এটি শুধু তোমাদের জন্যে। যদি কখনো গল্প লিখি এখানে পোস্ট করে দেব। তোমরা প্রশ্ন করলে উত্তর দেব। যদি মনে হয় কোনো একটা ছবি তোমাদের দেখাই এটা এখানে দিয়ে দেব। আস্তে আস্তে আমার বইগুলোও এখানে দিতে থাকব যেন তোমরা আমার বইগুলোও পড়তে পার।
সবার জন্য ভালোবাসা।
মুহম্মদ জাফর ইকবাল
৪ নভেম্বর ২০১৭