৩. পুরানো প্রশ্ন ও উত্তর (২০ অক্টোবর-৪ নভেম্বর ২০১৭)

৩ ডিসেম্বর ২০১৬

al amin, class 10, Bashundhara,Dhaka
প্রশ্ন: স্যার আমার কিছু প্রশ্ন আছে যার উত্তর আমি কথাও পাই নি। প্রথমত quantam mechanics/science, এর মানে কি বা এটি আশলে কি তা জানার আমার খুব ইছছা। প্রতি-পদার্থ মানে কি? পদারথের সাথে এর পার্থক্য কথায়? প্রতি পদার্থ কি দেখা যায়? bigbang এর পর যে ১২ টি মউলিক কনা এবং প্রতি কনা বের হয়েছিল তার সবগুলিকে কি আমরা দেখতে পারি? electron negative কেন? জানি এগুল অদ্ভুত প্রশ্ন কিন্তু তবুও আমি এগুল সম্পকে clear হতে ছাই। thank you
উত্তর: এই প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন। সবারই কৌতুহল থাকে সেজন্যে উত্তর পাওয়াও খুব সোজা। তুমি কেন পাওনি আমি বুঝতে পারছি না। কম্পিউটারের সামনে বসে ইন্টারনেটে লিখ, what is anti-matter? দেখবে হুড় হুড় করে একশটা উত্তর চলে আসবে। আমাদের মাঝে যারা স্মার্ট তারা ইন্টারনেট এই কাজে ব্যবহার করে। আর যারা বোকা তারা দিন রাত ইন্টারনেটে ফেসবুক করে।

শরিফুল ইসলাম,এমসি কলেজ,সিলেট।
প্রশ্ন: স্যার আপনি গল্পগুলো কখন লেখেন???
উত্তর: আমি যখন সময় পাই, তখনই লিখি। যেহেতু সারাদিন নানা রকম কাজ থাকে তাই বেশীরভাগ লেখালেখি হয় রাতের বেলা, যখন তোমরা সবাই আরাম করে ঘুমাও।

হমো সেপিয়েন্স, এনিমেলিয়া..(কলেজ, ১ম বর্ষ )
প্রশ্ন: “চন্দ্র অভিযান সম্পর্কে এডগার মিশেল জানিয়েছিলেন, যখন আমি উপগ্রহটির মাটিতে হাটছিলাম তখন আমার বিশ্বাস দৃঢ় হয় যে আমি সেখানে একা নই। আমাদের কেউ দেখছে এবং অনুসরণ করছে”
…… যেটা জানতে চাচ্ছি- সেটা হলো, মানুষ আসলে কেনো চাঁদে আর যায় নি? চাঁদ নিয়ে যা জানার সব জেনে ফেলেছে?

man-on-moon
উত্তর: চাঁদে যাওয়ার বৈজ্ঞানিক গুরুত্ত্ব থেকে প্রথমবার যাওয়ার গুরুত্ত্ব বেশি ছিল। সেটা ঘটে যাবার পর আবার যাওয়ার প্রয়োজন সেরকম নেই। সবচেয়ে বড় কথা চাঁদে না গিয়েও চাদের মাটি পৃথিবীতে আনা সম্ভব, তাহলে মানুষকে এত ঝুকি নিয়ে পাঠানোর দরকার কি? (চাঁদে যখন কেউ যায় তখন আসলেই তাদেরকে কেউ দেখে এবং অনুসরণ করে, সেটা হচ্ছে পৃথিবীর মানুষ- টেলিভিশনে দেখে এবং অনুসরণ করে!)

নির্ঝর, কুমিল্লা।
প্রশ্ন: স্যার, আমি হলে থেকে পড়াশোনা করি। পরীক্ষা শেষে ছুটি দিলেই বাসায় চলে যাই। তখন আর একাডেমিক পড়াশোনা তেমন করা হয় না। ছুটির সময়টা কিছুটা রিল্যাক্সে থাকার চেষ্টা করি। তাই হয়তো ইন্টারনেট, মোবাইল, গান, মুভি এসব একটু বেশি দেখা হয়। তাই আমার মা সারাক্ষন আমাকে বলেন যে আমি বাসায় এসে পড়াশোনা করি না কেন? আমি নাকি হলেও এমনটা করি কিনা স্যার এখন আমার কি করা উচিত।
উত্তর: পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করে তোমার মাকে দেখিয়ে দেওয়া যে তোমাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

“Emranul Eslam Emon”_Chandradighalia_Gopalgon
প্রশ্ন: সালাম নেবেন। স্যার আপনি সাধারণত আমাদের বলেন, আমরা যেন সৃজনশীল হই। কিন্তু আপনি কেন পরিবার বা শিক্ষকদের উদ্দেশ্যে এ ধরনের কিছু বলেন না??? তারা যদি আমাদের অসৃজনশীল হতে বাধ্য করে তো আমরা কি করব?
উত্তর: পরিবার কিংবা শিক্ষক তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে দিয়ে কিছু একটা করানোর চেষ্টা করাতে পারে তাই বলে তুমি আস্তে আস্তে তোমার ব্রেনটাকে নষ্ট করে দেবে? তুমি নিজে হবে সেটা অন্য কেউ ঠিক করে দেবে?

তুষার
প্রশ্ন: স্যার , একটা ফোটন কণার সাথে যদি কোনভাবে একটা নিউট্রন বা ইলেকট্রন বা অন্য কোনো কণা যুক্ত করে দেওয়া যায় , তাহলে ফোটন কণার বেগ কি একই থাকবে নাকি পরিবর্তিত হবে?
উত্তর: মৌলিক কনাগুলো এভাবে একটার সাথে আরেকটা জুড়ে দেয়া যায় না। আর আলোর বেগ সবসময়েই এক থাকবে।

Rabeya, Southa Dania, Dhaka
প্রশ্ন: Sir, Private University niye onek kotha bolte suni. Porar man valona, taka diye admit hoy, poribesh valona aisob. Tar mane ki Private University asolei khub kharap? ami jekhane porchi sekhane asob kichu e nei. Kintu onek bibroto bodh korte thaki jokhn private University niye asob kotha bolte suni.
উত্তর: এগুলো নিয়ে একেবারেই মাথা ঘামিও না। খুব ভালো যে রকম প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ঠিক সেরকম খুব খারাপ পাবলিক বিশ্ববিদ্যালয়ও আছে! পড়াশোনাটা নিজের উপর, মন দিয়ে লেখা পড়া কর। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় ধরা হয় হার্ভাডকে, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়!

হৃদয় রায়,শ্রেনী: একাদশ,ফেনী
প্রশ্ন: স্যার,আপনার কি মনে হয় বর্তমানে সৃজনশীল পদ্ধতির যথার্থ প্রয়োগ হচ্ছে?যেখানে আমাদের পাঠ্যবইয়ের টপিকগুলো না বুঝিয়ে মুখস্ত করানো হচ্ছে। সৃজনশীলের পরিমান বাড়িয়ে দেয়া কি যৌক্তিক সিদ্ধান্ত?
উত্তর: তোমাকে মুখস্ত করতে বলেছে কে? মুখস্ত করো না, তাহলেই হয়। সৃজনশীলের পরিমান বাড়িয়ে দেয়ার ব্যাপারটা বুঝতে পারলাম না। ভালো জিনিষ যত বেশী ততই ভালো!

Julian Jawad Ahma Uttara, Dhaka
প্রশ্ন: …Sir, আমার অনুরোধ আপনি বিজ্ঞান মন্ত্রাণালয় এর সাথে পরামর্শক হিসেবে কাজ সাহায্য করবেন। এবং sir আমাদের দেশের উচ্চশিক্ষাও সেভাবে উন্নত নয়। এ জন্যে উচ্চশিক্ষা কমিশনে কাজ হওয়া জরুরী।
উত্তর: ঠিক আছে, আমি বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্যে আমার পক্ষে যেটুকু করা সম্ভব সেটা করব।

একাদশ শ্রেণি
প্রশ্ন: শুভেচ্ছা নেবেন। দাবা খেলায় কি সত্যি সত্যি বুদ্ধিমত্তার উন্নতি সাধন হয়, নাকি শুধুই সময় নষ্ট করা একটা খেলা? হলে কতটুকু উন্নতি? অন্যান্য অনেক খেলাতেও কিন্তু প্রচুর মাথা খাটাতে হয়, অথচ সেগুলোকে বলা হয় টাইম কিলার।

blind-fold
উত্তর: দাবা একটা অসাধারণ খেলা। পৃথিবীর অনেক দেশে স্কুলে ছোট বাচ্চাদের দাবা খেলাটাকে লেখা পড়ার অংশ করে দিয়েছে। কেউ যদি দাবা খেলে তাহলে সে যুক্তি দিয়ে চিন্তা করা শিখে। আমরা আমাদের ইউনভার্সিটিতে একবার দাবা অলিম্পিয়াডের আইয়োজন করেছিলাম, সেখানে শত শত বাচ্চারা দাবা খেলেছিল। বড় বড় গ্র্যাণ্ড মাস্টাররা এসেছিলেন তারা একসাথে তিরিশজনের সাথে দাবা খেলেছেন। এমন কী একজন চোখ বাঁধা অবস্থায় দাবা খেলে অন্যজনকে হারিয়ে দিয়েছিলেন। তোমরা যদি দাবা খেলতে না জানো, শিখে নাও, তারপর খেলে দেখ কী মজার একটা খেলা।
অন্য কোন খেলাতে বুদ্ধি খাটাতে হয় আমি জানি না, তাই সেগুলো নিয়ে কিছু বলতে পারছি না। তবে যে কম্পিউটার গেমগুলো খেলে ছেলেমেয়েরা অনেক সময় নষ্ট করে সেগুলো নিয়ে আমার ভালো কিছু বলার উপায় নেই।

কাজলা, রাজশাহী। আমি ৭ম শ্রেণিতে পরি।
প্রশ্ন: শেষে একটা দাবি! আপনি অনেক আলসে হয়ে যাচ্ছেন 🙂 সেই… সেপ্টেম্বর প্রথম সপ্তাহে একটা গল্প দিলেন ,আর আপনার খবরই নাই কেন!! তারাতারি নতুন গল্প ছাড়ুন ।
উত্তর: তুমি ঠিকই বলেছ আমি খুবই আলসে হয়ে গেছি! আমার গল্পের আশায় না থেকে অন্য গল্প পড়া শুরু করে দাও।

Sadia Rashid Rangpur
প্রশ্ন: Some of my friends ask me to go to coaching & specially tuition for all subjects. I don’t pay attention to them at all. My parents also don’t force me,they inspire me.I’m in class 9 & i couldn’t do very well in the half yearly exam,i was 15th in the merit list.Now I’m thinking are my friends right?! What should i do sir?
উত্তর: না তোমার বন্ধুরা মোটেও সঠিক নয়। স্কুল পরীক্ষায় তারা তোমার থেকে ভালো করেছে কারন কোচিং স্কুল-পরীক্ষায় ভালো করতে শেখায়। কিন্তূ তুমি তাদের থেকে অনেক বেশী জানো এবং তোমার আত্মবিশ্বাস অনেক বেশী। সবচেয়ে বড় কথা এই পৃথিবীতে বড় কাজ করবে তোমাদের মত ছেলেমেয়েরা।

আফজাল হুসাইন, শহীদনগর, গফরগাঁও, ময়মনসিংহ
প্রশ্ন: স্যার আমার একটা স্বপ্ন আছে। আমি আপনার সাথে দেখা করতে ভাই। আপনাকে সরাসরি দেখলে ধন্য হব।
উত্তর: কখনো সিলেটে এলে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এসো দেখা হবে। (স্বপ্নটা আরো বড় কর, এটা খুবই ছোট স্বপ্ন!)

মেজবাহ,ফেনী থেকে।
প্রশ্ন: স্যার আমি আপনার বই খুব পছন্দ করি।আপনার বই দিয়া আমার বাসা পুরাই ফেলচি।কিন্তু আমার আম্মূ আমার বই পড়া পছন্দ করে না।যদি সাপ্তাহে একদিন একটু বই নিয়া বসি তাও আম্মু আমাকে বকে।আমি কি করব?
উত্তর: তোমার আম্মু যেহেতু জানেন না বই পড়াটা কত অসাধারণ ব্যাপার, কী আর করবে? মা’কে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বই পড়! ব্যাপারটা অনেকটা এরকম, “আমার মা আমাকে নিশ্বাস নিতে দিচ্ছেন না, আমি কী করব?” অবশ্যি লুকিয়ে লুকিয়ে নিশ্বাস নিবে, বেঁচে থাকতে হবে না?

ঐন্দ্রিলা তারান্নুম
প্রশ্ন: আমি একটা ভ্রান্ত ধারণা নিজের মধ্যে পোষণ করি- আমার শুধু মনে হয় আমাকে পড়াশুনা আর অন্য যেকোনো কাজ এই দুইটার মধ্যে যেকোনো একটা বেছে নিতে হবে। পড়াশুনা করলে অন্য পছন্দের কাজ করতে পারবোনা, আর পছন্দের কাজ করতে চাইলে পড়াশুনা বাদ দিতে হবে। এই অযৌক্তিক ধারণাটা আমি কোনো যুক্তি দিয়েই বিশ্লেষণ করতে পারছিনা। এসব চিন্তা করতে করতে আমি কোনোকিছু করার মোটিভেশনই হারিয়ে ফেলেছি। সারাদিন কোনো কাজ না করে ঘুমিয়ে কাটাই। আশা করি আপনি এর সমাধান দিবেন।
উত্তর: ঘুম বিষয়টা খারাপ না। আরো কিছুদিন ঘুমাও! আমিও ঘুমাতে খুব ভালোবাসি। তোমার “ভ্রান্ত ধারণা” সম্পর্কে আমি সমাধান দিলে কোনো লাভ হবে না। তুই নিজেই বলেছ “ভ্রান্ত” আমিও তাই বলব, লাভ কী? নিজে চিন্তা করে সমাধানটা বের কর, সেটা অনেক বেশী টেকসই হবে।

সামিউজ্জামান। class: ten
প্রশ্ন: স্যার আমি যদি আমার বাগানের টবে পপি ফুল লাগাই তবে কি পুলিশ আমাকে হাজতে ভরবে?

popy-flower
উত্তর: আমি যাদের কাছে খোঁজ নিয়েছি তারা বলেছে যদি একটি গাছ ফুলের জন্যে লাগাও তাহলে হাজতে ভরবে না।

রেজওয়ানা শারমিন মেঘলা,রাজশাহী,বয়স:১৯ পড়াশোনা:ভর্তিযুদ্ধ
প্রশ্ন: আমি ফেসবুক কিংবা অন্যান্য কোন সোশাল মিডিয়া বাবহার করিনা,আমার মোবাইলে কোন অ্যাপস্ নেই যেটাতে অপ্রয়োজনে নিজেকে অন্যদের সামনে প্রকাশ করা হবে।ইন্টারনেট শুধুমাত্র তথ্য কিংবা সংবাদ পাওয়ার জন্য ব্যাবহার করি।সবচেয়ে আনন্দিত হয়েছি এটা জেনে যে আপনিও ঠিক আমার মত (অবশ্য আমি টিভি দেখি 😀 ) এই ওয়েবসাইট টা বানানোতে হয়তোবা আমার চেয়ে বেশি কেউ খুশি হয়নি।আমি শুধু আমার প্রশ্নের উত্তর খুঁজিনা বরং সবারটা পড়ি যেন আপনার কথা পড়তে পারি।অনেক ধন্যবাদ স্যার আমাদের এভাবে সময় দেওয়ার জন্য।আপনার সবগুলো বই পড়ে ফেলার যে অভিযানে নেমেছি তা অবশ্য চলছেই।কত বছরে শেষ করতে পারবো জানিনা!এখন পড়ছি ‘নাট-বল্টু’। কয়েকদিন আগে ‘মেকু কাহিনী’ শেষ করেছি।স্যার আপনি কি বলতে পারবেন আপনার লিখা মোট কতটি বই আছে?সংখাটা জানলে আনুমানিক একটা ধারনা পাবো সব বই পড়তে কত বছর লাগবে!
উত্তর: আমি শুনে খুবই খুশী হলাম যে তুমি ফেসবুক কিংবা অন্য কোন সোশাল মিডিয়া বাবহার করনা, তোমার মোবাইলে কোন অ্যাপস্ নেই যেটাতে অপ্রয়োজনে নিজেকে অন্যদের সামনে প্রকাশ করা হবে এবং ইন্টারনেট শুধুমাত্র তথ্য কিংবা সংবাদ পাওয়ার জন্য ব্যাবহার করি। এই দেশের সব ছেলে মেয়ে তোমার মত হয়ে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমার বইয়ের সংখ্যা এই সাইটেই আছে খুঁজে বের করে ফেল।

নাম – জানাচ্ছি না, পরিচয়- একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার ।
প্রশ্ন: স্যার, বাসায় এক বড় ধরণের ঝগড়া করলাম। আমার বাসায় বাবা-মা এর সৌম্য আর লিটনের খেলা ভালো লাগে … কারণ তারা হিন্দু। এরপর তারা খোঁজ রাখে এবার মেডিকেলে প্রথম হল হিন্দু। প্রথম ২০ জনের মাঝে কতজন হিন্দু হল। এই ধরণের আরো কিছু মন মানুষিকতা আছে, সেটা কেবল আমার বাবা – মা এর মাঝেই না। বরং আমাদের পরিবারের অন্যান্য সদস্য সহ আরো অনেকের।
ছোট বেলায় ঈদের সময় অন্য কারো বাসায় যেতে বারণ করত কেননা তারা যেভাবেই হোক আমাকে গরু খাওয়াবে। তখন বুঝতাম না তাদের কথাই সত্য মনে নিতাম। তবে ক্লাশ ৯-১০ থেকেই আমি এই সব ক্ষেত্রে তাদের কথার অবাধ্য হতে শুরু করি। কয়েকদিন আগে এটা নিয়ে অনেক বড় ধরণের ঝগড়া হয়েছে।
উত্তর: তুমি এটা নিয়ে মাথা গরম করো না। আমাদের মা বাবারা যে পরিবেশে বড় হয়েছেন সেখানে হয়তো এই সীমাবদ্ধতা থেকে বের হওয়া কঠিন। তোমাদের প্রজন্ম এখান থেকে বের হতে পেরেছ এটাই আমাদের আনন্দ! এর পরের বার ঝগড়া না করে হো হো করে হেসে দেখ, কী হয়!

মো . খালিদ আহমেদ , ময়মনসিংহ ।
প্রশ্ন: আপনি আমার প্রিয় লেখক । আমার পড়া ১ম বই আপনার লেখা । আপনি তো আগে নিয়মিত কিআ তে লিখতেন । এখন লেখেন না কেন ?
উত্তর: কিআতে যা লিখতাম এখানে তো তাই লিখছি, বরং আরো বেশী লিখছি। সমস্যাটা কোথায়?

অতশী ফাবিহা এইচ.এস.সি -২০১৬ Dhaka
প্রশ্ন: এমন কি কোনো অলিখিত নিয়ম আছে যে মেয়ে হলেই ডাক্তার আর ছেলে হলেই ইঞ্জিনিয়ার হতে হয়!!! মেয়েদের সাথে নাকি ইঞ্জিনিয়ার টাইটেল টা যায় না!!!
তাই নাকি তাদের ইঞ্জিনিয়ার হওয়ার প্রচেষ্টা অমূলক?? সব সময় এইসব কথা আমাদের মেয়ে দেরকে কেন শুনতে হয়???
উত্তর: এরপর কেউ যদি এরকম ফালতু কথা বলে তাকে জানিয়ে দিও এই রকম কথা বললে কোনো একদিন কেউ একজন ডিশুম করে তার নাকে একটা ঘুষি বসিয়ে দিতে পারে!

অনিক আঢ্য,খুলনা
প্রশ্ন: স্যার নমস্কার। ভালো আছেন? আপনার বাসায় টিভি নাই কেনো? অবশ্য আমিও টিভি দেখি না।
উত্তর: এখন শুধু টিভি নেই, আস্তে আস্তে দেখবে টেলিফোন নেই। তারপরে দেখবে ল্যাপটপ নেই, তারপর দেখবে সন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে বেরাচ্ছি!

https://db.tt/cfbV2kp7
প্রশ্ন: Sir প্রশ্ন এখানে
উত্তর: উত্তর এখানে

Riti,hsc 2nd year,dhaka
প্রশ্ন: Amra jani j hatar shomoy rasta amader dike biporitmukhi bol proyog kore bole amra shamne agiye jete pari. R ami jodi panir upor diye hatte cai,tahole pani rastar moto bol proyog korte parena bole amra dube jai. Kintu ami jodi panike tampurater ba presure diye panir ghonotto aro besh khanikta bariye felte pari,tahole ki ami panir upor diye hatte parbo?karon tokhon to panir ghonotto bere jaoar karone pani biporitmukhi bol o beshi proyog korbe!!!
উত্তর:  ঘনত্ব বাড়ালেই হবে না (পারদের ঘনত্ব অনেক কিন্তু সেটার উপর দিয়েও হাঁটা যায় না।) এটা কঠিন হতে হবে। পানে জমিয়ে বরফ করলে এর উপর দিয়ে হাঁটা যায়।

Hillow Sir,
প্রশ্ন: আপনার কাছে আমার প্রশ্ন হল “স্বপ্ন” জিনিসটা আসলে কি?
আমার মতে স্বপ্ন হল ” একটি হাড়িতে চার টেবিল চামচ মা বাবার ইচ্ছা, তিন গ্লাস দায় দায়িত্ব, দুই চা চামচ নিজের স্বপ্ন, এক চিমটি আশা ও এক কাপ হতাশা একসাথে মিশিয়ে যা তৈরি হয় তা হল স্বপ্ন”
বর্তমানে আমাদের স্বপ্নের সাথে মা বাবা ইচ্ছা, তাদের তৈরি বাধ্য বাধকতা মিশে গেছে। আর স্বপ্ন যদি কোনো মেয়ে দেখে থাকে তবে দেখতে হয় ১৪৪ ধারা মেনে।
উত্তর: হা হা হা! খুব মজা করে বলেছ! আমি অবশ্যি একটু অন্যরকম করে দেখি, আমার কাছে স্বপ্ন হচ্ছে তোমার হাড়িতে তৈরী বস্তুটাতে কয়েক ড্রাম কল্পনা ঢেলে দেব তারপর সেখানে দেব দশ কেজি রংধনুর রঙ, ছয় কেজি জোছনার আলো, পরিমান মত ছোট বাচ্চার হাসি! সেটাকে আচ্ছা মত ঘুটে নিলেই হয়ে যাবে স্বপ্ন!

সাকিব ঢাকা
প্রশ্ন: চাদেঁর নিজের আলো নেই কেন?

moon
উত্তর: গাছপালা নদী নালা, পাথর কয়লা কারোই তো নিজের আলো নেই, বেচারা চাঁদকে দোষ দিচ্ছ কেন? যেগুলো আলো তৈরী করতে পারে সেগুলো ছাড়া কারোই তো নিজের আলো নেই।

Md. Mubasshir Hossain, SSNIC ,Class 12
প্রশ্ন: sir , apni bolesen Prothom Alo regularly Guide boi chapay . Actually Guide boi bolte kontake bojate chassen ? Porasuna pata naki Guide er add gula ? sir ,apni regularly Education Ministry er shovay jan,so plz plz plz PEC exam ta bondho korar jonno Respected Education Minister k kisu bolun ….
উত্তর: কোন প্রশ্নের উত্তর কী হিসেবে কিছু বলে দেয়া হলে সেটা হচ্ছে গাইড বই। মানুষ প্রশ্নের উত্তর মুখস্ত করে লেখা পড়া করে না। যদি ঠিকভাবে লেখা পড়া করে তাহলে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। প্রথম আলো প্রশ্ন এবং উত্তর ছাপায়, সে জন্যে ওটা গাইড বই।

troyee ,mymensingh
প্রশ্ন: ata ke korlan?kano korlan?kevaba korlan????
উত্তর: কোনটা করলাম? কেন করলাম? কীভাবে করলাম?

প্রশ্ন: স্যার,আমি তপুতে তপুর মা তার নিজ সন্তানের প্রতি করা এমন আচরণ আমাকে বিচলিত করে।বাস্তবে কি এমনটা হতে পারে।নাকি সেটা তার মায়ের অসুস্থতার প্রতিফলন??খুব জানতে ইচ্ছা করছে।
উত্তর: Dave Pelzer এর লেখা আত্মজৈবনিক একটা বই আছে, নাম A Child Called “It”  সেখানে আমি এরকম একটা মায়ের ধারণা পেয়েছিলাম। আমি তপু বইটা ছাপা হবার পর বেশ কয়েকজন ছেলেমেয়ে আমাকে লিখে জানিয়েছে এই বইটার সাথে তাদের জীবন মিলে যায়। তার মানে এরকম মা আসলেই হয়তো আছে।

Nahin Khan. Tangail.
প্রশ্ন: আমি একজন অষ্টম শ্রেণীর ছাত্র. আমার জি.এস.সি পরীক্ষা চলতাছে. আমার অনেক পড়াশোনা করতে হয়. আমি দিনের বেলায় বেশি সময় পাইনা তাই রাতে পড়ার চাপ থাকে বেশি কিন্তুু আমি রাতে বেশি পড়তে পারিনা. আমার খুব তাড়াতাড়ি ঘুম আসে. এর কোন উপায় আছে ………
উত্তর: ঘুমাও, আরামে ঘুমাও। শান্তিতে ঘুমাতে পারা অনেক বড় আশীর্বাদ।

জাফর ইকবাল, ময়মনসিংহ।
প্রশ্ন: আমার বাবা আমাকে ” আপনি ” করে ডাকেন। একদিন জানতে চাইলাম কেন। তখন তিনি যা বললেন ” আমি জাফর স্যার কে অনেক ভালবাসি। তাই তোমার নাম রেখেছি উনার নামে। আর তাই আপনি করে ডাকি”। আমি শুনে অবাক হলাম। বাবা আমাকে মাঝেমাঝে বলে,” আমাকে একটু বুকে জড়িয়ে নাও, কারণ আমি উনার আদর অনুভব করি”। বাবা এখন খুব অসুস্থ, অনেক বেশি; হয়ত বা কিছুদিনের মাঝেই আমায় ছেড়ে চলে যাবেন। আচ্ছা, আপনি বড় হবেন কবে?? দেখি সবসময় ছোট্ট দের মত কথা বলেন!!
উত্তর: তোমার বাবার জন্যে দোয়া করছি যেন আর অনেকদিন সুস্থ হয়ে তোমাদের মাঝে থাকেন। তোমার বাবকে বল কখনো যদি সিলেটে আসেন তাহলে যেন আমার সাথে একটু দেখা করে যান। তোমার বাবা আমাকে যেটুকু সম্মান দিয়েছেন আর কেউ কী এভাবে আমাকে সম্মান দিতে পারবে? দেওয়া সম্ভব? না, আমার বড় হওয়ার আপাতত কোনো প্ল্যান নেই।

অর্ক
প্রশ্ন: “দীর্ঘায়িত প্রশ্ন সম্ভবত উত্তর প্রদানে আপনাকে নিরুৎসাহিত করতে পারে” এই সম্ভাবনা মাথায় রেখে খুবই ছোট্ট একটি প্রশ্ন করছি – ” আমি পৃথিবীতে কেন ? ”
উত্তর: আপাতত মনে হচ্ছে এই প্রশ্নটি করার জন্যে!

Shiddhartha Dipto,Uttara
প্রশ্ন: Sir, ami jodi apnar boi online e (fb) home delivery er maddhome bikri korte chai tahole ki apnar onumoti neya lagbe.shobai bolchhe apnar onumoti na nile naki police amake dhore niye jabe!eta kono kotha !!??
উত্তর: না, লাগবে না।