৪. পুরানো প্রশ্ন ও উত্তর (১১ জানুয়ারী-১১ সেপ্টেম্বর ২০১৯)

এপ্রিল-মে ২০১৮

প্রশ্ন: Sir, Why ‘AMADER JOURNAL’ is currently off? I miss that journal! Sumaia Adrita, Barisal
উত্তর: বন্ধ নাকি? খোঁজ নিয়ে দেখি।

প্রশ্ন: দীপু। নবম শ্রেণী। কুষ্টিয়া। স্যার আপনার কি মনে হয় এলিয়েন আছে? আর একটা প্রশ্ন; আপনার লিখা দীপু নম্বর টু উপন্যাস থেকে আব্বু আমার নাম দিয়েছে দীপু। কিন্তু এই দীপু নামের অর্থ কি?
উত্তর: নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এলিয়েন থাকার সম্ভাবনা অনেক বেশি। সেজন্যে তারা কিন্তু মহাবিশ্বে এলিইয়েন খুঁজে বেড়ান। দীপু শব্দটার কোনো সত্যিকার অর্থ আছে কিনা আমি জানি না, তবে এটা হয়তো দীপ শব্দটার একটা কাছাকাছি রূপ।

প্রশ্ন: স্যার, আপনি সুস্থ হয়েছেন কি? প্রায় প্রতিদিনই আব্বুর মোবাইলে ঢুকে দেখি আপনি টুনটুনিকে নিয়ে নতুন কিছু লিখেছেন কিনা।টুনটুনিকে আমার খুব ভালো লাগে। (নিশাত আরা নিধি, ৪র্থ শ্রেণি, কে বি হাইস্কুল, ময়মনসিংহ।)
উত্তর: হ্যাঁ, আমি একটা লিখেছি কিন্তু টাইপ করা হয়নি তাই দিতে পারছি না। যদি আমার ভুলে ভালে ভরা হাতে লেখা পড়তে পারতে তাহলে সেভাবেই দিয়ে দিতে পারতাম!

প্রশ্ন: স্যার,আপনার লেখা বই ‘ দিপু নাম্বার টু’ এটা আমার প্রিয় একটা বই। আমি আপনার এই বইটা পড়েই কেদেছিলাম। কারণটা কি জানেন?মদিপু মনে করতো ওর মা বেঁচে নেই। কিন্তু পরে যখন জানতে পারে তখন যে একটা অদ্ভুত অনুভূতি হয়েছি সে কারেণেই আমার চোখ দিয়ে পানি এসে গিয়েছিল। স্যার এই পর্যন্ত লেখা কোন বইটা আপনার কাছে প্রিয়???? মারফত আলী, দশম শ্রেণি ( এনায়েতপুর আইডিয়াল পাবলিক স্কুল), এনায়েতপুর, গাজীপুর।
উত্তর: দিপু নাম্বার টু পড়েই কান্দা কাটি করছ? আমি তপু পড়লে তোমার কী অবস্থা হবে?

প্রশ্ন: স্যার, ফেমিনিজম নিয়ে আপনার কি মতামত? জানি জিনিসটা কিছুটা বিতর্কিত। There are so many opinions and voices. কিন্তু প্লিজ স্যার পলিটিক্যালি কারেক্ট কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। স্ট্রেইট কাট কিছু বলবেন। আমি এক্সাক্টলি আপনার পারস্পেক্টিভটা জানতে চাচ্ছি। আমার বয়স ১৯। ইদানিং এসব নিয়ে পড়াশুনা করতে ভালো লাগে।
উত্তর: আমি এটাকে পজিটিভলি দেখি। যেহেতু আমাদের সোসাইটি পুরুষদের দিয়ে নিয়ন্ত্রিত তাই মেয়েদের তাদের অধিকারের জন্যে কম বেশি ফাইট করতেই হয়। বিতর্কিত অংশ নিয়ে আমি মাথাত ঘামাইনা। যেকোনো প্রতিবাদ, সংগ্রাম কারো না কারো কাছে বিতর্কিত।

প্রশ্ন: Sir, why am I afraid if ghosts, even though I don’t believe in them?
উত্তর: তার কারন তোমার একটা কল্পনাপ্রবন মন আছে। কাউকে বলে দিও না যেন, ঘুটঘুটে অন্ধকারে, যখন কেউ নেই, আমি একেবারে একা, তখন খুট করে একটা শব্দ হলেই আমিও চমকে উঠি, বুক ধ্বক ধ্বক করতে থাকে।

প্রশ্ন: স্যার, আপনি কি সত্যি announce করেছেন, যে ‘রুপসি বাংলা’ থেকে ২০ তা কবিতা মুখস্থ বলতে পারবে তাকে আপনি বই dedicate করবেন?
উত্তর: যতদূর মনে পড়ে ২০টি কবিতা নয়, পুরো বইটার কথা বলেছিলাম।

প্রশ্ন: Sir, আমি না কিছুই মনে রাখতে পারি না ।এমনকি কবিতাও না ।কিছু পরলেই কিছু খন পর সব ভুলে বসে থাকি ।মুখস্থ ত দুরের কথা ।সবাই কি সুন্দর কবিতা মনে রাখে আমি পারি না ।পরিক্ষা তে সব চেয়ে বেশি ঝামেলা হয়,কি করব?
উত্তর: মুখস্ত করতে না পারলে ক্ষতি নেই, কিন্তু কিছু কিছু বিষয় মনে রাখতে হয়। কবিতা মুখস্ত করাটাও কিন্তু একটা স্কিল। সুন্দর একটা কবিতা বেছে নিয়ে প্রত্যেকদিন কয়েকবার করে আবৃত্তি করে দেখ তো দেখি পার কি না।

প্রশ্ন: স্যার,আপনার কাছে ‘টুনটুনি ও ছোটাচ্চু’ বই নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে।আমি অবাক হয়ে খেয়াল করলাম এগুলো আমারও মনের কথা!সেখানে আপনি অন্যদের প্রশ্নের উত্তর দিয়েছেন।আমি ভাবছি এবার আমি আপনার একটা প্রশ্নের উত্তর দেব!’তবুও টুনটুনি তবুও ছোটাচ্চু’ বইয়ের ভূমিকায় আপনি লিখেছেন,”আরো লিখতে হবে কি না জানি না-যদি লিখেও ফেলি, সেই বইয়ের নাম কীভাবে দেব?”আমার মাথায় একটা আইডিয়া এসেছে।পঞ্চম বইয়ের নাম হতে পারে ‘তারপরও টুনটুনি তারপরও ছোটাচ্চু’,ষষ্ঠ বইয়ের নাম হতে পারে ‘পুনরায় টুনটুনি পুনরায় ছোটাচ্চু’,সপ্তম বইয়ের নাম ‘বারবার টুনটুনি বারবার ছোটাচ্চু’।সাতটা বই লিখেই বসে থাকবেন না যেন।আরো নাম মাথায় এলে সেগুলো নিয়ে বই লিখবেন কিন্তু।তবে শেষবার যখন এই সিরিজের বই লিখবেন তখন সেটার নাম দিতে পারেন ‘শেষবার টুনটুনি শেষবার ছোটাচ্চু’।(তবে শেষ বইটা লেখার আগে আমাদের সবার কাছ থেকে Permission নেবেন কিন্তু!!)
উত্তর: বইয়ের নামের ব্যাপারে সাহায্য করার জন্যে অনেক ধন্যবাদ। বইয়ের ভেতরে কী লিখব সেই ব্যাপারে সাহায্য করলে অবশ্যি আরো বেশি উপকার হতো।

প্রশ্ন: Sir apni apnar website er nam mzi.rocks dilen keno, Rayhan,class:9 sylhet
উত্তর: আর কিছু খালি ছিল না। কেন, খারাপ হয়েছে নাকি?

প্রশ্ন: Zafar sir plzz apni ki gabbu er arekta golpo lekhben puzzle gabbu 2 chai
উত্তর: গাব্বুকে নিয়েও দুই নম্বর বই? হায় হায়, তারপর বলবে দীপুকে নিয়ে দুই নম্বর বই, রাশেদকে নিয়ে দুই নম্বর বই, হাত কাটা রবিনকে নিয়ে দুই নম্বর বই…

প্রশ্ন: স্যার, আমি আপনার অনেক বড় একজন বক্ত।আপনি হয়তো জানেন নাহ যে আমি আপনার কতো বড় ফেন! স্যার আমি যদি একবার আপনার সাথে দেখা করতে পারি তাহলে আমার এ জীবন ধন্য হবে ।কিন্তু আপনার সাথে কিভাবে দেখা করবো সেটাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
উত্তর: আমি সিলেট থাকি। খোঁজ খবর নিয়ে চলে এস। এতো বড় একজন ভক্তকে যদি নিজের চোখে না দেখি তাহলে কেমন হয়?

প্রশ্ন: I wish i could find that hacker…………he should be thanking god for not being found by me yet…. Sir, Can not he be punished somehow?I mean legally?
উত্তর: এই পাজীটাকে কী আর আমি খুঁজে পাব?আমাকে বোকা পেয়ে এখন নিশ্চয়ই আবার হ্যাক করার জন্যে রেডি হচ্ছে! করলে করুক, এবারে সব কিছু সেভ করছি যেন হ্যাক করলে তাড়াতাড়ি ঠিক করতে পারি।

প্রশ্ন: স্যার আমার একটুও বাচতে ইচ্ছা করেনা।আমি গতবছর চারটে বিশ্ববিদ্যালয় এ ভর্তি পরীক্ষা দিয়েছি।একটাতেও চান্স পাইনি।আমি কলেজে উঠার পর পড়াশোনা তে অনেক ফাকি দিয়েছি।এইচ এস স্যার রেজাল্ট খারাপ হবে জানতাম।তাই নিজের জমানো টাকা দিয়ে ঘুমের ট্যাবলেট কিনেছিলাম সুইসাইড করব বলে।কিন্তু সাহস হয়নি।আমার সব বন্ধুরা ভাল ভাল জায়গায় পড়াশোনা করছে।আমি ফাঁকিবাজি না করলে আমিও হয়তো চান্স পেতাম।আমি তো আমার স্বপ্নটাকেই খুন করে ফেলেছি।আমি তো খুনি। আমার বেচে থাকার একটুও ইচ্ছা করেনা।রাস্তায় বের হলে যখন দেখি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাস যাচ্ছে তখন ইচ্ছা করে বাসের নিচে ঝাপ দেই।রাস্তায় বের হলে মুখ লুকিয়ে বের হতে হয় যদি পরিচিত কেউ দেখে ফেলে।এইজন্য বের হইনা।আমার পক্ষে এসব সহ্য করা আর সম্ভব হচ্ছে না।আমার পরিচিত দুইটা ফ্রেন্ড সুইসাইড করেছে, একজন ট্রেনের নিচে আরেকজন ফ্যানের সাথে ঝুলে পড়েছে।আমার কেনা ঘুমের ট্যাবলেট গুলা ফেলিনি আমি।কিন্তু খাওয়ারও সাহস পাইনা।আমি আমার নিজের স্বপ্নটাকে মেরে ফেলেছি স্যার!! আমি কী নিয়ে বাঁচব? কেন বেচে থাকব? আমাদের দেশে কেন স্বেচ্ছামৃত্যুর ব্যবস্থা নেই স্যার? আমার আর একটুও একটুও বাচতে ইচ্ছা করেনা।আমার ভীষণ ইচ্ছা করে মরে যেতে। আমি যখন কোথাও যাই ভীষণভাবে চাই এক্সিডেন্ট এ মরে যেতে। আমার খুব মরে যেতে ইচ্ছা করে স্যার খুব।আমি কি করব বলতে পারেন? নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট
উত্তর: শোন, জীবন অনেক বড় ব্যাপার, এটাকে অবহেলা করতে হয় না। তুমি কেন একটু বেশি করে লেখা পড়লে না? যাই হোক যেটা হয়েছে, হোক, এখন আবার নতুন করে শুরু কর। দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি নিজেই নিজেকে বল্ব, দেখেছ, আমি কী বোকা ছিলাম। মরে যাওয়ার কথা বলছিলাম।

প্রশ্ন: ভিল বিদোহের কারণ কী দীপক লোহার পোঃ -ভড়া জেলা-বাঁকুড়া থানা-বিষাপুর পিন-722157
উত্তর: ঠিক কী কারন জানা নেই, ভিল বিদ্রোহ নিয়ে শুধু এইটুকু তথ্য খুঁজে পেয়েছি।

প্রশ্ন: Why do I love you so much? Sazzad mutassim
উত্তর: থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ। খোদা যেন আমাকে তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ করে দেয়।

প্রশ্ন: ওয়াসিফ সৌহার্দ্য, কুমিল্ল। স্যার আমি আপনার একজন ভক্ত।আমি আপনার ২০ বই পরেছি।টুনটুনি ও ছোটাচ্চুর ৫ নঃ বই যদি বের হয় তাহলে ছোটাচ্চুর বিয়ে হতে হবে।প্লিজ,প্লিজ, প্লিজ।
উত্তর: ছোটাচ্চু কী আমার কথায় বিয়ে করবে? এরা আমার কথা শুনে বলে মনে করছ? আমাকে পাত্তাই দেয় না।

প্রশ্ন: আমার নাম ওয়াসিফ সৌহার্দ্য।ক্লাস ৮ এ পরি।আমি কুম্মিল্লাতে থাকি। আমার প্রশ্ন:পিপিলিকা বা পিপড়া,টিকটিকি দেওয়ালে চড়ে বা হাটে কিভাবে?।
উত্তর: এভাবে। 

প্রশ্ন: তাছনীম আজাদ , খুলনা । স্যার , এবার কি সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একইসাথে হবে ?
উত্তর: না হবে না। আমি খুব চেয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো রাজী হচ্ছে না। শিক্ষকদের অনেক লোভ।

প্রশ্ন: স্যার আম গাছের পাতায় বৃষ্টির পানি পড়লে পরিষ্কার হয় না কেন?কেনই বা অন্য গাছের পাতা পরিষ্কার হয়? কনক,ফেনি
উত্তর: আমি তো এটা কখনো শুনিনি! সত্যি নাকি? পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সল্ভেন্ট, সব কিছু পরিষ্কার হওয়ার কথা।

প্রশ্ন: স্যার, আপনার ‘রিটিন’ বইটি পড়ে আমার সময় পরিভ্রমণের উপর একটা আগ্রহ এসেছে. এই সময় পরিভ্রমণ কি আসলেই সম্ভব? এস. এম. নাফিউল আলম রাফিন, খুলনা জিলা স্কুল
উত্তর: এই মুহুর্তে না, কিন্তু একসময় তো হতেই পারে।

প্রশ্ন: আমি বিজ্ঞান বুঝি. কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, এন্টামিবা ও অন্যান্য সংজ্ঞাগুলো ঠিকমতো মুখস্থ হয়না. এখন কী করব? এস. এম. নাফিউল আলম রাফিন, খুলনা জিলা স্কুল
উত্তর: বোঝাটাই জরুরী। মুখস্ত করে কী হবে?

প্রশ্ন: স্যার, আমি এস. এম. নাফিউল আলম রাফিন. আপনার কাছে একটি অনুরোধ ছিল. আপনি আবার একটা টুনটুনি ও ছোটোচ্চুর বই বের করেন. ইতি এস. এম. নাফিউল আলম রাফিন ৭ম শ্রেণি, খুলনা জিলা স্কুল
উত্তর: আচ্ছা, আচ্ছা আচ্ছা বের করব। টুনটুনি আর ছোটাচ্চু বিরক্ত হয়ে দেশ ছেড়ে পালাবে বলে মনে হচ্ছে।

প্রশ্ন: স্যার আপনি ভালো আছেন?আচ্ছা স্যার আমরা হেঁচকি তুলি কখন এবং কেন?
উত্তর: আমি ভালো আছি। হেঁচকির কারন হচ্ছে এটা

প্রশ্ন: রিনা, আপনি please সেরিনার আরেকটি এবং শান্তার পরিবার এর একটি বই বের করবেন ?
উত্তর: সেরিনা মহাসমুদ্রে কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমি তাকে খুঁজে পাব? শান্তাকে নিয়ে লিখলে তার বাচ্চারা আমার উপরে খুব রেগে যাবে মনে হয়।

প্রশ্ন: নাদিয়া সুলতানা, ঢাকা; স্যার উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়তে হলে কি সব বিষয় প্রাইভেট কোচিং করে পড়তে হয়। নিজে বাসায় চেষ্টা করলে কি এইচএসসিতে ভালো রেজাল্ট করা সম্ভব না?
উত্তর: না, কোচিং করতে হয় না। কোচিং না করে চমৎকার রেজাল্ট করা যায়।

প্রশ্ন: নাদিয়া সুলতানা , ঢাকা, স্যার আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার পয়েন্ট এসেছে A । রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমাকে বিজ্ঞান বিভাগ পরিবর্তন করতে জোর করছে। কিন্তু আমার মনে হয় যে আমি বিজ্ঞানেই ভালো করতে পারব। তাই বিজ্ঞান বিভাগে পড়তে চাচ্ছি । এখন আমি কি করব পরিবারের সদস্যদের টা মানব নাকি যেটা পড়ে আনন্দ পাবো বুঝতে পারব সেটা পড়ব ।
উত্তর: তোমার যেহেতু বিজ্ঞান ভালো লাগে, বিজ্ঞান পড়লে নিশ্চয়ই ভালো করবে। শেষ পর্যন্ত কি বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছ?

প্রশ্ন: আশা, ঢাকা, বাসাবো, আসসালামুয়ালাইকুম স্যার । আমি এই বছরের এসএসসি ফলাফল প্রার্থী,এই বছর আমাদের ১২টা প্রশ্নই ফাঁস হয়েছে যা আমার অনেক গুলু বন্ধু পেয়েছিলো। কিন্তু স্যার আমার নিজের প্রতি ছিল বিশ্বাস যে আমি ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দিব না। আমি নিজেকেই প্রমিস করেছিলাম যে আমি ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দিব না। আর আমি gpa_5 পাওয়ার জন্য পরীক্ষা দেইনি্‌ । স্যার আমি honest হয়ে পরীক্ষা দিয়েছি এবং gpa_5 পেয়েছি। তাই এখন মনে হয় কষ্টের ফল আসলেও মিষ্টি। আপনাকে এবং আপনার বইগুলুও আমার অনেক ভালো লাগে ,আপনি অনেক ভালো থাকবেন স্যার ,কারন আপনার মত অনুপ্রেরনাদায়ী ও ভালো মানুষের আমাদের দেশে অনেক দরকার,অনেক শুভ কামনা আপনার জন্য।
উত্তর: এই যে সবাই শোনো আশা কী বলছে। তোমরা সবাই দেখেছ, আশা ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন না দেখে পরীক্ষা দিয়ে কত ভালো করেছে? আশা, তুমি আজকে আমাকে কী যে আনন্দ দিলে! বড় হও। দেশটার দায়িত্ব নাও, যেন আমরা উপর থেকে দেখতে পারি দেশটা মাথা উচু করে দাঁড়িয়ে গেছে।

প্রশ্ন: স্যার, সাইটে সমস্যা আছে। বইয়ের লিংকগুলো ফাকা। এই সমস্যা সমাধান করুন। আমি বইগুলো পড়তে ইচ্ছুক। অভিষেক সরকার, রাজশাহী।
উত্তর: জানি। সমাধান করেছি।

প্রশ্ন: মোঃ জুলকিফল,খুলনা। স্যার! এই ওয়েবসাইট এর সাজসজ্জ্বা রীতিমতো বিরক্তিকর ! দয়া করে পরিবর্তন করুন!
উত্তর: সরি। আমি পরিবর্তন করব না। আমি চাই না সবাই এখানে পড়ে থাকুক। দেখে বিদায় হও, লেখাপড়া কর, বই পড়, মাঠে গিয়ে খেল, অংক কর।

প্রশ্ন: নবম শ্রেণির বইয়ের সব সংখ্যা ইংরেজিতে কেন? ইতি, নাম ও ঠিকানা প্রকাশে অমিচ্ছুক
উত্তর: সায়েন্স বইয়ে ইংরেজিতে সংখ্যা ব্যাবহার করার অভ্যাস হলে ক্ষতি আছে? বড় হয়ে তো করতেই হবে।

প্রশ্ন: ছবিগুলো আর বইগুলো কোথায়?
উত্তর: ফিরে আসতে শুরু করেছে।

প্রশ্ন: একটা গল্প লিখতেছি। লিখতে লিখতে সায়েন্স ফিকশন হয়ে গেছে।আবার অনেক বড়ও হয় গেছে। এখন তো কোনো পত্রিকা ছাপাবেও না। আমার গল্প কেটে ছোট করতে কষ্ট লাগে। গল্পটার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। কি করি?? মাশরাফি কুয়াশা,নেত্রকোনা।
উত্তর: গল্প ভালো হলে কোনো একটা গতি হয়ে যাবে, চিন্তা করো না। ভালো হয়েছে?

প্রশ্ন: sir apnaka bastoba dhkar amr onk issa apni ke bastoba o onk mojar manus?? নাজনীন ইসলাম, নারায়ণগঞ্জ সদর
উত্তর: আমি সিলেট থাকি, সময় করে একদিন চলে এসো। আমাকেও দেখা হবে, সিলেটও দেখা হবে।

প্রশ্ন: স্যার, আমি এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবো!এ নিয়ে আমি খুব চিন্তিত নই, কারণ গত দেড় বছর চিন্তা করতে করতে আমার মনে হয়েছে যে এ নিয়ে বেশি চিন্তা না করে কাজ টা করাই ভালো। দোয়া করবেন স্যার যাতে আমি আপনার ক্লাস করতে আসতে পারি। একসাথে যে ভর্তি পরীক্ষা নেবার কথা ছিলো সেটা কি এবারো হবে না, স্যার? স্যার, সাস্টে কেন এইচ এস সি পরীক্ষার নাম্বারের পার্সেন্টিজ কাউন্ট করে?শুধু ভর্তি পরীক্ষার নাম্বার হলে কি সমস্যা ছিলো? ধন্যবাদ স্যার, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাকে দেখতে সাস্টে আসবই, ইনশা আল্লাহ। (এন্থনি রোজারিও)
উত্তর: আমার মনে হয় তুমি ঠিকই বলেছ এন্থনি, খামাখা বেশি চিন্তা টিন্তা করে লাভ নেই। ভালো করে ভর্তি পরীক্ষাটা দাও। যদি এখানে ভর্তি হও দেখা হবে।

প্রশ্ন: airin, motijheel govt.girls high school, assalamualaikum sir apni kemon achen?apni akbar amar school e scince fair e ashechilen.mone ache? amar name airin
উত্তর: হ্যাঁ আইরিন, মনে আছে। তোমাদের হেড মিস্ট্রেস ম্যাডাম ভালো আছেন? উনি খুবই সুইট একজন মানুষ, তাই না?

প্রশ্ন: Koushik, comilla govt college ১। বৈজ্ঞানিকভাবে চিন্তা করার নিয়ম কী? ২।কোনো কিছু পড়ে ভালোভাবে শিখব কীভাবে?
উত্তর: ১। যুক্তি দিয়ে চিন্তা করা, যেভাবে আগে কেউ চিন্তা করেনি সেভাবে চিন্তা করা ২। যেটা শিখেছ সেটা ব্যাবহার করতে পারলে বুঝবে সেটা শিখেছ।

প্রশ্ন: সোনিয়া, শাহজাহানপুর কতদিন পরে আবার এই সাইডটা ফিরে পেলাম। ইস কি যে মন খারাপ হয়েছিল বলে বুঝাতে পারবো নাহ। ভেবেছিলাম আর বুঝি পাবো নাহ, এখন আনন্দ ধরে রাখার জায়গা পাচ্ছি নাহ। 😀
উত্তর: এতো অল্পে মন খারাপ করো না। ফাজিল একজন ওয়েব সাইট হ্যাক করবে আর আমরা সেজন্যে হায় হায় করব? মোটেও না।

প্রশ্ন: আস্সালামুআলাইকুম স্যার ,আমি টুনটুনি ও ছোটাাচ্চু পড়তে খুব ভালোবাসি .এটা( টুনটুনি ও ছোটাাচ্চু) লেখার জন্য খুব Thank You.Thank You so much
উত্তর: টুনটুনি ও ছোটাাচ্চু পড়তে ভালো লাগে শুনে আমারও ভালো লাগলো। থ্যাঙ্ক ইউ।

প্রশ্ন: সারা হোসেন সামান্তা, ৭১ শিখা মঞ্জিল দনিয়া, ঢাকা-১২৩৬ কেমন আছেন চাচা?আপনি কি আমাকে বলতে পারেন যে কীভাবে ভয়েস রেকর্ডার বানানো যায়?আমি ইউটিউব এ যেটা বানানো দেখেছি সেটাতে ১০ সেকেন্ড ধরে রেকর্ড করা যায়।কিন্তু আমি ১ ঘণ্টা বা এর বেশি সময় ধরে রেকর্ড করা যায় এমন রেকর্ডার বানাতে চাই।আর আপনি কি জানেন যে কীভাবে মার্শাল আর্ট এর অনলাইন ট্রেনিং নেয়া যায়?
উত্তর: যেটা দশ সেকেণ্ড রেকর্ড করতে পারে, সেখানে মেমরিকে বাড়িয়ে দিলেইতো এক ঘণ্টা হয়ে যাবে। যাই হোক তুমি তো ইচ্ছা করলেই একটা কিনে ফেলতে পার, যেটা কেনা যায় সেটা তৈরি করার দরকার কি? অন লাইন মার্শাল আর্ট খুব কাজে লাগবে মনে হয় না। সাঁতার কিংবা ড্রাইভিং এর মতো মার্শাল আর্টও মনে হয় প্র্যাকটিকেলই শিখতে হয়। কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাও না কেন?

প্রশ্ন: আহনাফ আবিদ, ঢাকা স্যার, আমি শুধু আপনার বই পড়ি। আপনি আমার প্রিয় লেখক। কিন্তু আমার ফুপি আমাকে আপনার নতুন বই কিনে দেয় না। শুধু বলে ইন্টারনেট থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে। বই থাকলে অনেক শুবিধা হয়। আর পিডিএফ পড়তে গেলে চোখ খারাপ হয়ে যাবে। একটানা কতক্ষন ফোন এর স্ক্রিন এর দিকে তাকিয়ে থাকা যায়? আপনি বলেন আমি কি করতে পারি?
উত্তর: শুধু আমার বই পড়লে বয়স বাড়বে না। অন্যদের বইও পড়ো।

প্রশ্ন: Name:Shakil Address:Barisal স্যার,আমি নবম শ্রেনীর একজন ছাত্র।আমার গ্রুপ সাবজেক্ট পদার্থ বিজ্ঞান বুঝতে সমস্যা হয়।এখন আমি কিভাবে পদার্থ বিজ্ঞানে ডেভেলপ করব? প্লিজ কিছু বলবেন।
উত্তর: নবম শ্রেনীর পদার্থ বিজ্ঞান এমন কিছু কঠিন নয়। বুঝে বুঝে পড়, না বুঝে একটা লাইনও পড়বে না। পরীক্ষা দেওয়ার জন্যেও পড়বে না, দেখবে আসলে সবই সহজ।

প্রশ্ন: আমার দুইটা প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে, আপনার সবচেয়ে প্রিয় লেখক কে? আর দ্বিতীয়টা হচ্ছে, আপনার সবচেয়ে প্রিয় বই কোনটা?
উত্তর: তোমার দুটো প্রশ্নই আসলে উত্তর দেয়া কঠিন। যদি বলতে আপনার প্রিয় লেখকদের এবং প্রিয় বইগুলোর নাম বলেন তাহলে চেষ্টা করতাম। তবু উত্তর দেয়া কঠিন, হয়তো বলতাম, যখন ছোট ছিলাম তখন প্রিয় লেখক ছিল… ইত্যাদি ইত্যাদি।

প্রশ্ন: Md Ashraful Islam. Sir, I couldn’t able to write Bengali because I use my own operating system in which no Bengali Keyboard layout isn’t available right now. For this reason I wrote English. Please excuse me. In someone’s question you answered you won’t write a second part of ‘Ami Topu’ as ‘Ami Topu 2’. Please write ‘Abaro Ami Topu’. I don’t know the english of ‘Amake boitate doya kore uthsorgo korben’
উত্তর: আমি “আমি তপু”র দ্বিতীয় পার্ট লিখব বলে মনে হয় না। আর উৎসর্গ তো অনুরোধে করা হয় না, যে কোনোভাবে আমার জীবনকে প্রভাবিত করে আমি তাকে উৎসর্গ করে নিজে ধন্য হই। তুমি কিছু একটা করে আমাকে মুগ্ধ কর, আমি হয়তো তোমাকে উৎসর্গ করে ধন্য হব।

প্রশ্ন: নাইম ।দুমকি ।বরিশাল স্যার কোনো গণিতের কোনো সমস্যা সমাধান করি তখন গণিতকে সবচেয়ে ভালো সাবজেক্ট মনে হয় কিন্তু যখন অনেক্ষণ চেষ্টা করে পারি না তখন গণিতকে খুবই বিরক্তিকর লাগে । আপনি হলে কি করতেন ?
উত্তর: আমার তো মনে হয় সমাধান করা থেকে সমাধান করার চেষ্টা করার মাঝে আনন্দ বেশী!

প্রশ্ন: ‘স্কুলের নাম পথচারী’ গল্পটা সত্যি কাহিনীর উপর লিখেছেন বলেছিলেন আপনি বইটাতে! স্কুল টা কি আসলেই ছিল!? উলটো হয়ে দাঁড়িয়ে থাকা স্কুল টা আসলেই ছিল অমনভাবে কিছুদিন!? গল্পের ক্যারাক্টার গুলো ও সব আসলেই সত্যি!?
উত্তর: বইয়ের ভূমিকাতে সেটি বলি নি, বইয়ের কাহিনীতে বলেছি। কাহিনী তো সবসময়েই বানিয়ে বানিয়ে লিখি, কাজেই সব বানানো।

প্রশ্ন: স্যার,আপনি আর ম্যাডাম কি সমবয়সী? মানে অনেকে বলে বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স বেশি হওয়া উচিত কথাটা কি ঠিক? এইচএসসি পরীক্ষার্থী, মহসিন কলেজ চট্টগ্রাম
উত্তর: হ্যাঁ আমরা সমবয়সী। বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স বেশী হতেই হবে আমি সেরকম কিছু বিশ্বাস করি না।

প্রশ্ন: প্রিয় স্যার, অাশা করি আপনার সাথে ঘটে যাওয়া ভয়াবহ হামলার পর এখন আপনি আগের থেকে ভালো আছেন। আপনার এই website টা ফিরিয়ে আনার জন্যেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি সবসময় বলে থাকেন যে আপনার কোনো facebook account নেয় । আর facebook ব্যবহার করা আপনি পছন্দও করেন না । কিন্তু কিছু দিন আগে যখন আপনার সাথে দূ্র্ঘটনাটা ঘটল , তার কছুদিন পর দৈনিক প্রথম আলো পত্রিকায় আপনার একটা লেখা বের হয়। লেখার সূত্র হিসেবে লেখা হয়েছিল “আপনার offficial facebook page থেকে” । আমার প্রশ্নটা হল আপনার কি আসলেই facebook page আছে ? আপনার সুস্থতা কামনা করে এখানেই লেখা শেষ করছি । আশা করি আপনি সবসময় আমাদের মাঝে থাকবেন । প্রকৃতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর: আমার অফিসিয়াল একটি ফেসবুক একাউন্ট আছে, কিন্তু সেটি আমি চালাই না। এর ভেতরে কী আছে আমি জানি না। এর পাশওয়ার্ডটিও আমি জানি না।

প্রশ্ন: My name is Raina Raihan, I am from Malibagh, Dhaka. I read in Class II at Sunnydale School, Dhanmondi. I am a Fan of you. I read about 50 no. of books written by you. Started from ” Bhuter Bachcha Kotkoti to Cyclone.”
I have a question to you. Will you write more books of “Tuntuni O Chotacchu”? If yes, please publish it earlier. I eagerly waiting for the series of that book. Thank you Sir. Raina Raihan (Dhrupodi) Care of: Momenina Binte Muksood Flat No. 3A, SEL Chandan Garden, 158,158/1 Malibagh Bazar Road, Dhaka.
উত্তর: বাহ! তুমি মাত্র ক্লাশ টু’তে পড় কিন্তু এর মাঝেই তুমি কত বই পড়ে ফেলেছ। যারা বই পড়তে ভালোবাসে, তাদের নিয়ে কখনো কোনো চিন্তা করতে হয় না। হ্যাঁ আমি টুনটুনি আর ছোটাচ্চু নিয়ে আরো কিছু লিখার প্ল্যান করেছি। ঠিক আছে, যদি আমি টুনটুনি আর ছোটাচ্চু নিয়ে একটা বই লিখতে পারি সেটা আগেই ছাপিয়ে ফেলতে বলব।

প্রশ্ন: স্যার আমাকে কয়েকটি গণিতের জার্নালের নাম বলুন। সাইদ আল হাসাম মংলিপার,এয়ারপোর্ট রোড ,সিলেট
উত্তর: গুগল করে জেনে নাও।

প্রশ্ন: স্যার, সালাম নিবেন । অনেকদিন ধরে একটা জিনিস খুবই bother করছে । সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপনি ব্যবহার করেন না যতটুকু আমি জানি, তাই আপনি ঠিক কতটা জানেন জানিনা, কথাটা বলতে চাই বর্তমানে দেশে মেয়েদের নিরাপত্তার ব্যপারটা নিয়ে! প্রতিদিন কিভাবে জানটা হাতে নিয়ে আমার মত শত শত মেয়ে রাস্তায় বের হয় স্যার জানেন ? অথচ আমি ১৯৫২ অথবা ১৯৭১ সালের আন্দোলনের ছবিগুলা দেখি মেয়েরা কিভাবে ছেলেদের তালে তাল মিলিয়ে মাঠে নেমেছে, কেউ একবারও বলেনি কোন মেয়ে মাথায় কাপড় দেয়নি কেন ? আর আজকে ২০১৮ সাল, অথচ প্রতিনিয়ত পথে-ঘাটে, বাসে, কর্মস্থলে মেয়েদের molest হতে হয় , ধর্ষণের পর শুনতে হয় মেয়ের চরিত্র ঠিক ছিলোনা , পোশাকই দায়ী । আর সামাজিক মাধ্যম গুলোতে comment এর ভাষা আর নাই -ই বা বললাম। “উচিত হইসে ধর্ষণ করসে” “পোশাক ঠিক নাই” “পর্দা করেনাই” এই ধরনের লক্ষ লক্ষ comment থাকে । কেন স্যার হঠাৎ করে এই দেশের মানুষগুলো এমন হয়ে গেলো ? কিছুই কি করার নাই আমাদের? সরি স্যার আসলে অনেক disturbed আছি তো এইসব নিয়ে, গুছিয়ে চিন্তা করতে বা লিখতে পারছিনা । আসলে অনেকদিনের অনেক ক্ষোভ আর অনেক অনেক কথা জমানো ছিল, যখন মনে হয় কাকে বলবো, কে বুঝবে, বাবা-মা, ভাইবোন , বন্ধুবান্ধব , শিক্ষক-শিক্ষিকা কারোর কাছে যখন কোনও জবাব পাইনা তখন স্যার মনে হয় আপ্নিতো আছেন । কতবার যে আপনার এই ওয়েবসাইট এ এসে ঘুরে গেছি। কিন্তু ঢুক্তে পারিনি। প্রশ্ন করতে পারিনি। ওয়েবসাইট টা হ্যাক করা ছিল। এখন আসলে কেমন জানি ভোঁতা হয়ে গেছে ওই অনুভূতিটা । কি লিখবো ভেবেছিলাম, কি জিজ্ঞেস করবো কিছুই আর সেইভাবে মাথায় আসছেনা। সব এলোমেলো লাগে এখন মাথায় । এই জন্যেই কি আমাদের বীর সন্তানেরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে ? যেই আপুটাকে দেখতাম চরম দুর্দিনেও দেশপ্রেমে মুখ চকচক করতে, সবাইকে স্বপ্ন দেখাতে দেশ নিয়ে , সেই আপুটাই যখন ভিড়ের মধ্যে molest হয় আর এরপর যখন তার শোনা লাগে সে ভিড়ের মধ্যে গেলো কেন, গেলোই যখন রাত পর্যন্ত থাকলো কেন, আর থাকলোই যখন western dress পরে ছিল কেন ? তার মানে she asks for it আর তখন যখন ওই আপুটাই চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে , ‘এই দেশে আমি থাকবোনা, এই দেশ আমার না, এই দেশ এখনও স্বাধীন হয়নাই’ তখন স্যার আর মাথার মধ্যে কিচ্ছু ঢুকতে চায়না । শুধু ভোঁতা যন্ত্রণা হয় । ভালো থাকবেন স্যার।
সুকন্যা । (স্বাধীন দেশের পরাধীন নাগরিক)
উত্তর: শোন, পৃথিবীতে কতো অবিচার তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু সেজন্যে তো সবকিছু ছেড়ে ছুড়ে দেওয়া যাবে না। আমাদের ফাইটটাতো করে যেতে হবে। মেয়েদের বিষয়টা আমি অনেকটুকুই জানি, কিন্তু তুমি হতাশ হয়ো না। আমাদের দেশে সব মেয়েরা কিন্তু লেখাপড়া শুরু করে, আমি মনে করি এই মেয়েরা আমাদের সবচেয়ে বড় শক্তি। আরো কয়টা দিন যেতে দাও, যখন মেয়েরা আরেকটু গুরুত্বপূর্ণ জায়গায় যেতে শুরু করবে, তখন সবকিছুর মৌলিক পরিবর্তন হবে।

প্রশ্ন: স্যার , সালাম নিবেন। Machine Learning এর উপর বাংলায় একটা বই হলে ভালো হতো । ভালো থাকবেন। অনামিকা , বয়স-২১, ব্র্যাক বিশ্ববিদ্যালয় , ঢাকা।
উত্তর: যারা এক্সপার্ট তাদেরকে তোমার ইচ্ছাটা জানাব। এতো চমৎকার বিদেশী বই আছে যে বাংলা বই না থাকলেও খুব সমস্যা হওয়ার কথা না।

প্রশ্ন: Many many happy returns for the new year! “Shuvo nababarsha” To sir,yesmin miss nabil vhaiya and Yesim apu: ) (Sorry I could not write in Bangla for not having Bangla layout .Please pardon me) Sir, why you are not seen in any “barshaboron” programme?Where are you celebrating your “Pahela Boishakh”this year?
উত্তর: এই বছরটা খুব ব্যস্ত ছিলাম। তা ছাড়া অনেক সময় ঘরে পরিবারের সাথে কাটিয়েছি।

প্রশ্ন: Bushra,Rajshahi আপনার ওপর আমার খুব রাগ হচ্ছে.আমি যখন গণিত অলিম্পিয়াডে জাতীয় প‌‌‌‌‌‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র্যায়ে সুযোগ পাই তখনই আপনি আসেন না।আপনি রাজশাহীতেও আসেন না।আমি কখনো আপনার সাথে দেখা করতে পারি না।আপনি যদি কখনো রাজশাহীতে আসেন তাহলে আমাকে বলবেন কিন্তু! আমার biology পড়তে একটুও ভালো লাগে না।প্রত্যেক লাইনেই এত তথ্য!এখন আমার biology বই দেখলেই কান্না পায়।আমি পুরোপুরি হতাশ।আমি কি করবো?
উত্তর: আমি আসলে সব জায়গায় যেতে চাই, কিন্তু এত কাজ থাকে যে যেতে পারি না। রিটায়ার করার পর সব জায়গায় যাব। বায়োলজিতে শুধু কী তথ্য? সেখানে কত মজার আইডিয়া আছে তুমি দেখনি? পৃথিবীতে বায়োলজি এখন সবচেয়ে মজার বিষয়!

প্রশ্ন: SIr, I am the biggest fan of you .I have read all of your books published untill april 2018 . Once i used to read only your books but now i read many types of books including forgien books . I have realised that you have copyed many books. I can see the reflection of those books in your book . I very pleased to realise it . Now my questions are-1.Who is Topon ? 2. Who is Solil ?
উত্তর: তুমি অনেক বই পড়, বিদেশী বইও পড় শুনে খুব খুশী হয়েছি। আমি অনেক বই নকল করে লিখেছি বলে লিখেছ, ামি প্রায় দুইশ বই লিখেছি। এতগুলো বই নকল করে লেখার চাইতে নিজে নিজে লিখে ফেলাই কী সোজা না? তপন বা সলীল কে আমি জানি না।

প্রশ্ন: Dear sir, do you believe that one day there will be no bad people in our beloved country?Do you really think one day every single person will try to think with an open mind in our small country?I do not know for some recent incident I have started to question about our future.I think I shall give up explaining people about what is right and what is wrong.people are even not guilty …..They do not want to think…There is so darkness around me…..
উত্তর: নিশ্চয়ই হবে। মানুষজন যখন লেখা পড়া করবে, অভাব অনটন কমে আসবে, তখন মানুষেরা অনেক ভালো হয়ে যাবে। তুমি দেখো।

প্রশ্ন: আামি আপনার ত্রাতিনা বইটি কিনেছি, আপনি এটি মূলত কী সম্পর্কে লিখেছেন? আপনার ‘অন্যজীবন ‘ বইটি ছাড়া অন্য কোনো ভৌতিক বই আছে? Ahsanul Haque ( Jawad ) Class-4 House-43,Road -1/A,Niketon, Gulshan -1,Dhaka -1212
উত্তর: ত্রাতিনা কী নিয়ে লিখেছি সেটা যদি আলাদা করে বোঝাতে হয়, তাহলে বুঝতে হবে বইটি টোটাল ফেইলিউর! তুমি সত্যিই বোঝ নাই?
এই সাইটে আমার বইয়ের তালিকা দেয়া আছে, সেখানে তুমি আমার ভৌতিক বইয়ের লিস্টি পেয়ে যাবে।

প্রশ্ন: আফনান,ভোলা। স্যার,আমি সকল বিষয় নিয়েই দ্বিধা ও হতাশায় ভুগি।এ থেকে কিভাবে মুক্তি পেতে পারি?
উত্তর: কোনো বিষয় নিয়ে দ্বিধা করো না। যখন যেটা নিয়ে সিদ্ধান্ত নেয়া দরকার নিয়ে নাও। ভুল সিদ্ধান্ত হতেই পারে, তাতে সমস্যা কী? আর হতাশা? কার জীবনে হতাশা আসে না? সেটা নিয়ে বসে থাকলে হবে? ভালো কিছু বন্ধু তৈরী কর, তাদেরকে নিয়ে আনন্দ করে সময় কাটাও। জীবন খুব মুল্যবান, এটার অপচয় করতে হয় না।

প্রশ্ন: মায়িশা হাসিন, নারায়ণগঞ্জ। স্যার, আপনার প্রতি একটা অনুরোধ, প্লিজ, একটু সাবধানে থাকবেন। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়ার সময় আপনি ভীষণ রকম অসাবধান থাকেন। যে কেউ আপনার কাছে চলে যেতে পারে। আপনি যখন নারায়ণগঞ্জ এসেছিলেন, তখন দেখেছি। দরকার নেই সবাইকে অটোগ্রাফ দেয়ার, সবার সাথে সেলফি তোলার। শুধু আপনি নিরাপদ থাকুন। দেশের জন্য এটা খুব জরুরি। কখনো কল্পনাও করিনি, আপনাকে ঘৃণা করার মতো মানুষও আছে। আজকাল অনেকেই অনেক কথা বলে আপনাকে নিয়ে। অথচ অদ্ভুত ব্যাপার, তাদের অধিকাংশই আপনার একটা বইও পড়েনি। তারা যখন আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে, আমি বুঝতে পারি না তাদের কী বলবো। যে কখনো ঘুম থেকে জাগেনি, তাকে কি বোঝানো যাবে সকাল কতো সুন্দর?
উত্তর: ঠিক আছে, সাবধানে থাকব। তোমাদের মত ছোট ছোট ছেলেমেয়েরা যখন আমার কাছে আসতে চায় আমি কখনো তাদের থামাবো? আমার বেঁচে থাকার আনন্দই হচ্ছে এই ছোট ছোট ছেলেমেয়েদের ভালোবাসা। তাদের সাথে সেলফি। তাদেরকে অটোগ্রাফ দেওয়া। আর ঘৃণা? আমি যতদূর জানি ফেসবুক টিকেই আছে আমাকে ঘৃণা করা মানুষদের কারনে, তাতে সমস্যাটা কী হয়েছে?

প্রশ্ন: sir ami apner oneeeeeeeeeek boro vokto! ! chottogram e thaki , tai boi melai jete pari na.R chittagong er boi melai ‘mela’boshe kintu boi thake na .tai TV te boi mela deke shomoy katai.ki korbo.(jodi answer na patan tahole apner boi porbo.SHBDHAN!!!!) Tanim, Chittagong collegiate school
উত্তর: এখন তো সবাই বই পড়া ছেড়ে দিচ্ছে, তাই কেউ যখন বইয়ের কথা বলে আমার খুব ভালো লাগে। বই পড়তে থাক।

প্রশ্ন: আমার শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন । আপনাকে আমি কতখানি পছন্দ করি লিখে বোঝাতে পারবো না বলে লিখছি না । আমার কাছে আপনার অনেকগুলো বই সংরিক্ষত আছে । সেই তৃতীয় শ্রেণী থেকে পড়েছি বইগুলো, যত্ন করে রেখেছি বইয়ের তাকে । এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি । যখন আরো বড় হবো, একসময় মরেও যাবো তখন এই বইগুলোর কি হবে । কে যত্ন করে রাখবে? আমার কান্না পায় ভাবলে । আপনার কাছে কি এর সমাধান আছে? ইসরাত জাহান মিশু । খিলগাঁও, ঢাকা
উত্তর: শোনো, জীবন হচ্ছে বহমান। একে যেতে দিতে হয়। তোমার বইগুলো যদি নাও থাকে তার স্মৃতিটা থাকবে। তোমার বাচ্চাদের কাছে তুমি গল্প করবে, “জান, আমরা যখন ছোট ছিলাম তখন বোকা সোকা একজন লেখক ছিল। দুনিয়ার কেউ তাকে দেখতে পারতো না। সবাই ফেসবুকে তাকে গালাগালি করতো। একজন একবার তাকে মেরেও ফেলতে চেয়েছিল, পারে নাই। কিন্তু আমরা যারা ছোটো ছিলাম, তারা তাকে ভালোবাসতাম, আর তাতেই সেই বোকাসোকা লোকটা কী যে খুশী হতো! সবার গালি খেয়েও লোকটা মহা আনন্দে ছিল! তার অনেকগুলো বই ছিল আমার কাছে, কই যে হারিয়ে গেল!”

প্রশ্ন: Adib Shadman, Rampura, Dhaka. Assalamu alaikum sir, Sir, can we use signal processing technic to cut out the magnetic part of light for which we use polarizers? Thank you.
উত্তর: না। আলো থেকে ম্যাগনেটিক অংশ কাটার কোনো উপায় নেই। ইলেকট্রিক আর ম্যাগনেটিক দুটো মিলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।

প্রশ্ন: sir we got ur new book ‘tobuo tuntuni o tobuo chutachho’and waiting for ‘arekbar tuntuni o arekbar chutachho’!!!! When we will get that?????
উত্তর: বই মেলার আগে আর কোনো টুনটুনি ঝুনঝুনি কিছুই নাই। সরি।