২৫ ফেব্রুয়ারী ২০১৭
অনেক অনেক অনেক দিন পর কিছু প্রশ্নের উত্তর দিলাম। কী করব বল, নিঃশ্বাস নেবার সময় পর্যন্ত নেই। যারা এখনো ধৈর্য ধরে আমার সাথে আছ তাদের ধন্যবাদ!
রাইয়ান, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: স্যার, আপনি কিভাবে লেখেন? আপনি কাগজে লেখেন নাকি ডিজিটাল? আপনার লেখা অপ্রকাশিত যেকোনো কিছুর একটা নমুনা দেখতে পারলে “ধন্য” হতাম। আমি আপনার এবং আপনার লেখার অনেক বড় ভক্ত।
বি.দ্র : আমার প্রথম প্রশ্ন এটা, তাই কী ভাষায় লিখব বুঝতে পারিনি। ভাষার ভুল মাফ করবেন। 😛
উত্তর: আমি কাগজে লিখি এবং মনে হয় আজীবন কাগজেই লিখব! এই যে আমার হাতে লেখা অপ্রকাশিত একটা লেখার নমুনা। (দেখে বমি এসে যাচ্ছে না?!)
সানজিদা ইসলাম এইচএসসি পরীক্ষার্থী
প্রশ্ন: আচ্ছা কেউ যদি বলে যে, সে আমার খুবই ভালো বন্ধু। তাহলে কি সে আমাকে কষ্ট দিবে কখনো বলেকয়ে ইচ্ছা করে?
উত্তর: দেয়ার কথা না। হয়তো দিতে চায় নাই— ঘটে গেছে! এবারের মত মাপ করে দাও বেচারাকে।
Tishat Moni
প্রশ্ন: Apni ato valo lekhen kivabe???You’re the most favourite poet of me.
উত্তর: থ্যাংকু! (কিন্তু তুমি কী আমাকেই বলছ? আমি তো Poet না— কবিতা কখনো লিখি নাই!)
Fahid sarker.
প্রশ্ন: Before anything else, I am not very good in typing Bangla . Please consider any mistakes. Its really an honor to talk to you. Thanks.
প্রথমাই আমার শুভেচ্ছা ও ভালবাশা নিবেন। আমি সাধারনত আগে বাংলাদেশের কোন লেখক এর বই পরতাম না । (জানিনা কেন, শুধু ভাবতাম জে বাংলাদেশের লেখকের বই পরা মানে সময় নস্ট করা ) ছোটবেলা থেকেয় Physics আর Math আমার প্রিয় subjects. অনেক বই পরেছি কিন্তু বাংলা ভাষায় বজা আর English এ বোজা এক নই ! আমার এক বন্ধু (নাম ফাহাদ) আমাকে আপনার বই ( নেউরন এ অনুরন) recommand করেছিল। তখন আমি ক্লাস ৯ এ পরি। শুরু হল বাংলা বই এর প্রতি ভালবাশা। আপ্নেই আমাকে শিখিয়েসেন কি ভাবে গনিত অনুভব করতে হই।আপনার লেখা আমার শবছেয়ে প্রিয় বই হসসে “পদারথ বিজ্ঞান এর প্রথম পাথ” একে একে আপনার শব গুল বই ই প্রায় পরা সেশ । আপনাকে ধন্নবাদ দিয়ে ছট করব না। দোয়া রাখবেন জেন সেই সপ্ন পুরন হই । আপনার সময় হলে উত্তর দিবেন , আমি আপনার উত্তর এর অপেক্ষায় থাকব।
উত্তর: শুনে খুশী হলাম যে আমার বইয়ের কারণে তুমি এখন বাংলা বই পড়া শুরু করেছ! আমি তো ছোট খাটো লেখক যখন বাংলা ভাষার সত্যিকারের বড় লেখকদের বই পড়বে তখন তোমার টাশকি লেগে যাবে!
তানজিলা নোয়াখালী
প্রশ্ন: আমার লেখা লেখি করার খুব ইচ্ছা,,কিন্তু কোন ধরনের লেখা লিখলে বন্ধু বান্ধবের কাছে প্রিয় হব??
উত্তর: উহুঁ! বন্ধু-বান্ধবের কাছে প্রিয় হওয়ার জন্যে লিখতে চাইলে বড় লেখক হতে পারবে না। নিজের জন্যে লিখতে হবেÑ তোমার লিখতে ভালো লাগে সে জন্যে লিখবে!
আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক, রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা সদর, খুলনা।
প্রশ্ন: প্রিয় স্যার,আমি আপনার মেইল এড্রেস কী পেতে পারি?
উত্তর: mzi@sust.edu
ফারহাবি মজিব, Class:12, Notre Dame College,Dhaka.
প্রশ্ন: Michelson Morley experiment এ আমরা যদি ধরি যে আলোর গতি c তাহলে যেহেতু আলো, দুটি আয়নার সাপেক্ষেই সমান আলোক পথ অতিক্রম করে তাহলে যখন আলো দুটি আয়নায় reflect হওয়ার পরে আবার semi-silvered mirror এ একত্র হয় তখন আলো দুটির মধ্যে কোন পথপার্থক্য থাকার কথা নয় অর্থাৎ যদি semi-silvered mirror এ একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি ফেলা হয় তাহলে যেহেতু সমান্তরাল আলোকরশ্মিগুলো semi-silvered mirror এর সাপেক্ষে 45 degree কোণ করে আপতিত হয় তাই আলোকরশ্মির কোন জায়গায়ই destructive interference হয়ার কথা নয়। কিন্তু experiment টাতে নাকি interference pattern দেখা যায়। কেমন করে এই interference pattern তৈরি হল?
উত্তর: মনে রাখতে হবে মাইকেলসন মোরলি যখন এই এক্সপেরিমেন্ট করেছিলেন তখন লেজার আবিষ্কার হয় নাই! এক্সপেরিমেন্টে আলোর রশ্মিকে লেন্স দিয়ে সমান্তরাল করা হয়েছে কাজেই এটার কারণে Fringe দেখা যেতেই পারে। পৃথিবীর গতির দিকের সাথে এর পরিবর্তন হয় না সেটা হচ্ছে বড় কথা।
মায়শা মাহী,সিলেট সরকারি মহিলা কলেজ
প্রশ্ন: মানুষ কি কখনো আলোর বেগে চলতে পারবে বা এরকম কোনো যানবাহন আবিষ্কার করতে পারবে?
উত্তর: আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী পাবার কথা নয়।
urmi,bank colony,savar dhaka.
প্রশ্ন: আমি টুকটাক লিখি,অামি বই বের করতে চাই,এখন কিভাবে তা করতে পারি স্যার,
উত্তর: কখনোই নিজের পকেটের টাকা খরচ করে বই বের করবে না। ভালো লিখো তাহলে প্রকাশকেরা নিজেরাই এসে তোমার বই বের করবে।
Addrota Khan Progga,X-science,Mohammadpur preparatory school and college. (The girl who asked you at children science congress if brain drain could be stopped or not)
প্রশ্ন: Apnar sathe add kivabe hobo,sir? 🙂 🙂 –
উত্তর: add হওয়া মানে কী আমি জানি না! যদি প্রশ্ন করতে চাও এখানে করতে পার, e-mail পাঠাতে পার কাগজে চিঠি লিখতে পারো—
আহমেদ ফাহিম ঢাকা।
প্রশ্ন: স্যার, আমি সাস্টে ভর্তি হতে চাই,আপনার ক্লাস করতে চাই, আপনি থাকবেন তো?
উত্তর: তুমি এখন কোন ক্লাসে পড়? ক্লাস টু থ্রী হলে ততদিন থাকব না!
এশরাক আহম্মেদ নবম শ্রেনি
প্রশ্ন: আপনার জীবনে এমন কোন দিন কি গেছে…যে দিন আপনি হাসতে ভুলে গেছেন???
আপনার এক নগন্য ভক্ত…
উত্তর: ভুলে হয়তো যাইনি কিন্তু হাসার মত পরিবেশ নেই এরকম দিন অনেক গিয়েছে।
Mustafizur Rahm,an Lalpur S S Pilot High School
প্রশ্ন: Sir, Amr Prosno Hocche Amra Jokhon Tubewell E Chap Dei Tokhon Amra Dan Hater Cheye Bam Hate Beshi Shokti Pai, kintu Badminton Khelar Somoy Kingba Ball Sorar Somoy Amra Bam Hater Cheye Dan Hate Beshi Shakti Pai (of Course Dan Hatider Jonno ) Eta Kno Hoi.?,
উত্তর: তুমি সম্ভবতঃ ambidextrous অর্থাৎ দুই হাত সমানভাবে ব্যবহার করতে পারÑ আমি টিউবওয়েলকে ডান হাত দিয়েই চাপ দিই! তোমার মত বাম হাতে পারে না। শতকরা ১ শতাংশ মানুষের তোমার মত ক্ষমতা আছে।
Nisarg Saha, Greenherald, cl:6,
প্রশ্ন: my sister is in holy cross, and she is the only one who got a green card in class 10(bisshoshahito kendro). even i want to participate in this program. i am very much interested in this program, as i have read all books in my library.what to do if i want to join (as in my school it doesn’t have this program.)? until now…
উত্তর: বিশ্ব সাহিত্য কেন্দ্র খুব মজার জায়গা। একবার এই কেন্দ্র থেকে বেড়িয়ে আসÑ সব তথ্য পেয়ে যাবে!
নওশীন হক, সেগুনবাগিচা, ঢাকা।
প্রশ্ন: স্যার বিজ্ঞানী হবার জন্য কী করতে হবে? কীভাবে পড়াশোনা করতে হবে? মানে, কোন কোন বিষয়ে ভালভাবে জোড় দিতে হবে? আমার পরিবারে এ পেশায় কেউ নাই, তাই সরাসরি ধারনা পাচ্ছি না। আমি বিজ্ঞান অনেক ভালবাসি, তাই আমি চাই অন্তত আমার ছোট ভাইবোনদের বিজ্ঞানী হবার জন্য উৎসাহ দিতে। আপনাকে ধন্যবাদ স্যার, গনিত এবং বিজ্ঞানকে সবসময় হাইলাইট করার জন্য।
উত্তর: বিজ্ঞানের জন্যে আগ্রহ আর কৌতুহল থাকলেই বিজ্ঞানী হতে পারবে। গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা— কাজেই ভাষাটুকু জানো তো? এখন তোমাদেরকে বিজ্ঞানে আগ্রহী করার জন্যে এই দেশে অনেক কিছু আছে— সেগুলোতে অংশ নিতে থাকো।
প্রশ্ন: বল কাকে বলে
উত্তর: যদি Force বুঝিয়ে থাকে তাহলে যেটা বস্তুর গতির পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে বল
হাবিব..(কলেজ- ১ম ফার্স্ট ইয়ার)
প্রশ্ন: ফিসিক্সের ভাষায়, কাজ হলো- বল প্রয়োগের মাধ্যমে কিছু সরানো..মানে, সরণ না ঘটলে কাজ হবে না.. W=fs এখানে, s=0 হলে, W=f.0=0 এখন, এখান থেকে আমি যদি বল বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে? অর্থাৎ, সরণ ০ হলে বল কি হবে? W=fs or f=W/s or f=W/0 or f=?
উত্তর: বল প্রয়োগ করলে সরণ হবে, (F = ma) কাজেই যদি দেখো সরণ হচ্ছে না তাহলে বুঝতে হবে বল প্রয়োগ হয়নি— অন্য কোনো বল তোমার প্রয়োগ করা বলকে কাটাকাটি করে দিচ্ছে!
রেজওয়ানা শারমিন মেঘলা,১৯, রাজশাহী
প্রশ্ন: স্যার আপনি কোথায়?আমাদের পুরোপুরি ভুলে লেগেন?মেডিকেল কলেজ এ ভর্তি হয়ে জীবন শুরু করলাম,অনেক বেশী দোয়া চাই আপনার।।
উত্তর: উত্তর: ভুলি নাই— এই যে আমি এখানে। ভাল ডাক্তার হও!
আরিফুজ্জামান আরিফ, নটরডেম কলেজ ।
প্রশ্ন: স্যার ১। আপনার কাছে বেঁচে থাকার অর্থ কী? ২। আপনার প্রিয় কয়েকটি বই কী কী? আমি অত্যন্ত খুশি হব আপনি যদি প্রতি বছর আপনার পড়া বইগুলোর একটি তালিকা দিয়ে দেন।
উত্তর: ১. আমার কাছে বেঁচে থাকার অর্থ অন্যের জন্যে কিছু করা। ২. আমার প্রিয় বই অসংখ্য লিখে শেষ করতে পারব না। এই বছরে পড়া আমার উল্লেখযোগ্য বই হচ্ছে Sapien লেখক Yuval-Noah-Harari
Nusrat Rahman, class=7, Navy Anchorage Dhaka
প্রশ্ন: Sir ami apnar sathe dekha korte chai kintu parchi na. Ami ekta engineering school e electronics niye kaj kori. Ami je engineering school e kaj kori tarao apnar sathe dekha korte chai. Engineering school e shobai mile amara ekta robot baniyechi. shei robot er video demo ache. amra bibhinno jaygai workshop o kori.Tachara ami personally vibhinno project develop korechi. Ami game o baniyechi. Sir amra jodi apnar sathe dekha korte partam tahale amra nijeder ke bhaggoman mone kortam.
উত্তর: উত্তর: আমি সিলেট থাকি। সিলেটে এলেই দেখা হবে। আমাকে আগে একটা ইমেইল পাঠিয়ে নিশ্চিত হয়ে নিও যে আমি ক্যাম্পাসে আছি।
সাইমুন হাসান, সিলেট
প্রশ্ন: রিলেটিভিটি আমাদেরকে মহাকর্ষ সম্পর্কে যে ধারণাটা দেয় তা হচ্ছে, ভরের কারণে স্পেসটাইমের বক্রতা। এটাকে ব্যাখ্যা করা হয় একটা চাদর দিয়ে যেটাকে স্পেসটাইম ধরা হয় এবং সেই চাদরে কিছু বস্তু ফেললে চাদরে যে বক্রতা তৈরি হয় তার জন্যে অপেক্ষাকৃত কম ভরের বস্তুগুলো সেই ভারি বস্তুর দিকে এগিয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, বাস্তবে চাদরের মধ্যে এই কাজ করলে চাদরের মধ্যে বক্রতা তৈরি হয় মূলত বস্তুটির অভিকর্ষের জন্যে। কারণ অভিকর্ষের জন্যেই ভারি বস্তুটি চাদরের সমতল সহ নিচের দিকে ডেবে যায়। স্পেসটাইমের চাদরে সেই ভরের জন্যে সৃষ্ট বক্রতাটি মূলত কিসের জন্যে?
উত্তর: চাদর হিসেবে দেখার সমস্যা হচ্ছে তাহলে সেটাকে দুই মাত্রায় কল্পনা করতে হয়! তিন মাত্রায় কল্পনা করো এবং ধরে নাও বস্তুটি সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে যাবে তাহলে বোঝা সহজ হবে। বক্রতাটুকু আসে অভিকর্ষণের জন্যে।
গহন বনিক(মুগ্ধ),দেবীদ্বার,কুমিল্লা
প্রশ্ন: এমন অনেক খাদ্য উপাদান আছে একটি ছাড়া অন্যটির শোষন হয় না।যেমন ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম।স্যার,কষ্ট করে এমন একটি তালিকা তৈরি করে দিলে খুশি হব।গুগল মামুকে জিজ্ঞেস করে পেলাম না!
উত্তর: আমি পুষ্টি বিজ্ঞানের মানুষ নই— তোমার প্রশ্নের উত্তর দিতে হলে আমাকেও গুগল মামুর কাছে যেতে হবে! গুগল মামুর কাছে নিশ্চয়ই উত্তর আছেÑ তুমি হয়তো ঠিক করে জিজ্ঞেস করতে পারনি! আবার কর।
চিন্ময় চৌধুরী, অষ্টম শ্রেনী,ফেনী সদর,ফেনী।
প্রশ্ন: মহাবিশ্বের সৃষ্টিতে ঈশ্বরের কি কোন অবদান নেই?শূন্য কি কোন স্থানের পর্যায়ে পড়ে না?তাহলে শুন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি হলে শুন্যতার সৃষ্টিকর্তা কে?স্যার,আমার প্রশ্নের উৎপত্তি এই ব্লগ থেকে,…
উত্তর: তোমার প্রশ্নটা বিজ্ঞানের প্রশ্ন নয়— দর্শনের প্রশ্ন! একজন দার্শনিককে খুঁজে তাকে এই প্রশ্নটা করতে হবে।
Junayed Jawad Ahmad Intermediate 1st year, Rajshahi College
প্রশ্ন: Sir, এই Website এর জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলো হল Electomagetic Wave যেখানে Electric Field আর magnetic Field পরষ্পরের লম্ব। তাহলে আমরা একটা Electric Field এর সাহায্যে কি যেকোন Electromanetic Field কে প্রভাবিত করতে পারব? (তার frequency বা wavelength এ change বা তাকে vanish করা যাবে কি?)
উত্তর: ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে যে ইলেকট্রিক ফিল্ড আছে ঠিক তার মতো আরেকটা দিয়ে প্রভাবিত করা যায়Ñ সেটাকে বলে Interferece.
প্রশ্ন: I have recently scored under 65 (among 100) at my math exams in my school.Where the highest mark is about 98.They,who got highest mark and near of it,usually go to ‘math private’ and ‘coaching’.So I have losed my confidence.I have a fear of doing bad in my ssc exam.I’m thinking that I should take a ‘math private teacher’.I got scholarship in J.S.C exam.I’m also an winner of the math olympiad.I like math but I don’t have much interest in my text book’s math (But I read the books and try to solve all of the problems). So what should I do now?Should I go to a teacher or not?
উত্তর: সাবিহা নামে একটা মেয়ে আমাকে একটা বিষয় জানিয়েছে, তার কথাটা একবার পড়ে দেখ!
Tanveer.charfassion tb high school.charfassion.Bhola.
প্রশ্ন: Manus sristir rohosso nie bigganider maje bitorko roece keno
উত্তর: একটা কিছু পুরোপুরি জানার আগে বিজ্ঞানীরা সেটা নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়— সবাই নিজের পক্ষে যুক্তি দেয়— এখানেও তাই হচ্ছে। বিষয়টা বির্তক নয় বিষয়টা বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়া।
রাফিদ ইজতেহাদ, কুষ্টিয়া।
প্রশ্ন: আপনি কি এই ওয়েবসাইটে ঢোকার পাসওয়ার্ড ভুলে গেছেন? নাকি আমাদেরই ভুলে গেছেন?
উত্তর: তুমি ঠিকই অনুমান করেছ! এখন পাসওয়ার্ডটা ডাইরীতে লিখে রেখেছি। আর ভুলব না।
নূর
প্রশ্ন: স্যার আপনার ষষ্ঠ সায়েন্স ফিকশন সমগ্র কবে বের হবে?
উত্তর: আটটি সায়েন্স ফিকশন জমা হলে ১টি সমগ্র বের হয়। আটটি হতে আরো একটি বাকী আছে!
amar nam ta r likhar sahos palam na mymensingh
প্রশ্ন: sir,ame kichu din dhora khub problem a ase.ame jokon thaka bujta shikhache tokon thaka dakhache amar baba maa ak satha happy na.sob somoy kono akta kichu nea problem cholcha.jodi o tara amaka bujta day ni bt ame sob bujta pare.maa sob somoy afsus kora ja sa jodi job korto tahola ashob hoto na.a sob dakha amar khub kosto hoy.tay amonki amar result o karap hoy.pora sunar monojug hareya fale.bt akon ame nijaka bujiache ja ame amar maa r kosto dur korbo.ame valo kora porbo r bcs xm debo.r ajonno ame porasuna o korche.akon amar boyos 19.bt maa abong basar sobay amar upor bea r pressure deccha.maa amaka onak boka o day.amaka bola amaka tara businessman ar kacha bea deba na amaka kono chakrijibi r kacha bea deba.bt ame nija aga job korta chay.family thaka o pressure barcha bea r jonno.dhukkhar bishoy hoccha amar family ta onak educated person asa bt tarau amaka support korcha na.AME bea korta chay na tay tara vabcha amar onno kothau relation asa.ame r parche na sir.maja maja mona hoy ame tension korta korta pagol hoya jabo.jani na apni amar problem ta bujban ki na.kintu bujla ame aktu shanti pabo sir.apni doya kora amaka poth dakhan sir.porasuna na korta parla ame mora jabo.amar sopno e amar ak matro bacha thakar asa.doya kora bolun amar kivaba sob kichu face kora uchit.bola dorkar bea atkanor jonno ame family r sata amonki amar maa r sathau karap babohar korche.plz sir amaka poth dakhan.r.answer dela khusi hobo.
উত্তর: আমি আমার ছাত্রীদের সব সময় বলি পড়ালেখা শেষ করে চাকরী নিয়ে তারপর বিয়ে করবে। তার আগে কখনো নয়। কাজেই আমি তোমার সাথে একশত ভাগ একমত। যত ঝামেলাই হোক, যত ঝগড়াঝাটি করার দরকার হোক তোমাকে পড়াশোনা শেষ করতে হবে। নিজের পায়ে না দাড়ালে পুরো জীবনটা অনিশ্চিত হয়ে যায়। তুমি তোমার মায়ের কষ্ট দূর করতে চাও শুনে খুশী হয়েছি—এরকম সময় একজনকে পাশে থাকতে হয়— সেটাই অনেক।
তুমি শত ঝামেলার মাঝে যেভাবে নিজেকে ধরে রেখেছ সেভাবে ধরে রেখে এগিয়ে যাও। আমি জানি তুমি পারবে— দেখবে তোমার জন্যে কী সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে।
মোঃ মোস্তফা কামাল জাবেদ ঠিকানাঃ সিলেট
প্রশ্ন: স্যার আপনার কাছে আমার অনেক কথা বলার আছে কোনটা রেখে কোনটা বলব বুঝতে পারছি না! আমি দশম শ্রেণীতে পড়ি ।আমাদের বিদ্যালয় একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত,ততটা উন্নত নয়।আমাদের বিদ্যালয় এর সবাই গণিতকে ভয় পায় আমি একা সবার ভয় কাটাতে পারছি না যদি আপনি কোনো দিন আমাদের বিদ্যালয়ে আসেন ৫০০ ছাত্রছাত্রী উপকৃত হবে আসতে পারবেন স্যার ? … আমি এখন কবিতা লিখি,উপন্যাস লেখারও ইচ্ছা আছে এই বয়সে এটা কী ঠিক?অনেকে বাংলাকে ইংরেজিতে লিখে যেমন;(এইভাবে=eivabe)বাঙালি হয়ে এটা করা কী ঠিক?
উত্তর: সুযোগ পেলে নিশ্চয়ই একদিন তোমার স্কুলে আসব! যারা গণিতকে ভয় পায় তাদেরকে বলো একবার গণিত অলিম্পিয়াডে যেতে, সব ভয় কেটে যাবেহ।
না, eivabe বাংলা লেখা একেবারেই ঠিক না।
মেহরীন,ফরিদপুর।
প্রশ্ন: আসসালামুআলাইকুম।স্যার আমি একটি দশ বছরের ছেলেকে পড়াই।সে আমার কাজিন ও হয়।ছেলেটি প্রচন্ড বেয়াড়া।এই বয়সে সে ক্লাস টু তে পড়ে।সবচেয়ে বড় ব্যাপার তাকে এখনও ক খ শিখাতে হয়।সে পড়াতো পড়তেই চায় না লিখতে দিলে নকল করে।ওর বাবা মা বলে ওকে প্রচুর মারতে।কিন্তু মেরেও কোন কাজ হচ্ছেনা।আগে অনেক টিচার রেখেছিল সবাই বিরক্ত হয়ে চলে গেছে ।এখন আপনি বলুন আমি কি করব???এরকম ছাত্র আমি এর আগে কোনওদিন দেখিনি।প্লিজ স্যার সাহায্য করুন।
উত্তর: আর যাই করোÑ ওর গায়ে হাত তুলো না! ছেলেটার কী কোনো physical সমস্যা আছে? সে কী ডিসলেক্টিক? একটু পরীক্ষা করে দেখো।
সজীব
প্রশ্ন: স্যার আমি ২০১১ সালে ৮ম শ্রেণী থেকে জে এস সি পাস করে ৯ম শ্রেণীতে উঠি |তারপর ৯ম শেষ করে ১০ম এ উঠতেই আমার পারিবারিক আর্থিক অবস্থার কারনে আর পড়তে পারি নি| আর SSC পরীক্ষা টা দিতে পারলাম | তিন বছর কেটে গেল | স্যার ,এখন আমি আবার ৯ম শ্রেণীতে ভর্তি হতে চাই | আর আমি কাল ভর্তি হতে গিয়েছিলাম কারিগরি তে কিন্তু ভর্তি হতে পারি নি | কারন আমি জে এস সি পাস করছি ২০১১ সালে তাই আর বয়স ১৭ বছর ১০ মাস হয়ে যাই | ভর্তি হতে পারলাম না | মন ভরা কষ্ট নিয়ে চলে আসলাম | সবচেয়ে কষ্ট লাগে কোথায় জানেন স্যার , ক্লাস ২য় শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আমার রোল ছিল ১(এক)| আজ সেই আমিই সবার পিছনে রয়ে গেলাম |
প্রশ্ন ১ স্যার , এখন বলেন আমি কি কারিগরিতে ৯ম শ্রেণীতে ভর্তি হতে পারবো ? সেটার কি কোন উপায় আছে??
প্রশ্ন ২| আমি কি জেনারেল এ ৯ম শ্রেণীতে ভর্তি হতে পারবো??
আমার জে এস সি পাসের বছর হল ২০১১ সাল আর জিপিএ হল ৩.৯৩ দয়া করে স্যার উত্তর দিবেন
উত্তর: আমি ভর্তির খুটি নাটি জানি না তাই তোমাকে সাহায্য করতে পারছি না। কিন্তু নিশ্চয়ই কোথাও না কোথাও ভর্তি হতে পারবে। তুমি এতো মেধাবী এবং তোমার লেখাপড়ায় এতো আগ্রহ তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও ভর্তি হতে পারবে।
নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা করোÑ অবশ্যই তুমি আবার লেখাপড়া শুরু করতে পারবে।
সারা, দশম শ্রেণি, ঢাকা।
প্রশ্ন: স্যার, নবম দশম শ্রেণির গণিত বইয়ে পূর্ণ সংখ্যা বলতে শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে বলা হয়েছে, আবার “গণিত এবং আরো গণিত” বইটিতে পূর্ণসংখ্যা বলতে শূন্য থেকে শুরু করে ১,২,৩,৪,৫ ইত্যাদিকে পুর্ণসসংখ্যা বলা হয়েছে। আবার গণিত বইয়ে পূর্ণসংখ্যাকে Integer বলা হয়েছে, কিন্তু “গণিত এবং আরো গণিত” বইটিতে intiger এর কথা এককভাবে বলা হয়েছে, আর পূর্ণসংখ্যাকে বলা হয়েছে whole number.
আমার প্রশ্ন হচ্ছে আসলে কোনটি সঠিক? আমি বিষয়টা বুঝতে পারছি না।
উত্তর: আমি যতদুর জানি Whole Number হচ্ছে: ০,১,২,৩…
Integer হচ্ছে : … -৩, -২, -১, ০, ১, ২, ৩, . . . . .
সৌমিক কর, কুমিল্লা জিলা স্কুল
প্রশ্ন: মুখের ফুটো ছোট করে ফু দিলে ঠান্ডা বাতাস কিন্তু ফুটো বড়ো করে ফু দিলে গরম বাতাস বের হয় কেনো?
উত্তর: অসাধারণ প্রশ্ন! আমি চিন্তা করে এখনো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আর কেউ উত্তরটা জানে?
রবিউল ইসলাম নিলয়।।ময়মনসিংহ । ইউনিভারসিটি অফ পেট্রিট, রোমানিয়া (২০১৭ সেশন)
প্রশ্ন: স্যার আগামি সেপ্টেম্বরে আমি রোমানিয়া চলে যাবো নিয়ে। সেখানে গিয়ে তো বাংলা বই পাবো না। আবার কোন বই সাথে নিয়েও যেতে পারব না। সেখানে বসে বাংলা বই পাওয়ার কি কোন উপায় আছে। খুব খারাপ লাগছে ভেবে বাকি জীবন খুব একটা বাংলা বই পড়তে পারব না বলে।
উত্তর: আজকাল PDF হিসেবে সব বাংলা বই পাওয়া যায়, কাজেই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
ওয়ারিস, ঢাকা..(কলেজ- ১ম বর্ষ)
প্রশ্ন: ২টা বস্তুর মধ্যে সংঘর্ষ হলে কোনটার বেশি ক্ষতি হবে- সেটা তাদের ভরবেগের উপর নির্ভর করে.. এখন সংঘর্ষ হওয়া ২টা বস্তুর একটা যদি পৃথিবী হয়- তাহলে কি হবে? ধরুন, পৃথিবীর কক্ষপথে পৃথিবীর চেয়েও বেশি ভরবেগের কোনো বস্তু/গ্রহ চলে আসলো..কিংবা, পৃথিবীর চেয়ে কম ভরবেগের বস্তু..সেক্ষেত্রে? এখানে সংঘর্ষের ব্যাপারটা ঠিক কল্পনা করতে পারছি না..কারণ- গ্র্যাভিটি…কোনো বস্তু পৃথিবীর কাছাকাছি আসলে কি সেটা পৃথিবীর টানে পৃথিবীর মাটিতে আছাড় খেয়ে পড়ার কথা না? (যদি সেটার ভর পৃথিবীর চেয়ে কম হয়)
আবার, বস্তুটার ভর পৃথিবীর চেয়ে বেশি হলে, পৃথিবীই কি ওই বস্তুর উপর গিয়ে পড়বে?
কোনো গতিশীল বস্তু তার গতিপথে কিছু পেলে ধাক্কা দিবে..কিন্তু, পৃথিবী তার কক্ষপথে কিছু পেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে- এমন কি হবে?
উত্তর: বস্তুটা কোনদিকে যাচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। চাঁদ মাসে অন্তত একবার পৃথিবীর কক্ষপথে আসছে সেটা পৃথিবীর আকর্ষণে তার উপর আছড়ে পড়ছে না!
মুনতাকিম আহমেদ আকিব স্কুল:রংপুর জিলা স্কুল, রংপুর
প্রশ্ন: আমি বড় হয়ে পদার্থবিজ্ঞানী হতে চাই। কিন্তু পরিবারে কেউ আমাকে সমর্থন করে না। তারা বলেন পদার্থবিজ্ঞান পড়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু করা সম্ভব নয়। আমি তখন আপনার উদাহরণ দিই। তবে তারা বলেন খুব কম ভাগ্যবান মানুষ বিজ্ঞানী হতে পারে!!!!!!!!!!!!!!!!!
তারা আমাকে তাই ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে বলেন।
উত্তর: তোমার জীবনের দায়িত্ব তোমার। বাবা মায়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বলেন কারন তাদের ধারনা এটা হলে চাকরি বাকরি হবে, খেতে পরতে পারবে। তোমার নিজের উপর যথেষ্ট আত্মবিশ্বাস থাকতে হবে যেন তুমি বলতে পার যে, “আমি বড় হয়ে সত্যিকারের বিজ্ঞানী হয়ে সত্যিকারে ল্যাবে কাজ করে খেয়ে পরে বেঁচে থাকতে পারব। যদি না পারি সেই দায় দায়িত্ব আমার!” পারবে বলতে?
আকিব। রংপুর জিলা স্কুল।
প্রশ্ন: স্যার, আমাদের পদার্থবিজ্ঞান,রসায়ন বইগুলতে বিস্তারিত আলচনা নেই কেন ???? এর কারণে আমাদেরকে গাইড,প্রাইভেট, কোচিং এর উপর নির্ভর করতে হচ্চে।
উত্তর: বিস্তারিত নেই সেই কথাটা সত্যি কিন্তু সেই কারণে তোমাকে প্রাইভেট কিংবা কোচিং পড়তেই হবে সেই কথাটা পুরোপুরি সত্যি বলে মনে হচ্ছে না।
alamin bashundhara
প্রশ্ন: আচ্ছা স্যার গ্রামের নাম কাকন্ডুবি গল্পের কি বেশির ভাগ ঘটনাই আপনার জিবনে ঘটেছে? কারন গল্পটি আমার কাছে এতটাই বাস্তবিক লেগেছে যে, আমার মনে হয় না বানিয়ে বানিয়ে এত সুন্দর মুক্তিযুদ্দের গল্প লেখা যেতে পারে।
উত্তর: না, এটি কাল্পনিক। তবে মুক্তিযুদ্ধের সময় এই বিষয়গুলো অসংখ্য মানুষের জীবনে অসংখ্যবার ঘটেছিল!
প্রশ্ন: তুমি এত ভাল গল্প কেমন করে লেক?
উত্তর: লেখি নাকী? তুমিও চেষ্টা করে দেখ, আমি যদি পারি তাহলে যে কেউ পারবে!
প্রশ্ন: পৃথীবির আহ্নিক গতি কিসের জন্য হয়???
উত্তর: পৃথিবী তার অক্ষে পাক খাওয়ার জন্যে।
সাদিক দ্বাদশ শ্রেণী রাজশাহী
প্রশ্ন: …সেই বিখ্যাত গোফওয়ালা আপনার “আমি তপু” বইটা ছিলো আমার জীবনে পড়া প্রথম বই। স্পষ্ট মনে আছে,তপুর কষ্ট দেখে ইচ্ছে হচ্ছিল আপনাকে গিয়ে খুন করে আসি!!ভাগ্যিস,সেদিন আপনি আমার ধারে কাছে ছিলেন না তখন!!কী কান্ডটাই না হতো,বলেন তো!! আপনাকে আমি মাঝে মধ্যেই গুরু বলে সম্বোধন করি।কতজন কতকথা বলে!!
টিটকারি করে। …গণিত আর বিজ্ঞানকে যমের মতো ভয় করা এই আমি এখন টাকা বাঁচিয়ে গণিতের বই কিনি!! …আমি শুধু আপনাকে একটুখানি ধন্যবাদ দিতে চাই।অনেক অনেক অনেক ধন্যবাদ স্যার।
ধন্যবাদ আমাকে আনন্দ দেওয়ার জন্য ।
ধন্যবাদ কিছু কষ্ট উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ আমার অনেক প্রথমের শুরু হওয়ার জন্য ।
ধন্যবাদ আমার অনেক শেষের শুরু হওয়ার জন্য ।
অনেক অনেক ধন্যবাদ ,একজন সাধারণ কিশোরের চোখে অসাধারণ হওয়ার স্বপ্ন এঁকে দেওয়ার জন্য ।
… আমি আমার এই ধন্যবাদ পত্রটা টেলিপ্যাথির মাধ্যমে পাঠিয়ে দেব।সোজা আপনার ঠিকানায়। … (লেখাটা লেখার পর ভাবলাম,টেলিপ্যাথির উপর ভরসা না করে একটু ইন্টারনেট এর সাহায্য নেয়।আপনার ইমেইল আমার জানা নাই।কোথাও থেকে সংগ্রহও করতে পারি নাই।
আপনার জন্মদিন নিয়ে আমার অনুভূতিটুকুই লিখেছি শুধু।জানিয়ে দিলাম।
উত্তর: টেলিপ্যাথির উপর ভরসা না করে ভালো করেছ। আমার টেলিপ্যাথি সেটে শুধু মিসকল আসে। থ্যাঙ্কু।
প্রশ্ন: আমার বন্ধু একটা অংকের ম্যাজিক জানে।মানে আমি যদি তাকে ২-৮ এর মধ্যে যে কোন নাম্বার সংবলিত পাঁচ অক্ষর এর একটি গাণিতিক রাশি বলি তাহলে সে এরকম যেকোন আরো চারটি রাশির মোট যোগফল বলে দিতে পারে বাকি চারটি রাশি না দেখে। আমি যদি ২৪৬৭৮ এরকম একটি রাশি দেই তাহলে সে এরকম আরও চারটি রাশির মোট যোগফল বলে দিতে পারবে। যেমন আমি দিলাম ৪৫৬৭৮ তারপর সে তার উত্তর দিল। তারপর আবার আমি বললাম ২৩৪৫৬। এরপর সে দিল একটি সংখ্যা ৮৭৬৫৪.তারপর আমি দিলাম ৪৩৫৬৭ এবং সে দিল ৭৬৫৪৩।এরপর এই সংখ্যা গুলোর যোগফল যা হবে সেটা তার প্রথমে দেওয়া উত্তর এর সঙে হুবুহু মিলে যায়।কিন্তু ০,১,৯ সংখ্যা দিলে হবে না।আমার প্রশ্ন হল সে কিভাবে তা করে। তবে আমি খেয়াল করেছি যে উত্তর দেওয়ার সময় সে প্রথমে দুই দেয় এবং মাঝখানের চারটি সংখ্যা দেয় প্রথম সংখ্যাটির প্রথম চারটি সংখ্যা এবন শেষ এর সংখ্যাটি দেয় যেকোন সংখ্যা যা আমি ধরতে পারি না।আমার এ প্রশ্নের উত্তর চাই। Please. please. please. please. please. please.
উত্তর: খুবই সোজা। তুমি কোনো সংখ্যা বলার পর সে এমন একটা সংখ্যা বলবে যেন দুটো মিলে একটা নির্দিষ্ট সংখ্যা হয়। সে যেহেতু প্রত্যেকবার এই নির্দিষ্ট সংখ্যা তৈরী করে নেবে তাই আগে থেকে জানে যোগফল কত হবে।
minhaz bin monib… dhaka city college……..
প্রশ্ন: sir… what is your hobby???
উত্তর: হবি? ঘুমানোর সময় পাই না, নিঃশ্বাস ফেলার সময় পাই না আর হবি? (বই পড়তে ভালো লাগে, এটাকে কি হবি বলা যায়?)
কবির।বরুনকান্দি ,নওগাঁ।
প্রশ্ন: শুভ জন্মদিন স্যার। জন্মদিনে একটা প্রশ্ন ছিল স্যার।”আলোকে নিয়ে এত গল্প, তত্ত্ব , আলোর তরঙ্গ , বেগ ইত্যাদি।অন্ধকারকে নিয়ে নেই কেন স্যার ?”
উত্তর: আলো না থাকার অর্থ অন্ধকার। এখন তুমিই বল আলো নিয়ে কী আলোচনা হতে পারে!
শশী মগবাজার, ঢাকা
প্রশ্ন: আজকাল একটু কিম্ভূত রকম অস্বস্তি-তে ভুগছি।এক বছর বা দুই বছর আগের নিজের করার বিভিন্ন কাজকর্মের জন্য ভালোরকম বিরক্তির মাঝ দিয়ে যাই। নিজের কাছেই বিব্রত লাগে।সেজন্য বর্তমানে কিছু করতে গেলেও বা কোনো সিদ্ধান্ত নিতে গেলেও থমকে যাই, যদি ভবিষ্যতের নিজের কাছে ব্যাপারটা অস্বস্তির জন্ম দেয়।হয়তো ব্যাপারটা নিতান্তই ব্যক্তিগত সমস্যা।কিন্তু আমার সবকিছুতেই ইদানিং কেমন বাঁধো বাঁধো ঠেকছে।কোনো কাজই ঠিকমত করে উঠতে পারি না, সিদ্ধান্ত নিতে গেলে কনফিউশনে ভুগি, এমনকী কথা বলতে গেলেও মনে হয় বোকামি হয়ে যাচ্ছে না তো, মানুষ হাসবে না তো, বড় হয়ে নিজেই হাসব না তো!খুব ছোট একটা ব্যাপার, সেভাবে তাই আলোচনার কিছুও নেই, কিন্তু একীসঙ্গে খারাপ সময়ের মাঝ দিয়ে যাচ্ছি, এটাও সত্যি।কী করতে পারি?
উত্তর: সবকিছু এতো সিরিয়াসলী নিয়ে কোনো লাভ নেই। ভুল হোক শুদ্ধ হোক সিদ্ধান্ত নিতে পারা একটা বড় কথা! আর কথা বলার আগে যদি দুশ্চিন্তায় পড়ে যাও কথা বলাটা ঠিক হচ্ছে কী না তাহলে তো মুশকিল। নিশ্চিন্তে কথা বল! মানুষ অন্য প্রাণী থেকে আলাদা হয়ে মানুষ হয়েছে কারণ মানুষ একের সাথে আরেকজন কথা বলে সেজন্যে!
অভি দাস..(কলকাতা)
প্রশ্ন: অামি ভারত থেকে বলছি…
অাপনার বেশ কয়েকটি বই পড়েছি….দাদা যখন ছুটিতে এখানে অাসে তখন মাঝেমধ্যে বই নিয়ে অাসে…!! অাপনার কিছু বই পড়ার পর দাদাকে বলি, অারো নিয়ে অাসতে!!!☺☺ সত্যই অসাধারন…☺☺
যা জানতে চাচ্ছি…,,১)প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কি বিদেশীদের জন্য কোনো সিট থাকে????
২)অাচ্ছা, অামাদের দেশ থেকে স্কলারশিপ নিয়ে কিংবা অন্য কোনো ভাবে বাংলাদেশের কোনো ভার্সিটি(যেমন, বুয়েট, ঢাকা, সাস্ট, কুয়েট…) তে ভর্তি হওয়া যায়????☺
ছোটবেলা বাংলাদেশেই ছিলাম…..!!! অাবার এখানে চাই☺।
উত্তর: অন্য বিশ^বিদ্যালয়ের কথা সঠিকভাবে জানি না তবে আমাদের বিশ^বিদ্যালয়ের সব বিভাগেই বিদেশীদের জন্যে আলাদা সিট আছে!
তোমার শৈশবের বাংলাদেশে তোমায় আমন্ত্রণ!
প্রশ্ন: ভালোবাসা কি?
উত্তর: অনেকভাবে দেখা সম্ভব। দুটি বেড রুম, একটা ডাইনিং স্পেস, একটা বসার ঘর, দুটি বাথরুম, সুন্দর একটা কিচেন, দক্ষিণ দিক থেকে খোলা, ভালো বাসা হতে পারে!
troyee,mymensingh
প্রশ্ন: mister jarul chowdhury,ame o apner moto amar mental age test korlam.janan amar mental age koto 47 hoysa.but amar age matro 20.akon amar ki kora uchit??
উত্তর: কী আর করবে? আগামী ২৭ বছর মানসিক বয়স বাড়তে দিও নাÑ বোকা সোকা থেকে যাও!!
শাহরিয়ার ইসলাম সিফাত (বিজয় হোটেল গলি-ধাপ-রংপুর)
প্রশ্ন: স্যার, ত্রিভুজের তিনটি কোনই কি কখনো ৯০ ডিগ্রি হতে পারে?কিভাবে?-
উত্তর: সমতল পৃষ্ঠে ত্রিভূজের তিন কোণের যোগফল ১৮০ ডিগ্রী। পৃষ্ঠ উত্তর হলে সেটি বাড়তে পারে অবতল হলে কমতে পারে!
জাকারিয়া স্বপন,কুষ্টিয়া।
প্রশ্ন: স্যার আপনি এই পর্যন্ত যতগুলো বই লিখেছেন তার সবগুলোর নামের লিস্ট কিভাবে পেতে পারি।উইকিপিড়িয়াতে একটা লিস্ট আছে সেখানে কি সবগুলো বইয়ের নাম যোগ করা আছে?
উত্তর: এই ওয়েব সাইটেই আছে! একটু খোজঁ!
রেদওয়ান..
প্রশ্ন: ক্লাস ফাইভে থাকতে একবার বন্ধুদের সাথে পৃথিবী গোল নাকি ফ্ল্যাট- তা নিয়ে বেশ তর্ক হয়েছিলো… হঠাৎ এই ঘটনা মনে পড়ার কারণটা বলি..
সম্প্রতি ফেইসবুকে একটা পেইজ চোখে পড়লো- “BD Flat earth society”..এরা বলতে চাচ্ছে- পৃথিবী আসলে ফ্ল্যাট..(ডিস্ক শেপের অনেকটা-চারদিকে এন্টার্কটিকা- সেনটারে নর্থ পোল)…নাসা আমাদের ধোকা দিচ্ছে.. এরকম একটা বিষয় নিয়ে বিতর্ক হবে- কল্পনাতেও কখনো ভাবি নি.. এই বিষয়টা হেসে উড়িয়ে দাওয়া কি ঠিক হবে? বাংলাদেশে এর প্রভাব কিরকম হতে পারে- যেখানে সাইদীকে মানুষ চাদে দেখে? আমি কিন্তু আতংকিত..
উত্তর: পাগল ছাগল কী করছে সেটা নিয়ে মাথা ঘামিও না! যারা সুস্থ স্বাভাবিক তাদের জন্যে সময় দাও।
হিমেল পাল কপিলমুনি,খুলনা।
প্রশ্ন: মনেকরুন, আমার বন্ধু এবং আমার বয়স একই। আমার বন্ধু আলোর কাছাকাছি বেগে চলমান মহাকাশযানে ভ্রমন করল। আপেক্ষিকতা থেকে বলা যায়, সে(আমার বন্ধু) আমার সাপেক্ষে গতিশীল হওয়ায় আমার বয়স তার বয়স থেকে বেশি হবে।এখন,বিপরীতভাবে আমার বন্ধুর সাপেক্ষে আমি গতিশীল তাহলে কি আমার বন্ধুর বয়স আমার বয়স থেকে বেশী হবে না? যদি বেশী হয় তাহলে সত্যিকার অর্থে কার বয়স বেশী বাড়ল?
উত্তর: দুজনের ভেতর কার বয়স আসলেই বেশী হয়েছে জানার জন্যে দুজনের দেখা হতে হবে। দেখা হওয়ার জন্যে যে গতিপথ পরিবর্তন করে দিয়ে আসবে সে দেখবে অন্য জনের বয়স বেশী। (আমার লেখা থিওরি অফ রিয়েটিিিভটির উপর একটা বই আছে। সেই বইটা কারো কাছ থেকে নিয়ে পড়ে দেখোÑ আরো সবিস্তারে ব্যাখ্যা আছে।
Hema Dhanmondi,Dhaka
প্রশ্ন: Sir pothome amar Salam niben. Ami jani apni English okhkhore bangla likha pochondo koren na. Prothomei dukhkhito sejonne. Sir class 9 -10 e science neoa r jonno shobai eto jor kore keno? Amar science e agroho ache kintu jader ete agroho nei tader ke o science nite hoi. Eta amar pochondo na. Kalke amader subject choice er din ja hobe result wise. Amar science e agroho ache sejonno doa korben ami jeno science pai.
উত্তর: তুমি ঠিকই বলেছ। সবাইকে মোটেও বিজ্ঞান নিয়ে পড়তে হবে না। যাদের আগ্রহ নেই তারা তাদের পছন্দের বিষয় নিয়ে পড়বে।
নওশীন Non univeesity of Bangladesh
প্রশ্ন: স্যার,আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই তবে কেন আমার প্রশ্নের উত্তর পাই না।ক্যান?ক্যান??ক্যান???
উত্তর: শুধু তুমি নও গত তিন মাস কারো প্রশ্নের উত্তর দিই নি। সরি। সরি। সরি।
প্রশ্ন: স্যার,পদার্থ বিজ্ঞানের প্রথম পাঠ বইটি কবে বের হবে?
উত্তর: অনেক আগেই বের হয়ে গেছে!
Arikas mom
প্রশ্ন: My little angle Arika,8 years old. Today she asked me , how do I managed to talk such a great writer like u. She also wants to talk with u. She wants to tell u that ur book bhchcha bhoyankar kachcha bhayonkar is a very funny book. She also thanked u for the book. This is the first book , she read. So she is very excited. I’m very happy that my daughter also love u as much as I. I will never try to explain my love for u because it is endless..
উত্তর: থ্যাংকু আরিকার আম্মু! আমার খুবই মজা লাগে যখন দেখি এক সময়ের ছোট মেয়েটি যে আমার বই পড়তো এখন বড় হয়েছে এখন তার মেয়েটি আমার বই পড়ছে! একজন লেখক এর চাইতে বেশী কী চাইতে পারে?
দিপু সরকার।
প্রশ্ন: জীবনের চরম অভিঙ্গতাঃ
৩য় ও ৪র্থ শেণির বার্ষিক পরীক্ষা চলছে। আজ বাংলা বিষয়ে। সবাই পরীক্ষা দিচ্ছে। হঠাৎ ৩য় শ্রেণির রোল নম্বর ১ এর একটি কাজ দেখে আমি পূরো অবাক। একটা প্রশ্নের উত্তর লেখা ভুল হয়েছে বলে সে টা না কেটে দিয়ে ফ্লুয়িড কলম দিয়ে মুছে দিচ্ছে। আমি কি বলব, আর কি করব বুঝে উঠতে পারলাম না। পরীক্ষায় এই কলম ব্যবহার করা যাবে কী না, আমার আদৌ জানা নেই। পরিশেষে বললাম, প্রয়োজনে তুমি একটানে কেটে দিয়ে আবার লেখ। কিন্তু জবাবে আমাকে বলল, স্যার পরীক্ষায় কাটা-কাটি করলে কম নাম্বার পাব। তাই মুছে দিচ্ছি।
সম্মানিত স্যারেরা মতামত দিলে খুব খুশি হব।
উত্তর: কাটাকাটি না হলে দেখতে পরিস্কার পরিচ্ছন্ন মনে হয় কথাটি সত্যি কিন্তু সে জন্যে এরকম বাড়াবাড়ি পর্যায়ে যাওয়াটা শুচি বায়ুগ্রস্থ মানুষের কাজ বলে মনে হয়! সর্বনাশ!
Adrita Barisal Model School And College
প্রশ্ন: Sir it’s December and we have a long vacation. So if you add some books in this site, it would be much amazing for us.
উত্তর: তোমার বুদ্ধিটা খারাপ নয়! আমি মাঝে মাঝেই এটা করব। (এখন ফেব্রুয়ারী মাস চলে এসেছে তাই এবারে আর দিচ্ছি না!)
সাবিত খান,৮ম শ্রেনি(ছিলাম),রাজাপুর,ঝালকাঠী।
প্রশ্ন: স্যার,আমি ৯ম শ্রেণিতে উঠতে যাচ্ছি।কিন্তু আমার গণিতে যথেষ্ট ভয়।আমি কোন বিষয় নিলে সমস্যা হবে না?
উত্তর: গণিতে ভয় কথাটা শুনে অবাক হচ্ছি! গণিতে ভয় আবার কিছু নেই। গণিতের বইটি ভালো করে পড়ে অংক গুলো দেখবে সবকিছু পানির মত সোজা মনে হচ্ছে!
Rafihath Saleh
প্রশ্ন: Sir,Sust drone team are making many many drones.By seeing that I also told my father to bring a drone from Singapore but because of his business he couldn’t bring it.Again when he went to Malaysia I told to bring a toy drone which can fly a little like real drone.This time he bought it but in Shahjalal Airport they stopped it.i thought it was just a toy drone but still they didn’t let it come.Was that right?Now I am making a drone.My teacher is Rahat from Sust drone team.
উত্তর: ভালোই হয়েছে কাষ্টমস ড্রোনটা নিয়ে নিয়েছে, সেকারণে তুমি নিজেই এখন ড্রোন বানাতে শুরু করেছ! কী চমৎকার।
Aaush From: Rajarbagh Class: 3
প্রশ্ন: Dear Sir,
Is it possible to create time portal or space portal? If so, I would like to invent one when I am older.
উত্তর: মনে হয় টেকনোলজিটা পেতে আরো হাজার খানেক বছর লেগে যাবে! অপেক্ষা করবে নাকী অন্য কিছু নিয়ে কাজ করবে?
Jahangir A. Noman”
প্রশ্ন: প্রিয় জাফর স্যার, ফেসবুকে আমার এক ফ্রেণ্ড আপনাকে একটা অনুরোধ করেছে। তার অনুরোধ এখানে তুলে ধরলামঃ
“প্রিয় জাফর স্যার,
আপনার পাঠকপ্রিয় উপন্যাস “মহব্বত আলীর একদিন” পড়েছিলাম স্কুলে থাকতে। “মহব্বত আলীর শেষ দিন” লেখার সময়ও মনে হয় চলে আসলো, আগামি বইমেলায় আশা করি দেখতে পাব 🙂 –
উত্তর: মহব্বত আলী জাতীয় মানুষ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো!
অনামিকা , বয়স-১৯, ঢাকা।
প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার , অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা । আজকে স্যার মুলত আপনাকে কৃতজ্ঞতা জানাতেই লিখছি । আপনি সেই মানুষ যিনি বাতিঘরের মতন একটি দেশের কয়েকটি প্রজন্মের তরুণ / তরুণীকে পথ দেখিয়েছেন , স্বপ্ন দেখতে শিখিয়েছেন , দেশকে ভালবাসতে শিখিয়েছেন , অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন । স্যার , এই দেশটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন , অনেক আশা । কিন্তু মাঝে মাঝে দেশের বিচারহীনতা , সাধারণ মানুষের একটা বড় অংশের চিন্তার সঙ্কীর্ণতা এইসব দেখে দেখে দেশের প্রতি আশা হারিয়ে ফেলি । এখন তো ডিসেম্বর মাস, স্বাধীনতার ৪৫ বছর পূর্ণ হবে এইবার । স্যার, আজ থেকে ৪৫ বছর আগে ১৬ ডিসেম্বর দিনটাতে দাঁড়িয়ে ৪৫ বছর পরের দেশটাকে কেমন কল্পনা করেছিলেন ? সেই কল্পনার সাথে কি বাস্তবতা মিলে? আমরা কি পেরেছি আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে ? কি কি মিলে? কি কি মিলেনা? জানতে খুব ইচ্ছা করে দেশ স্বাধীনের মুহূর্তে সবার বুকের ভেতরের স্বপ্নটা কি ছিল ? ইচ্ছে করে ওই মুহূর্তটাকে সবটা দিয়ে অনুভব করতে । নিজের চোখে দেশটাকে স্বাধীন হতে দেখতে পারিনি বলে নিজেকে খুব বঞ্চিত মনে হয় । ওই মুহূর্তে দেশ নিয়ে স্বপ্নটা কি ছিল বলবেন কি স্যার ? অগ্রিম ধন্যবাদ ।
উত্তর: সত্যি কথা বলতে কী একাত্তরে পাকিস্তানি মিলিটারীদের নৃশংসতা এতোই ভয়াবহ ছিল যে দেশ স্বাধীন হওয়ার মুহুর্তে মনে হয়েছিল আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে।
আমার আসলেই পাবার কিছু নেই, দেশটাকে পেয়েছি এর চাইতে বেশী কী পেতে পারি?
তবে আমার বন্ধু মুক্তিযোদ্ধারাÑ যারা যুদ্ধে মারা গেছে তারা যে স্বপ্ন দেখেছিল সেটাকে সত্যি করার জন্যে এক ধরণের স্বপ্ন দেখি। সেটি হচ্ছে পুরোপুরি অসাম্প্রদায়িক একটি দেশ।
মামূন ঢাকা
প্রশ্ন: দাদু আমি কিভাবে বুঝব? আমি একজন সফল মানূষ?
উত্তর: যখন রাস্তাঘাটে লোকজন তোমার সাথে সেলফি নিতে শুরু করবে তখন বুঝবে যে তুমি তাদের চোখে একজন সফল মানুষ! আসলেই সফল কিনা সেটা তোমার নিজেকে জিজ্ঞেশ করতে হবে, তুমি কি চেয়েছিলে আরে সেটা পেয়েছ কি না, তার চাইতে বড় কথা, ঠিক জিনিষই চেয়েছিলে কি না ইত্যাদি ইত্যাদি …
হিরু দত্ত চট্টগ্রাম।
প্রশ্ন: আমি ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আচ্ছা, স্যার আমাদের বিজ্ঞানের(পাঠ্যবই) বইগুলোতে কি আপনার লেখা পেতে পারি? কারণ, আপনার বোঝানোটা আমাদের সহজভাবে একটা বিষয় বুঝতে সাহায্য করে।
উত্তর: তথ্য প্রযুক্তির বইটিতে একটুখানি আছে!
ফুয়াদ ইরীর, ক্লাস নাইন, চাঁদপুর।
প্রশ্ন: স্যার, আপনার লিখা পদার্থবিজ্ঞানের উপর একটা বই নাম , “পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র” বইটির কি কোনো সফট কপি আছে? আমি বইটি কিনার সামর্থ্যে নেই, তাই আশা করছিলাম একটি বিনামূল্যের সফট কপির। আপনার সহায়তা কামনা করি। ধন্যবাদ
উত্তর: সরি, পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্র নামে আমার লেখা কোনো বই নেই!
পুলক সরকার,চট্টগ্রাম।
প্রশ্ন: স্যার, কোন জিনিস শ্লীল না অশ্লীল তা বোঝার একটা সহজ উপায় বলুন না ?
উত্তর: উপায়টা খুবই সোজা। যে কথাটা মায়ের সামনে বলতে পারবে না ধরে নাও সেটাই অশ্লীল।
প্রশ্ন: Sir ami maths voy pai 🙁 onek beshi voy pai
উত্তর: ভয় নাই। কোনে ভয় নাই!
শমিত ঢাকা
প্রশ্ন: আমরা কাছের কোনো বস্তকে ফোকাস করলে এর ব্যাকগ্রাউন্ড এর বস্তুগুলোকে দুইটা করে দেখি।আমাদের চোখ তিনটা থাকলে কি তখন ব্যাকগ্রাউন্ড এর কোন বস্তু কে তিনটি দেখতাম!!
(যদি আমাদের পুঞ্জাক্ষি থাকতো তখন কি এরকম অসংখ্য বস্তু দেখতাম)
অগ্রীম ধন্যবাদ স্যার।(প্রশ্নটা আরেকটু হয়ত সুন্দর করে করা উচিৎ ছিল!!)
উত্তর: হ্যাঁ দেখতে। আসলে দুটি চোখ দুটি ভিন্ন জিনিস দেখেÑ মস্তিষ্ক সেটাকে একটা Image তৈরি করে নেয়। পুঞ্জাক্ষীর বেলাতেও মস্তিষ্ক নিশ্চয়ই সেই কাজটি করে।
Nawsheen Huq Shegun Bagicha, Dhaka
প্রশ্ন: শ্রদ্ধেয় স্যার, আপনি ছাড়া আমার এই কথা/কষ্ট কেউ বুঝবে না। আমি ছোটবেলা থেকেই বিজ্ঞানী হতে চাইতাম, কিন্তু আমি বিজ্ঞান শাখায় পড়তেই পারিনি, ব্যবসায় অনুষদে পড়াছি। এখন আমার বয়স ২৬, Dept. of Finance and Banking, Jahangirnagar University থেকে মাস্টার্স পাস করেছি। যাহোক, আমি এখনো বিজ্ঞানী হবার ইচ্ছা রাখি।
প্রশ্ন ১- এটা কী সম্ভব? প্রশ্ন ২- কীভাবে সম্ভব? একটু গাইডলাইন দিলে ভাল হয় স্যার।
N.B. Sir, I am dead serious. I don’t want to be a world-class scientist, I just want to practice science for my own happiness, I just want to invent/improve atleast one worthy thing/theory in my life. Even my parents smile when I say these to them.
You are my idol sir, God bless you.
উত্তর: শুনে খুব খুশী হলাম যে তোমার বিজ্ঞান নিয়ে এতো আগ্রহ। পৃথিবীতে কিছুই অসম্ভব নয়, এটা নির্ভর করে তুমি তার জন্যে কতোটুকু পরিশ্রম করতে রাজী আছ তার উপর। বিজ্ঞানের তো অনেকগুলো শাখা তার ভেতর তোমার যে শাখাটি পছন্দের তার কোনো একটা ভালো টেক্সট বই নিয়ে পড়তে শুরু করো। আজকাল অন লাইনে অসাধারণ লেকচার পাওয়া যায। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীরা অন লাইনে কোর্স দিয়ে থাকেন। সেগুলো নিতে শুরু করো। যখন তোমার ভেতরে একটা আত্মবিশ্বাস হবে তখন পুরোটাই সহজ হয়ে যাবে।
সামিউজ্জামান। দশম শ্রেণি। লালপুর নাটোর।
প্রশ্ন: তোমা হতে পেয়ে থাকি রংধনুর সাত রঙ আর সাথে অনেকখানি শুভ্রতা। তোমার আলোতে আলোকিত এই ভূবন। অন্ধকারে ডুবে যায় বসুধা তোমার অন্তরালে। অন্ধ হয়ে বসে থাকি তোমার অবর্তমানে। তুমি মহান।
শুধু জানতে চাই একটা কথা।
হে ফোটন কণা তোমার আয়নায়ন ক্ষমতা এত দুর্বল কেন?
উত্তর: কে বলেছে দুর্বল? আমি যখন গামা রে তখন কার সাধ্যি আছে আমার সামনে দাড়াবার? সবকিছু ছিন্ন ভিন্ন করে আমি ছুটে যাই তখন!
আরিফুর রহমান নবম শ্রেণি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল
প্রশ্ন: আচ্ছা স্যার, আমাদের বিভিন্ন লেখক-কবিদের জন্মসাল,মহৎ কর্ম গুলোর নাম মুখস্থ করতে হয় কেন? বিভিন্ন পাবলিক পরীক্ষা,বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এমনকি বিসিএস পরীক্ষায়ও এসব থেকে প্রশ্ন আসে… আমার মতে তাদের এইসব লেখনীর নাম মুখস্থ করার চেয়ে কয়েকটা পড়া ভাল না? আপনার মতামত ও করণীয় জানতে চাই.
উত্তর: যে বিষয়টা কোনো বইপত্র, ইন্টারনেটে খুজঁলেই পাওয়া যায় সেটা মুখস্ত রাখার কোনো দরকার নেই। মানুষের মস্তিষ্ক মুখস্ত রাখার জন্যে তৈরি হয়নি। বিশ্লেষণ করার জন্যে তৈরি হয়েছে।
এটা নিয়ে আমার একটা মজার গল্প আছে। এস.এস.সি. পরীক্ষার পর একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, “স্যার আপনি কোন সালে বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন?” আমি মাথা চুলকে বললাম, “কেন?” সে বলল পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে।
আমি তাকে সালটা বলতে পারিনি কারন নিজেই ভুলে গেছি অর্থাৎ আমি নিজেই জানি না! যেটা আমি নিজে মনে রাখতে পারি না সেটা অন্যেরা কোন দুঃখে মনে রাখবে?
Prajna Amita New York
প্রশ্ন: Sir, I am majoring in education. I want to become a teacher and come back to Bangladesh. My aim is to help the special needs children in my country.
I am inspired by you and Humayun sir. I just wanted to say thank you. Keep us (young generation ) in your prayers .
উত্তর: থ্যাংকু প্রজ্ঞা! শুনে খুব ভালো লাগল। সবাই যদি তোমার মতো দেশে ফিরে আসতে থাকতো তাহলে কী মজাই না হতো!
খাদিজা, নবম শ্রেণি, ঢাকা।
প্রশ্ন: স্যার, “তোমাদের প্রশ্ন আমার উত্তর” লেখাটির পাশে আমাদের ছবি আর আপনার ছবিটা কার আঁকা?
উত্তর: আমার আঁকা।
Samiuzzaman, Class: ten,
প্রশ্ন: Sir, I have hight phobia. What should I do?
উত্তর: আমারও মাকড়শা নিয়ে ফোবিয়া আছে! ফোবিয়া থাকলে কী আর করবে এটা নিয়ে বেঁচে থাকা শিখতে হয়। আমি যেরকম শিখেছি। একটা মাকড়শা দেখলে এমন গলা ফাটিয়ে চিৎকার শুরু করি যে বাসার সবাই সাহায্য করার জন্যে ছুটে আসে।
প্রশ্ন: স্যার, সবাই আমার কথাগুলোকে পাগলের প্রলাপ ভাবতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা একটা প্রহসনে পরিণত হয়েছে।কয়েক দিন আগে ঢাবির ভর্তি পরীক্ষায় সীট বিক্রির বিষয়টা মিডিয়াতে আসছে। আমি হলফ করে বলতে পারি মিডিয়াতে যা আসছে তাঁর চেয়ে কয়েকশ গুণ বেশী দুর্নীতি হয়। মোটামুটি প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে পঞ্চাশ ভাগ আসন বেচা কেনা হয়। । আমার ছোট বোন ঢাবি, চবি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর ও শাবিপ্রবিতে পরীক্ষা দিয়েছে। শুনতে হাস্যকর শোনাবে, প্রতিটা পরীক্ষায় তাঁর আন্সার গুলো মিলিয়ে যে মার্কটা দেখতে পাই, তা ফল বের হওয়ার পর highest মার্কএর চেয়ে বেশী হয়।কিন্তু ফলাফল আসে হাস্যকর ও অবিশ্বাস্য। প্রশ্নগুলো এত কঠিন কিছু না। আমি দাবী করছি না, আমার বোন দেশের সেরা মেধাবী। আমার বোন চান্স না পাক দুঃখ নাই, কিন্তু তাঁর প্রাপ্ত নম্বর কিছুতেই এত কম হতে পারে না। স্যার, আমি পাগল না। চুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পাস করা ছেলে। সবগুলা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি মানতে পারি, কিন্তু মনে করছি, শাবিপ্রবিতে জাফর ইকবাল স্যার যেহেতু আছেন কোন অন্যায় হবে না। কিন্তু অন্যায় হয়েছে। আমি তাঁর ভর্তি পরীক্ষার খাতার উত্তরপত্র দেখার আরজি জানাই, ঢাবিতে তা ও তো ভুলভাল হলেও প্রতিটা বিষয়ের মার্ক আলাদা করে দেয়। কিন্তু শাবিপ্রবিতে YOU ARE NOT SELECTED কথাটা লিখেই স্বপ্নগুলোকে কবর দিয়ে দেয়। আমার বোনকে পড়ার সুযোগ না দেন, তাঁর এমসিকিউ এর খাতাটা আপনি একবার নিয়ে চেক করিয়েন। আর কিছু না পারেন, আমাদের মত মধ্যবিত্তদের কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে সেটা জানতে পারবেন। ভাল থাকবেন, স্যার।
উত্তর: তোমার কথায় সত্যতা আছে। ভর্তি পরীক্ষাগুলো এখন অনেকটা লটারীর মত হয়ে গেছে। যারা পরীক্ষা নেয় তারা কখনো শুদ্ধ উত্তরগুলো ঘোষণা করে নাÑ সাহস পায় না!
আমি দুঃখীত, শাহজালাল বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে আমি এখন কোনোভাবে যুক্ত নই!
সজিব,গাইবান্ধা।
প্রশ্ন: স্যার, শীত কালে শীত আর গরম কালে গরম লাগে কেনো ?
উত্তর: শীত কালে গরম আর গরম কালে শীত লাগলে কী কেলেংকারীটাই না হতো!
(বাইরের তাপমাত্রার উপর নির্ভর করে শরীর থেকে কতোটা তাপ বের হয়ে যাবে Ñ সে কারণেই আমাদের শীত আর গরমের অনুভূতিটা হয়!)
সোনিয়া, শাহজাহানপুর
প্রশ্ন: আমার ই-মেইল এড্রেস থেকে শুরু করে যাবতীয় সবকিছুর নাম টুকুনজিল। এমনকি আমার ঘরের যে ব্যাক্তিগত লাইব্রেরী আছে তার নামও টুকুনজিল। বেশিরভাগ পরিচিত মানুষই এখন আমাকে টুকুনজিল বলে ডাকে। ক্লাস এইটে পড়ার সময় যে বই আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল, সেই মুগ্ধটা এখন অবধি আছে। টুকুনজিলের প্রতি এই মায়ার উৎস কোথায়????
উত্তর: ইন্টারেস্টিং! টুকুলজিল বইটা আসলে আমারও প্রিয় একটা বই।
একবার একটা রেস্টুরেন্টে ১৩/১৪ বছরের একটা ছেলে আমার কাছে এসে আমাকে বলল,
“স্যার আমার নাম টুকুলজিল!”
আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম, কারণ মনে হলো এখনই বুঝি আমাকে একটা ঘুষি দিয়ে বলবে, “আপনার কারণে আমার বাবা মা আমার এই সর্বনাশটা করার সুযোগ পেয়েছে!”
কিন্তু শেষ পর্যন্ত ঘুষি দিল না, আমি হাঁফ ছেড়ে বাচঁলাম।
প্রশ্ন: আমার মনে হয় আর বাচা হবেনা স্যার। এই করাপ্টেড সমাজে, এই নিষ্ঠুর খুনি সমাজে আমার মনে হয় না আর বাচা হবে। সরল মন নিয়ে যারা জম্মে তারা হয় অভিশপ্ত- তারা শুধু ঠকে অপমানিতই হয় না, তাদের বেচে থাকার অধিকারটুকুও থাকে না। …… আপনাকে আমার অনেক কিছু বলার ছিল, আপনার শোনার দরকার ছিল- … আমি আমার মৃত্যু দিয়ে চাইব যেন আমার মত অসহায় নির্যাতিত বঞ্চিত হয়ে আর কোন মেয়েকে এ বাংলায় না থাকতে হয়। …… সব আমার ডায়েরীর পাতায়ই থেকে যাবে- আমার জীবন, আমার সাথে অনবরত ঘটে যাওয়া অন্যায়, আমার স্বপ্ন, আমার লেখা, আমার স্বপ্নের ইনিস্টিটিউটের পরিকল্পনা ও কাঠামো- সব, সব কিছু থেকে যাবে আমার অপরিপক্ক মনের বোকামী হিসেবে। সর্ষের মধ্যেই ভুত থাকে। সেই সর্ষের ভুত ছাড়বেনা বলে আমরা শত যুদ্ধ করেও বেচে থাকার স্বাভাবিকতা হারাব, রাস্তার মেয়ে হতে চাইব না বলে আত্মহত্যাকেই বেছে নিব। আপনাকেও বা এগুলো বলছি কেন স্পস্ট নয় নিজের কাছে। … তবে হ্যা, আমার এই সমাজকে অনেককিছু বলার ছিল, এই সমাজের জন্য আমার অনেক ঘৃণা জমানো ছিল।…
উত্তর: শোন, আমি তোমাকে একটা কথা বলি। মানুষের জীবনে দুঃসময় আসে সেই দুঃসময়ে টিকে থাকাটাই হচ্ছে বিজয়। বুঝতে পারছি তুমি এখন খুব দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছ, তোমার এখন দাঁতে দাঁত চেপে টিকে থাকতে হবে।
আমি কিন্তু এমনি এমনি এই কথাগুলো বলছি না, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তুমি হাল ছেড়ে দিও না, নিজের স্বপ্নটুকু লালন করো একদিন দেখবে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। অনেক ব্যর্থতা আসবে কিন্তু সে জন্যে তো হাল ছেড়ে দেয়া যাবে না!
প্রশ্ন: মন ভালো করা একটা গল্প দিবেন, প্লিজ? খুব খুব মন খারাপ। কান্না পায়!
উত্তর: এতো দিনে নিশ্চয়ই মন ভালো হয়ে গেছে, তাই না? (দেব, মন ভালো করার একটা গলা নিশ্চয়ই দেব)
প্রশ্ন: পানিতে জন্ম পানিতে বাস পানিতে পড়লে সরবনাস
উত্তর: সোডিয়াম? (পানিতে পড়লেই বিশাল বিস্ফোরণ) সোডিয়াম ক্লোরাইড (লবণ) সমুদ্রের পানিতে থাকে।
প্রশ্ন: Likhei r ki luv! Amswer e tw paina!!!
উত্তর: ঠিকই বলেছ! তোমার জায়গায় আমি হলে কোনদিন ধেত্তোরি ছাই বলে ছেড়ে দিতাম!
রুকাইয়া বিনতে রশীদ,দশম শ্রেণি,বগুড়া
প্রশ্ন: স্যার,কয়েকদিন আগে একজনের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে,আপনি যাদের বই পড়ে অবাক হয়ে যান,তাদের বইগুলো আমরা পড়লে একেবারে ট্যারা হয়ে যাব! এসএসসি পরীক্ষা দেবার পরের সময়টাতে ট্যারা হয়ে যাবার মত বইগুলো পড়তে চাই।আপনি কী সেই লেখকদের বইয়ের তালিকা দেবেন এখানে?তাহলে খুব ভাল হয়!
উত্তর: Roald Dahl দিতে শুরু করো!।।
Tasfia Tasnim Auroni, Rangpur
প্রশ্ন: Sir amar nam Tasfia.Ami amar shob bondhuder jiggesh korechilam je tara class nine e uthle commerce nebe na science nebe.Shobari uttor science. Kintu ami chai commerce note.Shobai tokhon boleche je,tui ki pagol hoye gechis?In fact,tara vabe je jara commerce ney, Tara Gadha.Tara amay convince korche he Ami jeno science nei.
উত্তর: কে কি বলছে সেটা নিয়ে একটুও মাথা ঘামাবে না। তোমার যেটা ইচ্ছা হবে সেটা পড়বে। সত্যিকথা বলতে কী যারা তোমাকে গাধা বলছে তাদের কথাবার্তাই মনে হচ্ছে গাধার মত!
অর্ণব শীল, চট্টগ্রাম।
প্রশ্ন: স্যার, যত দিন যাচ্ছে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে,সেই সাথে আমাদের জ্ঞান, তথ্যের পরিমাণ বেড়ে যাচ্ছে। ধীরে হলেও একটা সময় হয়তো আসবে যখন পুরনো আবিষ্কার গুলো সম্পর্কে জানতেই একটা মানুষ তার আয়ুষ্কাল পূরণ করে ফেলবে।তখন তো বিজ্ঞান সামনে এগোতে পারবে না। যদি আয়ু বেশি বাড়িয়ে ফেলি তখন স্মৃতির সমস্যা হবে। তখন মানুষ কি করবে।
উত্তর: বরং উল্টোটা হবে! এখন ভালোভাবে জানি না বলে ছাড়াছাড়া ভাবে অনেক কিছু জানতে হয়! তখন হয়তো একটা ইকুয়েশান থেকে সবকিছু বের হয়ে আসবে! ক্লাস টুতেই সব লেখাপড়া শেষ!!
প্রশ্ন: Sir,I am a girl.When I was asked to choose home science or agriculture, I chose agriculture. But some of my friends told that I am mad,so I choose this.But sir I don’t like home science, I want to read agriculture in class seven too.Some of the boys said that I am mental and I should take home science.
Pls sir,tell me which subject I should choose.
উত্তর: যারা বলেছে তুমি mental তারা আসলে বর্তমান দুনিয়ার কিছু জানে নাÑ তারা এখনো একশ বছরের পুরানো মানুষ! তোমার যেটা ইচ্ছা তুমি সেটা পড়বে, কে কী বলেছে সেটাতে কোনো গুরুত্ব দেবে না। মেয়ে হলে গার্হস্থ বিজ্ঞান পড়তে হবে কে বলেছে? মেয়েরা এখন মোটেই শুধু গার্হস্থ্য কাজ করে না, তারা প্লেন চালায়, বৈজ্ঞানিক হয়, পুলিশ অফিসার হয়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, প্রধানমন্ত্রী হয় স্পীকার হয়-এমন কী হাতাহাতি যুদ্ধের কমান্ডো হয়!!
সারা, নবম শ্রেণি, ঢাকা।
প্রশ্ন: স্যার, কেউ যদি গাইড বই শুধু মাত্র প্রশ্নগুলো দেখে দেখে প্র্যাকটিস করে আর যে উত্তর গুলোদিয়ে দেওয়া আছে তার দিকে ফিরেও না তাকায় তাহলে কি গাইড বই পড়তে সমস্যা আছে?
স্যার, আমার প্রশ্ন দেখে কিন্তু মনে করবেন না যে আমি গাইড বইয়ের পক্ষে কথা বলছি। আমি নিজেও গাইড বই পড়ি না। পাঠ্যবই পড়ার পর আবার যদি গাইড বই পড়তে যাই তাহলে গল্পের বই পড়ব কখন? তাই না? শুধু মাত্র জানার জন্য প্রশ্নটা করলাম। আর স্যার, আমি আপনার কথা মতো ফেসবুক ব্যাবহার করা (সময় নষ্ট করা) ছেড়ে দিয়েছি। ঠিক করেছি না? অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইল।
উত্তর: যদি গাইড বইয়ের শুধু প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন আর উত্তর মুখস্ত করলে সর্বনাশ!
তুমি আমার কথা শুনে ফেসবুক ছেড়ে দিয়েছ শুনে খুব খুশী হলাম। এখন তুমি ছেলেমানুষী লাইক পাবার জন্যে ব্যস্ত হবে নাÑ নিজের কাজ করতে পারবে, জীবনটা ঠিক ভাবে উপভোগ করতে পারবে।
হাই ফাইভ!!
One of your biggest fan, Tasrifa Jannat Class- 11 Sylhet
প্রশ্ন: স্যার, আপনার এই website এ জাস্ট প্রশ্নই করা যায় but প্রশ্নের সাথে কোনো file attach করা যায় না…. এই feature টা থাকলে হয়তো প্রশ্ন করতে আরেকটু সুবিধা হতো…. (লেখায় ভুল থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)
উত্তর: তুমি ফাইলটার একটা লিংক দিয়ে দাও আমি ডাউনলোড করে নেব।
খুলনা থেকে আমি শাখী
প্রশ্ন: …আপনার কি মেজাজ গরম?
মনটা কি ভাই স্বচ্ছ নরম?
নাকটা নাকি ভীষণ উচা?
ভ্যা কাঁদুনে – দিলেই খোঁচা?
…
জানেন শোনেন অনেক নাকি?
উত্তরে সব বলেন দেখি?
সবার আছে জানার বাকি
তবুও আপনি দেবেন ফাঁকি? :p 😀 😀
(উত্তরটা ইমেইলেও দিতে পারেন, সেও ভাল- নইলে সবাই ক্ষেপাবে! 😀 ক্ষেপানোর ভয় আছে তো আপনার- ডাক নাম বলেন না-আ! কিন্তু উত্তর আমাকে এটার দিতেই হবে, ছাড়ছি না।)
উত্তর: খুব সুন্দর কবিতা হয়েছে। থ্যাংকু!
আমার আসলে কোনো ডাক নাম নেই, ছোট থাকতে চেষ্টা করেছিল আমার গায়ে লাগেনি— পিছলে বের হয়ে গেছি!
সামান্তা নবম শ্রেণী এ.কে. হাই স্কুল দনিয়া ঢাকা-১২৩৬
প্রশ্ন: চাচা,আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।আমি আপনার পরামশ মেনে চলব৷আমি রেফ খুজে পাইনি তাই দিতে পারলাম না৷আর আপনাকে ব্যক্তিগতভাবে ই মেইল কীভাবে করব?
উত্তর: এই যে নাও এক ডজন রেফ দিচ্ছি ( র্ক র্খ র্গ র্ঘ র্চ র্ছ র্জ র্ঝ র্ত র্থ র্দ র্ধ) যখন দরকার হবে ব্যবহার করো।
একজন সপ্তম শ্রেণির ছাত্রী
প্রশ্ন: স্যার, আপনি সবসময় গাইড বইয়ের বিপক্ষে কথা বলেন,কিন্তু আমি গাইড বই এর পক্ষে। এর কিছু কারন:-
১.আপনার ধারনা যে আমরা শুধু গাইড বই মুখস্ত করি,এটা কিন্তু মোটেও সত্যি না।আমি নিজে গাইড ব্যবহার করি।কিন্তু আজ পর্যন্ত আমি কোন কিছুই গাইড দেখে মুখস্ত করি নাই।
২.গাইড শুধু আমরা দেখি অনুশীলন করার জন্য।গাইড এ অনেক সৃজনশীল প্রশ্ন থাকে গনিতের।সেগুলো আমরা বাড়িতে না দেখে করার চেষ্টা করি,আমার জানা নেই অন্যান্য বিষয়ের সৃজনশীল প্রশ্ন কে মুখস্ত করে!
(আমি কিন্তু কোনদিন গনিত ছেড়ে অন্য বিষয়ের সৃজনশীল প্রশ্ন খুলেও দেখিনি।)
৩.গাইড বই এর আরেকটি প্রধান প্রয়োজনীয়তা -objective।বাংলা, ধর্ম,সমাজ ইত্যাদি বিষয়ের গাইড কেনা হয় শুধুমাত্র objective পড়ার জন্য।স্যার,আমার বিনীত অনুরোধ আপনি বাংলা কোন পদ্য পড়ে তারপর না দেখে এর একটি objective এর উত্তর দেওয়ার চেষ্টা করে দেখেন।
আপনার দোয়াপ্রার্থী
উত্তর: সমস্যাটা কী জান? তোমাদেরকে সবাই মিলে পরীক্ষার্থী হিসেবে তৈরি করছে, তাই তোমাদের ধারণা লেখাপড়ার অর্থ পরীক্ষায় ভালো নম্বর পাওয়া!
আমি কিন্তু পরীক্ষার্থীদের নিয়ে মাথা ঘামাই না, আমি খুঁজে বেড়াই শিক্ষার্থী! যারা শিখবে।
নাজিয়া দ্বাদশ শ্রেণি ঢাকা
প্রশ্ন: স্যার, আমি এসএসসি তে বৃত্তি পেয়েছি। বৃত্তির শর্তাবলিতে লেখা ছিলো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠান কোনো মাসিক বেতন দাবী করতে পারবে না। যদি বেতন নেয় তাহলে তাদেরকে শাস্তি দেয়া হবে। অথচ আমাদের কলেজ(ঢাকার স্বনামধন্য কলেজগুলোর একটা) ঠিকই প্রতি মাসে মাসে বেতন নিচ্ছে। এমনকি আমাদের প্রতি মাসে যে নির্দিষ্ট পরিমাণ টাকা দেবার কথা সেটাও মাসে মাসে না দিয়ে শুধু বছরের শেষে দেয়। আমরা সবাই মিলে যখন টিচারদেরকে সেই বিষয়টা বললাম, তারা ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলে, “সব কলেজেই বৃত্তি পাওয়া না পাওয়া সবার কাছ থেকেই বেতন নেয়া হয়। তাই আমরাও নিবো। এসব নিয়ম কোনো স্কুল-কলেজই মানে না।”
স্যার এ ব্যাপারে কি কিছু করা যায় না?
উত্তর: আজকাল সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে সরাসরি সরকারকে এই সমস্যার কথা বলা যায়, সরকার সাথে সাথে ব্যবস্থা নিয়ে নেয়। তোমার সমস্যাটা জানিয়ে দেখো তো কী হয়!
হুমায়রা রহমান রাইসা,পিরোজপুর
প্রশ্ন: sir আপনি সব সময় ছোট দের নিয়া লেখেন,আমরা যারা college student তাদের নিয়া কিছু লেখেন না কেনো??
উত্তর: তোমরা যথেষ্ট ছোট। কলেজ স্টুডেন্টরা বড় কে বলেছে?
Ayan Raza. Class-6. Jalalabad cantonment public school and collage.
প্রশ্ন: sir please apni tuntuni o chotacchu boitir tretio khondo likhun.
উত্তর: বের করেছি। খুশী?
প্রশ্ন: স্যার, এই সাইটটাতে আরেকটা নতুন পেজ খুললে কেমন হয় যেখানে আপনি আমাদের কিছু প্রশ্ন (ক্রিয়েটিভ, বুদ্ধিদীপ্ত আর মজার মজার সব প্রশ্ন) দিবেন আর আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব? জানি আপনি এ সাইটে আসা প্রশ্নের উত্তর দিতেই অনেক কষ্ট করে সময় বের করেন, আবার প্রশ্ন দিতে গেলে আপনার কষ্ট আরো বেড়ে যাবে। তবুও যখন উত্তর দেবেন তখন সাথে কয়েকটা করে প্রশ্ন দিয়ে দিলে খুব বেশি কষ্ট হবে না। আপনার প্রশ্নের পেজটাতে প্রতিটা প্রশ্নের নিচে আমাদের উত্তরের বক্স থাকবে। সেখানে আমরা উত্তর দিবো। এমন ব্যবস্থা করলে কেমন হয়, স্যার?
উত্তর: খুব ভালো আইডিয়া। আমি নিজেও এরকম একটা কিছু চিন্তা করছিলাম (তখন বলটা থাকবে তোমাদের কোর্টে। কী মজা!)
মোজাহিদুল আলম আকাশ, একাদশ শ্রেণী, সরকারি পি.সি কলেজ, বাগেরহাট
প্রশ্ন: স্যার, নিউটনের প্রথম সুত্রে বলা হয়, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে এবং গতিশিল বস্তু সর্বদা সমবেগে গতিশীল থাকবে। এখন একটা নির্দিষ্ট বস্তু যদি সমবেগে চলতে থাকে আর বাহ্যিক কোনো বাধার সম্মুখীন না হয় তখন তার গতি কত থাকবে? আর বাড়তি বল প্রয়োগের মাধ্যমে যদি ওই বস্তুর বেগ আরো কিছুটা বাড়িয়ে দি তবে কি বেগ কিছুক্ষন পরে কমে গিয়ে পূর্বের বেগে ফিরে আসবে? নাকি নতুন বেগেই সে চলতে থাকবে??
উত্তর: নিউটনের সূত্রটাকে বিশ^াস করো। বল প্রয়োগ করা না হলে বল অপরিবর্তিত থাকবে, নিজে নিজে পরিবর্তিত হবে না।
Muhsina Nabila.Barisal
প্রশ্ন: স্যার আপনার বইয়ে একটা ব্যাপার খুব লক্ষণীয় বেশিরভাগ বদ লোক গুলো পাঞ্জাবি পরা,দাড়িওয়ালা, টুপি পরা। কেনো এমন?আপনার কি মনে হয়না যেসব বাচ্চারা আপনার প্রায় বই পরে তাদের উপর ধর্মীয় নিয়ম মেনে চলা মানুষ গুলো সম্পর্কে বিরুপ ধারনা নিয়ে বড় হচ্ছে?আশা করি যৌক্তিক উত্তর পাবো
উত্তর: মুক্তিযুদ্ধের রাজাকার টাইপের মানুষের জন্যে এটা সত্যি হতে পারে (তারা আসলেই দেখতে ওররকম ছিল) কিন্তু সব বদ লোকের জন্যে মোটেও সত্যি নয়। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি একটা কাজ করো। যে যে বইয়ের বদলোকগুলোর দাড়ি আছে তার নামগুলো লিখে পাঠাও। আমি দেখি তোমার কথা সত্যি কী না।
সাদিব,চট্টগ্রাম
প্রশ্ন: আচ্ছা আপনার বড় ভু্ঁড়ি আছে?
উত্তর: এখনো নাই, বানানোর চেষ্টা করছি। দোয়া করো।
সৌরভ দাস, পিরোজপুর
প্রশ্ন: স্যার, আমি সৌরভ দাস।। পিরোজপুরে যে আপনাকে অনেক বিরক্ত করেছি।
স্যার, ব্যর্থতাটা হলে যে আমি আপনার ইমেইল আইডিটা শুনতে পাইনি। আপনি যদিও ২-৩ বার বলেছিলেন তাও পারিনি শুনতে।। তারপরে আমাকে বের করে দেওয়া হয়েছিল।
আপনার এই তুচ্ছ ভক্তের জন্য কি ইমেইলটা আবার বলবেন??
উত্তর: mzi@sust.edu
Riti,hsc 2nd year,Dhaka.
প্রশ্ন: majhe majhe ghum theke uthle dekhte pai j shorirer kono jaygay kete geche. eita keno hoy? choto belai Ammu bolto j shoitane kete diyeche. but Ami eitar scientific bekkha cai. beparta Emon na j ghumer moddhe chulkate giye Ami nijei nokh diye kete felechi. majhe majhe emon jaigay kete jay jekhane ghumer moddhe hat pouchano shomvob na.
উত্তর: তুমি যেটা বলেছ সেটা খুব অবাক ব্যাপার। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। নিজের উত্তরটা খুঁজে বের করে আমাকে জানাও। আমার খুব কৌতুহল হচ্ছে।
হোসাইন, ঢাকা..
প্রশ্ন: বাচ্চা মায়ের পেটে থাকার সময় কি কাঁদে? লাথি মারে জানি..সেটা মা টেরও পায়..কিন্তু, বাচ্চা স্বাভাবিক ভাবেই কান্না করার কথা..তাই হয়ে থাকলে পেটের বাইরের পৃথিবীতে সেই শব্দ যায় না কেনো?
উত্তর: বাচ্চা জন্ম হবার পর তার ফুসফুস ব্যবহার করে, কান্না দিয়ে সেটি শুরু হয়। মায়ের পেটের ভেতর তাই বাচ্চা কাঁদতে পারে না।
আফিক হাসান।একাদশ শ্রেণী।লালমনিরহাট
প্রশ্ন: আসসালামুয়ালাইকুম।আশা করি ভালো আছেন।আমার ধারণা আপনি ভুত বিশ্বাস করেন না।।তবু জানতে চাই আপনিনকি ভুত/ভুতের গল্প শুনে ভয় পান?ভালো থাকবেন স্যার
উত্তর: হ্যাঁ, আমি ভূতের গল্প পড়ে যথেষ্ট ভয় পাই। নিজে ভূতের গল্প লেখার সময় নিজেই ভয় পেয়েছি সেটাও হয়েছে।
Aaush Class: Three, Sunnydale school
প্রশ্ন: Dear sir, chele-manushder Adam’s apple hoy keno? Eti ki kaje lage?
Blackhole ki bhabe hoy? Blackhole ke keno blackhole bole?
উত্তর: বৈজ্ঞানিক কারণটি সহজ, গলায় ল্যারিংস বলে একটা জিনিস বয়োসন্ধির সময় বেড়ে উঠে, ছেলেদেরটা মেয়েদের থেকে বেশী বলে ছেলেদেরটা চোখে পড়ে।
পেছনের গল্পটা মজার, স্বর্গে শয়তানের প্ররোচনায় আপেল খাওয়ার সময় গলায় আপেলটা আটকে গিয়েছিল তাই নাম adam’s apple!
প্রশ্ন: Dear sir, apni ki saayra scientist-er arekta part likhben please, amar saayra scientist khoob priyo.
উত্তর: আমি এক চরিত্র নিয়ে বেশি লিখতে পারি না যে! সায়রা সায়েন্টিস্টের মতো আরেকজন পাগলা টাইপের মেয়ে সায়েন্টিস্ট নিয়ে লিখলে হবে?
প্রশ্ন: প্রিয় স্যার, আপনার গোঁফের বয়স কতো? (বহুদিন ধরে কেউ আপনার গোঁফটা নিয়ে কোনো প্রশ্ন করেনি দেখে এ প্রশ্নটা করলাম 😀 🙂 )। কেউ যদি আপনার গোঁফটা কেটে ফেলে তাহলে আপনি তাকে কী করবেন? 😀
উত্তর: এই জুন মাসে ৩৯ বছর হবে।
এস,সাহল আব্দুল্লাহ, ঠিকানাঃজুড়ী,মৌলভীবাজার,বয়সঃ১১
প্রশ্ন: স্যার আমার অনেক ইচ্ছা আপনার সাথে দাবা খেলার।প্লিজ আমার সাথে ১ টি ম্যাচ দাবা খেলে আমার স্বপ্নটা পূরন করে দিন। আপনি কি আমার এই স্বপ্নটা পূরন করবেন?
উত্তর: চলো খেলি। আমি সাদা, রাজার সামনের বড়ে দুই ঘর দিলাম। এখন তোমার চাল।
Roza , From Rangpur
প্রশ্ন: Just Finished ‘Bristir Thikana’ .Really loved it.The architect of Jatiyo Shangshad Bhabon Loius Kahn really died in rail station bathroom??
উত্তর: হ্যাঁ। লুই কান বাথরুমে মারা গিয়েছিলেন। (বৃষ্টির ঠিকানায় এই কাহিনী আছে নাকী? তাজ্জবের ব্যাপার।)
অর্পিতা বৈরাগী,পিরোজপুর।
প্রশ্ন: স্যার,অাপনি বললেন, ভালো করে লেখাপড়া করতে কিন্তু যা পড়ি তার বেশির ভাগই ভুলে যাই।কি করব?
উত্তর: মনে রাখতে হবে কে বলেছে? শিখলেই হলো, শেখাটা কেউ ভুলে না।
Sabiha, Viqarunnisa Noon School
প্রশ্ন: দাদুভাই, আমি দশম শ্রেণিতে পড়ি। আমি কখনো প্রাইভেট বা কোচিং করিনি কিন্তু আমি আমার ক্লাসের ফার্স্ট girl আর আমার school এর headgirl ও। সবাই বলে প্রাইভেট না পড়লে নাকি ভালো রেজাল্ট করা যায় না, কিন্তু আমি একা একা পড়ে যখন ভালো রেজাল্ট করি তখন আমার সব বন্ধুরা একদম অবাক হয়ে যায়, সবাই আমাকে বলে আমি নাকি লুকিয়ে কোচিং করি কিন্তু তাদের বলি না,, আমি ওদের কিভাবে বোঝাবো যে নিজে নিজে পড়তে আনন্দ টা অনেক বেশি এবং কোনো প্রাইভেট এর প্রয়োজন আমাদের নেই!? ( আমি বুঝতে পারছি না তুমি আমাকে বিশসাস করবে কিনা কেননা আমার একথা কেও বিশসাস করতে চায় না!)
উত্তর: তুমি আমার জীবনটা স্বার্থক করে দিলে! তোমার ঠিকানা দাও আমি তোমাকে একটা উপহার পাঠাতে চাই। (সবাই কী দেখেছ সাবিহা কী বলছে?)
Fabiha, dhaka cantt
প্রশ্ন: আপনি আমার অনেক প্রিয় একজন মানুষ … আপনার জন্যই বইয়ের এক অদ্ভুত জগিতের সাথে আমার পরিচয়! কিছুদিন আগে কিছু মানুষের মুখে শুনলাম আপনি নাকি সৃষ্টিকর্তা কে বিশ্বাস করেন না??? আপনি নাকি নাস্তিক?? …
উত্তর: এর পরের বার যখন কেউ কিছু একটা বলবে তখন তাদের কাছে একটা রেফারেন্স চেয়ো— আমি কখন বলেছি কিংবা কোথায় লিখেছি—তার রেফারেন্স। আমার নিজেরও কৌতুহল।
আসল ব্যাপারটা কিন্তু অন্য রকম, একজন মানুষকে ‘নাস্তিক’ হিসেবে ঘোষণা দেয়ার পর তাকে মেরে ফেললে কেউ বেশি আপত্তি করে না। কাজেই যখনই দেখবে কোনো মানুষকে নাস্তিক মুরদাত বলছে বুঝে নেবে তাকে মেরে ফেলার জন্যে পায়তারা শুরু হয়েছে!