জুন – ২১ আগস্ট ২০১৮
প্রশ্ন: Sir ar kotodin?? Apner jonno wait korch
উত্তর: এই তো তোমার অপেক্ষার শেষ!
প্রশ্ন: টুনটুনি ও ছোটাচ্চুর নতুন বই যদি লিখেন তাহলে নাম দিবেন (এবারো টুনটুনি ও এবারো ছোটাচ্চু) #স্বপ্নীল রায়
উত্তর: দেখা যাক, আসলেই লেখা শেষ হয় কীনা।
প্রশ্ন: নাম:মো রাসেল,চান্দগাঁও,চট্টগ্রাম
স্যার, আমরা প্রতিদিন ‘শুক্রগ্রহ’কে সন্ধ্যাতারা ও শুকতারা রূপে দেখি।শুকতারার বার্ষিক গতি ২২৫ দিন ু এবং পৃথিবীর ৩৬৫ দিন।উভয় গ্রহ ঘুরতে ঘুরতে একসময় একটি গ্রহ সূর্যের একপাশে অপর টি আরেকপাশে অবস্থান করবে।তখন আমরা গ্রহটিকে দেখি কিভাবে?
উত্তর: তখন আমরা দেখব না।
প্রশ্ন: আমি যদি বলি আমি সৃষ্টি জগৎ এর সবকিছু 5:2 অনুপাতে ছোট করে দিয়েছি তাহলে আপনি কিভাবে আমার কথার সত্যতা যাচাই করবেন সৌমিক দেওয়ান
উত্তর: আলোর বেগটা মেপে দেখব, সেটা এখন কত।
প্রশ্ন: স্যার, আপনার কিছু সায়েন্স ফিকশন বইতে আপনি এক ধরণের থিম অনুসরণ করেছেন। সেটা হচ্ছে- গল্পটা বাংলাদেশি প্রেক্ষাপটে লেখা, গল্পে একজন হাবাগোবা মানুষ আর একজন বিজ্ঞানী থাকবেন। গল্পে বিজ্ঞানী মানুষটি মজার সব আবিষ্কার করবেন এবং সে আবিষ্কারগুলো অঘটনও ঘটাবে!! আপনার “বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার”(আমার সবচেয়ে প্রিয়!!), “সায়রা সায়েন্টিস্ট “, “বিজ্ঞানী অনিক লুম্বা”, “এখন তখন মানিক রতন”- এই ৪টি বই এভাবেই লেখা। তো আমার প্রশ্ন-১. আপনি কী এই ৪টা ছাড়া এরকম আরো বই লিখেছেন?? (লিখলে তার নাম জানাবেন প্লিজ!!) ২. যদি না লিখে থাকেন, আরো কি লিখবেন??(প্লিজ আরো লিখবেন!!!)
উত্তর: টুকি ও ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান, শাহনাজ ও ক্যাপ্টেন ডাবলু, ব্ল্যাকহোলের বাচ্চা অনেকটা এরকম!
প্রশ্ন: আপনি কোথায়?কোনো উত্তর নেই কেন? কনক,মৌলভীবাজার,ফেনি
উত্তর: এই তো, এই তো, শেষ পর্যন্ত ফিরে এসেছি।
প্রশ্ন: স্যার আপনার কোনো বই থেকে হুমায়ুন আহমেদ ছবি বানাননি কেন? দিয়া মালিবাগ;ঢাকা
উত্তর: আমি তো ছবি বানাতে পারি না! চিত্র পরিচালকেরা ছবি, বানায়। আমি মাস্টার মানুষ, ছাত্র পড়াই।
প্রশ্ন: নাবিল মাহমুদ , ৮ম শ্রেনি , বরিশাল জিলা স্কুল স্যার এই ওয়েবসাইট টি কি আপনি নিজে চালান ?
উত্তর: এটার দুরবস্থা দেখে বুঝতে পারছ না?
প্রশ্ন: সার আসসালামু আলাইকুম প্লিজ উত্তর দিবেন সার গণিত অলিম্পিয়াড রিজিওনাল কেন আমরা মফস্বল এর ছেলেরা খবর পাবার আগেই সব সিট ফিল আপ হয়ে যায় উপজেলা তে আয়োজন করতে পারেন উপজেলা প্রশাসন সহায়তা করবে সাকিব আল মাহমুদ নবম শ্রেণী ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুলপুর ময়মনসিংহ
উত্তর: তোমার অভিযোগটার যুক্তি আছে। আমি ম্যানেজমেন্টকে জানাব।
প্রশ্ন: স্যার, “science fiction” শব্দটা oxymoron হয়ে যায় না? সাইন্স এর সাথে ফিকশন শব্দটা একসাথে ব্যবহার করা যায় কি? নামঃ অর্ণব ঠিকানাঃ লামাবাজার, সিলেট।
উত্তর: করছি তো, এবং এটা দিয়ে কী বোঝাচ্ছি সেটা বুঝতেও তো সমস্যা হচ্ছে না।
প্রশ্ন: আমার পড়াশোনা একটুও ভাল লাগেনা। রোজ ছয় তলা থেকে একটা লাফ দিতে মন চায়। কি করি বলুনতো?
উত্তর: লেখা পড়া ভালো লাগে না সেটা ঠিক আছে, কার ভালো লাগে বল? কিন্তু লাফ দেওয়ার জন্যে ছয় তালা একটু বেশি। আপাতত চেয়ার টেবিল থেকে লাফ দাও।
প্রশ্ন: সুকর্ণা কুন্ডু, শরীয়তপুর (বর্তমানে ফরিদপুর, লেখাপড়া সূত্রে) স্যার কেমন আছেন আপনি? এসএসসি পরীক্ষার পর যেই লম্বা ছুটিটা পেলাম, সেই ছুটিতে আপনার লিখা প্রায় ৮৫% বই আমি পরে ফেলেছি😊। বর্তমানে আপনার লেখা আমার সবথেকে প্রিয় বই আমি তপু, সেরিনা, কেপলার টুটুবি,সায়রা সাইন্টিস্ট ইত্যাদি। আমার একান্ত ইচ্ছা আমি আপনার সাথে দেখা করবো, একবার হ্যান্ডসেক করবো, একটা অটোগ্রাফ নেব, একটা সেলফি তুলবো। কিন্তু কবে, কিভাবে সেই সুবর্ণ সুযোগ আমার জীবনে আসবে?😒
উত্তর: বাংলাদেশ এইটুকুন একটা দেশ। এখানে সবার সাথে সবার দেখা হবে। তোমার সাথেও দেখা হবে।
প্রশ্ন: আশা, ঢাকা; স্যার আপনি কি আমাদের ভুলে গেলেন নাকি? শেষ বার এপ্রিল মাসে আসলেন। আর দেখা নেই আপনার।
উত্তর: না ভুলি নাই। এই যে এসেছি!
প্রশ্ন: আপনি কোথায়? কবে আসবেন?আপনি যদি এই সাইটটা দেখে নাই রাখতে পারেন তাহলে সাইটটা খুলেছেন কেন, শুনি?
উত্তর: তোমরা এটাকে হ্যাক করে সর্বনাশ করবে, আর দোষ আমার? এটা কোন ধরনের বিচার?
প্রশ্ন: সাইট কবে ঠিক হবে?
উত্তর: এই যে ঠিক হয়েছে।
প্রশ্ন: একজন লোক তার বাড়ি থেকে উত্তর দিকে দশ মাইল গিয়ে একটা ভাল্লুকের মুখে পড়ল। অনেক কষ্ট করে ভাল্লুকের কবল থেকে মুক্তি পেয়ে প্রথমে দশ মাইল দক্ষিণ দিকে, তারপর আবার পূর্বদিকে দশ মাইল গিয়ে তার বাড়িতে ফিরে এলো। ভাল্লুকের গায়ের রং কী? আপনারই দেয়া প্রশ্ন। অনেক ভেবেছি। শুধু এটুক বের করতে পেরেছি যে লোকাটা ভাল্লুকের তাড়ায় ১০মাইল পশ্চিমে গিয়েছিল। কিন্তু এর সাথে ভাল্লুকের রঙের কোনো মিল পাচ্ছি না। স্যার দয়া করেএকটু সাহায্য করুন।
উত্তর: উঁহু, সাহায্য করার নিয়ম নাই। চিন্তা কর। কখন দশ মেইল উত্তরে গিয়ে, তারপর দশ মাইল দক্ষিনে গিয়ে, দশ মাইল পুর্ব দিকে গিয়ে আগের জায়গায় আসা সম্ভব। সেরকম জায়গা একটাই আছে। চিন্তা কর। চিন্তা কর।
প্রশ্ন: Sir, calculas ki shudhu bododer jonno? Class 7 e Jara pode Tara ki eshob korte pare na? Baba ke bolle shudhu has, kine dei na. Eshraq Khan, Cox’s Bazar.
উত্তর: অবশ্যই ক্লাশ সেভেনের ছেলে মেয়েরা ক্যালকুলাস করতে পারবে। সে জন্যে আমি একটা বইও লিখেছি, এই সাইটেই আছে। ডাউন লোড করে শুরু করে দাও।
প্রশ্ন: Ami akjon high school class 7student. Ami apnar mithya bollar odhikar,2030 shaler ekdin o onnano ebong ek tukro Lal shobuj potaka podechilam. Amar khub valo lageche. They jonno Ami apnar Moto hote chai. Ami eshob boi prothom podi class 6 e thanks shomoy.Tokhono Ami roll ek Bui hote chaitam. Class five e talentpool e britti Pai mukhkdto Kore. Kintu six theke Ami mukhosto birodhi o despremik srijonshil nagorik hote chai. Mukhosto na koreo Ami srijonshil hote chaitam,to be baba amake jor korei mukhosto o coaching e phatatho. Ak shomoy Ami bidroho Kori. Coaching er porikkhai coaching birodhi o mukhosto birodhi kotha likhe diye ashi. Sheta Niya pore onek hashithata Kora hoi. Baba shiddhanto nilo coaching na pathia bashai tutor rakhbe. Etao to bhalo noi. Ami ei boyoshei ropropalir Raju o doler nam black dragoner anur Moto onek boi jemon Bill gets er lekha, Steve jobs, luthar king ,Zuckerberg,Lincoln er boktrita podechilam. Shei jonno amake sheshob download korte hoyeche.Ami manobotabade bishyashi. Ami shrijonshil Bangladesh godte chai .Ami ekjon shrijonshil manush o prodhanmontri hote chai jate asholey desher poriborton korte pari.Apnar opor hamla joyar por Amar khub kharap legecha.Apni ki ekhon eshob chede diyachan? Doya Kore chadben na. Tahole amra ekjon shopnodrostake harabo. Apni Chan jate shobai banglai text pathai.Kintu Amar chachchur ekhane Bangla keyboard nei bile dukkhito. Ami bodo hoye creative scientist, mathematician o bussinessman hote chai je onnorokom kichu korte chai. Apni ki amake apnar motamot diye shahajjo korben? Are Ami muktobad o muktijudyer pokkher manush o jongibad ghrina Kori. Ami MCQ proshno shoranoi Khushi. Apnar ky motamot?Asha Kori apni uttar deben. Apni torun der opor astha rakhen bole Ami apnake pochkndo Kori. Ami Kota shongskar bishoye apnar motamot chai. Ami eishob bishoye nijoshsho kichu bishshaash ache. Apnar Moto hole nishchinto hobo.Eshraq Khan Cox’s Bazar
উত্তর: না, আমি কিছুই ছাড়িনি। তোমার স্বপ্নের কথা শুনে খুব খুশি হলাম। বড় স্বপ্ন না দেখলে বড় কিছু করা যায় না।
প্রশ্ন: টিভির রিমোটে বা যেকোন ধরণের রিমোটের সামনে একটি ছোট LED লাইট থাকে। রিমোটের যেকোন বোতাম টিপলে সেখানে গোলাপি রঙের একটি হালকা আলো জ্বলে। আমরা খালি চোখে সেটা দেখতে পাই না। কিন্তু যেকোন ক্যামেরা ব্যাবহার করে ( যেকোন সাধারণ ফোনের ক্যামেরা বা যেকোন স্মার্টফোনের ক্যামেরা ) তা সহজেই দেখা যায়। আমার প্রশ্ন হচ্ছে কেন এমনটা হয় ? প্রেরক : প্রথম প্রান্ত, ঠিকানা : নটর ডেম কলেজ, ঢাকা
উত্তর: আলোটা ইনফ্রারেড সেজন্যে আমরা দেখতে পাই না। ক্যামেরায় যে সিসিডি ব্যাবহার করে, সেগুলো খানিকটা ইনফ্রারেড সংবেদনশীল, সেজন্যে দেখতে পাই।
প্রশ্ন: শিশুর বয়সসীমা কত ধরা হয়? নামঃ রাকিব হাসান ঠিকানাঃ সিলেট মজুমদারি
উত্তর: ইন্টারনেটে মনে হয় উত্তরটা পেয়ে যাবে, আমি জানি না!
প্রশ্ন: স্যার, সকল অলিম্পিয়াড প্রতিযোগিতা হয় হাই স্কুল জীবনে। অথচ যাঁরা (শিক্ষকরা) এদেরকে ভালোভাবে প্রস্তুত করাতে পারবে তাঁদের অধিকাংশ পড়ায় ভার্সিটিতে। আপনার কি একবারও মনে হয় না যে, আমার স্কুলে পড়ানো উচিত? আরেকটি প্রশ্ন প্লিজ, গবেষক স্কুলে পড়ায় এমন রেকর্ড কি আছে? ,,,, অগ্রিম ধন্যবাদ
উত্তর: একজন শিক্ষক তো শুধু অলিম্পিয়াড কোচিং করেন না। তাকে তো অন্যদেরও পড়াতে হয়, তাই স্কুলের শিক্ষকদের সেভাবে প্রস্তুত করা হয়। ভারতবর্ষেই অনেক পি এইচ ডি স্কুল শিক্ষক আছে।
প্রশ্ন: অাপনি কিসের মাধ্যমে গান শুনতে পছন্দ করেন
উত্তর: কানের মাধ্যমেই তো শুনি। তুমি কিসের মাধ্যমে শুনো?
প্রশ্ন: Tutul, BDOSN volunteer. Sir, you are President of BDOSN. that’s I am lucky I am volunteering this.Sir how I keep concentration myself? God bless you, Sir.
উত্তর: আমি যে BDOSN এর কতোবড় ফাঁকিবাজ প্রেসিডেন্ট সেটা যেন কাউকে বলে দিও না। তাহলে আমাকে বের করে দিতে পারে। মনোযোগ বাড়ানো খুবই সোজা। ফেস বুক করা ছেড়ে দিতে হবে।
প্রশ্ন: Problem ki apnar??????? Sei kooottttoooo di….n age ekta proshno korlam uttor pawar khobor nei. Ar sedin akta kotha bola hoyni .. Ami kintu astrophysicist hote chai… Maha, Lakhsmipur
উত্তর: তোমরা যদি আমার এই দুর্বল ওয়েবসাইটটা হ্যাক করে রাখো, আমি উত্তরটা দিব কীভাবে, বল। astrophysicist হতে চাও শুনে খুব খুশী হলাম।
প্রশ্ন: Sir, I have read your ‘Rashed, My friend, Dipu number two, Tukunjil, Rup-Rupali’. From this books I’ve been love the country Bangladesh. If I ever get a chance of visiting another country I will come in Bangladesh. Two request, 1| please make your all books in English. (I don’t know good English, please don’t mind), 2| And please give this questions answer in English. I don’t know your mother language(I think its “Bangla”.)John O’Brine, Cock, Ireland
Answer: How interesting, I have a Irish reader! Your request number 1 is tough, it is not easy to translate a book in english. I have another book translated in English, it is published from Penguin, name of the book is Rasha. Request number 2 is easy! Please come and visit bangladesh.
প্রশ্ন: স্যার শুনলাম আপনার উপরে নাকি হামলা হইসে! স্যার, ভগবানের কসম আপনি খালি নামটা বলেন, শালার পুতের ঠ্যাং ভাঙ্গি লুলা করি একটা ঠ্যাং আপনার হাতে আর একটা ঠ্যাং ঐ শুয়োরেরবাচ্চার হাতে ধরাই না দিই তাহলে আমার নাম চেঞ্জ করি ফেলবো।
উত্তর: এতোদিন পরে এই বাসি খবর শুনে তুমে এতো খেপে গেলে কেন? শাস্তির ভাষাটা একটু কঠিন নয়ে গেলো না?
প্রশ্ন: স্যার আমি একটা গল্প লিখেছি। খুব ইচ্ছে আপনি এটা পড়বেন। এটা কি পাঠাব? পাঠালে কোন ঠিকানায় পাঠাব? আদিব সাখাওয়াত গভ: ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী।
উত্তর: পাঠাও। আমার ই-মেইলে।
প্রশ্ন: স্যার আপনি কোনো বই এর দ্বিতীয় খন্ড (টুনটুনি ও ছোটাচ্চু ছাড়া) লেখেন না কেন? আর স্যার আমি সত্যিই চাই যাতে আপনি টুনটুনি ও ছোটাচ্চু লেখা বন্ধ না করেন, প্লিইইইইইজ!
উত্তর: যা যা নিয়ে লেখা সম্ভব, সব লেখা হয়ে গেছে, এখন কী করব?
প্রশ্ন: একজন ছাত্র ও আর একজন ছাত্রী দুজনে গণিতে আসি করে নাম্বার পেল তাদের মধ্যে বুদ্ধিমান কে+ জেলা বি-বাড়িয়া থানা সরাইল গ্রাম কুট্টাপাড়া
উত্তর: তুমি কি কোনোভাবে বুঝাতে চাইছ যে ছেলে আর মেয়েদের মাঝে মেধার পার্থক্য আছে? নাই। দুজনেই সমান বুদ্ধিমান।
প্রশ্ন: Sir ami HSC exam diechi. Ettefaq-e apner akta lekha pore ami decide korechi addmition coaching korbona. Tai nijei versity-r jonno preparation nischi. Kintu sob kichu kamon jeno ogochalo lagche. Tai kivabe porle valo hobe? aktu bolle valo hoto. Sobai bole coaching korei manush chance payna ami na kore kivabe pabo!!! Kinntu ami karo kothay kan na die cheshta korchi sudhu apner kothay vorsha kore.please help me. Maha, Lakshmipur
উত্তর: চমৎকার! দেখবে তুমি ভর্তি পরীক্ষায় অনেক ভালো করবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যলয়ের প্রশ্নের নিজস্ব একটা প্যাটার্ন আছে, শুধু সেটা খেয়াল রেখ।
প্রশ্ন: অপূর্ব দীপ্ত ভৌমিকষষ্ঠ শ্রেণী, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি(থানা), চট্টগ্রাম, বাংলাদেশ, এশিয়া, পৃথিবী, সৌরজগৎ, মিল্কিওয়ে, মহাবিশ্ব।
স্যার, আমি আপনার সব (আমার মনে হয়) কিশোর উপন্যাস পড়েছি। তার কয়েকটি ভুল আমি তুলে ধরি। আপনি মূলত ‘ইবু’ নামের চরিত্রকে মূল ভূমিকা দেন, নূরা পাগলা নামে একজনকে পাগলের চরিত্র দেন। আর আপনি শিক্ষকদের এত পচা নজরে দেখেন কেন? (পৃথিবীর সব শিক্ষক পচা না)। আর “রাতুলের রাত রাতুলের দিন”কে কিশোর উপন্যাস কেন বলে? এটা তো কিশোর উপন্যাস না। (এটা একটু ইয়ে !)। আর দুইটা অনুরোধ,১| টুনটুনি ও ছোটাচ্চু বন্ধ করবেন না। ২|আপনার পরবর্তী বইয়ে প্রধান চরিত্রকে আমার নামটা দিবেন, please। I am a crazy fan of you
উত্তর: হায় হায়, তুমি আমার সব সিক্রেট আউট করে দিলে! রাতুলের রাত রাতুলের দিন একটু ইয়ে হয়েছে, তাতে সমস্যা কী? আমি পড়া শেখার পর থেকে এরকম একটু ইয়ে বই পড়ে এসেছি, কোনো সমস্যা হয় নাই! পৃথিবীর সেরা কিশোর উপন্যাস হচ্ছে, মার্ক টোয়েনের টম সয়ার। সেটার পুরোটাই ইয়ে!
প্রশ্ন: sir apni website a asen na kno??ami kinto apnar bashai atto gula makorsha pathaiya dibo….taratari asen..abonty, mymensingh
উত্তর: না, তোমার মাকড়শা পাঠাতে হবে না। আমি এসে গেছি।
প্রশ্ন: স্যার আপনি বেশি বেশি করে উপন্যাস লেখেন না কেন? প্রতি বইমেলায় আপনার কমপক্ষে ১০-১২ টা বই চাই! প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিইইইইইইইইইইইইজ!!!!! আরিয়ান, রাজশাহী।
উত্তর: কেন কষ্ট করে এতো এতো লিখব? তোমাদের জেনারেশন তো বইপড়া ছেড়ে দিয়েছে। সবাই শুধু ফেসবুক করে!
প্রশ্ন: EID Mubarak to you, Yasmin miss, Nabil bhaiya & Yesim apu. Sir, You should write a book on every occasion, like-Eid ul Fitre , Eid ul Acha,Durga puja, Christmas,Budha purnima, Pahela Boishakh, New year……..Then we will be double happy…..
উত্তর: তুমি কি জানো আমি আসলেই এরকম একটা বই লিখেছি। এই সাইটেই আছে। বইটার নাম চার বন্ধু!
প্রশ্ন: sir ay website a jai chobi gulo dawa ache saigulu dekha jai na kno??? abonty, mymensingh
উত্তর: কেমন করে দেখবে? হ্যাক করে সব কিছু যে নষ্ট করে দিয়েছিল!
প্রশ্ন: sir university te porar somoy exam a apni bashi marks paten naki madam ????? abonty, mymensingh..
উত্তর: কখনো আমি কখনো ম্যাডাম।
প্রশ্ন: ©copyright এটা মানে কি ? আপনার ওয়েবসাইট এর নীচে দেওয়া আছে।
উত্তর: copyright কথাটা দিয়ে একজনের কাজের অধিকার রক্ষা করার ব্যাপারটা বোঝায়। আমার ওয়েব সাইটে copyright শব্দটা আমি ঢুকাইনি। এটা প্যাকেজের দেয়া শব্দ।
প্রশ্ন: How I download your pdf book
উত্তর: এখন থেকে পারবে, চেষ্টা কর।
প্রশ্ন: স্যার, আমাকে বিগ ব্যাং থিওরিটা একটু সহজে ব্যাখ্যা করে দেবেন যাতে আমি এটা সম্পর্কে আমি বুঝাতে সক্ষম হই। আর যে মহাবিস্ফোরণ হয়েছিল তা ই বা কেন?? এই বিগ ব্যাং থিওরির প্রবর্তক কে?? মারফত আলী, এনায়েতপুর আইডিয়াল পাবলিক স্কুল, এনায়েতপুর, গাজীপুর।
উত্তর: এই সাইটেই একটা বই দিয়েছি। ডাউনলোড করে পড়ে দেখ।
প্রশ্ন: এমন কি জিনিষ যেটা ছেলেরা রোজ আর মেয়েরা বছরে এক বার করে
উত্তর: বিকট শব্দ করে হাঁচি দেওয়া।
প্রশ্ন: Dear Sir I have a request to you. Sir will you please write the next virson of Tuntuni & Chotachchu. I am eagerly awaiting for it. And thank you sir for opening the site . (Hredeta Debnath)《Dhaka》
উত্তর: কি নিয়ে লিখব সেটা কী একটু বলে দেবে? যা যা লেখার ছিল সব যে লিখে ফেলেছি!
প্রশ্ন: স্যার নিজ অক্ষের সাপেক্ষে এবং বৃত্তাকার পথে ঘূর্ণায়মান দুটি বস্তুর আপেক্ষিক বেগ কিভাবে বের করব? দুটি বিপরীত স্পিনের ইলেক্ট্রনের আপেক্ষিক বেগ বের করা যাবে কী? উৎসব রায়উচ্চমাধ্যমিক
উত্তর: বেগ দুটি বের করেছ? একটা থেকে আরেক্টার ভেক্টর বিয়োগ ফল। ইলেক্ট্রনের স্পিন সত্যিকারের ঘূর্ণন নয়। ইলেক্ট্রন হচ্ছে বিন্দু, বিন্দু ঘুরবে কিভাবে?
প্রশ্ন: আপনি বগুড়ায় এলে শুধু vm school এ যান কেন? Bogra zilla school এ আপনি নিজেও পরেছেন,তবুও একবার এখানে আসলেন না?😫এরপর যদি এখানে না এসে ঐ vm(ভেড়া মারকা) এ যান,তবে আমি খুব রাগ করব….😠😠😡নাম:শারিকুল ইসলাম class:7, Bogra Zilla School,Bogra
উত্তর: vm school দাওয়াত দিয়েছিল। তাই সেই স্কুলে গিয়েছি। তোমাদের স্কুল দাওয়াত দিলে তোমাদের স্কুলেও যাব।
প্রশ্ন: আপনি কি আপনার ভাইয়ের লেখা সব বইই পরেছেন? আপনার “রুহান রুহান” বই নিয়ে আঁকা কমিকের পিডিএফ এই সাইটে দেবেন, please……..নাম:শারিকুল ইসলাম ঠিকানা:বগুড়া
উত্তর: পড়েছি। দেখি ম্যানেজ করতে পারি কিনা।
প্রশ্ন: নুহাশ,কিশোরগঞ্জ। প্রশ্ন: স্যার আমি চোখে চশমা ব্যবহার করি। আপনি একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন চোখের একটি ছোট সার্জারি করলেই চোখের হ্রসদৃষ্টি ত্রুটিটি দূর করা যায়। সেই সার্জারিটির নাম এবং কোন কোন হাসপাতালে করা হয় একটু বিস্তারিত বলবেন। আর সার্জারি করলে এরপর চোখের উপর কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে?
উত্তর: যতদূর জানি এটাকে LASIK Eye Surgery বলে। ইন্টারনেটে একটা সার্চ দাও।
প্রশ্ন: sir apni jokhon “ami topu” likhesilen tokhon apnar kanna asheni
উত্তর: একটু একটু।
প্রশ্ন: sir apni kivabe characterer name thik koren?
উত্তর: চিন্তা করে, চরিত্রটার সাথে মিলে সেরকম একটা নাম বের করি।
প্রশ্ন: sir apni ki khokhono mymensingh ashcen, abonty, mymensingh
উত্তর: যখন ছোটো ছিলাম তখন অনেকবার গিয়েছি। আজকাল যাওয়া কম হচ্ছে।
প্রশ্ন: স্যার , চাঁদ কে কি কখন চুরি করে অন্যত্র নিয়ে যেতে পারবো ? বা এলিয়েন রা যদি চুরি করে ? তাহলে পৃথিবীতে আমাদের কি কি সমস্যা হবে চাদের অনুপস্থিতিতে ????/
উত্তর: চাঁদ শুধু যে চমৎকার জোছনার আলো দেয় তা নয়। চাঁদ থাকার কারনে পৃথিবীটা তার কক্ষপথে ভদ্রভাবে পাক খায়। চাঁদ না থাকলে তার ঘূর্ণন অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারত, আমাদের তাহলে বারোটা বেজে যেতো। কাজেই চাঁদটা চুরি করে নেয়ার পরিকল্পনা করোনা।
প্রশ্ন: স্যার টুনটুনি ও ছোটাচ্চু এর আরো বই চাই।
উত্তর: আর কতো লিখব? বেচারী টুনি আর ছোটাচ্চু আমার যন্ত্রনায় মনে হয় দেশ ছেড়ে পালাবে।
প্রশ্ন: ৫টি আম ৩জন কে দেওয়া হলে আর কয়টি আম থাকবে.
উত্তর: কাকে কয়টা দিয়েছ? কী আম? ক্যামিকেল দিয়ে পাকিয়েছ? টক না মিষ্টি?
প্রশ্ন: স্যার, আসসালামু আলাইকুম.আশা করি ভালোই আছেন।স্যার আমি আপনার একজন বড় ফ্যান।স্যার আমি একটা প্রশ্ন করতে চাই,আমার প্রশ্নটা হলো যে,পদার্থ বিজ্ঞানের ভাষায়,মানবসভ্যতার ধ্বংসের জন্য সবচেয়ে কার্যকর বোমা কোনটি?সেটি কী পারমানবিক বোমা নাকি হাইড্রোজেন বোমা?স্যার একটু বলবেন প্লিজ।
উত্তর: পারমানবিক বোমা না বলে নিউক্লিয়ার বোমা বলা বেশি শুদ্ধ। নিউক্লিয়ার বোমার মাঝে ফিশান (ইউরেনিয়াম কিংবা প্লুটোনিয়াম দিয়ে তৈরী) এবং ফিউসান (হাইড্রোজেন দিয়ে তৈরী কিন্তূ ফাটাতে ফিশান বোমা লাগে) বোমা আছে। ফিউসান বোমা সবচেয়ে বেশী ক্ষমতাশালী।
প্রশ্ন: আপনার প্রিয় খাবার কি?
উত্তর: ভাত, ডাল, ডিম ভাজা। মুড়ি।