খৈয়ামের একটা উক্তি শোনাই—এটা আমার খুব পছন্দের উক্তি:
কারো মনে দুখ দিও না কারো বরং হাজার পাপ…..

প্রশ্ন: SIR, AMI APNAR CHOBIGULO DEKHLAM.BESHIR BHAG MUSEUM E CAMERA NITE DAI NA.BUT APNI KIVHABE CHOBIR SATHE CHOBI TULLEN? NEW YORK ER MUSEUM E KI CAMERA ALLOW KORE?
N.B. AMADER ICT BOOK TA ETO SUNDOR KORE LEKHAR JONNO EK BOX THANKS.
উত্তর: আসলে উল্টোটা সত্যি। বেশিরভাগ মিউজিয়ামে ছবি তুলতে দেয়, তা না হলে আমি তুলেছি কেমন করে? তবে কখনোই ফ্ল্যাশ ব্যাবহার করতে দেয় না।শুধু বিশেষ প্রদর্শনীতে অনেক সময় ছবি তুলতে দেয় না। থ্যাঙ্কু। আইসিটি বইটা ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগছে।

Md.Mahadi Hasan, Amin Model Town, Dhaka
প্রশ্ন: স্যার,মাকড়শা বাদে দুনিয়ার অন্য কোন জিনিসকে আপনি ভয় পান
উত্তর: দীর্ঘ জ্ঞানগর্ভ বক্তৃতা।

রাসেল, গাজীপুর (বর্তমানে মেলবোর্নে অধ্যয়নরত)
প্রশ্ন: স্যার, এমন হচ্ছে কেন? “উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি—৯ শতাংশ। এর মানে হলো স্নাতক কিংবা এর বেশি ডিগ্রিধারী প্রতি ১০০ জনে ৯ জন বেকার। এ দেশে পড়াশোনা না করলেই কাজ পাওয়ার সুযোগ বেশি। কোনো ধরনের শিক্ষার সুযোগ পাননি, এমন মানুষের মধ্যে মাত্র ২ দশমিক ২ শতাংশ বেকার।”
উত্তর: মনে হয় যারা উচ্চ শিক্ষিত হয় তারা এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে তাই তখন আর যেকোনো কাজ করতে পারে না—

Raihan masud, jessore zilla school, class x.
প্রশ্ন: Ac current er khetre electron gulo ki shudhu age pice kore ,naki age pice korte korte nirdisto ekti dike jai?
উত্তর: শুধু আগে পিছে করে।

মিনহাজ মঞ্জুর, ভার্থখলা, সিলেট
প্রশ্ন: স্যার, ১৯৫৯ সালের ১০ই মার্চ আপনারা ‘লামাবাজার মিউনিসিপাল পাঠশালা’-য় (বর্তমানে ‘লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়) ভর্তি হন। আপনারা বলতে আপনি, আপনার বড়বোন সুফিয়া ম্যাডাম ও হুমায়ূন আহমেদ স্যার। ভর্তি রেজিস্টার অনুযায়ী নামঃ ছুফিয়া খানম, পিতা- ফয়জুর রহমান আহমদ, বয়স ৬ বৎসর, পিতার পেশা- চাকুরি ঠিকানা- শেখপাড়া, যে শ্রেণিতে ভর্তি-২য়। আপনার নাম লেখা আছে- মোঃ জাফর ইকবাল, বয়স- পাঁচ, ১ম শ্রেণিতে ভর্তি। হুমায়ূন আহমেদ স্যারের তথ্য- হুমায়ুন আহমদ, বয়স- ৯ বৎসর ৬ মাস, ভর্তি- ৫ম শ্রেনি।
আপনি কিংবা হুমায়ূন আহমেদ স্যার কখনো কোথাও এই স্কুলের নাম উল্লেখ করেননি। সম্ভবত লামাবাজার মিউনিসিপাল পাঠশালাই আপনার প্রথম স্কুল। পরে বোধহয় কিশোরীমোহন পাঠশালায় যান।
প্রাইমারি স্কুলে চাকরি করার কারনে তথ্যগুলো যোগাড় করা আমার জন্য সহজ হয়েছে।
আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাসা, স্যার।
উত্তর: কী অসাধারণ একটা তথ্য পেলাম! আমার আবছা আবছা ভাবে এই স্কুলটার কথা মনে আছে। একটা স্মৃতি বেশ স্পষ্ট, খুব বৃষ্টি হচ্ছে এবং দুষ্টু ছেলেরা কচুপাতা করে পানি এনে স্কুলের সব বেঞ্চ ভিজিয়ে দিচ্ছে যেন ক্লাশ করতে না হয়!
আমি একদিন এই স্কুলে যাব এবং আপনাকে খুঁজে বের করব ধন্যবাদ দেয়ার জন্যে।

শসানজানা সাহরিন শৈলী,খুলনা
প্রশ্ন: আমরা জানি যে পৃথিবী সবকিছুকে তার কেন্দ্রের দিকে আকর্ষন করে।পৃথিবীর মাঝ বরাবর যদি লম্বালম্বি গর্ত করা হয় এবং কোনো কিছু যদি তাতে ফেলে দেওয়া হয়,তাহলে সেটি কি কেন্দ্রে আটকে থাকবে?নাকি গর্ত দিয়ে নিচে চলে যেতে পারবে?
উত্তর: কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে বেগ অনেক বেড়ে যাবে বলে গর্ত দিয়ে চলে যেতেই থাকবে। ঈবারে উলটো পৃষ্ঠে গিয়ে থামবে। তারপর আবার কেন্দ্রের দিকে রওনা দিবে।

Prakrity. Birsreastha Noor Mohammad Public College, Dhaka
প্রশ্ন: Sir, apnar Lekha sohoj calculs boi er exercise er question gulor answer deoua nai . Tahole question solve korar por amra bujhbo kivabe j thik thak holo kina ?
উত্তর: ঠিক হলে নিজেরাই বুঝতে পারবে! পারবে না?

হৃদয় রায়, অষ্টম শ্রেনী ফেনী।
প্রশ্ন: আমি একজন সনাতন ধর্মালম্বী।আমাদের ধর্মে জীবহত্যা মহাপাপ বলা হয়েছে।আমি পৃথিবীর জীবকুলের প্রতি অসীম দয়া অনুভব করি।আমি জানি আমার দৈহিক বৃদ্ধির জন্য মাছ-মাংস খেতে হবে।কিন্তু,খেতে গেলেই প্রানীটির সংগ্রামের কথা মনে পড়ে।তার দেহের পূর্নতা প্রাপ্তিতে কতই না সংগ্রাম করতে হয়েছে।অথচ সবাই কত অবলীলায় মাছের মাথা,মুরগির ঠ্যাং চিবোয়।আপনার কি স্যার জীবগনের প্রতি খাওয়ার সময় দয়া হয় না?
উত্তর: আসলে প্রকৃতিতে Food Chain বলে একটা কথা আছে। এক শ্রেণির জীবকে বেঁচে থাকতে হলে অন্য শ্রেণির জীবকে খেতে হয়—কী করবে বল!
তবে তোমার কথা সত্যি পৃথিবীতে অনেক মানুষ প্রাণীদের ভালোবাসে বলে মাছের মাথা আর মুরগীর ঠ্যং চিবোতে পারে না। তারা কিন্তু ভালোই আছে, হার্টের আর্টারিতে ব্লকও কম হয়!

প্রজ্ঞা অমিতা New York
প্রশ্ন: আমি পড়াশোনা শেষ করে দেশে ফিরতে চাই. Special education program এ পড়াশোনা করে দেশে বাচ্চাদের সহায্য করব । I need your advice in this career . বড় হয়ে গেছি বলে আশা করি আমার লেখা এড়িয়ে যাবেন না ।
উত্তর: কী চমৎকার! দেশে ফিরবে শুনে কী যে খুশী হলাম! চলে এসো, আমরা তোমার জন্যে অপেক্ষা করে থাকব।

সিফাত রেজোয়ান,রওশনাবাগ,পঞ্চগড় সদর,পঞ্চগড়
প্রশ্ন: স্যার আমরা সবাই জানি আপনার বাসায় টিভি নাই,কিন্তু আপনি আপনার বইয়ে ইংরেজি সিনেমার যেভাবে বর্ণনা দেন,আমার ঘোর সন্দেহ আপনি লুকিয়ে লুকিয়ে হয়তো ইংরেজি সিনেমা দেখেন,তাই না? 🙂
উত্তর: লুকিয়ে লুকিয়ে কেন, আমি প্রকাশ্যে ইংরেজি সিনেমা দেখি! ভালো সিনেমা দেখতে খুব ভালো লাগে।

প্রশ্ন: স্যার আমি আপনার বড় ভাই হুমায়ূন আহমেদের অনেকগুলো বই পড়ে জেনেছি আপনাররা একসময় সম্ভবত পঞ্চগড়ে থাকতেন। আপনার কি মনে আছে ঠিক কোন জায়গায় আপনারা থাকতেন? আর যদি থাকতেনই,তাহলে পরে কেন পঞ্চগড়ে আসেননি? আপনার পঞ্চগড়ের ফ্যানরা কিন্তু অভিমান করে আছে! 🙂
উত্তর: ঠিক মনে নেই পঞ্চগড়ে কোথায় থাকতাম, শুধু মনে আছে বাসা থেকে খুব ভোরে সোনা রঙের কাঞ্চন জঙ্ঘার চুড়ো দেখা যেত। তবে একবার গিয়ে বাসাটা খুঁজে বের করে ফেলব।

কল্লোল মণ্ডল। ঢাকা কলেজ।
প্রশ্ন: আমরা সময় গণনার জন্য ৩-১২ টার ক্ষেত্রে সাড়ে কথাটা ব্যবহার করি। যেমন সাড়ে তিনটা, সাড়ে চারটা ইত্যাদি। কিন্তু ১ ও ২ এর ক্ষেত্রে সাড়ে ব্যবহার করি না কেন? দেরটা, আড়াইটা বলি কেন?
উত্তর: মুখের ভাষা তো কম্পিউটারের ভাষা নয় যে সব একই নিয়ম মেনে চলতে হবে তাই এরকম বৈচিত্র। কেন, আমারা তো উনত্রিশ, উনচল্লিশ এভাবে বলি কিন্তু আবার উনবিশ উনদশ তো বলি না!

raihan masud, jesso
প্রশ্ন: Text boi er size e ki golper boi sapa jai na ? tahole ektu subidha hoi.
উত্তর: সুবিধাটা কী? বাবা মা’কে ধোকা দেওয়া সহজ হতো? পাঠ্যবই পড়ার ভাণ করে গল্প বই পড়া যেতো? হা হা হা! (এনসিটিবিকে বলে দেখব, রাজী হয় কীনা!)

কাজী বোরহান কবির , নওগাঁ।
প্রশ্ন: স্যার আপনি একটা গল্প বা উপন্যাস কত সময় ধরে লিখেন ?মানে ক ঘন্টা বা দিন সময় লাগে।
উত্তর: গল্প অনেক সময় এক দিনেও শেষ হয়। উপন্যাস সময় লাগে। মাস খানেক লেগে যায়।

প্রশ্ন: Sir,I’m a CSE student of SUST.I dont want to share my whereabouts,but please answer my question…I am not happy studying this subject.I cant do coding,i dont find any interest in it.In school and college maths was one of my favourite subject.So while choosing my undergrad subject I thought CSE is the best option for me.Turns out it isn’t.Now i am really sad and depressed,and frustrated too.I feel that I am lagging behind,it is the worst feeling ever.What should I do?Should I start afresh in a private university?Other than coding,what can I do as a CSE engineer?
উত্তর: উহুঁ, আমি তোমার প্রশ্নের উত্তর দেব না। আমার সাথে দেখা কর।

Sadia, Mss student.
প্রশ্ন: Sir, assalamualaikum.sir apnake amr onk valo lage..apnar sobgulo boi amr onek valo legece..ami jokhon class 6 e portam tokhn 1st apnar boi pori.amr 1st pora boiti cilo ” JARUL CHOWDHORIR MANIKJOR”. osomvob valo lage tarpor theke ami apnar boi collect kori & pori….
golper boi porte amr onk valo lage,jokhon pori tokhn mone hoi ami jeno golper rajje dhuke gechi.
amr 4jon vagna vagni ace….orao sbai apnar onk vokto.amra apnar sob boi collection e rakhar cesta kori.ami facebook e onek kei dekhtam apnar sathe chobi tule post dite..amio vabtam ami jodi apnar sathe dekha korte partam.luckly ebarer boi mela te apnar sathe dekha hoi…jodio onk vir er karone apnar sathe kotha bolte parini.but yeasmin mam er sathe amra kotha boli n chobi tulci.amr 2jon vagna vagni o cilo amr sathe..amra onk khusi…
sir ami praysomoy e onk deppresion e thaki.onk mon kharap thake.tkhn apnar boi porle kolponar jogote dhuke jai.sir amder jnno doa korben jeno valo akjon manus hoe valo kicu korte pari.
উত্তর: থ্যাংকু। সব সময় তোমাদের জন্যে দোয়া করি। অবশ্যি তোমরা ভালো মানুষ হয়ে ভালো কিছু করবে।

juthi…from rangpur..
প্রশ্ন: sir amdr education system jodi emon kora hoto j students ra physic othoba chemistry er moddhe jekono akta optional korte parbe..tahole kemon hoto? a bepare apnar montobbo ta jante chassi..
উত্তর: বিজ্ঞান পড়তে হলে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান সবকিছুই খানিকটা পড়তে হয়!

juthi..class -10… from rangpur…
প্রশ্ন: sir ami chemistry te aktu o buji.na .chemistry sara science er onnanno subject bujte pari..sudhu chemistry er jnno hsc te science bad daya ta ki thik hobe?
উত্তর: না, শুধু রসায়নকে ভয় পেয়ে এইচ.এস.সি.তে বিজ্ঞান ছেড়ে দেয়া মোটেই ঠিক হবে না।

নূর-এ-আলম, চোকলোকমান , বগুড়া
প্রশ্ন: Grandfather paradox solved(I think) I love u sir.. হতাশা আমি ধরনা করেছি আর আমি এই ব্যাপারে খুবই নিশ্চিত যে আমার ধারনা টা সত্যি।এমন কি কেও আমাকে ম্যাথ প্রমান দিয়ে আমার ধারনা ভুল বললেও আমি মানববা…কিন্তু দুঃখ জনক আমার ধারনা যারা শুনে তারা আমাকে পাগল বলে।যাই আসে না। ফিসিক্স আমার ভালবাসা। যে যাই বলুক আমি আপনাকে এইটা জানাতে চায়।আপনি আর যাই করেন পাগল বলবেন না। ।।ও আচ্ছা ধারনা টা হল আমি গ্রান ফ্যাদার প্যারাডক্স এর সোল্ভ করে ফেলেছি ম্যাথমেথ্যাকালি না……তাত্তিক।। আমি জানি এই জাতীয় অনেক সমাধান আপনার কাছে যাই…তা না যাই। …তবে আমি ১০০% নিশ্চিত সব ঠিক আছে।যদিও আমার এক পাগলা বন্ধু এই ব্যাখ্যা শুনে আমাকে পাগল বলছে।। কিন্তু আমি জানি সঠিক ব্যাখ্যা…
উত্তর: তোমার গ্র্যান্ডফাদার প্যারাডক্সের সমাধান পড়লাম! না আমি তোমাকে তোমার বন্ধুদের মতো পাগল বলব না, যথেষ্ট চিন্তা ভাবনা করছ দেখে ভালো লাগল! চিন্তা ভাবনা করে যাও।

juthi & safa..class-10…from rangpur…
প্রশ্ন: sir amra 2 jonei apnar onk boro vokto..sir eta amdr abdar j apni somoy pelei rangpur a asben…apnar sathe dkha korar khub issa amdr..tai please akbar rangpur a asen..
উত্তর: হ্যাঁ, অবশ্যই আমি একবার রংপুর আসব। রংপুর আমার খুব প্রিয় শহর।

নুরে আলম:
প্রশ্ন: আমি অনেক বই পড়েছি ,বিশ্ব সাহিত্যও আছে।আমার কিন্তু আপনার বই পড়তে সব থেকে বেশি ভাল লাগে–আপনার মত লেখে সাইন্স ফিকশন না কিশোর উপন্যাস এমন অনেক গুলো বই এর নাম বলেন যা না পড়লে জীবন শেষ।ভালবাসা থাকল
উত্তর: যদি শুধু আমার বই পড়ে জীবন কাটিয়ে দাও তাহলে কিন্তু তোমার বয়স বাড়বে না, সারা জীবন বাচ্চা হয়ে কাটিয়ে দেবে। ঠিক আছে, চিন্তা ভাবনা করে পড়া উচিৎ সেরকম একটা বইয়ের লিস্ট একবার দেব।

রাতুল, এ.কে. হাই স্কুল
প্রশ্ন: স্যার, আমার কথাগুলো হয়তো যুক্তিযুক্ত নাও হতে পারে, তবে আবেগপ্রবণ এটা সত্য। পরীক্ষার আগে প্রশ্ন যেভাবে ফাঁস হয়, মনে হয় এটা এখন উৎসবে পরিণত হয়েছে।সবাই রুদ্ধশ্বাস হয়ে অপেক্ষা করতে থাকে কখন প্রশ্ন ফাঁস হবে। এই সমস্যার সমাধান মনে হয় না কখনও করা হবে , করলে আরও আগেই করা হতো। আরেকটা বিকল্প সমাধান করা যায় – ‘আমরা ফাঁস হওয়া প্রশ্ন দেখব না’। …আপনার কাছে তাই আমার আবদার ( জানি না এত সাহস কোত্থেকে পেয়েছি!) আপনি আমাদের প্রশ্ন না দেখে পরীক্ষা দিতে বলুন। আমি হয়তো অল্প কয়জনকে বলতে পারব, তার থেকে অল্প কয়েকজন হয়তো গুরুত্ব দিবে। কিন্তু আপনি বললে হয়তো অনেকেই শুনবে, অনেকেই গুরুত্ব দিবে । আপনার মতো অনেকেই যদি আমাদের সাহস(!) দেয় তাহলে হয়তো একদিন আমাদের আর ফাঁস হওয়া প্রশ্নের প্রয়োজন হবে না। রাষ্ট্র যদি দেশের ভবিষ্যতের দায়িত্ব না নিতে চায়, তাহলে সেটাতো আমাদেরই নিতে হবে । তাই নয় কি?
উত্তর: তুমি ঠিকই বলেছ, আমদের দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমি আসলে এটা আমার মত বলে যাচ্ছি এবং অনেকে সুযোগ থাকার পরও প্রশ্ন দেখছে না। সমস্যাটা কী জান? আমাদের অভিভাবকেরা অনেকেই নষ্ট হয়ে গেছে। পুরোপুরি পচে গিয়েছে।

Adib Ferdous, 49/4, R K Mission Road, Tikatuly, Dhaka
প্রশ্ন: Is something like negative mass possible?
উত্তর: আমি নিজে উত্তরটা না দিয়ে তোমাকে এটা পড়তে দিই!

সাদ, ঠিকানা-আকুয়া চৌরঙ্গি মোড়,সদর,ময়মনসিংহ।
প্রশ্ন: স্যার,আমি ক্লাস নাইনে পড়ি।আমি যে স্যারের কাছে ফিজিক্স প্রাইভেট পড়ি সে স্যার আমাকে ফিজিক্সের অংক মুখস্হ করতে বলে।কিন্তু আমি কোনো অংক মুখস্হ করে মনে রাখতে পারি না।তাই আমার প্রাইভেট টিউটর আমার আম্মুকে বলেছে আমার রেজাল্ট খারাপ হবে।আমি এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি।এখন আমি কি করব? (আমি জানি আপনি মনোরোগ বিশেষজ্ঞ নন।তবুও আশা করছি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন।)
উত্তর: না, মুখস্ত না করলে মোটেও তোমার রেজাল্ট খারাপ হবে না। তোমার প্রাইভেট স্যারকে বিদায় করে দিয়ে নিজে নিজে পড়—এরকম প্রাইভেট স্যার আসলে এক ধরনের অভিশাপ….

সারা,দশম শ্রেণী, ঢাকা।
প্রশ্ন: স্যার, যদিও এই ওয়েব সাইটটা বানানো হয়েছে আপনাকে প্রশ্ন করার জন্য, তাও আমি আজ কোনো প্রশ্ন করতে চাই না। আজ আপনাকে ধন্যবাদ জানাতে চাই।আমি আপনার অনেক অনেক বই পড়েছি। আজ বই মেলায় গিয়ে “গণিতের মজা মজার গণিত” বইটা কিনে এনেছি। মাত্র পড়া শুরু করেছি, মনে হচ্ছে সব বাদ দিয়ে এটাই পড়তে থাকি। … আসলে গণিত যে কতটা সুন্দর আর কতটা মজার তা বুঝতে আমার বেশি সময় লেগে গেছে। … আমি এখন ম্যাথে ভালো হওয়ার চেষ্টা করছি। স্যার, আমার জন্য দোয়া করবেন যেন আমি এই গণিতকে ভালোবেসেই আমার ভবিষ্যৎ ও এই গণিত নিয়েই রাঙিয়ে তুলতে পারি। ভালো থাকবেন। অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।
উত্তর: শুনে খুব ভালো লাগলো যে তুমি গণিতকে ভালোবাসতে শুরু করেছ। চমৎকার।

লাবিব, ঢাকা
প্রশ্ন: কোনটা আপনার বেশি ভালো লাগে, গবেষনা নাকি লেখালেখি?
উত্তর: তোমার প্রশ্নটা অনেকটা এরকম, আপনি কাকে বেশী ভালোবাসেন—আপনার ছেলেকে না-কী মেয়েকে? বল কী উত্তর দেব?

প্রশ্ন: সব মৌলের কি আইসোটপ আছে?
উত্তর: না, সব মৌলের আইসোটপ নাই

তটিনী, চাঁটগা
প্রশ্ন: খুব হতাশ হলে আমি আপনার লেখা পড়ি। ম্যাজিকের মতো কাজ হয়। আমি জানতে চাই, আপনি কাদের লেখা পড়লে মনে বল ফিরে পান?
উত্তর: সত্যি শুনতে চাও? তোমাদের এরকম ছোট ছোট মন্তব্য পড়লে আমি মনে বল ফিরে পাই!

ফাতিমা আহসান ,ঝালকাঠি। শেশেণি :চতুর্থ
প্রশ্ন: আমি যখন কোন গল্প লিখতে শুরু করি তখন চরিত্রের নাম ঠিক করতে অনেক ঝামেলা হয়ে যায়।আপনি আপনার গল্প চরিত্রগুলোর এতো সুন্দর নাম কীভাবে ঠিক করেন ?
উত্তর: কী বলছ তুমি? আমার বইয়ের নাম নিয়ে মহা সমস্যা! শুধু কী তাই? এক নাম দিয়ে শুরু করে অন্য নাম দিয়ে শেষ করেছি এরকম অনেক উদাহরণ আছে।

শিহাব,কলাবাগান,ঢাকা ।
প্রশ্ন: আমরা যখন রাস্তা পার হই,তখন সাধারনভাবে গাড়ির সামনের দিকের সাথে ধাক্কা খেলে যে আঘাত লাগবে,লাফিয়ে গাড়ির সামনের উইন্ডশিল্ড এর সাথে ধাক্কা খেল কি একি আঘাত লাগবে ?
উত্তর: উইন্ডশিল্ড ভেঙ্গে না গেলে, হ্যাঁ, একই আঘাত লাগবে। উইন্ডশিল্ড ভেঙ্গে গেলে সেটা খানিকটা শক্তি নিয়ে নিবে। তাই সেই পরিমান আঘাত কম লাগবে।

porinita, kushtia, class 9
প্রশ্ন: how can I do well in the exam specially in math without any help of coaching or private tutor?
উত্তর: খুবই সোজা। কোচিংয়ে যাবে না, প্রাইভেট পড়বে না—নিজের উপর বিশ্বাস রেখো—তুমি পারবে।

দয়িতা ক্লাস eight
প্রশ্ন: স্যার আমরা কি এখানে ছবি পাঠাতে পারবো না???
উত্তর: একটা লিংক দাও। আমি ডাউনলোড করে নেব।

নাজিব আহমেদ ভূঁইয়া, মগবাজার, ঢাকা।
প্রশ্ন: আমি তপু গল্পের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমার বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন
উত্তর: এইযে লিংক দিচ্ছি, দেখো!

Aneen Mower Class:8, Govt.Coronation Secondary High School, Khulna
প্রশ্ন: স্যার, কেমন হতো যদি পৃথিবীর সব মানুষের চিন্তাধারা একইরকম হতো? (অবশ্যই ভালর দিক দিয়ে একইরকম)
উত্তর: পৃথিবীটা মনে হয় একটু বোরিং হয়ে যেতো।

সাবিরাহ্ সাফা রংপুর থেকে…
প্রশ্ন: স্যার আমার কি মনে হয় জানেন, যদি উত্তর সেকশনে সার্চ দেয়ার ব্যবস্থা থাকত…(তাহলে আমরা আমাদের প্রশ্নটা লিখে সার্চ দিয়ে দেখতে পারতাম যে, আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন কী না..!!)
উত্তর: আমার সাইট হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাধাসিধে সাইট—নূতন ফিচার দিলে এটা যে সাধাসিধে থাকবে না হাই ফাই সাইট হয়ে যাবে !!

ফুয়াদ হাসান, চট্টগ্রাম, বয়সঃ আগামীকাল ২১ হবে।
প্রশ্ন: স্যার আমি আপনার সন্তান তুল্য। সেই অধিকারে আপনাকে একটা অনুরোধ করছি। স্যার যখন শুনি জাফর ইকবালকে মেরে ফেলার ছক কষা হচ্ছে।তখন বুকের ভিতর একরকম মোচড় দিয়ে উঠে। স্যার আপনি আগের মত আমেরিকা চলে যান। ঐখান থেকে আমাদের জন্য লেখালেখি করুন।তারপরও আমি চাই আপনি বেঁচে থাকুন আমাদের মাঝে। আমার কথার পরিপ্রেক্ষিতে আপনি হয়ত বলবেন এটা কাপুরুষিকতা বা ওদেরকে প্রশ্চয় দেয়া হবে। যদি তা হয় হোক তারপরও আমি চাই আপনি বেঁচে থাকুন। স্যার আপনাকে আমাদের অনেক প্রয়োজন। আপনাকে হারানোর কথা ভাবতেও চাইনা আমরা। কত ভালবাসে আপনাকে এই দেশের মানুষ সেটা আপনি কল্পনাও করতে পারবেননা। স্যার আপনার কোন ক্ষতি আমি মেনে নিতে পারবনা।
অনেক ভালবাসি আপনাকে। নিজের যত্ন নিয়েন
উত্তর: শোনো, তোমাকে একটা কথা বলি। আমার বাবার বয়স যখন পঞ্চাশ বছর তখন পাকিস্তান মিলিটারীরা তাকে মেরে ফেলেছিল, তখন আমি ঠিক করেছিলাম পঞ্চাশ বছর বেঁচে থাকলেই যথেষ্ট! এখন আমি ৬৪, অর্থাত ১৪ বছর বাড়তি বেঁচে আছি, আর কতো?
তুমি আমার জীবন নিয়ে মাথা ঘামিও না, শুধু আমার জন্যে একটা দোয়া করো, যতদিন বেঁচে থাকি যেন কর্মক্ষম হয়ে বেঁচে থাকি! (আমিও তোমাদের অনেক ভালোবাসি!)

অরুনাভ ভট্টাচার্য, ষষ্ঠ শ্রেনী। ইস্পাহানী পাবলিক স্কুল, চট্টগ্রাম।
প্রশ্ন: রংধনুতে এমন কী আছে ,যার জন্য ভিন্ন ভিন্ন রং দেখায়


উত্তর: আকাশে ভাসমান পানির কণা যখন সূর্যের আলোকে ভাগ করে দেয় তখন আমরা রংধনু দেখতে পাই। যেহেতু সূর্যের আলোতে সব রং আছে তাই রংধনুতে সব রং দেখা যায়। (নিশ্চয়ই লক্ষ্য করেছ যখন আকাশের এক পাশে রংধনু দেখা যায় তখন অন্যপাশে সূর্যটি থাকে!)

অনামিকা , বয়স-২০ , ঢাকা ।
প্রশ্ন: প্রিয় স্যার , সালাম নিবেন । এইবার বইমেলা থেকে ইয়াসমিন হক ম্যাম এর ‘SUST এ ২২ বছর’ বইটি কিনে পড়েছি । অনেক অজানা তথ্য জানলাম যেগুলো আপনি আগে কোন লেখায় বলেননি । এদেশের পুরো শিক্ষা ব্যবস্থায় আপনার আর ইয়াস্মিন ম্যাম এর অবদান অনস্বীকার্য ।
বইটি পরে SUST এর লাইব্রারি তে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ এর কথা জানতে পারি । এও জানতে পারি এখানে মুক্তিযুদ্ধের উপর এই পর্যন্ত প্রকাশিত প্রায় সব বই আছে । এই বইগুলোর কোন তালিকা কি স্যার পেতে পারি । তাহলে আসলে বাংলাদেশে এই পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক কি কি বই আছে জানতে পারতাম সাথে সাথে ব্যক্তিগত সংগ্রহ অথবা কাউকে উপহার দেওয়ার ব্যাপারে সুবিধা হত।
উত্তর: থ্যাংকু। এই নাও আমাদের মুক্তিযুদ্ধ কর্নারের বইয়ের তালিকা

নাদিয়া,খুলনা
প্রশ্ন: স্যার গতকাল টিভিতে ১টা খবরে দেখলাম আপনি ছোটদের ১টা অনুষ্ঠানে গিয়েছেন,কিন্তু আপনি কথা বলতে পাছিলেন না অসুস্থতার জন্য, আপনার হয়ে আরেকজন কথা বলল,আপনার কী হয়েছে স্যার?আপনি কেমন আছেন?
উত্তর: হা হা হা! ভয় পাওয়ার কিছু নেই—শুধু আমার গলা ভেঙ্গে গিয়েছিল! এখন আমি ভালো, চিৎকার করে যাচ্ছি।

প্রশ্ন: প্রিয় স্যার,আমি 7th grade এর একজন ছাত্রী । আমার বাবা সরকারি অফিসার বলে আমাকে সাতটি জেলায় থাকতে হয়েছে। ২০১৫ সালে আমি রাতের আকাশ এবং astrophysics এর প্রেমে পড়ি। এটাকে এক ধরনের চরম obsession বলা যেতে পারে। (যার কারণে আমি মনস্থির করেছি astrophysicist হব বলে।) কিন্তু ঢাকা আসার পর আলোক দূষণের কারনে আমি আর তারা ভরা আকাশ দেখতে পারি না। আকাশ ভাঙা জোছনা দেখতে পারি না। আমার মনে হয় আমার অস্তিত্বের অর্ধেক হারিয়ে গেছে।
উত্তর: আহা রে! আসলেই তো, যদি জোছনা দেখা না যায়, আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দেখা না যায় তাহলে সেই জীবনের কী কোনো অর্থ আছে?

প্রশ্ন: যারা দূরে দেখার চশমা পড়ে তাদের কী তা সারা জীবন পড়তে হয়?
উত্তর: সার্জারী করে দৃষ্টি ঠিক করে ফেলা যায়। (কিন্তু চশমার উপর তোমার এতো রাগ কেন? নাকের উপর চশমা নিয়ে আমি তো একটা জীবন কাটিয়ে দিলাম।)

সৈয়দা ফাহমিদা আকমল আদ্রিকা, ৮ম শ্রেণি, ইস্পাহানী বালিকা বিদ্যালয়, ঢাকা
প্রশ্ন: স্যার,আপনার রিটিন বইটি পড়েছি । বইটি পড়ে খুবই ভালো লেগেছে ।আমার আপনার বই খুব ভালো লাগে । আচ্ছা স্যার, ট্র্যাকিওশান কী?
উত্তর: থ্যাংকু। ট্রাকিওশান আমার বানানো একটা কাল্পনিক শব্দ—একজনের ID কার্ডের মত তবে সেটা থাকে শরীরের মত, শুধু তাই না, শরীরের ভেতর থেকে মানুষটা সম্পর্কে সিগন্যাল দেয়।

মোহাইমিন,টংগী,গাজীপুর
প্রশ্ন: স্যার শুভেচ্ছা নিবেন। আপনার লেখা “আমি তপু” বই টা অনেক বার পড়েছি,বই টা আমার খুবই প্রিয়। এক সময় চিন্তা করি বই টা আমি কেন শুধুই নিজে পড়ব,অন্যদের সাথে শেয়ার করি।সেই চিন্তা থেকেই “বন্ধু পাঠাগার” এর যাত্রা।এখন বই সংখ্যা ৩০০ আর বন্ধু(পাঠক) সংখ্যা ৮০।স্যার পাঠাগারের বন্ধুরা কি আপনার অটোগ্রাফসহ একটি আমি তপু বই পেতে পারে…..????
উত্তর: অবশ্যই পেতে পারে। ঠিকানাটা দাও।

Fahim Abrar,class 7,Dhaka Residential Model College
প্রশ্ন: Sir ekjon poderthobiggani hote hole ki korbo????
উত্তর: কী আর করবে—এখন মন দিয়ে গণিত করবে আর বড় হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে।

আমি নিশাত আরা নিধি। বয়স ৯ বছর। থাকি কেওয়াটখালী, ময়মনসিংহ।
প্রশ্ন: এইমাত্র ঘাসফড়িং পড়ে শেষ করলাম।খুব ভালো লাগল। আচ্ছা, কীভাবে এত চমত্কার লেখা লেখেন?
উত্তর: থ্যাংকু। লেখা খুবই সোজা, একটা কাগজ আর একটা কলম নিয়ে বসে যাও—

অনুপমা,খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়
প্রশ্ন: স্যার আপনি আপনার গোফ আর চুল কালার করেন না কেন?
উত্তর: চুপি চুপি তোমাকে বলে রাখি, কাউকে বলে দিও না যেন। আসলে আমি আমার চুল আর গোঁফ নিয়মিত রং করি। আমার চুল আর গোঁফের রং আসলে কালো, ভাব দেখানোর জন্যে আমি সাদা রং দিয়ে এগুলো সাদা করে রাখি!

আরিক,ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ,ঢাকা
প্রশ্ন: স্যার, আপনার ষষ্ঠ কিশোর উপন্যাস সমগ্র কবে বের হবে?
উত্তর: নতুন ছয়টা বই লেখা হলেই বের হবে! অস্থির হওয়ার কিছু নেই।

Asad khan
প্রশ্ন: sir ,I am feeling very sad .The NHSPC reg date has been over dued in dhaka mohanagari and I can’t participate this contest for 2017 ,besides in 2018 I’ll participate in HSC exam… But still I love programming and hope that you’ll write a textbook on programming in bangla on near future .
উত্তর: হায় হায়, HSC পরীক্ষা দেবে সেজন্যে অন্য কোথাও অংশ নিতে পারবে না এটা কী রকম কথা?

Juthi & safa…class-10..from rangpur..
প্রশ্ন: sir ami apnake ei question ta koyekdin ageo korcilam..kintu apni answer den ni…tai abar korsi r abar answar pabo eita ASA korci..
Sir ami mone kori j amder educational system ta moteo valo na..amr jodi science nei tahole sudhu amra 4th subject hisebe hieghr math ba krisi korte pari..kintu physics ba chemistry er moddhe keno jekono akta k optional krte parbo na..tasara jodi science er je gulo main subject ace ogulor moddge jekono akti ke amra optional korte partam tahole khub valo hoto.. Karon amar moto onekei ace jara science er onnanno subject a valo pare but chemistry te tototao valo pare na ba bojhe na… Sir ei bepare apnar montobbo ta jante chassi..
উত্তর: সায়েন্স নিয়ে পড়তে হলে আসলে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত সবই পড়তে হয়। তা না হলে সায়েন্স পড়া হয় না। শুধু পরীক্ষার ব্যাপারটা দেখলে তো হয় না, জানার ব্যাপারটাও তো দেখতে হয়।

হাফিজ,ত্রিশাল,ময়মনসিংহ
প্রশ্ন: স্যার আমার লেখা লিখি করার শখ অনেক। কিন্তু আমি লিখতে পারি না বা কোন বিষয় ফুটিয়ে তুলতে পারি না। এই ব্যাপারে আমি কি করতে পারি। যদি কোন কিছু recommand করতেন। উপক্রিত হতাম।
উত্তর: মনে করো একজনের খুব ছবি আঁকার শখ কিন্তু আঁকতে পারে না—সে যদি আমাকে জিজ্ঞেস করে কীভাবে ছবি আঁকব, আমি তাহলে তাকে কী বলব? বলব চেষ্টা করতে থাক, তোমাকেও সেটা বলছি, চেষ্টা করতে থাকো। (বিশেষ করে বলব বই পড়তে—অনেক বই পড়!)

মাহমুদ, রাজশাহী
প্রশ্ন: আপনার ক্রেনিয়াল বই এ আপনি ভবিষ্যত সম্পর্কে লিখেছেন । এটা কি আপনার সত্যিকারের চিন্তা? আমার কেন জানি ভালো লাগেনি।
উত্তর: আমার মাথা থেকে যখন বের হয়েছে—নিশ্চয়ই আমারই চিন্তা।

Saikat, Bangladesh.
প্রশ্ন: (1) -7 boro naki 0 And why? (2) 8÷0=0 then 0÷0=??
উত্তর: -7 আর 0, দুটোর সাথে একই সংখ্যা 7 যোগ কর। পাবে 0 এবং 7, তাহলে কোনটা বড়?
8÷0=0 এটা সঠিক নয়। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দেওয়া হলে সেটা অনির্ণেয়।

Sanji, Chittagong.
প্রশ্ন: Sir, Ami apnar kache ekta choto jinish chai. Ami chai, shishu kishore der kache apni 71 er birangonader Sacrifice er bishoyta kono ekta boi a niye ashen. … Ami jani, bacchader jonno hoyto eta khub appropriate hobe na, kintu, amr kache maather juddher cheye o ei juddho ta onek onek koshter mone hoy. Ami ei muhurte Muntassir Mamun er Birangona 1971 porchi. … Bar bar shiure uthchi…
উত্তর: ঠিক আছে, আমি আমার মত করে চেষ্টা করব। গ্রামের নাম কাকঁনডুবি বইটাতে আমি একটুখানি চেষ্টা করে দেখেছি।

আমিনুল ইসলাম। নাগবাড়ি,নারায়ণগঞ্জ।
প্রশ্ন: প্রিয় স্যার, আপনার লিখা পড়তে আমার অন্নেক ভাল্লাগে।আপনার একটা লিখায় পড়েছিলাম।আপনি আপনার “মহাকাশে মহাত্রাস “বইটার একটা গ্রাফিক নভেল করেছিলেন।সেই কমিক টা পড়ার আমার খুব ইচ্ছা।আচ্ছা সেই কমিক টা কি নতুন করে ছাপা যায় না?প্লিজ স্যার….
উত্তর: সেটা কোথায় আছে এখন তার কী কোনো হদিস আছে?

MH N.ganj
প্রশ্ন: Sir, is this your real website? Or is someone joking?
উত্তর: ধরা যাক এটা “someone joking”, তাহলে সে কী কখনো স্বীকার করবে?

Rajani (khulna)
প্রশ্ন: Sir alor beg ki shob alor jonno ek naki alada? Ek hole tube light ba torch light er alo shoman dure keno jay na?
উত্তর: সব আলোর বেগ সমান। কোনটা কতদূর যাবে সেটা নির্ভর করে আলোর তীব্রতার উপর, কীভাবে পাঠানো হচ্ছে তার উপর।

সাদিয়া, কুমিল্লা
প্রশ্ন: সার আমি এসএসসি তে সবচেয়ে বেশী ভালো করতে চাই । তাই আমার কি করা উচিত, দয়া করে জানাবেন প্লিজ ।
উত্তর: পরীক্ষায় কেমন করে ভালো করতে হয় সেটা তো জানি না। কেমন করে শিখতে হয়, জানতে হয় সেটা অল্প অল্প জানি।

আনমনা ২৩্ফারাজি পাড়া,খুলনা
প্রশ্ন: আমি মাঝে মাঝে ছোট ছোট কল্পনা কাগজে, কম্পিউটারে লিখি শখ করে। আপনার সময় এর যোগ্য আমি না। তবু আপনি কি আমার এই অপরিণত লেখাগুলোকে কোনও সমালোচককে দেখাবার উপায় বাতলে দিতে পারবেন কষ্ট করে? স্বপ্ন দেখি আপনাদের মত মানুষদের ১ মিনিটের যোগ্য হবার।
উত্তর: সর্বনাশ! সমালোচকদের মরে গেলেও দেখিও না, তারা উপভোগ করার জন্য পড়ে না, ভুল খুঁজে বের করার জন্যে পড়ে—তোমার লেখা ছিড়ে খুড়ে শেষ করে দেবে। পাঠকদের দেখাও, তারা পড়ে কী বলে শুনো।

Nushin
প্রশ্ন: Sir you were right. I deleted my Facebook in August 2015 and now I realize how much better (and more enjoyable) life is after having deleted facebook.
Facebook e Jara sharadin pore thake tader ke faltu manush mone hoy akhon :p
উত্তর: থ্যা-ং-ক-ই-উ!! (আমি চিৎকার করে বলছি, সবাই দেখেছো তো নুশিন কী বলছে?)

Mayeesha Hasin, Class-11, Narayanganj govt Mohila College, Narayanganj.
প্রশ্ন: Prothomei khoma chacchi ‘eivabe’ Bangla lekhar jonno. Ami thik proshno korbo na, shudhu 1ta oviggota share korbo… Amar college ar akjon shikkhika sust theke chemistry nie porashuna korechhen. Tini 1din tar bishyobiddaloy jiboner sriticharon korte gie bolen, “Amader girls hostel a shobcheye akangkhito drishshogulor moddhe 1ta chhilo, baranda theke Zafar sir abong Yasmin madam k 1shathe class ar uddeshe jete dekha. Yasmin madam shobshomoy 2ta bag carry krten, r sir tar tuktuka lal bag ta kadhe nie jeten. Madam ar hate shobshomoy 1ta chhata thakto. Sir ar prodhan kaj chhilo bar bar chhatar nich theke ber hoe jawa r madam ar kaj chhilo apnk chhatar niche nie asha. Madam continuous kotha blte thakten, kintu sir kono kotha bolten na; “khotor khotor” kore hete chole jeten….. Amra jehetu chemistry department chhilam tai sir ar kono class petam na. Kintu sir j university te achhen aitai chhilo shobcheye boro inspiration, batash lagleo valo lagto….”
Girls hostel ar baranda theke apnader dujonke hete jete dekhte chai. Shei joggota orjoner cheshta korbo. Doa krben sir.
উত্তর: হা-হা-হা, পড়ে খুব মজা পেলাম! আমাদের কেমিস্ট্রির ছাত্রীটিকে বলো তার জন্যে আমার আর ইয়াসমীনের অনেক ভালোবাসা।

অভিষেক চৌধুরী,এইচ.এস.সি পরীক্ষার্থী, চট্টগ্রাম।
প্রশ্ন: স্যার আমি অল্পসল্প লেখালেখি করি। ছড়া, কবিতা তেমন ভাল না লিখলেও খারাপ হয় না। দুয়েকটা গোয়েন্দা গল্পও লিখেছি। বন্ধু আর ভাইয়া-আপুরা পড়ার পর বাহবা দিয়েছেন।তাই সবার উৎসাহ পেয়ে সিদ্ধান্ত নিলাম হাসির গল্প লেখা শুরু করব।বিস্তর চিন্তাভাবনা করে লিখেও ফেললাম কয়েকটা। কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করার পরেও ভালকিছু লিখতে পারলাম না।পড়ে সবাই হাসবে কিনা তা নিয়ে মনে খুঁতখুঁতানি রয়েই যাচ্ছে।
স্যার অনুগ্রহ করে এমন কিছু টোটকা দিন যাতে লেখা দিয়ে সবাইকে মন খুলে হাসাতে পারি।
আপনার সহায়প্রার্থী একনিষ্ঠ না না শতনিষ্ঠ ভক্ত
উত্তর: সরি। এর কোনো টোটকা নেই—লিখতে থাকো দেখবে এক সময় লেখা শিখে গেছ। (খুঁতখুঁতানি থাকা ভালো—তাহলে ফাঁকি দেবে না, আন্তরিকভাবে চেষ্টা করে যাবে।)

নাগিব আল ফাইয়াস,নবম শ্রেনি। ৩৩/৬ সেন্ট্রাল রোড,খুলনা।
প্রশ্ন: স্যার, আমি ঢাকার একটা কলেজে পড়ি। আমার সমস্যা একটু অস্বাভাবিক। প্যারেন্টসরা পড়ালেখার জন্য প্রচুর প্রেশার দেন, কিন্তু প্রোগ্রামিং ছাড়া অন্য কোন কিছু আমার ভালো লাগে না।প্রোগ্রামিং ও করতে গেলে সমস্যা। যখন কোন কিছু নিয়ে পড়ি বা কিছু প্রোগ্রামিং করতে যাই, তখন যদি এ সম্পর্কিত কোন কিছু বাসায় দেখে থাকে, তাহলে আমার ক্লাসের ভালো ছাত্রদের নাম একটা একটা করে জিজ্ঞেস করে বলা হয়, আমি অমুক কিনা। কিন্তু আগে প্রচুর মন খারাপ করলেও এখন আমি হাসতে হাসতে নিজের নাম বলে দেই। স্যার, পড়ালেখা কিন্তু অসাধারণ জিনিষ, এটা নিয়ে এত ভয় পাওয়ার কারণ কি?
উত্তর: তুমি ঠিকই বলেছ, পড়াশোনা নিয়ে ভয় পাবার কিছু নেই! বিরক্ত হতে পার, ভয় পাবে কেন?

প্রশ্ন: স্যার,কিছুদিন আগে একটা বিজ্ঞান ম্যাগাজিনে দেখলাম লেখা আলোর ভরবেগ আছে কিন্তু ভর নেই………… এটা কি ঠিক? ভর না থাকলে ভরবেগ থাকে কিভাবে?
উত্তর: পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ নামে আমি একটা বই লিখেছিলাম, কারো কাছ থেকে বইটা নিয়ে তার ৬০ পৃষ্ঠায় দেখো, সেখানে আমি এটা ব্যাখ্যা করেছি।

নীলাঞ্জনা তলাপাত্র
প্রশ্ন: স্যার আপনি আপনার একটি উত্তরে লিখেছেন আপনি এমন প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে পরীক্ষার্থী নয় শিক্ষার্থী তৈরী হয়।চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত “সহজপাঠ,ফুলকি” এরকম একটি প্রতিষ্ঠান।এখানে এলে আপনার ভালো লাগবে।প্লিজ একদিন অবশ্যই আসবেন।
উত্তর: হ্যাঁ, আমি সেখানে গিয়েছি। আমি জানি ফুলকি খুব চমৎকার একটা স্কুল।

ইমন। চকরিয়া
প্রশ্ন: কুমিললার আগের নাম কি?
উত্তর: সু-মিল্লা?

সাঈদ আল সাহাফ,অষ্টম শ্রেণি, ঢাকা।
প্রশ্ন: “স্কুলের নাম পথচারী” উপন্যাসের ঘটনাটা কি সত্যি? “প্লাস্টিজনা” বলে কি সত্যিই কিছু আছে?
উত্তর: না, ঘটনাটা বানানো। প্লাস্টিজনা বলে কিছু নেই।

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লাগে?
উত্তর: সমান সংখ্যক ছেলেরা আর মেয়েরা পড়াশোনা করে।

মাশরাফি আহম্মেদ কুয়াশা,নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,নেত্রকোনা।
প্রশ্ন: স্যার,আপনি নেত্রকোনায় আসেন না কেন?আপনি এখানে এলে আমাদের খুবই ভালো লাগবে। আমাদের স্কুলেও একবার আসবেন কিন্তু।
উত্তর: আসব, আসব, নিশ্চয়ই আসব। আমার বাড়ীতে আমি আসব না?

আদ্রিতা, বরিশাল
প্রশ্ন: স্যার, গুরুতর সমস্যা। যেকোনো অলিম্পিয়াডে কেবল ক্লাশের 1ম, 2য় ও 3য় দের নামে রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু আমার মতো যারা আগ্রহী তারা কী করবে??
উত্তর: তাই না-কী? আলাদাভাবে নিজেরা রেজিস্ট্রেশন করা যায় না?

Aranya Sanskrita Prakrity, Birsreastha Noor Mohammad Public College , Dhaka.
প্রশ্ন: Sir , amra Delhi j Bangladesh a medical college er exam ar dental medical college er exam alada alada bhabe hoi. Orthat, puro shorir er jonno jekhan theke doctor hoya jai shekhan theke dater doctor hoya jai na . Eta keno ? Dat ki amader shorir er oti gurutto purno ar special part?
উত্তর: আমি যতদূর জানি মেডিকেলের পরীক্ষার্থীরা সবাই ডেন্টিস্ট হতে চায় না—তাই তাঁদের থেকে নিলে তাদের অনেকে ডেন্টাল কলেজে ভর্তি হয় না। এজন্যে আলাদাভাবে ডেন্টিস্টদের পরীক্ষা নিতে হয়।

Rageeb Shahriar, Chittagong technical staf quarter,Nasirabad,Chittagong
প্রশ্ন: Amar proshno holo apni shobshomoy je shokol science fiction lekhen shegulo eto romantic hoy keno
উত্তর: ভালো প্রশ্ন করেছ। মনে হয় আমার ভেতরে রোমান্স বেশী। পদার্থবিজ্ঞান পড়ার সময়েও তাই ইলেকট্রন প্রোটনের আকর্ষণকে কুলম্ব বল মনে না হয়ে ভালোবাসা মনে হয়!!

Shaikh,Gazipur
প্রশ্ন: স্যার,পশুপাখি কি আমাদের মতো ঘুমিয়ে স্বপ্ন দেখে?
উত্তর: আমি পশুপাখীর এক্সপার্ট নই। কিন্তু কুকুরকে ঘুমের মাঝে মুখের অঙ্গভঙ্গী করতে দেখেছি, সেটা থেকে মনে হয় নিশ্চয়ই স্বপ্ন দেখে।

কাজী বোরহান কবির বরুনকান্দি , নওগাঁ
প্রশ্ন: স্যার , কেমন আছেন ? একটা প্রশ্ন ছিল . . . আপনি যখন গল্প বা উপন্যাস লিখেন , কোন টপিক কি আগে ঠিক করে নিয়ে লিখতে বসেন না তাতখনিক ভেবে লিখতে বসেন।আর একটা গল্প লিখতে কত সময় লাগে।
উত্তর: আগে থেকে ঠিক করে লিখি। গল্পের সাইজের উপর নির্ভর করে, কতো সময় লাগে!

সোনিয়া, শাহজাহানপুর
প্রশ্ন: হয়তো উত্তরের অপেক্ষা করতে করতে আমি একদিন বুড়ো হয়ে যাবো। 🙁
উত্তর: এখনো বুড়ো হয়ে যাওনি? আশার কথা!

প্রশ্ন: স্যার,১. আমি আমার ক্লাসের টপারদের কৌশলে জিজ্ঞেস করেছিলাম তারা গাইড পড়ে কিনা ।তাদের উত্তরটা ছিল এরকম-
“টেক্সট বই পড়ারই টাইম পাই না আর গাইড!!” আমি খুবই কনফিউজড । এদের কথার মানে তারা text book কে ১ম priority দেয় কিন্তূ সময় পেলে ঠিকই গাইড পড়ে ।এটা ভালো না খারাপ?২.আমাদের ক্লাসের টপাররা ডারউইনের এত সুন্দর তত্ত্ব বিশ্‌্বাস করে না ,তারা
কোনোরকম story book পড়ে না টাইম নষ্ট হবে ।তাদের mentality জঙ্গি টাইপ। এর কোনো মানে হয়?
উত্তর: না, এটার কোনো মানে হয় না। এদের নিয়ে দুর্ভাবনা করো না, কারণ এরা পরীক্ষায় বেশী নম্বর পেলেও কখনো সমজ কিংবা দেশের নেতৃত্ব দেবে না!
n.b.আমি প্রথমবার আপনার কাছে লিখছি আমাদের ict book থেকে (যেটা আপনার লিখা) বাংলা টাইপ কর্ শিখে আপনি যদি এটা শুধু পড়েও দেখেন আমার জীবন ধন্্য হয়ে যাবে।
উত্তর: আমারও জীবন ধন্য হয়ে গেল।

প্রশ্ন: Is your laptop (or computer) attacked by the malware “wanna cry”?If not then why are you not answering?Are you there or not?
উত্তর: এইযে চলে এসেছি!

অরিন, রংপুর
প্রশ্ন: ভয় পেলে মানুষের সাহস বেড়ে যায় কেন?
উত্তর: খুব ভালো প্রশ্ন করেছ। আমার মনে হয় এটা বিবর্ত্তন থেকে এসেছে। যখন বিপদ হতো তখন মানুষ ভয় পেতো, কাজেই তখন যাদের সাহস বেড়ে যেতো তারা সেই বিপদ থেকে উদ্ধার পেতো—কাজেই তাদের জিন আমাদের মাঝে আছে, তাই এখনো ভয় পেলে আমাদের সাহস বেড়ে যায়। এটা আমার ধারণা—সত্যি মিথ্যা জানি না।

মাশরাফি মাহবুব মনি,আইন বিভাগ-১ম বর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: আমার ভাই পঞ্চম শ্রেণিতে পড়ছে। যেহেতু আব্বু-আম্মু চাকরির কাজে ব্যস্ত থাকেন এবং আমিও নিজ শহরের(রংপুর) বাইরে থাকি,তাই তাকে তেমন সময় দিতে পারি না। সে দিনের বেলা বাসায় একা থাকে এবং স্কুলের বাইরে একজন টিউটর এর কাছে পড়ে তিন,চারজন একসাথে।স্যার, ও অনেক মেধাবী কিন্তু একাডেমিক পড়াশুনায় মনযোগ কম(আমার স্বভাব)। আমরা চাই, ও কোচিং বা প্রাইভেট না পড়ে নিজেই পড়ুক কিন্তু বাধ্য হয়ে এটি করতে হচ্ছে। ওকে কোচিং বা প্রাইভেট থেকে কীভাবে সরিয়ে আনতে পারি?
স্যার,ওর ক্রিকেটের প্রতি খুউব আগ্রহ,ক্রিকেট বিষয়ক আপডেট ওর নাগালে,মনে প্রাণে ক্রিকেট ভালবাসে।
উত্তর: আসলে আমি নিজের মানুষের ভেতরে কাউকে কখনো প্রাইভেট পড়তে কিংবা কোচিং করতে দেখিনি—তাই ব্যাপারটা কী আমি ভালো করে বুঝতে পারি না। তোমার ছোট ভাইকে প্রাইভেট পড়তে না দিলেই হয়—সরিয়ে আনা মানে কী? এটা তো মাদকাসক্তি নয় যে সরিয়ে আনতে হবে, শুধু একটা সিদ্ধান্তের ব্যাপার! তোমার ছোট ভাই যেহেতু ক্রিকেট ভালোবাসে তাকে সেটাই করতে দাও!

বাবর চৌধুরী , চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
প্রশ্ন: স্যার বইয়ে লিখেছে ইলেকট্রন গতিশীল হলে একই সাথে তড়িত্ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় ও তারা একত্রিত হয়ে তাড়িতচৌম্বক ক্ষেত্রের আবির্ভাব ঘটায়। প্রশ্ন হল- 1.স্থির অবস্থায় চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না কেন? 2.তড়িত্ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র মিলে কিভাবে তাড়িতচৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়? 3. তাড়িতচৌম্বক ক্ষেত্রটাই কি বিদ্যুত্ প্রবাহ ?
উত্তর: একটা চার্জকে স্থির রেখে তুমি তার পাশে গতিশীল হও, তোমার রেফারেন্স ফ্রেমে তুমি চার্জের বিদ্যুৎ ক্ষেত্র দেখবে এবং চৌম্বক ক্ষেত্র দেখবে! স্থির ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র দেখা যায় না কারণ চৌম্বক ক্ষেত্র মানেই হচ্ছে যেটা গতিশীল চার্জের কারণে বল সৃষ্টি করে। না, তাড়িৎচৌম্বক ক্ষেত্রটি বিদ্যুৎ নয়।

Fariba Elephant Road
প্রশ্ন: Sir are there books that you want to read but did not get yet? If there are what are they?
উত্তর: আমি এখন যে বই পড়তে চাই সেটা মোটামুটিভাবে জোগাড় করে ফেলতে পারি। কাগজের বই না পেলেও kindle দিয়ে ইলেকট্রনিক বই পেয়ে যাই। এখন যেটা পাই না সেটা হচ্ছে বই পড়ার সময়!

অহনা, ঢাকা
প্রশ্ন: আপনা কি বুঝতে পারছেন না যে আমাদের সাথে আপনি অবহেলা শুরু করেছেন?? কতদিন হলো কোন উত্তর পাই না। এখন আর প্রশ্ন করে কী লাভ!! আমরা তো এখন প্রতারিত। তবে ছোটদের সাথে এসব করলে আমরা কোথায় শিখবো?? প্রতিদিন অন্তত একটা হলেও উত্ত্র দেন,প্লিজ। মনে হয় আপনি খুব একটা ভাল নেই, তাই নয় কি দাদু? আর জানবই বা কিভাবে আপনি কেমন আছেন, আমার এ প্রশ্ন টিও তো হারিয়ে যাবে অতলে!!!
উত্তর: সরি! সরি!! সরি!!! এখন থেকে উত্তর পাবে। এই দেখো সাত মাস হয়েছে তবুও তোমার প্রশ্নটা হারিয়ে যায়নি!

Pranto, Sylhet
প্রশ্ন: আপনি কি এলিয়েনে বিশ্বাসী? আদৌ কি এলিয়েন বলতে কিছু আছে? ব্যাথা করবেন।
উত্তর: এটা তো বিশ্বাসের ব্যাপার না। যে জিনিষটি আছে, আমি অবিশ্বাস করলেই সেটি নাই হয়ে যাবে না। আবার যেটি নেই আমি বিশ্বাস করলেই সেটি সত্যি হয়ে যাবে না। মোটামুটিভাবে বলা যায়, ইউনিভার্সের অসংখ্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সিতে অন্য কোনো মহাজাগতিক প্রাণী থাকার সম্ভাবনা অনেক বেশী!

Pranto, Sylhet
প্রশ্ন: 4ab সংখ্যাটি (a+b)^2 দিয়ে নিশেষে বিভাজ্য হলে a=b কিভাবে??
উত্তর: নিঃশেষে বিভাজ্য হলে লিখতে পারি:
4ab= a2+2ab+b2
অর্থ্যাৎ a2-2ab+b2=0
কাজেই (a-b)^2 =0
কাজেই a=b

প্রশ্ন: স্যার,আপনি দেখেছেন ইউটিউবে আপনাকে নিয়ে কিসব ফালতু আপলোড করছে?এসব মাকড়সার ডিম কিছু পারে না ভাবে একটা ভিডিও দিয়েই সব হয়ে যাবে ।ওরা জানে না আপনি এমন একজন মানুষ যে কখনো ভুল হতে পারে না ।কিন্তু আপনার এদের বিরুদ্ধে কিছু করা উচিত ।আমি তো একটা দেখতেও পারিনি ।অর্ধেক দেখেই মাথা গরম হয়ে গেছে ।এরা একবার আমার সামনে আসলে একহাত দেখে নিতাম।নর্দমার কীট কোথাকার!
উত্তর: না দেখি নাই! তুমি দেখে যদি আনন্দ না পাও কেন শুধু শুধু দেখে মেজাজ খারাপ কর?

প্রশ্ন: স্যার, আপনি কি দেখেছেন একটা কোচিং সেন্টার আজকাল সবাইকে বিজ্ঞানে attract করার জন্য বাজারে একটা science kit ছেড়েছে। তাদের মটো টিনএজারদের ‘অন্যরকম’স্বপ্ন দেখানো।তারা নেটে science এর নানা বিষয় নিয়ে ভিডিও আপলোড করে।এসবই ঠিক ছিল but তারা 8 to 10 class ,even versity তে ভর্তির জন্য coaching class provide করে ।দেশের কোচিং সেন্টারের যদি এরকম কাজ করেও science এর কথা বলে তাহলে কি বিজ্ঞানের অপমান হয না?যদি তাদের এতই ভালো mentality থাকে তাহলে তারা কোচিং সেন্টার কেন খুলল?can you please answer that?do not you think that it is a serious matter?
উত্তর: কোচিং সেন্টার যত মহৎ কাজই করুক আমি তাদের এতোটুকু বিশ্বাস করি না! যদি সত্যি মহৎ উদ্দেশ্য থাকতো তাহলে টাকা কামাই না করে ভলান্টিয়ার কাজ করতো।

আব্বাস ইব্রাহীম, ঢাকা
প্রশ্ন: স্যার,ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ কি এবং কিভাবে তৈরি করা হয় এবং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ও ওয়েভের মধ্যে কি পার্থক্য এবং শুধু ম্যাগনেটিক ওয়েভ তৈরি করা সম্ভব কি না
উত্তর: একটা চার্জকে উপর-নিচ করলেই ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ তৈরী হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলোর গতিতে যায়। একটা চার্জ আর একটা ম্যাগনেট রেখে দিলে আশেপাশে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরী হবে। না, শুধু ম্যাগনেটিক ওয়েভ তৈরী সম্ভব না।

প্রশ্ন: আপনি সায়েরা সায়েন্টিসতে ভুল করছেন জানতাম কিন্তু আপনি কি জানেন আপনি মূর্তিতেও ভুল করেছেন?সেখানে ভুল হয়েছে শাওনের চিঠিতে।ওখানে শাওন সম্বোধন করেছে ইকবাল চাচা নামে।কিন্তু গল্পটাতো আজিজ তরফদারের।শাওন তো আপনাকে চেনে না ।সে চিঠি লিখবে তরফদার চাচাকে।
উত্তর: তুমি ঠিকই বলেছ। পরের সংস্করণে এগুলো ঠিক করতে হবে।

Muin
প্রশ্ন: Hello Mr. Zafar Iqbal,
My name is Muin and I review books on my YouTube channel. My channel is decently sized at 0 subscribers and it has over 0.1 million video views. I like to collaborate with you. I decided to reach out to you because I feel that my audience would love to learn more about you
Can you send me some review samples of some of your books?
You can contact me on facebook: www.facebook.com/reviewschool
Please let me know what you think and I look forward to working with you
Regards,
উত্তর: থ্যাংকু। আমি ফেসবুকে নেই। তাছাড়া আমার বইয়ের কোনো রিভিউ তো আমি বাঁচিয়ে রাখি না—কোত্থেকে দেব?

ঈশিকা,মৌলভীবাজার
প্রশ্ন: সমস্যাটা মনে হয় কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলেই ভালো হতো। কিন্তু আরো বড় সমস্যা ওদেরকে কিছু বললেই ঔষধ খেতে হয়।স্যার,আমার সন্ধ্যার সময় এতটুকু পড়তে ইচ্ছে করে না,রাতে তো নয়ই।কোনোদিন কোনো কারণে জেদ চাপলে কিছুটা পড়তে ইচ্ছে করে,কিন্তু যেই স্পিরিট নিয়ে বসি কিছুক্ষণ পরেই তা চলে যায়।দুপুরবেলা ঘুমোলেও একই অবস্থা।৮-৯ টার দিকেই ঘুম ধরে যায় পড়তে বসলেই।কিন্তু মনে হয় একটা পজিটিভ দিক আছে,ভোর ৪-৫ টায় উঠতে পারি আর তখন পড়তে খারাপ লাগে না,ভালোই লাগে।যা পড়া তখনই।৮-৯ টা পর্যন্ত পারি।কিন্তু রাতেও তো পড়তে হয় সবাইকে।তাছাড়া বাসায় কেউ আসলে আমাকে দেখে পড়ার সময় ঘুমাচ্ছি।স্যার, এই সময়টায় পড়া শুরু করার পর বেশিক্ষণ পড়ার ইচ্ছে ধরে রাখা কি কিছুতেই সম্ভব নয়?
উত্তর: আমার সমস্যা ঠিক তোমার উল্টো—তুমি কীভাবে ভোর ৪-৫ টার দিকে উঠো আমাকে শিখিয়ে দাও, আমিও রাত জাগার টেকনিক তোমাকে শিখিয়ে দেব।

প্রশ্ন: tumi onekdin dhore kono lekha dao na keno? amra osthir hoye jachchi
উত্তর: এইতো দিলাম।

Sarika. Shahi Eidgah T B gate Sylhet.
প্রশ্ন: Sir, July er ekush tarikh amar birthday. Ei din ami jodi SUST e ashi tahole ki apnar sathe dekha kora jabe. jodi jay tahole kokhon ashbo? Amar apnar sathe dekha korar khub khub khub sokh.
উত্তর: জুলাইয়ের ২১ তারিখ অনেকদিন আগে পার হয়ে গেছে—অনেক বাসী একটা শুভ জন্মদিন!

মাজেদুর রহমান, একাদশ শ্রেণি, মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ, টাংগাইল।
প্রশ্ন: ০^০=?
উত্তর: 0^0=1 ধরে নিলে গণিতের সুবিধা হয়!

Bushra,Rajshahi Collage.
প্রশ্ন: Apnake onekei nastik bole.Kintu cano?Apnake nastik bolle amar onek koshto hoi.
উত্তর: যারা বলে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও কেন বলে! (আগে জিজ্ঞেস করো মানসিকভাবে তারা হালকা রাজাকার টাইপের কী না!)

প্রশ্ন: আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না কারণ –
১.প্রশ্ন পাচ্ছেন না ২.সময় পাচ্ছেন না ৩.ল্যাপটপ পাচ্ছেন না
উত্তর: এখন তো দিচ্ছি! (আগে ২ নম্বরটা সঠিক উত্তর ছিল।)

প্রশ্ন: গান শুনলে ভালো লাগে কেন?
উত্তর: আমি সঠিক উত্তরটা জানি না, কিন্তু এরা হয়তো জানে।

নাফি ইসলাম,সদর,ময়মনসিংহ
প্রশ্ন: স্যার,হূমায়ূন আহমেদের ‘আমার ছেলেবেলা’ বইয়ে তিনি লিখেছেন আপনাদের বাবা শহিদ হয়েছেন।কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকি বাংলাদেশ প্রতিদিনে এক কলামে লিখেছেন আপনাদের বাবাকে শহিদ বলতে তার আপত্তি আছে।আসলে মূল ঘটনাটা কি? বিঃদ্রঃ ১১ ই জুলাই ২০১৭ এর বাংলাদেশ প্রতিদিনের তার লেখা কলাম পড়লেই আপনি বুঝতে পারবেন।


উত্তর: বঙ্গবীর কাদের সিদ্দিকি কী লিখেছেন আমি দেখিনি, দেখতেও চাইছি না। বাবার নামে একটা স্ট্যাম্প বের হয়ছিল সেখানে কী লেখা? (আমার বাবার জায়গা আমাদের হৃদয়ের মাঝে, বাবা সেখানেই থাকুক? তাকে নিয়ে টানাটানি না করি?)

প্রশ্ন: স্যার,আপনারা এখন নন-লিনিয়ার অপটিক্স নিয়ে গবেষণা করছেন পড়লাম।কী ধরনের গবেষণা তা সংক্ষেপে যদি একটু বলতেন খুশি হতাম।জিনিসটা কী তা বুঝলাম কিন্তু এর উপর যে গবেষণা করা হচ্ছে তার বিষয়বস্তুটা কী?
উত্তর: গবেষণাটা করছে প্রফেসর ইয়াসমীন হক, আমি না! আলোর তীব্রতা যদি অনেক বেড়ে যায় (যেমন: লেজার) তাহলে তাদের ব্যবহার সাধারণ আলোর মত হয় না—অর্থাৎ প্রতিফলন প্রতিসরণ এই ব্যাপারগুলো অন্যরকম হয়ে যায় । আলোর এই ভিন্ন ব্যবহার হচ্ছে Non Linear Optics.

প্রশ্ন: স্যার, আপনার কোনো ডাকনাম ছলি না বুঝলাম কিন্তু হুমায়ুন স্যারের কোনো ডাকনাম ছিল না এরকম হত পার না । আমার মনে হয় ওনাকে হিমু বলে ডাকা হতো।আর এর জন্যই তার বিখ্যাত চরিত্রের নাম হিমু হয়েছে।ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম বলে দুৱখিত,মাফ করবে
উত্তর: হুমায়ূন আহমেদের একটি নয় দুটি ডাক নাম ছিল। একটি কাজল অন্যটি বাচ্চু্। (না, হিমু মোটেও তার ডাক নাম ছিল না।)

Sajida Rahman Nisha. Class 9 Badda Alatunnesa school Dkaga-1212
প্রশ্ন: Sir,Ami apnar onek boro fan.Ekhon ami apnar boi chara r karo boi pori na.Ami apnar sathe dekha korte chai.Amar lekhatar answer diben please.Ami wait korsi.
উত্তর: সর্বনাশ! তুমি যদি আমার লেখা ছাড়া আর কারো লেখা না পড় তাহলে আর বড় হবে না! সারাজীবন ছোট থেকে যাবে! আমি সিলেটে থাকি, সিলেটে এলেই আমার সাথে দেখা হবে!

প্রশ্ন: স্যার, আপনার নতুন কিশোর উপন্যাস কখন বের হচ্ছে? এবং বইমেলা ২০১৮ তে আপনার কয়টি বই প্রকাশ পাবে? আমি অসম্ভভ আগ্রহে আপনার নতুন বইয়ের জন্য অপেক্ষা করছি, স্যার। আমি আপনার সবচেয়ে বড় ভক্তদের মধ্যে একজন। প্রতিদিন আপনার কিছু বই বারবার খুঁটিয়ে খুটিয়ে পড়া অভ্যাস হয়ে গিয়েছে। তবে বেশকদিন আপনার নতুন বইয়ের সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত আপনার কাছেই কথাটা জিজ্ঞেস করলাম। 🙂
উত্তর: বই মেলার জন্যে লেখার চেষ্টা করছি। বই মেলার সময় বের হবে।

মোঃ আশরাফুল ইসলাম ইস্ট কাজিপারা, মিরপুর, ঢাকা
প্রশ্ন: প্রিয় দাদু, আমি একটি সমস্যায় পরেছি । আমি ক্লাস এইট এ পড়ি । আমার এ বছর জে এস সি পরিক্ষা । আমাকে সায়েন্স সাবজেক্ট নিতে হলে গোল্ডেন এ+ পেতে হবে। আমাকে বাবা মা বলেছে, এ+ না পেলে কিছুতেই হবে না । আমার জীবন নষ্ট হয়ে যাবে । এখন আপনিই বলুন , সকলের কি গোল্ডেন এ+ পাওয়া সম্ভব । মুখস্ত করা সম্ভব । এ কেমন নিয়ম। সায়েন্স সাবজেক্ট সিলেক্ট করবে সামাজিক বিজ্ঞান, বাংলা এই ধরনের সাবজেক্ট এ এ+ এর মাধ্যমে । শিক্ষকরা প্রিষ্ঠা গুনে গুনে নম্বর দেয় । এই অবস্থায় আমি এ+ পাই আর নাই পাই , নিশ্চয় এমন কেউ থাকবেই যে এ+ পাবে না । তাদের কথা চিন্তা করুন । এটা কি ধরা বাধা নিয়ম যে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী এ+ পেয়ে মুক্তি পাবে, আর বাকিরা বাবা মাএর অত্যাচারে ভুগবে ।
উত্তর: তুমি যে সমস্যার কথা বলছ সেটা তোমাত একার সমস্যা না। আমাদের পুরো দেশের সমস্যা। আমি সব সময় এটা নিয়ে ভাবি। আমাদের দেশের বাবা মায়েরা এরকম হয়ে গেল কেমন করে? নিজের সন্তানকে কেউ এরকম কষ্ট দিতে পারে?

মো: আশরাফুল ইসলাম আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
প্রশ্ন: বরফ পানির থেকে হাল্কা নাকি ঘন?
সবাই বলে বরফ পানির থেকে হাল্কা । কারন এটি পানিতে ভাসে ,কিন্তু আমি স্পষ্ট দেখতে পাই আমার হাত পানির ভিতর প্রবেশ করে, বরফের ভিতর করে না। এছাড়াও আলোর প্রতিসরণ স্যার ক্লাসে বলেছিলো বরফ পানির থেকে গণ মাধ্যম তাই এল পানি থেকে বরফে যাওয়ার সময় রিফ্রাকশন অ্যাঙ্গেল কমে যাবে। ইটা কেন হয়?
উত্তর: বরফ পানি থেকে হালকা। প্রতিসরণের ঘন মাধ্যম আর ভরের ঘন মাধ্যম এক বিষয় নয়।

Mahima Rahman. Mirpur,Dhaka.
প্রশ্ন: may can you explain, why we sneeze in the bright light?
উত্তর: এরা আমার থেকে ভালো জানে। (আমি এটা প্রথম লক্ষ্য করেছি আমার ছেলেকে দেখে, যখন ছোট ছিল ঘর থেকে বের হয়ে রোদে গেলেই “হ্যাচ্চু!”)

প্রশ্ন: স্যার, কল্পনাই যদি জ্ঞানের চেয়ে ভালো হয় তবে জ্ঞানলাভের কি দরকার ?
উত্তর: হা হা হা! ভালো প্রশ্ন করেছ। এবারে আমি পাল্টা একটা প্রশ্ন করি? বেঁচে থাকে জন্যে বাতাস পানি থেকে বেশী গুরুত্বপূর্ণ। তাহলে পানি না খেলে কী হয়?

প্রশ্ন: ar koto opekkha korbo?
উত্তর: শেষ! আর অপেক্ষো করতে হবে না।

প্রশ্ন: আসসালামু আলাইকুম।জানি পড়বেন না তবুও একটাই পথ আছে আপনাকে ঈদ মোবারক বলার-mzi.rocks । ঈদ মোবারক আপনাকে আর আপনার পরিবারকে । এবার মানে ২০১৭ সালের কুরবানির ঈদ আপনি কোথায করছেন ?ঢাকায না সিলেটে?
উত্তর: কেন ধরে নিলে পড়ব না? এইতো পড়ছি। ঢাকায়।

প্রশ্ন: স’তে সেন্টু তে আপনি বলেছেন যে কিছু চরিত্র আপনি আসলে দেখেছেন।সেগুলো কোন চরিত্র আর আসলে তারা কে -এটা জানার আমার বহু দিনের ইচ্ছা ।আপনার যদি কোনও সমস্যা না থাকে তাহলে কি এরা কে প্লিজ বলুন।but it’s totally up to u.


উত্তর: যেমন সাবরিনা সুলতানার কথা। সে অসাধারণ একটি মেয়ে।

প্রশ্ন: স্যার, আমি চট্টগ্রামে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্সে পড়ছি,আপনার ক্লাস করার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে উঠেনি, আমি কি ১ দিন শাহ জালাল বিশ্ববিদ্যালয়ে এসে আপনার অন্তত ১ টা ক্লাস করতে পারি ? শিপন সরকার বাপ্পি চট্টগ্রাম
উত্তর: কোনো সমস্যা নেই, চলে এসো কোনো একটা ক্লাশে। (আমি ক্লাশে কিন্তু সব সময় প্রশ্ন করি—উত্তর দিতে না পারলে খবর হয়ে যায়—সেটা জানো তো?)

প্রশ্ন: সারা, দশম শ্রেণী, ঢাকা। স্যার, আমাদের জন্য অনেক সময় নিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক বড় করে মুক্তিযুদ্ধের উপরে একটা উপন্যাস লিখেন না প্লিজ!
উত্তর: চেষ্টা করব। আমারও খুব ইচ্ছা। গ্রামের নাম কাঁকনডুবি সেরকম একটা চেষ্টা ছিল। তুমি কি বইটা পড়েছ?

প্রশ্ন: ভাইয়ের বউ ইংরেজী কি হবে
উত্তর: Wife of brother দিয়ে কাজ চলছে না?

প্রশ্ন: স্যার, আপনি কি মাঝখানে ভুলে গিয়েছিলেন যে,আমর যেন ফেসবুকে বেশি না থাকি তাই আপনি একটা ওয়েবসাইট খুলেছেন! ওয়াহিদা বিনতে রোকন,নওগাঁ
উত্তর: একবারও ভুলিনি, সেজন্যে আমার সবচেয়ে বেশী খারাপ লেগেছে।

এস.এম নাসিফ, ৯ম শ্রেণি, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রশ্ন: স্যার, আপনার কাছে একটা পরামর্শ পেতে চাই। সেটা এই যে গণিত আমার প্রিয় বিষয় এবং গণিত বুঝতে কোনো সমস্যা হয় না। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে, গণিত করার সময় আমার মন ফিকশন এর জগতে ভ্রমণ শুরু করে। যার ফলে ঠিক মতো অর্থাৎ পূর্ণ Concentration নিয়ে আর অংক করতে পারি না। এই সমস্যা সমাধানের উপায় যদি বলেন তাহলে গণিতকে আরো মন থেকে নিতে পারব।
উত্তর: না, আমার কাছে এর কোনো ওষুধ, ট্যাবলেট, তাবিজ বা টোটকা নেই। তোমার নিজেকেই যখন মনোযোগ দেওয়ার কথা তখন মনোযোগ দেওয়া শিখতে হবে।

Sabiha Mourin Dipty Govt.S.C.Girls High School Sunamgonj
প্রশ্ন: Assalamualaikum sir ami govt. S.C. girls high school er student. Aj apnar shate dekha kore nijeke dhonno mone korchi. Sir onek kicu bolar chilo apnak but bola holo na. Sir amr life er problem gular modde ekta holo amr boi pora full nished. Ekdin bikel bela amr ekta friend er kach theke tituni abong tituni boi ta porte giye ammur onek boka shunte hoyeche. Ammu bolechen ekhon eishob boi porbo na. Kintu er por o ami lukiye lukiye boi pori r jokhon pori tokhon mone hoy jaan ta hate niye porchi jodi dhora kheye jai.. tai sir ami ekhon ki korbo..??
উত্তর: কেউ যদি আমাকে বলে, আমার মা আমাকে খেতে দিচ্ছে না, আমি কী করব? আমি তাহলে বলব অবশ্যই লুকিয়ে লুকিয়ে খাও, চুরি করে হলেও খাও, না হলে মরে যাবে। বই পড়া আমার কাছে খাওয়ার মতো। কোনো মা যদি তার সন্তানকে বই পড়তে না দেয় আমি তাহলে তাকে বলি, লুকিয়ে লুকিয়ে পড়, চুরি করে পড়। তাই বলছি এই ব্যাপারে মায়ের অবাধ্য হতে কোনো দোষ নেই।

Arpita Islam Ria (Govt. S. C. Girls High School, Sunamgonj.)
প্রশ্ন: ‘আমি তপু’ গল্পটির পেছনে আপনার কি কোন বিশেষ স্মৃতি আছে?
উত্তর: আমেরিকান একজন মানুষের শৈশবের কাহিনী পড়ে এই চরিত্রটির কথা আমার মাথায় এসেছিল। বইটি লেখার পর একজন আমাকে বলেছে তার জীবনটি হুবহু তপুর মতো। তখন কষ্ট লেগেছে।

প্রশ্ন: Sir Ami sunamgonj theke bolce.Apni goto 21 tarik amader school e giecelen.Apni amaderk apnar web site Ter Kota bolecelen.tai aj Ami apnar web site tai dukeci.khob Valo legece apnar web site ta.akon Amar prosno holo oneke bole Kom kele besi din bace.kota ta ke sottee????
উত্তর: আমি এব্যাপারে বিশেষজ্ঞ নই, কিন্তু BBCতে এর উপর একটা প্রতিবদন দেখেছিলাম যেখানে লেখা ছিল কম খেলে না-কী বেশিদিন বাঁচে!!

নুসরাত জাহান নওশীন, সুনামগঞ্জ ।
প্রশ্ন: গণিতকে কেন বিজ্ঞানের রাণী বলা হয়?
উত্তর: মনে হয় রাজার শুধু ক্ষমতা থাকে, রাণীর শুধু ক্ষমতা নয় সৌন্দর্যও থাকে—সেজন্যে।

মুবতাসিম রাহি।
প্রশ্ন: স্যার, প্রথমেই sorry আমি গুছিয়ে কথা বলতে পারি না। কয়েকদিন আগে পেপারে দেখলাম যে সরকার কোচিং- প্রাইভেট বন্ধ করে দিচ্ছে। আপনার কি মনে হয় এটা করা ঠিক হবে ? কোচিং-প্রাইভেট বন্ধ করলে সাথে সাথে সবার মেধা বিকাশ শুরু হবে? শুধু স্কুল-কলেজে পড়ার মতো অবকাঠামো কি আমাদের আছে? জানি কোচিং-প্রাইভেট না পরে নিজে পরা ভালো তবুও…… তারচেয়ে আপনাকে একটা কাহিনি বলি। আমি জিলা স্কুলে পড়তাম। সিক্স থেকে প্রাইভেট যাওয়া শুরু করি। প্রথমে যেতে চাইতাম না। বন্ধুদের দেখে যেতাম। যখন সেভেন-এইটে উঠলাম, খবর আসলো সরকার নাকি কোচিং বন্ধ করে দিচ্ছে। তখন স্যাররা স্কুলে এক্সট্রা ক্লাস শুরু করল। ৮ম,৯ম,১০ম আমি এক্সট্রা ক্লাস করছি কিন্তু কোচিং আর এক্সট্রা ক্লাস এর মধ্যে কোন পার্থক্য পাইনি। এখন সরকারি কলেজে ১১ম শ্রেণিতে পড়ি। এখনকার অবস্থা আরো খারাপ। এখন বন্ধুদের দেখে প্রাইভেটে যাই না, নিজের দরকার তাই যাই। আগে শুধু একটা প্রাইভেট পড়তাম ,এখন physics, chemistry,math,biology চার টা পরতে হচ্ছে। এর কারন আছে। সব কলেজ তো আর নটর ডেম না। স্কুলে যেই সাইজ এর রুমে ৫০-৬০ জন ক্লাস করতাম, কলেজে সেই সাইজএর রুমে ১৫০ জন ক্লাস করতে হয়। প্রতি subject এ আমাদের ৭-৮ জনের বেশি স্যার আছে। একজন একদিন ক্লাস নিলে ১-২ সপ্তাহ পরে ক্লাস নেন। তত দিনে আগের ক্লাস এ কি পড়িয়েছিলেন টা ভুলে যাই। হাতে গোনা কয়েকজন ছাড়া কেই ক্লাস নিতে পারেন না। আমাদের একজন math স্যার বোর্ডে problem দিয়ে সল্ভ করতে বলেন, আর আবল-তাবোল কথা বলতে থাকেন। problem টা সল্ভ করে দেখাইলেও দেখে না। ইনারা যে কিভাবে BCS ক্যাডার হয়েছেন কে জানে। প্রাইভেট পড়লে আমরা ৩০-৪০ জন হইলেও ভালো ভাবে শিখতে পারি। কলেজে ১৫০ জনের ভিড়ে স্যারদের কোন কথা শুনা যায় না। যার কাছে physics প্রাইভেট পড়ি তিনি একটা chapter শেষ করলে আমাদের পরীক্ষা নেন । একটা question দিয়ে বলেন তোমরা বই-খাতা, internet ঘাটো, নিজেদের মধ্যে আলোচনা করে পরীক্ষা দেও, ৩-৪ ঘণ্টা টাইম দিলাম। এইরকম পরীক্ষার মাধ্যমে কলেজে শিখা যায় না। প্রাইভেট পড়লে যেই স্যার এর কাছে আমি ভালো বুঝি তার কাছে পড়তে পারি। তাছাড়া এখন বুয়েট বা অন্য university তে admission test দেবার জন্য HSC তে ভালো নাম্বার লাগে। তারা এটা দেখে না যে আমি কি শিখলাম, তারা দেখতে চায় পরিক্ষায় আমি কত পাই। আর বাবা-মা মানুষজনও এটা দেখে না যে আমি কেমন ছাত্র । তারা দেখে আমি কোন university তে চাঞ্চ পাচ্ছি। যাই হোক স্যার অবকাঠামো ছাড়া এই অবস্থায় কোচিং-প্রাইভেট বন্ধ করা কি সরকারের ঠিক হবে? আর বন্ধ করলেও , যাদের বাবার টাকা বেশি তারা বাড়িতে স্যারকে ডেকে এনে পড়বে। সমস্যা হবে আমাদের মতো গরিবদের। ওই ক্লাসে ১৫০ জনের মধ্যে চাপাচাপি করে বসে কয়েকটা ফালতু স্যার এর ক্লাস করতে হবে।
উত্তর: তুমি যথেষ্ট গুছিয়ে বলেছ, তোমার যুক্তিতে কোনো ভুল নেই, কিন্তু যুক্তিগুলা দাড়া করিয়েছ একটা ভুল কাঠামোতে। তোমাকে সেটা দেখিয়ে দেই:
ছোট শিশুকে স্কুলে না গিয়ে পথেঘাটে কাজ করতে দেখেছ? তারা কাজ করে পরিবারের ভরণ পোষণ করে। কাজেই আমরা কী বলব শিশু শ্রম খুবই প্রয়োজনীয় ব্যাপার? এটাকে চলতে দেওয়া উচিৎ? তা না হলে পরিবারটির কষ্ট হবে? আসলে সেটা সত্যি নয়, অবশ্যই শিশু শ্রম বেআইনী করে দিয়ে তারপর আমাদের কাজে লাগতে হবে। এখানেও তাই, প্রাইভেট আর কোচিং বন্ধ করে তারপর অন্য সমস্যার সমাধান করতে হবে (যদি আসলে সমস্যা থাকে)। আমি জানি, টাকা কামাই করার জন্যে আমাদের ছেলেমেয়েগুলোর আত্মবিশ্বাস নষ্ট করে এই ব্যাবসা শুরু হয়েছে।
(আমি খুব ফাঁকিবাজ ছাত্র ছিলাম, ক্লাশে যেতামই না, পাবলিক লাইব্রেরীতে বসে বসে দিনরাত গল্প বই পড়তাম। পাঠ্য বিষয়গুলো বই দেখে নিজে নিজে পড়েছি—তোমাদের প্রাইভেট আর কোচিংয়ে দৌড়াতে হয় কেন? কখনো নিজে পড়ার চেষ্টা করে দেখেছ? একবার চেষ্টা করে দেখো দেখি।)
আরো একটা বিষয় তোমাকে বলি: যে স্যারেরা ক্লাশে পড়ান তোমার দৃষ্টিতে তারা হচ্ছে “ফালতু” স্যার! আর যারা টাকা কামাই করার জন্যে পড়ান তারা ভালো স্যার? তোমার সমস্যাটা মনে হয় অন্য কোথাও! (আমার ক্লাশেও প্রায় ১২০ জন ছাত্র চাপাচাপি করে বসে)

Tahmina Rahman. Chittagong
প্রশ্ন: How are you sir? you are my idol. pray for me.
উত্তর: হায়, হায়, আমার চাইতে ভালো কাউকে পেলে না? এখন আমাকে কী করতে হবে?

PAYEL SAHA
প্রশ্ন: Apni kisor alo ta golpo dn na kno dadu
উত্তর: কিশোর আলোতে যেন লিখতে না হয় সেজন্যেই তো এই ওয়েবসাইটটা তৈরী করেছি!

রাহী, দিনাজপুর
প্রশ্ন: English olympiad, Islamik olympiad, রেটিনা কোচিং সেন্টার এর medical olympiad……এইসব আজগুবি প্রতিযোগিতার নামের শেষে ‘olympiad’ জুড়ে দেওয়া হচ্ছে। এদের বিরুদ্ধে কিছু করা যায় না ??
উত্তর: খুবই ভয়ে ভয়ে আছি কখন দেখব “জঙ্গি অলিম্পিয়াড” শুরু হয়ে গেছে! যেখানেই ব্যবসা করা যায় সেখানেই কোচিং সেন্টার থাকে! তোমরা দুরে থাকলেই এরা বন্ধ হয়ে যাবে।

asha,,dhaka
প্রশ্ন: 7 mash por fere ashar jonno onek ”’thank you”’
উত্তর: এতোদিন আমারও নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল, এখন অনেক হালকা লাগছে।

Noushin Sharmele Mithila Uttara,Dhaka
প্রশ্ন: Assalamu Alaikum. Sir, ami arts group niye poralekha korchi.e karone amk kichu shomossar mukhomukhi hote hoy.jokhon keo amk jiggesh kore ‘tmi kon group e poro’…ami arts er kotha bolle tacchiller vongite takay.amr tokhon mone hoy arts niye pora khub oporadh.amr kharap lage khub. Sir arts niye pora ki valona? Ami ekhon ki korbo??
উত্তর: কে বলেছে আর্টস নিয়ে পড়া ভালো না? পৃথিবীতে এতো ভিন্ন ভিন্ন বিষয় তৈরী হয়েছে কেন? সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং পড়লেও সবাইকে বাধ্যতামূলক ভাবে যে আর্টসের বিষয় পড়তে হয়, সেটা কি তুমি জান? কে কী বলছে সেটা নিয়ে মাথা ঘামিও না, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়! জেনে রাখো আর্টস পড়ো শুনে যারা তাচ্ছিল্যের ভঙ্গীতে তাকায় তাদের বড় সমস্যা আছে!

 

সাজিয়া,শরীয়তপুর।
প্রশ্ন: স্যার “তিতির পাখির ঝলসানো রোস্ট,যবের রুটি আর আঙুরের রস” এর ইতিহাসটা জানতে চাই! এইসব খাবার কী আপনি খেয়েছেন? নাকি কল্পনা?
উত্তর: না খাই নাই, কোথায় পাব? এর কোনো ইতিহাসও নাই—আমি যদি বলতাম শুটকি মাছের ভর্ত্তা, ভাত আর ডাল তাহলে কী আর তুমি ইতিহাস জানতে চাইতে?

প্রিন্স আব্রাহাম
প্রশ্ন: আপনি কি ছেলেবেলায় অনেক পড়ালেখা করতেন,?????
উত্তর: উহুঁ! শুধু গল্পবই পড়তাম।

প্রশ্ন: পানির সংকেত H2O.মানে পানিতে oxygen আছে। তাহলে পানিতে পরলে অনেকক্ষন পর oxygen এর অভাবে মানুষ মারা জায় কেন??? sir answer দিলে খুশি হব।
উত্তর: পানির অক্সিজেন পানির অণুর অংশ, তুমি নিঃশ্বাস নেবার জন্যে সেটা কেমন করে পাবে?

প্রশ্ন: স্যার, সালাম নেবেন। আমি ৯ম শ্রেণীতে পড়ি। আমার মনে খুব কষ্ট। কাউকে share করতে পারছি না। তাই ভাবলাম আপনাকে বলি। আপনি হয়ত এর কোনো সমাধান দেবেন। আমার গান গাইতে খুবই ভালো লাগে।এবং আমি গান গাই ও। ছোটোবেলায় বাবা মার শখেই গান শিখেছিলাম। কিন্তু ৭ম শ্রেণির পর থেকে আর শেখা হয় নি। অনেকদিন পর আবার ঢাকায় ফিরে এসেছি ভলো পড়াশোনারর জন্য। আমার খুবই শখ গিটার শেখার। আমি স্বপ্ন দেখি বড় একজন singer হব। কিন্ত আমি জানি তা কখনো সম্ভব না। আমি আমার বাবা মা কে অনেক বলেছি আমার আর কোনো শখ নেই। খালি আমাকে গিটার শেখাও। কিন্ত তারা বলে শুধু শুধু গিটার শেখে সময় নষ্ট করার কি দরকার। আমি একমাত্র সন্তান হয়ার পরেও তারা আমার এই একমাত্র শখ টা পুরন করে নি। … … … সারাদিন পড়তে পড়তে জীবন টা একঘেয়ে লাগে। সারাদিন খালি পড়া আর পড়া। অন্যকিছু করলেই তা নাকি সময় নষ্ট। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে।ঢাকায় এতো সুযোগ থাকার পর ও কিছু করতে পারছি না। কিছুই আর ভালো লাগে না। আপনি তো মানুষকে স্বপ্ন দেখান। আশা করি আমাকে কোনো সমাধান দেবেন। আপনার মুল্যবান সময় দাওয়ার জন্য ধন্যবাদ।
উত্তর: আমি শুনে খুব কষ্ট পেলাম যে শুধুমাত্র পাঠ্যবই পড়ে পড়ে তোমাকে সময় কাটাতে হয়। তোমার বাবা মা’কে বোঝাও যেন তোমাকে লেখাপড়ার বাইরে অন্য কিছু করতে দেন। এটা খুব দরকার। পড়ালেখা থেকেও এটা বেশি দরকার।
তুমি আশা ছেড়ে দিও না, এখন যদি কিছু করতে নাও পারো এক সময় তুমি বড় হবে, স্বাধীন হবে তখন যা ইচ্ছা তাই করতে পারবে। স্বপ্নটাকে বাঁচিয়ে রেখো, দোয়া করি তুমি সত্যি যেন একদিন বড় গায়ক হও।

প্রশ্ন: sir,apni ki RASHA. book ar 2nd version bar korbaan.pls
উত্তর: মনে হয় না! বইটি তো শেষ, সেকেন্ড ভার্সানে কী লিখব?

Rageeb Shahriar,Nasirabad,Chittagong
প্রশ্ন: BABA HISHABE APNI NIJEKE 10 A KOTO DIBEN?
উত্তর: এটা আমাকে জিজ্ঞেস করে লাভ কী? আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করে দেখো! ( তারা অবশ্যি পাশ মার্ক দেবে কিনা সন্দেহ!)

nakiba rahman , dhaka
প্রশ্ন: Hello, sir. Amar elder sister sust theke poralekha koreche.. ami okke anek bolechi apnar ekta autograph niye ashte. she ane ni.. kinto ami ekdin nije boro hoye apnar autograph ante jabo. autograph kinto ditei hobe.. will be waiting to meet you soon!!!
উত্তর: তোমার বড় বোনকে বল যে আমি বলেছি সে যেন আমার সাথে দেখা করে অটোগ্রাফ নিয়ে যায়। আর তুমি অবশ্যই এসে আমার সাথে দেখা করতে পারবে। আমিও তো্মার জন্য অপেক্ষা করে থাকব।

সারা,দশম শ্রেণি, ঢাকা।
প্রশ্ন: স্যার, আপনি আমাদের জন্য ভেক্টর রাশির নিয়ে একটা বই লিখবেন? প্লিজ প্লিজ প্লিজ!
উত্তর: এতো কিছু থাকতে ভেক্টর রাশি? বলো বিগ ব্যাং, ব্ল্যাক হোল, টাইম ট্র্যাভেল …

সাগর, আমতলী
প্রশ্ন: যদি ক ও খ দুটি কাঠামো হয় এবং ক এর সাপেক্ষে খ গতিশীল হয়, তবে ধরা যেতে পারে খ এর সাপেক্ষেও ক বিপরীত দিকে একই বেগে গতিশীল ( যেহেতু তৃতীয় কোন কাঠামো নেই)। তবে কাল দীর্ঘায়নের ঘটনাটি কোন কাঠামোতে ঘটবে? অর্থাৎ কোন কাঠামোর ঘড়ি ধীরে চলবে?
উত্তর: কাল দীর্ঘায়ন ঘটবে ক-এর সাপেক্ষে খ-তে এবং খ-এর সাপেক্ষে ক-তে। যদি আসলে কোনটাতে ঘটেছে দেখতে চাও তাহলে যে কোনো একটাকে গতির দিক পরিবর্তন করে ফিরে আসতে হবে। যে ফিরে আসবে দেখা যাবে সেই কাঠামোতে ঘড়ি ধীরে চলেছে!

জাইমা হামিদ জোয়া
প্রশ্ন: আমার অনেকদিনের শখ আপনার সাথে একটু দেখা করব। দেখা করে আপনার পা ছুঁয়ে একটু সালাম করব। আর আপনাকে একটা গান শোনাব। আপনি কী একটাবার আমাকে সেই সুযোগটা দেবেন?
উত্তর: কেন দেব না? যেদিন আসবে সেদিনই আমাকে গান শোনাতে পারবে। চলে এসো একদিন।

Noushin Sharmele Mithila, Uttara,Dhaka
প্রশ্ন: Sir assalamu alaikum Kemon achen ??
Sir apnar kache ekta onurodh ache..apnar eto shundor shundor kishor upanash r science fiction diye movie banan pls..pls! Pls! Pls!
উত্তর: ওয়ালাইকুম সালাম। ভালো আছি। আমি তো মুভি বানাতে পারি না, আমি শুধু লিখতে পারি। মুভি বানায় চিত্র পরিচালকেরা। (আমি কিন্তু একটা বইয়ে মুভি দেখা থেকে বইটা পড়ায় বেশি গুরুত্ব দিই!)

Sadia, Mirpur
প্রশ্ন: Sir apni kmn acen? Apnar ritin boi ta amr onk valo legece. R nayera boi ta amr onk pochonder akta boi…apnar pray sob boi e ami porar cesta kori…ami aro onk boi porte cai…apni amk apnar pochonder kicu boi er nam ki bolben amk?
উত্তর: থ্যাংকু। তুমি অনেক বই পড়তে চাও জেনে খুব খুশী হলাম। যারা বই পড়ে শুধু তারাই হচ্ছে পূর্ণ মানুষ, অন্যেরা আধা মানুষ, টুকরো মানুষ, কণা মানুষ কিংবা সরাসরি অমানুষ! পছন্দের বইয়ের কী কোনো শেষ আছে? জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলো’ পড়েছ? হুমায়ূন আহমেদের ‘বোতল ভূত’?

সুমিত চৌধুরী, চট্টগ্রাম
প্রশ্ন: স্যার, আপনি আমাকে কথা দেন, আগামী বইমেলাতেই আপনি একটা মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখবেন যেটার বিষয় শরণার্থী শিবির। ঠিক আছে ? অনেক ভালবাসা।
উত্তর: আগামী বই মেলাতেই হয়তো হবে না—কিতু কখনো হয়তো হবে। তোমাকেও অনেক ভালবাসা।

সোনিয়া, শাহজাহানপুর
প্রশ্ন: স্যার,বইমেলায় যখনি যান, আমি দূর থেকে দাড়িয়ে আপনাকে দেখি। মাঝে মাঝে একটা ছবি তুলে বা অটোগ্রাফ নিয়ে চলে আসি। দুরে থেকে দাড়িয়ে অন্যদের আপনার প্রতি এই ভালবাসা দেখতে যে কি ভাল লাগে, বোঝাতে পারবো নাহ। একবার এক মেয়ে ভীর থেকে বের হয়ে মন খারাপ করে বলছিল, ছবিটা ভাল করে তুলতে পারিনি, ঝাপসা হয়ে গেছে। আবার কি যাবো? যদি স্যার বিরক্ত হন?? আমি অভয় দিয়ে বলালাম, যাও আবার গিয়ে তুলে আসো,স্যার কখনো বিরক্ত হন না। মেয়েটা খুশি মনে চলে গেল ছবি তুলতে।
স্যার, আমি কি ঠিক বলেছিলাম???
উত্তর: হ্যাঁ ঠিক বলেছিলে। কেউ যদি একটা অটোগ্রাফ নিয়ে কিংবা একটা ছবি তুলে এতো খুশী হয় তাহলে আমিও কেন খুশী হব না?

প্রশ্ন: স্যার কোন বস্তুুর বেগ কখন ঋনাণ্তক হয়?
উত্তর: যখন উল্টো দিকে যায়।

Sakib Abrar,Class 6,Dhaka Residential Model College.
প্রশ্ন: Sir physics shekhaar jonno ki Calculus dorkar??
উত্তর: হ্যাঁ দরকার। কিন্তু তোমার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। তুমি ক্যালকুলাস শেখার অনেক সময় পাবে।

Tajrian Nahar,class6,Scholarshome,Sylhet
প্রশ্ন: Sir,ami apnar onek boro ek vokto.Apnar lekha Ami topu,Nat boltu ebong Tuntuni o chotacchu amar prio golpo.Tuntuni o Chotacchu series er tinti boi ami porechi.Khub bhalo legeche.Apni ki aro ekti boi likhben ei series er?please.Ebong Kishor Alo magazine niomito likhben?please.
উত্তর: লিখব। এই বারেই এই সাইটে একটা নূতন গল্প দিয়েছি! তবে কিশোর আলোতে হয়তো আর লেখা সম্ভব হবে না!

অর্ক সরকার, তড়িৎ প্রকৌশল বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ।
প্রশ্ন: স্যার …নিতান্তই বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হতে হচ্ছে । … … আমি সম্ভবত সেই সকল দুর্ভাগা মানুষের মাঝে একজন যারা শুধু ভালো চাকরী পাবার জন্যে নয় , বিজ্ঞান তথা প্রকৃতির রহস্য কে বোঝার চেষ্টা করতে পড়াশুনা করছে । বিজ্ঞানের চেয়ে আনন্দময় আর কি আছে ।।… … … আমার কল্পনার ছোট্ট ল্যাবরেটরী টা সত্যিই আমার ঘরে আছে । এলেবেলে টাইপ ল্যাবরেটরী নয় ,সত্যিকারের ওয়ার্কশপ-কাম-ল্যাবরেটরী ! যেহেতু হাতের কাছে ইন্টারনেট আছে তাই অসিলোস্কোপ,ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ,সল্ডারিং স্টেশান উইথ টেম্পারেচার কন্ট্রোলার ইত্যাদি ব্যায়বহুল যন্ত্রগুলো নিজেই তৈরী করে নিয়েছি । ল্যাবরেটরী কে সিকিউর করার জন্যে লেজার সার্ভিলেন্স এনেবল করে দিয়েছি , আত্মরক্ষা (এবং অপেক্ষাকৃত দুষ্টু বন্ধুদের টাইট দেয়ার জন্যে) একটি স্টান্টগান বানিয়েছি, পুরো রুমের সব ধরণের স্যুইচ রিমোট কন্ট্রোল অপারেটেড করে দিয়েছি ,একটা ড্রোন আর একটা টিভি ট্রান্সমিটার সহ একটা রেডিও কন্ট্রোল্ড কার ও আছে , সব মিলিয়ে রুমের অবস্থা ভয়াবহ ।…
বেশ কিছুদিন ধরেই জঙ্গি তৎপরতা বেড়েছে ,বিচ্ছিন্নভাবে হামলা করে হচ্ছে , কিছু কিছু আবার আত্মঘাতি হামলা ! তো ঢাকা শহর জুড়ে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে ,তারই ফলশ্রুতিতে মাঝে মাঝে বাসাবাড়িতে বিশেষ করে ছাত্র মেসগুলোতে পুলিশি অভিযান চলছে । আমি মোটামোটি নিশ্চিত, আমার মেসে যদি কখনো তারা হানা দেয় , সবকিছু দেখে তারা ভাববে আমি এখানে বসে এক্সপ্লোসিভ বানাচ্ছি আর আমি কিছু বলার আগেই হয়তো তারা ক্রসফায়ার করে আমায় মেরে ফেলবে কিম্বা ধরে নিয়ে গিয়ে আজীবনের জন্যে বন্দি করে রাখবে ! …আসে পাশের সবাই বলছে সবকিছু সরিয়ে ফেলতে , কিছুদিন ধরে আমার নিজেরও মনে হচ্ছে সবকিছু ভেঙ্গে চুড়ে গুড়িয়ে দিই । স্বাধীন দেশে স্বাধীনভাবে বিজ্ঞানচর্চা করতে পারছি না , এর চেয়ে দুঃখের আর কি আছে ? স্বাধীনতা শব্দটির আবেদন যদি আমাদের কাছে যেমন-তেমন হতো তাও একটা কথা ছিলো । আমাদের চেয়ে বেশী রক্ত দিয়ে আর কোন দেশ স্বাধীনতা পেয়েছে ? এত মূল্য দিয়ে অর্জন করা স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে তা কিভাবে মেনে নিই ?
উত্তর: তোমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করেনি। খামোখা এত ভয় পাচ্ছ কেন? তুমি এতো কাজ করেছ, এখন যদি শুধু শুধু কোনো কারন ছাড়াই ভয়ে গুটিয়ে যাও তাহলে কেমন করে হবে?

Aurin, From Gaibandha.
প্রশ্ন: Amara jani Chili Bangladesh ar protipad desh.Bangladesh a kono mas ar 2 tarik hola Chili ta 1 tarik.kaw jodi Bangladesh tha k 2 tarik a chili ta jay tahola ki tar time ak din bara jabe
উত্তর: তোমাকে চিলি যেতে হবে না, আন্তর্জাতিক ডেট লাইন বলে একটা লাইন আছে সেটার একপাশ থেকে অন্য পাশে গেলেই তারিখ পাল্টে যায়!

Chowdhury Rounok Jahan (Bushra) Class:7
প্রশ্ন: Sir… protibochor boi melay jai, tobu apnar dekha pai nah. …. Apni keno Dhakay thaken nh??
উত্তর: ঢাকায় কী রকম ট্রাফিক জ্যাম আর চিকনগুনিয়া তুমি জানো?

প্রশ্ন: স্যার অামার মোনে হয় শক্তি ভর অার সময় এই তিনটি একই জিনিশ। আর এই মহাবিশশের প্রতিটি গ্রহে গ্রহে জীবন স্রিস্টী হইছে বা হবে।
উত্তর: বিজ্ঞানে মনে হওয়া বলে কিছু নেই! (বিজ্ঞানের সাথে সাথে তোমার বাংলা বানানেও একটু আগ্রহ দেখতে চাই!)

প্রশ্ন: ফটন কি? সার র একটা কথা। অন্ধকার এর কি কোনো আলাদা বৈশিষ্ট আছে বা গঠন আছে?
উত্তর: আলো না থাকা মানে অন্ধকার। এর কোনো গঠন নেই।

monisha,pabna
প্রশ্ন: ami kub asha kora aponaka protom akti prosno korachilam .kintu uttor e palam na.apnar shata kota bolar shad hoito r puron hoba na.
উত্তর: এই যে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি: আমার প্রিয় লেখকের কোনো শেষ নেই, মানিক বন্দোপাধ্যায়, তারাশংকর, বিভূতিভূষণ তাঁরা এখনো আমার খুব প্রিয় লেখক।

নীলাঞ্জনা তলাপাত্র, আন্দরকিল্লা,চট্টগ্রাম।
প্রশ্ন: আপনি কি হারিয়ে গেলেন?
উত্তর: হারিয়ে গিয়েছিলাম, এই যে ফিরে এসেছি!

খাদিজা। দশম শ্রেণি। ঢাকা।
প্রশ্ন: স্যার, ০ এর ফ্যাক্টরিয়াল বলতে কী বোঝায়?
উত্তর: 0 ফ্যাক্টারিয়াল হচ্ছে 1, এটা ঠিক করে না দিলে ফ্যাক্টারিয়ালের সংজ্ঞাটি তৈরী করা যেতো না। কারন:
n! = n(n-1)!
=n(n-1)(n-2)!
=n(n-1)(n-2)(n-3)!


= n(n-1)(n-2)(n-3)… … 3.2.1!
= n(n-1)(n-2)(n-3)… … 3.2.1.0!
এখানে এসে আমরা যদি 0! = 1 বলে থামিয়ে না দিই তাহলে পুরোটাই শূন্য হয়ে যাবে না?

প্রশ্ন: স্যার, গল্প বা উপন্যাস যখন লিখেন কাহিনী কি আগে থেকেই ঠিক করে রাখেন?!! এমন কি কখনো হয়েছে যে ছেড়ে দিলাম, কাহিনী কাহিনীর মত চলতে থাক দেখি কোথায় যায়!
উত্তর: মোটামুটি ঠিক করে রাখি কিন্তু লেখার সময় অনেক কিছু পাল্টে যায়। না, কাহিনীকে কখনো ছেড়ে দিই নি, রাস্তা হারিয়ে কোথায় চলে যাবে…

Kashfia Mahbuba Rahman Bogra, Bangladesh.
প্রশ্ন: What’s your opinion about the education system of Bangladesh? … Don’t you think some subjects are unnecessary? Like physical education or career education. These are practical subjects. How can we memorize these? But we are compelled. Because there are so many information and rules of the sports and we’re forced to memorize these for the sake of MCQ . Don’t you think these subjects should be removed or a different system should be created to inform the students about sports? It is like a torture to the students to memorize the rules of games and informations.
উত্তর: তুমি ঠিকই বলেছ। যে সহজ ব্যাপারটা তুমি বোঝ সেই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় কর্তা ব্যক্তিরা বোঝে না সেটা দেখে আমি বেকুব হয়ে যাই।

হৃদি , সপ্তম শ্রেণি, ইস্পাহানি গার্লস স্কুল , ঢাকা ।
প্রশ্ন: শ্রধ্যেও স্যার , বাংলা চ্যানেল গুলোতে তো আজকাল ছোটদের দেখার কিছু নেই । ‘টুনটুনি ও ছোটাচ্চু’ এর উপর একটা নাটক হইলে কেমন হয় ??
উত্তর: বই পড়লে কাহিনীটা কল্পনা করা যায়। নাটক দেখলে তো তুমি আর কল্পনা করবে না! কল্পনা করা কী বেশী ভালো না?

সিদ্রাতুল মুন্তাহা অমি , পল্লিমা সংসদ , চতুর্থ শ্রেণী ।
প্রশ্ন: চাচ্চু , এইখানের সেরা প্রশ্নগুলো বাছাই করে সামনের বইমেলায় বই আকারে প্রকাশ করলে কিন্তু খারাপ হতোনা … কি বল ?? 😀 !!
উত্তর: বুদ্ধি খারাপ না—কিন্তু সেই বইটা কে কিনবে? তারা তো এখান থেকেই সব পড়ে ফেলতে পারে!

স্বপ্নচোর, jessore
প্রশ্ন: amra sobai desher shikkha bebostha niye prosno tuli….bastobik pokkhe amar mone hoi amra er jonne dayi…ami ekta public varsity te CSE pori…ekhane eshe ja oviggota holo ta e boli…protidin campus e jai…sokal 9ta theke 5ta porjonto boshe thaka lage…kintu sir ra kono cls nen na…evabe protidin e colte thake…onek shopno cilo cse niye pore kicu ekta korar…bastobik pokkhe ekhon sob shopno dhulishat hoye jacce….
kichu ekta j korbo shei sujog o pacci na….1st semester er kotha boli…admission er por kicudin dhile dhala vabe colcilo…cls 1 week e 2/1 ta hoto…tarpor hotat campus e jhamela holo 2 month campus bondho…khular por 21 dine ekta cls o hoi nai… cinta korlam 2nd time exam dibo…jessore theke bashai(chittagong) cole aslam…jedin aslam sedin e amar bondhu phone kore bollo 1st semester exam er routine diyeche, r 4 din class hobe tarpor PL 7 diner, tarpor exam ….cinta korlam exam ta pora suna kore diyei di….sudhu sudhu 1 year nosto korbo kno??? 2nd time exam diye o jodi na tiki??? tai 1 soptah bashai bose valo kore porasuna kora suru korlam, syllabus jogar kore….oma!!! dekhi syllabus er sob kicui notun jinis ja jibone o choke dekhi ni… hsc er sathe to mil nai, tar upore sir o poran nai… ekta boro vai er help niye eee ta 70% sesh korecilam…. bakigulo nijer cestai internet er help niye 55% er moto korecilam…jessore eshe porikkha dilam…
onek(5-6 jon) frnd bollo tader syllabus 85%, 90% sesh….tader help caile tara bolto sob mukhosto krci…kichui buji nai…
porkhar hall e bose dekhi kono rokome pass mark er answer korte parbo…ebong ta korei sontusto thaka cara r kono upai cilo na…evabei 1st semester exam sesh korlam…

2nd semester o cls temon ekta hoi ni…ei exam ta ager ceye valo hoyeche… 2nd semester exam er por 1st semester exam er result dilo…amar result 2.89… r jara bolechilo syllabus er odhikangso sesh tader 3.49,3.50 etc…ei result diye ami ki krbo vobishot e???lojjai baba k o janate parci na result er kotha …

varsity’r moto jaigai jekhan theke manush professional life er jonno kicu shikhe sekhane jodi poralikhar ei obostha hoi amader hotasha cara ki korar ace bolun???
varsity j change krbo oi sujog o nai…aro kicu bole rakhi amr eee, programming, mathematics er honours level er bsic somporkon kono gyan varsity theke luv kori nai… circuit niye sudhu theory porci practically kicui jani na…

ki korbo ei result r ei rokom poralikha diye??
r better kicu kora ki kona upai ace??
varsity ki mukhosto biddar karkhana???
taile eto competition hoi kno ei admission porikkhai???

kotha gulo onek kosto theke likci…
answer dile khub upokrito hobo…
উত্তর: বিশ্ববিদ্যালয়ে তোমার অভিজ্ঞতা রীতিমত ভয়ংকর, জেনে খুব খারাপ লাগল। আমার মনে হয় অনেক বিশ্ববিদ্যালয়েই এরকম অবস্থা। শুধু আমাকে না জানিয়ে তোমার নিজের বিশ্ববিদ্যালয়ের স্যারদেরকেও জানানো দরকার।
এটাও সত্যি—বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ঘাটতি থাকলে নিজে নিজে পড়ে ঘাটতি পূরণ করতে হয়। (আমি তোমাকে একটা কাজ দিই, এর পরের বার ইংরেজিতে বাংলা না লিখে বাংলা অক্ষরে বাংলা লিখো। এতো সুন্দর এটা ভাষা সেটাকে একটু ভালোবাসবো না?)

Shreya, 5th grade, VNSC
প্রশ্ন: Hello, I’m Shreya. I’m in 5th grade/ class 5. Recently in our Science class, we were learning about “মহাবিশ্ব’. And I learnt that 23hours and 56 mins= One day. But, all those years I knew that 24 hours= One day. So, I wanted to know that, is 12 am- 11:56 pm= 1 day?
Thanks 🙂
উত্তর: একদিন আসলে 12am থেকে 12am পর্যন্তই, কারণ আমরা দিন হিসেব করি সূর্যের সাপেক্ষে এবং সূর্যের সাপেক্ষে দিন চব্বিশ ঘন্টা। যদি দূর কোনো নক্ষত্রের সাপেক্ষে হিসেব করা হয় শুধু তখন এটি হয় 23 ঘণ্টা 56 মিনিট।

প্রশ্ন: apnar notun lekha ber hocche na keno??????????????????????????????
উত্তর: এই তো বের হলো!

রুবাইয়াত ইসলাম.. হুসতলা যশোর, ৭ম শ্রেণি, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় যশোর
প্রশ্ন: কখনো কি এমন কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হওয়া সম্ভব,যেটিতে আমাদের মুখের কথা কোডে পরিণত হবে?
উত্তর: আমাদের মুখের কথা এতো সুন্দর সেটাকে কেন কোডে পরিণত করতে চাইছ?

অংকিতা । St.Scholastica’s girls’ high school , chittagong.
প্রশ্ন: স্যার, আপনি আবার চট্টগ্রামে কখন আসবেন? শেষ বার আপনাকে শব্দকল্পদ্রুম 2017 এ দেখেছিলাম। আর দেখি নাই। চট্টগ্রামে আসেন না স্যার, please.
উত্তর: আসব, আসব নিশ্চয়ই আসব। চট্টগ্রাম আমার খুব প্রিয় শহর। আমার শৈশব কেটেছে চট্টগ্রামে।

Tanvir Rahaman, Class 9 , Kanaipur High School, Kanaipur, Faridpur
প্রশ্ন: Sir, Ami apnar onek boro vokto. Apnar ai sundor website tir jonno dhonnobad.
Sir, Amar akta problem ar shomadhan chai….
Amar kase Science Math khubi valo lage kintu Bangla 2nd part aktuo valo lage na ai karone JSC examination 2016 a Bangla 2nd a A- asse tai Abbu Ammu amar opor rag. Kivabe ami Bangla 2nd a valo Korte pari?
উত্তর: A- যথেষ্ট ভালো গ্রেড, যেহেতু এটা ভালো লাগে না, এটাতে এর থেকে বেশী দিয়ে কী করবে?

Munia.Sylhet.
প্রশ্ন: Salam, sir. I’m reading in class ten right now, and I’m one of your biggest fans. Your writings inspire me a lot, and I got back my hobby of reading, just because of you. Yeah, I had lost it once upon a time for a reason.
So, I had a question. And that is, how do you know whether your writing skill is at least good or not? I had searched for the answer on Google, but what I found in most of the sites is like, the best way is, I publish my writing and let people judge that for me. But I want to know your opinion as well. Thank you in advance.
উত্তর: তুমি আবার বই পড়তে শুরু করেছ জেনে খুব খুশী হলাম। তুমি যদি অনেক বই পড় তাহলে তোমার নিজের একটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তখন নিজেই বুঝতে পারবে লেখাটি ভালো হচ্ছে কী না, সেটা বোঝার জন্যে অন্যের কাছে যেঁতে হবে না। কাজেই পড়তে থাকো এবং লিখতে থাকো।

Shahrin, Class-X, Sylhet.
প্রশ্ন: Assalamualaikum sir. How are you? I have a question to ask:
How to forget regrets? The regrets can be about any matter. Is forgetting regrets possible? Thank you.
উত্তর: মানুষের মস্তিষ্ক তো আর কম্পিউটারের হার্ড ড্রাইভ না যে, তুমি কিছু একটা Delete করে দিলে! তুমি বড় জোর কষ্টকর স্মৃতিতে অভ্যস্ত হতে পারবে—ভুলতে তো পারবে না। মানুষ হয়ে যখিন জন্মেছ, সুখ এবং দুঃখ দুই স্মৃতি নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে।

প্রশ্ন: ami apnar biggest fan. ami apnar jonno onekbar boi mela , even sylhet thekeo ghore eseche but apnake pai nai ami ekhon ki korle apnar dekha pabo?
উত্তর: আমি তো সিলেটেই থাকি! আবার সিলেটে এলে ক্যাম্পাসে ঢু মেরে যেও!

প্রশ্ন: আমার কিছু ফ্রেন্ড আছে যারা আপনাকে নকলবাজ হিসেবে মনে করে এবং বলে ” সায়েন্স ফিকশন বই গুলা সব নকল করা… ব্লা ব্লা…আমার এক বড় ভাই আছে…ব্লা ব্লা…সে বিদেশি বই পড়ে… ব্লা ব্লা..সে বলসে..ব্লা ব্লা…যারা জাফর ইকবাল (স্যার) এর বই পড়ে তারা গর্ধব..সাথে আরো ব্লা ব্লা”
আমি কিন্তু তাদের কথা শুনে প্রতিবাদ করি না স্যার। উল্টা বড় করে হাসি মেরে বলি.. হ্যা আমি গর্ধব, তাই আমি জাফর ইকবাল স্যারের বই পড়ি।
গর্ধবদের জগতে মানুষেরাই গর্ধব, তাই না স্যার?
উত্তর: শুনে খুশী হলাম যে তুমি স্বেচ্ছায় গর্ধবের দলে যোগ দিয়েছ। (কে মানুষ আর কে গর্ধব সেটা নিয়ে খোঁজাখুঁজি আর নাই-বা করলে!)

মোঃ আলী উমর সিয়াম,মনিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ
প্রশ্ন: স্যার, ছেলেদের মাথার চুল পড়ে গেলে তা নতুন করে গজানোর উপায় কী?
উত্তর: পড়ে গেছে ঝামেলা চুকেছে! কেন আবার নতুন করে গজাতে চাও?

খাদিজা, দশম শ্রেণী, ঢাকা।
প্রশ্ন: স্যার, এখনকার লেখাপড়া মানেই প্রাইভেটটিউটর আর কোচিং সেন্টারের কাছে দৌড়ানো, সবার কাছেই তাই। আমি যদিও এটা বিশ্বাস করি না, তাও আমার কিছু করার নেই। না, এমন নয় যে আমাকে আমার বাবা মা জোর করে কোচিং করাচ্ছে, যা করছি, নিজের ইচ্ছায়ি করছি। স্যার, আসলে কি করবো ভেবে পাচ্ছি না। এগুলোর জন্য আমার অনেক সময় নষ্ট হয়, নিজে পড়ার সময় পাই না। যখন নিজে পড়তে যাই তখন অনেক মজা নিয়ে পড়তে পারি, কিন্তু সেই পড়ার সময়ি পাচ্ছি না এসবের জন্য। অনেকবার ভাবি সব বাদ দিয়ে দিব। কারো কাছে পড়তে যাব না, নিজেই পড়ব। পরে মনে হয় যে যদি সব বাদ দিলে আবার রেজাল্ট খারাপ হয়ে যায়, বাসায় যদি কিছু বলে। (এম্নিতেও এতসবের জন্য আমার কোনো কিছুই শেখা হচ্ছে না তা বুঝতে পারছি)। যখন এগুলো ভাবি তখন কিছুই ভালো লাগে না। অনেক ডিপ্রেসড লাগে। আমি কী করবো বুঝতে পারছি না। অন্য দিকে আবার সামনে এসএসসি পরীক্ষা দিবো, পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে পারলেও আমার এখোনো মনে হয় যে আমি কিছু শিখছি না, কিচ্ছু না। আমি কী করবো? আমার কিছু ভালো লাগে না
উত্তর: আমি জানি না তোমাকে কী বুদ্ধি দেব! এটুকু বলতে পারি যারা আমার কথা শুনে অনেকেই প্রাইভেট আর কোচিং ছেড়ে নিজেরা নিজেরা পড়াশোনা করা শুরু করেছে। তাদের কারো রেজাল্ট খারাপ হয়নি, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তাদের জীবনটা অনেক বেশি আনন্দের একটা জীবন হয়েছে!

মাহমুদুল হাসান সাইফ,সপ্তম শ্রেণী,জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
প্রশ্ন: স্যার, আপনার প্রথম ও শেষ Science fiction কোনটি?
উত্তর: প্রথম সায়েন্স ফিকশানের নাম “কপোট্রনিক সুখ দুঃখ” শেষটি তো জানি না। এখনো তো সেটা লেখা হয়নি!

সামিউল,ময়মনসিংহ, একাদশ শ্রেণি
প্রশ্ন: পরমানুর ৯৯% খালি।আবার সব কিছু পরমানু দিয়ে তৈরি।তার মানে কি universer এর ৯৯%ফাকা?
উত্তর: পরমানুর 99% ফাঁকা কে বলেছে? পরমানুর 99.999,999,999,999,9% (15 টা 9) ফাঁকা। আর বিশ্বব্রহ্মাণ্ড? 99.99 …. …. 99% (পরপর 45 টা 9) ফাঁকা ।

প্রশ্ন: ছোটবেলায় বৈশাখের এমন কোন ঘটনা আছে যা মনে পরলে এখনো অনেক ভাল লাগে???
উত্তর: হাল খাতায় গিয়ে রাক্ষসের মত মিষ্টি খাওয়ার কথা মনে পড়লে এখনো ভালো লাগে।

ইকরা,ফেনী
প্রশ্ন: স্যার কেপলার টুটুবি বইটার সিক্যুয়েল লিখবেন প্লিজ…মানে নেটওয়ার্কবিহীন পৃথিবীতে মানুষ কীভাবে খাপ খাইয়ে নিলো আর নতুন গ্রহেই বা মানুষ কীভাবে জীবন শুরু করলো…
আর আপনি কিন্তু আগের মত লিখালিখি করছেননা।আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।আমি আমাদের আগের জাফর স্যারকে ফিরে পেতে চাই…।
উত্তর: সিক্যুয়েল মনে হয় লেখা হবে না—তুমি কল্পনা করে নাও না কেন? (আমিও লেখালেখি করতে চাই, সময় পাই না কী করব বল।)

Kashfia Mahbuba Rahman,Class 9, Bogra Govt. Girls High School, Bogra
প্রশ্ন: Assalamu Alaikum… How are you? thank you for writing so many beautiful books for us. And please write more and more books for us. I want to know that – as a reader What is your favorite book and Who is your favourite writer? Please Answer to me..
LOTS OF LOVE TO YOU and again Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu……..
উত্তর: থ্যাংকু। হ্যাঁ, অবশ্যই আমি আরো লেখার চেষ্টা করব—তোমরা যদি পড়তে থাকো তাহলে আমিও লিখতে থাকব! প্রিয় বই? প্রিয় লেখক? লিখে কী শেষ করতে পারব—অন্য একজনকে লিখেছি, প্লিজ সেখানে দেখে নাও!

মোঃ ইশতিয়াক ইউনুছ , বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
প্রশ্ন: আংকেল, আপনার ঠ্যাং ভেংগে দেয়ার সময় এসে গেছে। অনেকদিন কোন প্রশ্নের উত্তর নাই, গল্প উপন্যাসের কথা তো বাদই দিলাম। কিছু বললেই বলেন সময় পান না। আবার পত্রিকায় তো ঠিকই জ্ঞানীগুণী গুরুগম্ভীর বিষয়ের উপর কলাম লেখেন। তখন সময় পান কীভাবে? হুহ?
উত্তর: তোমার যুক্তিতে কোনো ভুল নেই, কিন্তু তুমি কি সত্যিই কলামগুলোর মত জ্ঞ্যানগর্ভ কাঠখোট্টা লেখা চাও? (তোমার ঠ্যং ভাঙ্গার দরকার নেই, চিকনগুনিয়া সেই কাজটি করে রেখেছে!)

আবু সাঈদ,ছাতক
প্রশ্ন: স্যার আমি এবার ssc পরীক্ষা দিয়েছি।সপ্তাহে তিন দিন ইংরেজি কোচিং করি।বাকী চার দিন বাসায় কাটাই।সারা দিন ট্যাব নিয়ে থাকি।ট্যাবে পিডিএফ ফরম্যাটে মাঝে বই পড়ি।আর বন্ধুদের সাথে চ্যাট করি।ssc পরীক্ষার আগে মনে করেছিলাম পরীক্ষা টা শেষ হোক তারপর, বই পড়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবো।কিন্তু এখন দেখি যেই সাঈদ সেই সাঈদ ই রয়ে গেছি,,,,,,,
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না হলেও ক্ষতি নেই কিন্তু কিছু বই পড়েছো তো? সাঈদী হয়ে যাওনি, সাঈদ ই রয়ে গেছ, সেটাই কম কী?

দিপু সরকার
প্রশ্ন: এক বোকা বুড়োর গল্প শোনো
এক বোকা বুড়োর গল্প শোনো।
হাতে নিয়ে গাঁইতি বেঁধে কোমর
ছাড়িয়ে গঞ্জগ্রাম ছাড়িয়ে শহর
ছেলের হাত ধরে এগিয়ে চলে
দুরের পাহাড়টাকে
একাই গাঁইতি হাতে করে দিতে সাফ।
… …
… …
পাখিরা গাইছে তার শেখানো সে গান –
“উই শ্যাল ওভারকাম
উই শ্যাল ওভারকাম
উই শ্যাল ওভার কাম সাম ডে,
ও হো ডীপ ইন মাই হার্ট
আই ডু বিলিভ
উই শ্যাল ওভারকাম সাম ডে।”
… …
গানটা মনে হয় আপনাকে নিয়েই লেখা …
আপনার কী মতামত ?
উত্তর: কানাকে কানা বলিতে হয় না, খোঁড়াকে খোঁড়া বলিতে হয় না, ঠিক মনে হয় সেরকম বুড়োকেও বুড়ো বলিতে হয় না! ঠিক কী না? (না, গানটি আমাকে নিয়ে লেখা হয়নি, আমি মোটেও এতো বড় অসাধ্য সাধন করিনি!)

NUR-E-SAMDANI SAMIN.CLASS SIX .KISHOREGANJ GOVERNMENT BOYS HIGH SCHOOL
প্রশ্ন: What was your roll when you were in class six?
উত্তর: এতোদিন পরে সেটা কী আর মনে আছে? চিকুনগুনিয়া হওয়ার পর এমনিতেই সব ভুলে যাই!)

তাসনূভা সাদাত লাবণ্য, ৭ম শ্রেণী, পাবনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা।
প্রশ্ন: স্যার, বাবা-মার সাথে সিলেট বেড়াতে গিয়ে আপনার সাথে গত ৩১-০৭-২০১৬ তারিখে আমি দেখা করেছিলাম। আপনি আমাকে একটা বই উপহার দিয়েছিলেন যা আমার কাছে খুব মূল্যবান। আমি এত খুশি ছিলাম যে আপনাকে কোন প্রশ্ন করতে পারিনি। আপনার সব লেখাই আমার প্রিয়। আমার প্রশ্ন হল-আপনার লিখা আপনার প্রিয় বই কোনটা ?
উত্তর: কী কী লিখেছি সব ভুলে বসে আছি! সবসময় আতংকে থাকি যে আগে যে বই লিখেছি সেটা না আবার লিখে ফেলি। (মনে হয় ‘রাশা’ বইটা বেশ গুছিয়ে লেখা হয়েছে।)

অ্যানোনিমাস, দেশ সেরা কোনো এক কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র।
প্রশ্ন:স্যার আমি একজন এইচ এস সি পরীক্ষার্থী। দুই বছর অনেক ফাঁকিবাজি করছি। আমি আগে প্রচুর বাইরের বই পড়তাম, এই দুই বছর বাড়ি ছাড়ি কলেজ শহরে হবার জন্য। কোনো বই ও পড়িনাই তবে পৃথিবীর সেরা মুভি দেখেছি যেগুলা আমার লাইফে অনেক পজেটিভ পরিবর্তন এনেছে। এই দুই বছরে আমার কোনো এচিভমেন্ট ই নাই। এই দুই বছর আমার কাছে পুরা ইলুসনের মতো লাগসে। হয়তো ভালো রেজাল্ট হবে না পরীক্ষায়, কোনো ভার্সিটিতে চান্সোও পাবোনা। আমি যথেষ্ট অনুতপ্ত, পরের বছর ইম্প্রুভ দিলেও অনেক ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ও অ্যাটেন্ড করা যাবে না। এই দুইবছর ট্র্যাকের বাইরে যাওয়ার জন্য স্যার আমার আগের বারো বছরের পরিশ্রম মাটি? আমিও ভালো কিছু করতে চাই। আমি বিশ্বাস করি ভালো কিছু করার জন্য ট্রেডিশনাল স্টাইলে পড়া লেখা লাগে না কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটা হয়তো লাগে, নাহলে বাবা মা রিলেটিভ সমাজ কে জবাব দেয়ার মতো কিছু থাকেনা। এখন আমি কি করবো স্যার? সুইসাইডাল টেন্ডেন্সি ঘুরে মাথায় শুধু। আর আমার দেশের সেভেন্টি পার্সেন্ট কলেজপড়ুয়ার অবস্থা আমার মতো :|, এতো গুলা ছেলে কি সবাই নষ্টই হয়ে গেলো? আর একটা কথা স্যার, আমি এই প্রশ্ন আউটের শিক্ষা ব্যবস্থা আর পদে পদে দূর্নিতি দেখে ভালো গোলক ধাঁধায় আছি।
উত্তর: জীবনের হিসেবে দুই বছর খুব ক্ষুদ্র একটা সময়। কাজেই আবার সবকিছু গুছিয়ে নাও। হা হুতাশ করে লাভ নেই, কেন হয়নি সেই কারন বিশ্লেষণ করেও লাভ এই। কাজটি হলে লাভ আছে। সেটাই কর।

Bushra,Govt PN Girl’s High School Rajshahi.
প্রশ্ন: I never thought of being anything other than doctor.Reading your book I have felt interest in physics and math.I had seen you at Matholympiad and NHSPC.But I never got chance to talk with you.Very very thanks…
উত্তর: ডাক্তার হলেও গণিত আর পদার্থবিজ্ঞান ভালো লাগতে পারে—কোনো সমস্যা নেই। আমি একজন ডাক্তারকে চিনি যে গণিতে অসাধারণ, অনেক গণিতের বই লিখেছে।

চারুলতা চৌধুরী, মগবাজার, ঢাকা
প্রশ্ন: স্যার, বর্তমান সমাজে অনেক নারীবাদি সংগঠন হয়েছে। অনেকে নারী উন্নয়ন সম্পর্কে অনেকে লম্বা চওড়া ভাষণ দেন। এমনকি ছোটবেলায় পরিবার আমাদের শেখাতো বড় হয়ে এই হবে, সেই হবে কিন্তু বড় হবার সাথে সাথে (পরিবারের কাছে বড় মানে এইচ,এস,সি পাশ) যে স্বপ্ন তারা দেখায় সেই তারাই স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। এমনটা কেন হয় স্যার? আমরা মেয়ে বলে? এই মানসিকতা কি কখনো পরিবর্তন হবে?
উত্তর: নিজের স্বপ্ন নিজের বুকের ভেতর যত্ন করে লালন করতে হয়, এটা তোমার অমুল্য সম্পদ। অন্যদের সেটা কখনো ভাংতে দিও না।

অবনী রহমান। শেগুনবাগিচা, ঢাকা
প্রশ্ন: স্যার আপনার ই মেইল অ্যাড্রেস টা কি দেয়া যাবে? যদি আপনার কোনো সমস্যা না থাকে..
উত্তর: সমস্যা নাই, mzi@sust.edu

প্রশ্ন: স্যার আপনি কি আর আমাদের প্রশ্নের উত্তর দিবেন না? ২ মাস হয়ে গেছে, আপনার দেখা নেই!!!
উত্তর: এইযে এসেছি উত্তর দিতে। এখন থেকে দেব। (২ মাসের অনেক বেশি হয়েছে)

Bushra,govt pn girl’s high school.
প্রশ্ন: apnar sathe ar kothai bolbo na.ami rag koresi.amar lekhar apni cono reply denny.apnar sathe ari.
উত্তর: কে বলেছে তোমার প্রশ্নের উত্তর দিই নি? অবশ্যই দিয়েছি। (এখন রাগ ভেঙ্গে ফেলো!)

প্রশ্ন: আমি এসএসসি মেধা তালিকায় প্রথম হতে চাই । আমার কিভাবে পড়া উচিত ?
উত্তর: পড়ে কীভাবে শিখতে হয় সেটা মোটামুটি জানি কিন্তু পড়ে কীভাবে ভালো রেজাল্ট করতে হয় সেটা তো জানি না!

ইসতিয়াক…….রাজশাহী।
প্রশ্ন: আমি আপনার অনেক বই পড়ি,আমার বই পড়তে ভালো লাগে। দশম শ্রেণীতে পড়ার সময় কাকাবাবু সিরিজ এর সব বই পড়েছি আর চিন্তা করতাম যদি বাংলাদেশের কেও এমন করে লিখতো।
আপনার ছোট চাচ্চু ও টুনটুনি সেই আশা দোখিয়েছি।জানি আপনি খুব ব্যস্ত তবুও বলবো কাকাবাবু মতো আপনিও টুনটুনি ও ছোটচাচ্চু সিরিজ এর জন্য।যা এক সময় দেশ এর বাহিরেও অভিযান চালাবে।
উত্তর: বেচারা টুনি কিংবা ছোটাচ্চুর পাশপোর্ট করা হয়নি, দেশের বাইরে যাবে কেমন করে? তা ছাড়া প্লেনের ভাড়া এতো বেশী …

আবু হোরাইরা
প্রশ্ন: আচ্চা মানুষ যে স্বপ্ন দেখে তা কখনো পূরণ করতে পারে?কি করলে পূরণ করতে পারবে?আমি ডাক্তার হতে চাই কিন্তূ সবাই ভয় দেখায় আমি হতে পারবো না? জীবনকি বড় নিষ্ঠুর?
উত্তর: না, জীবন মোটেও নিষ্ঠুর না, জীবন অনেক সুইট। আর জেনে রেখো, স্বপ্ন পূরণ করা জীবনের উদ্দেশ্য না। জীবনের উদ্দেশ্য হচ্ছে স্বপ্ন পূরণ করার জন্যে কাজ করা …

প্রশ্ন: Sir are you lost? Why you’re not coming
উত্তর: এই যে এসেছি

রেদওয়ান..(কলেজ- সেকেন্ড ইয়ার)
প্রশ্ন: আমি যদি ফিসিক্সের কোন অংক বই এর নিয়মে না করে ভিন্ন নিয়মে করি- তাহলে কোন সমস্যা আছে?
নিউক্লিয়ার ফিসিক্সে “হাফ লাইফ” বলে ইন্টারেস্টিং একটা বিষয় আছে..এটার কনসেপ্ট খুব ইন্টারেস্টিং হলেও এর অংক গুলো বেশ জটিল..যেমন- ট্রিটিয়ামের হাফ লাইফ ১২ বছর..২৪ বছর পর এটার কত অংশ অবশিষ্ট থাকবে?
বোঝাই যাচ্ছে- ১/৪ অংশ অবশিষ্ট থাকবে..বাট, এইটুক বের করার জন্য লেমডা, ই এর মান- এসব লাগবে কেন?
অথচ, এটা খুব সহজ একটা সুত্র মেনে চলে..”1 বাই 2 টু দি পাওয়ার n”..যেখানে, n হচ্ছে কতবার হাফ লাইফ হচ্ছে- সেটা..
সুতরাং, হাফ লাইফ ১২ বছর হলে ২৪ বছরে এটা দুই বার হাফ হবে..কাজেই, 1/2 square = 1/4..
এই সুত্র দিয়ে হাফ লাইফ বিষয়ক অনেক প্রবলেমই সলভ করা যায়..
তবে, টিচারকে এটা দেখিয়ে ঝাড়ি খেয়েছি..এসব “উল্টা-পাল্টা” নিয়মে করলে নাকি নাম্বার পাবো না..
উত্তর: না, তোমার নিয়মে কোনো সমস্যা নেই। টিচারের ঝাড়ি দেয়া মোটেই উচিৎ হয়নি। তবে সবসময় তোমার নিয়ম কাজ করবে না, যেমন 7 বছর পরে 12 বছর হাফ লাইফের ট্রিটিয়াম কতোটুকু অবশিষ্ট থাকবে সেটা যদি বের করতে বলা হয় তখন কী করবে?

Prakrity , class 12 , Dhaka
প্রশ্ন: Sir apni kototuku lomba ?
উত্তর: শেষ বার যখন মেপেছিলাম তখন 5 ফুট 101/2 ইঞ্চি লম্বা ছিলাম, এতোদিনে নিশ্চয়ই shrink করে গেছি!

Tasin , Patuakhali
প্রশ্ন: Sir,What is “CALCULUS”?I know tue formulas, uses theories but I can’t feel it.What is it, Why , Why it is used?Whats the basic?I want to feel it.
উত্তর: এই সাইটে আমার লেখা ক্যালকুলাস বইটা আছে। পড়ে দেখো। তুমি যেটা চাইছ আমি সেটা করার চেষ্টা করেছি।

মহাশ্বেতা সাহা, বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।
প্রশ্ন: sir, বাবা বলেন পড়া মুখস্থ করতে। সত্যি কি পড়া মুখস্থ করতে হয়?
উত্তর: না, পড়া মুখস্ত করতে হয় না। পড়া শিখতে হয়। বাবাকে বলে দেখ তিনি রাজী হন কিনা।

প্রশ্ন: উত্তর ও নেই, গল্প ও নেই, আমার মন খুব খারাপ। কি করবো এখন?? দুই মাস হয়ে গেছে। আর কত অপেক্ষা করব?
উত্তর: নাও, উত্তরও আছে, গল্পও আছে। (দুই মাস না, আরো অনেক বেশিদিন হয়েহে!)

মো:মোস্তফা কামাল জাবেদ,ঠিকানা:সিলেট
প্রশ্ন: ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখেছি যে আমি বড় হয়ে ডাক্তার হব।কিন্তু বড় হওয়ার সাথে সাথে এটা বোঝলাম যে জীববিজ্ঞান এর প্রতি আমার আগ্রহ তো নেইও আবার এটা আমার মাথায়ও ঢোকে না। কিন্তু পদার্থবিজ্ঞান,গণিত,কম্পিউটার,প্রোগ্রামিং,ইলেক্ট্রনিকস এর প্রতি আমার অসীম আগ্রহ।এখন আমি চিন্তা করছি হয় MIT তে Physics পড়ব না হয় CSE পড়ব। আমার এই স্বপ্ন শুনে হয় কেউ হেসেছে না হয় বলেছে সম্ভব না।এখন আমার মাথায় আরেকটা ভূত ঢুকেছে যে আমি google এর CEO হব। (আবারও নিশ্চয়ই কেউ হাসবে)
উত্তর: হাসতে দাও। বড় হয়ে সত্যি সত্যি হয়ে দেখিয়ে দাও, তখন আর কেউ হাসবে না।

bithy,class 9 from mirpur,dhaka.
প্রশ্ন: sir,ami programming shikte chai.tobe ki korbo bujte parsi na.
উত্তর: আমার ছাত্র তামিম শাহরিয়ারের প্রোগ্রামিংয়ের উপর একটা বই আছে, নাম মনে হয় “কম্পিউটার প্রোগ্রামিং” সেটা জোগাড় করে পড়া শুরু করে দাও।

প্রশ্ন: প্রিয় স্যার, আমার পড়াশুনা করতে মোটেই ইচ্ছা করে না। আমি কি করব স্যার?
উত্তর: সারা পৃথিবীতে কারো পড়ার ইচ্ছা করে না। আমারও ইচ্ছা করতো না—তবু জোর করে পড়েছি। তুমিও তাই করো, আর কী করবে?

পল্লব,সিলেট।
প্রশ্ন: আপনার প্রথম লেখা কিশোর উপন্যাস আর নাম কি?
উত্তর: হাত কাটা রবিন।