১৫ নভেম্বর ২০১৬
Aadnan. Address : Sylhet
প্রশ্ন: বড় মানুষেরা সর্বদাই বোকা কেন? তারা নিজেদের এতো চালাক ভাবে কেন?
উত্তর: আর কয়টা দিন অপেক্ষা কর, যখন বড় হবে তখন তুমি নিজেই টের পাবে। (আমি যেরকম টের পাচ্ছি!)
anupama
প্রশ্ন: sir apnr lakha sob boi er list paor ekta upay bolen pls……
উত্তর: এই ওয়েবসাইটেই সেটা আছে, দেখি খুঁজে বের করতে পারো কি না!
পিচ্চি,কুমিল্লা
প্রশ্ন: স্যার,আপনার কি মনে হয় না যেসব বাচ্চারা আপনাকে হুমকি দিয়ে ছোটোদের বই লেখাত তারা বড় হয়ে গেছে?আপনার মাঝে মাঝে তাদের জন্য লেখা উচিত ?
উত্তর: আগে তারা হুমকি দেওয়া শুরু করুক, তারপর দেখা যাবে।
কাব্য। প্রথম শ্রেণি।লালমনিরহাট।
প্রশ্ন: স্যার আমার প্রশ্ন হচ্ছে যে দিনের বেলা আকাশে তারা দেখা।যায় না কেন? ধন্যবাদ ভালো থাকবেন
উত্তর: কে বলেছে দেখা যায় না? যখন পরিপূর্ণ সূর্য গ্রহন হয় তখন দিনের বেলাতেও তারা দেখা যায়! আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির প্রথম প্রমানটি এরকম দিনের বেলায় পরিপূর্ণ সূর্য গ্রহনের সময় তারার ছবি তুলে বের করা হয়ছিল। এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছ দিনের বেলা আকাশে এত আলোর ছড়াছড়ি থাকে যে আমরা খুব কম আলোর তারাগুলো দেখতে পাই না।
মাহদী,দারুল উলুম পলাশী,ঢাকা।
প্রশ্ন: স্যার কয়েক লক্ষ টু দ্য পাওয়ার কয়েক কোটি টু দ্য পাওয়ার কয়েক বিলিওন পরিমাণ জিরো সমান কত হবে?
উত্তর: জিরো।
নাসিম ঠীকানা-কোয়েত
প্রশ্ন: জলে জন্ম জলে বসবাস জলে পড়লে সর্বনাশ ।
উত্তর: এটা কী জানতে চাচ্ছ? আমার মনে হয় এতা হচ্ছে সোডিয়াম। সমুদ্রের পানিতে থাকে লবন (সোডিয়াম ক্লোরাইড), সেখান থেকে সোডিয়াম বের করে পানিতে দিলে প্রচণ্ড বিস্ফোরণ হয়!
প্রশ্ন: ধাঁধা -বৃষ্টি পানি দেয় মুরগি ডিম দেয় গরু দুধ দেয় এমন কে আছে যে পানি ডিম ও দুধ তিন টায় দেয় ।
উত্তর: মুদির দোকান?
samanta class-9 a.k high school & college donia ,dhaka-1236
প্রশ্ন: chacha amar ekta shomoshsha ache.ami majhe majhei emon kichu jinis dekhte pai jegulo shobsi dekhe na.jmon ekdin amai dekhlam je amar pa ekta manush dhore rekheche.erokom duidin chollo.gotokal ami dehklam je amar gloper duita chercter amake boka dichhe.ami amar bondhu r ma baba k bolar cheshta korechi kintu keo shunte raji na.eta amar sathe chotobela thekei hoy.amar dharona amar halusination hoy.amar etao dharona je ami shomvoboto scritjofrenia er rogi.please chacha etar etka answer dio.koyekdin dhore ami egulo nie onek jhamelay achi.please ekta shomadhan dao.
উত্তর: মানুষের মস্তিষ্ক কি বিচিত্র ভাবে কাজ করে সেটা এখনো কেউ ভালোভাবে জানে না। হয়তো ভবিষ্যতে জানতে পারবে, তখন তোমার এই ব্যাপারগুলো হয়তো ব্যাখ্যা করা যাবে। তোমার আব্বু আম্মুকে বল তোমাকে কোনো একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে, তারা হয়তো তোমাকে কিছু উপদেশ দিতে পারবেন। আমার উপদেশ হচ্ছে তুমে মেনে নাও এরকম যখন এক দুইবার হয়েছে ভবিষ্যতেও নিশ্চয়ই আরো হবে। যখন হবে তখন তুমি নিজেকে বলবে আমার মস্তিষ্ক আমার সাথে একধরনের খেলা খেলছে, আমি এটাকে গুরুত্ত্ব না দিয়ে আমার দৈনন্দিন কাজ নিজের মত করে যাব। (আমি তোমাকে এই উপদেশটা দিচ্ছি কারন আরো একজন একবার আমার কাছে এরকম একটা বিষয় নিয়ে যোগাযোগ করেছিল, আমি তাকে বলেছিলাম এটা মেনে নিয়ে নিজের মত থাকতে। সে পেরছিলো তুমিও নিশ্চয়ই পারবে।) তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখ, এখানে না চাইলে আমার ব্যক্তিগত ই-মেইলেও লিখতে পারো।
সাদিকুর , ঢাকা
প্রশ্ন: স্যার, কেমন আছেন স্যার, পৃথিবীর বাইরে মানুষের মতো কিংবা আরও উন্নত বুদ্ধিমান কোন প্রাণীর অস্তিত্ব থাকার বিষয়ে আপনি কি মনে করেন? কিছুদিন ধরে বিষয়টি নিয়ে চিন্তা করার চেষ্টা করছি, কিন্তু বিষয়টি বুঝতে পারছি না ৷
উত্তর: এই বিশ্বভ্রহ্মান্ডে যত নক্ষত্র আছে, তাদের যত গুলো গ্রহ আছে এবং সেখানে যেসকল গ্রহের আবহাওয়া প্রাণ সৃষ্টির উপযোগী এবং বিবর্তনের ভেতর দিয়ে যেগুলো বুদ্ধিমান প্রাণী হতে পারে তার হিসেব করলে দেখা যায় পৃথিবীর বাইরে মানুষের মতো কিংবা আরও উন্নত বুদ্ধিমান প্রানী থাকার সম্ভাবনা অনেক। কাজেই যদি কোনোদিন তোমার সাথে তাদের দেখা হয়ে যায় বেশী অবাক হয়ো না।
নাজাত, বগুড়া,বাংলাদেশ
প্রশ্ন: তোমার মোট কাব্যগ্রন্থ কয়টি এবং কি কি?
উত্তর: একটিও না। ছড়া টাইপের একটা বই আছে, ভয় কিংবা ভালোবাসা।
মামুন ঢাকা
প্রশ্ন: জীবন মানে কি?
উত্তর: যারা মারা গেছে ব্যাপারটা তাদের সাথে আলাপ করা গেলে তারা মনে হয় সবচেয়ে ভালো করে বুঝিয়ে দিতে পারতো। কিন্তু তাদেরকে যেহেতু পাচ্ছি না আপাতত আমরা যে এটাকে যেভাবে দেখি সেভাবেই ব্যাখ্যা করি। যেমন তোমার কাছে জীবন মানে এটার মানে খুঁজে বের করা!
মো:রিদোয়ানুল ইসলাম, হাতে খড়ি স্কুল, আগ্রাবাদ চট্টগ্রাম
প্রশ্ন: পরীক্ষায় তিন ঘন্টা লিখতে কষ্ট হই যায় আপনারা স্যার এত লেখা কেমনে লেখেন
উত্তর: চাপে পড়লে বাঘে ঘাস খায়, আমি তো আর বাঘ না, তাই ঘাস খেতে হয় না, লিখতে হয়!
মীম রহমান অতি, পিরোজপুর
প্রশ্ন: স্যার, আপনি সত্যি আসতেছেন আমাদের পিরোজপুরে?
উত্তর: হ্যাঁ সত্যিই আসব। ১৯৭১ সালে পাকিস্তান মিলিটারিরা আমার বাবাকে পিরোজপুরে মেরে ফেলেছিল। তাঁর কবরটি পিরজপুরে, বেশ অনেকদিন হলো আমার বাবার কবরটি দেখা হয়নি, দেখতে আসব। আমার বাবার একটি ছবি দিলাম, দেখো কতো সুদর্শন ছিলেন!
তানজিনা প্রীতি, কুষ্টয়া। শ্রেণি: দ্বাদশ
প্রশ্ন: দাদু question এ একটা attachment এর option রাখলে কেমন হয়….
উত্তর: আমি তো খুব পুরানো মডেলের মানুষ তাই বেশি হাইফাই ব্যাপার স্যাপার করার চেষ্টা করলে ম্যানেজ করতে পারব না। আমার এই সাইটটা কতো সহজ দেখেছ?
রাফিদ ইজতেহাদ, ১০ম শ্রেণি, কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া।
প্রশ্ন: স্যার, প্রথমেই বলতে চাই আমি ছোট বাচ্চা, কেবল ক্লাস টেনে পড়ি। প্রশ্নটা একটু বড়দের মতো হয়ে গেলেও প্লিজ উত্তর দেবেন। প্রশ্নটা মাথায় আসার পর থেকেই এটা আমাকে ঘুমাতে দিচ্ছেনা। …… আমি যদি স্টেশনে দাঁড়িয়ে থাকি আর আমার বন্ধু যদি ট্রেনে v বেগে চলতে থাকে তাহলে আমার সময় t আর বন্ধুর সময় t’ হলে t=t’/{1-(v^2/c^2)}^1/2. কিন্তু আমিও যদি v বেগে বন্ধুর বিপরীত দিকে আরেকটি ট্রেনে চলতে থাকি তাহলে তো আমার সাপেক্ষে বন্ধুর আপেক্ষিক বেগ হবে 2v। তাহলে এবার t আর t’ এর সমীকরণ হবে t=t’/{1-(4v^2/c^2)}^1/2! অর্থাৎ আমার বা বন্ধুর ট্রেনের বেগ c/2 এর কম হতে হবে, তা নাহলে t, Lবা m এর বাস্তব মান পাওয়া যাবে না! এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন, স্যার? অনেক ছোট হয়ে অনেক বিশাল একটা জিনিস নিয়ে প্রশ্ন করার দুঃসাহস দেখালাম, ভুল হলে মাফ করে দিয়েন স্যার।
উত্তর: রিলেটিভিটিতে দুইজন বিপরীত দিকে v বেগে গেলে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ 2v হয় না। সেটা হবে 2v/(1 + v^2/c^2)). কেন হবে আমার বইটিতে ব্যাখ্যা করা আছে, পড়ে দেখ। এখন তোমার হিসেব করে দেখ কোনো সমস্যা নেই।
পৃথা, শ্রেণি: অষ্টম।
প্রশ্ন: স্যার, আপনার গো গো গল্ডেন ফাইভ পড়ে বুঝলাম যে আপনি কোচিং সেন্টার পছন্দ করেন না। আমিও কোচিং সেন্টারে যেতে পছন্দ করি না। কিন্তু আমাদের সেখানে না গিয়েও কোনো উপায় কারণ আমাদের স্কুলে কোনো পড়াশোনা হয়না। এখানে গণিত স্যার এসে চেয়ারে পা উঠিয়ে বসে থাকেন, মোবাইল টেপাটিপি করেন, এখানে পড়া দিয়ে পড়া নেওয়া হয় না,দিনে ছয়টা ক্লাস এর মধ্যে তিনটা হয়। যদিও এটা কুমিল্লা শহরের সবচেয়ে ভালো স্কুল বলে পরিচিত। আমি ক্লাস সেভেন পযন্ত কোনো কোচিং সেন্টার এ পড়িনি, কিন্তু এইট এ উঠে ভর্তি হতে বাধ্য হয়েছি। তাই আপনার কাছে আমার অভিযোগ যে কেন সরকারি স্কুল গুলোতে পড়াশোনার মান নিয়ে আপনাদের কিংবা সরকার এর কোনো মাথা ব্যাথা নাই? জবাব চাই।
উত্তর: স্কুলের নাম বল, যে স্যার কিংবা ম্যাডাম পড়ান না, ক্লাশে মোবাইল টেপাটিপি করেন তাদের নাম বল, কবে কবে ৬টা ক্লাশের বদলে ৩টা ক্লাশ হয়েছে আমাকে জানাও আমি ঠিক জায়গায় তোমার অভিযোগটা পৌঁছে দেব। ভয় নাই, তোমার নাম কেউ জানবে না। একটা জিনিষ মনে রেখ, কোচিং ক্লাশে পড়ার থেকে বাসায় নিজে নিজে পড়া একশ গুণ বেশি ভালো। তোমাদের ক্লাশ এইটের বই আমি দেখেছি এগুলো পড়তে কোচিং ক্লাশে যেতে হয় না। নিজে নিজে পড়া যায়।
Md.NYMUL ISLAM
প্রশ্ন: Sir,what’s your concept about Charles darwins evolution’s theory?
উত্তর: কয়েক বছর আগে পৃথিবীর সব বিজ্ঞানিরা বসেছিলেন বের করার জন্যে, এখন পর্যন্ত বিজ্ঞানের যে যে আবিষ্কার হয়েছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ কোনটি। আমি নিশ্চিত ছিলাম সেটি হবে আইনস্টাইনের জেনারেল থিওরী অফ রিলেটিভিটি। কিন্তু আমি অবাক হয়ে (এবং একটু মন খারাপ নিয়ে) দেখলাম পৃথিবীর সব বিজ্ঞানীদের ভোটে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের আবিষ্কার হিসেবে নির্বাচিত হয়েছে ডারউইনের বিবর্তন তত্ত্ব।কাজেই তুমি নিশ্চয়ই এর গুরুত্ত্বটা ধরতে পারছ।
নুরান মুহাম্মদ, বগুড়া,বাংলাদেশ
প্রশ্ন: শক্রকে হারানোর সবচেয়ে ভালো উপায় কি?
উত্তর: তার আগে আমার জানা দরকার তোমার শত্রুটা কে!
মুস্তাফিজুর রহমান ইমন। লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়। লালপুর, নাটোর
প্রশ্ন: স্যার আমরা কোনো কিছুর গন্ধ শুখে কিভাবে বুঝতে পারি যে গন্ধটা ভালো না খারাপ?
উত্তর: বিবর্তন এই বিষয়গুলো ধীরে ধীরে আমাদের জন্যে করে রেখেছে, যে জিনিষটা আমাদের জন্যে খারাপ, তার গন্ধটা আমাদের কাছে খারাপ লাগে।