২. পুরানো প্রশ্ন ও উত্তর (১৯ আগস্ট-১৩ অক্টোবর ২০১৬)

৪ অক্টোবর ২০১৬

উত্তরের ব্যাপারে আমি আস্তে আস্তে কিছু নিয়ম কানুন শুরু করতে যাচ্ছি। যেহেতু এটা বাচ্চাদের জন্যে তাই সবার আগে বাচ্চাদের প্রশ্নের উত্তর দেব। স্বাভাবিক ভাবেই প্রশ্ন হচ্ছে, বাচ্চা কারা? স্কুলের ছেলেমেয়েরা অবশ্যই বাচ্চা। অনেকেই যুক্তি দেখাচ্ছে বয়সে বাচ্চা না হলেও মনের দিক দিয়ে বাচ্চা! যদি প্রশ্নের উত্তরটা বাচ্চাদেরো কাজে লাগে তা হলে মাঝে মাঝে এরকম প্রশ্নের উত্তর দেয়া হবে না তা নয়! লেখা পড়া করতে পারছি না, লেখা পড়ায় মন বসছে না, কোন সাবজেক্টে ভর্তি হব, ভর্তি পরীক্ষার প্রশ্নের সাজেশন কী, কোন ইউনিভার্সিটি ভালো, এরকম প্রশ্নের উত্তর আসলে আমি জানি না, আগে ইনিয়ে বিনিয়ে মাঝে মাঝে উত্তর দেয়ার চেষ্টা করেছি- এখন থেকে আর চেষ্টাও করব না। আমি চাইব সবাই বাংলায় লিখুক, বাংলা না পারলে ইংরেজীতে প্রশ্ন করলেও ঠিক আছে, কিন্তু ইংরেজীতে বাংলা লিখার বিষয়টা আমি নিরুৎসাহিত করতে চাই। তাই ইংরেজীতে বাংলা লিখলে প্রশ্নের উত্তর আমি যদি না দেই কেউ যেন আমার উপর রাগ হয়ো না। আজকাল দেখি অনেকে যত্ন করে ভুল বাংলায় লিখে, হয়েছে না লিখে, হইসে লিখে। খাইসি, দেখসি এইধরনের বাংলায় লিখলে আমি সেটাকে নিরুৎসাহিত করার জন্যে উত্তর তো দেবই না, ভুল বাংলাটা দেখিয়েও দিতে পারি। কিছু কিছু প্রশ্নের উত্তর ইন্টারনেটে খুব সহজেই পাওয়া যায়, আমি দুই লাইনে যেটা লিখব তার থেকে সেই উত্তরটা অনেক ভালো হবে। সেধরনের প্রশ্নের উত্তর হয়তো আমি দেয়া কমিয়ে দেব।একজন যদি একসাথে অনেকগুলো প্রশ্ন করে তাহলে হয়তো উত্তর দেবার জন্যে একটা প্রশ্ন বেছে নেব, সবাইকে সুযোগ দেয়ার জন্যে।
যারা আমার জন্যে ভালোবাসা, মমতা দেখিয়ে কিংবা ধন্যবাদ জানিয়ে লিখ তাদের জানিয়ে রাখি আমি সবসময়েই তোমাদের চিঠিগুলো খুব আগ্রহ নিয়ে পড়ি। যদি সেই চিঠির উত্তর নাও পাও, জেনে রাখো তোমাদের সেই চিঠিগুলো আমাকে অনেক সাহস দেয়, অনুপ্রেরণা দেয়।
আরো একটা ব্যাপার, প্রশ্ন করার সময়ে যদি তুমি কোন ক্লাশে পড় কিংবা বয়স কত সেটা বল তাহলে আমার জন্যে উত্তর দেয়া সহজ হয়।

নিনাদ জামালপুর জিলা স্কুল
প্রশ্ন: আপনি কি আপনার বই খাতায় কলমে লেখেন নাকি কম্পিউটার বা ল্যাপটপ এ বসে লেখেন?
উত্তর: কাগজ কলম দিয়ে লিখি! কম্পিউটার বা ল্যাপটপে না!

সোনিয়া, শাহজাহানপুর।
প্রশ্ন: স্যার, আমি জানি, এই প্রশ্নটি যখন আপনি দেখতে পাবেন তখন হয়তো আমার জন্মদিন পার হয়ে গেছে। আমার জন্মদিন ১৭ সেপ্টেম্বর। আমার জন্মদিন উপলক্ষে যদি আমাকে আপনি কোন শুভকামনা দিন, সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় উপহার।
উত্তর: শুভ জন্মদিন সোনিয়া! (একটু নাহয় দেরীই হল, কী আছে তাতে?)

রুকাইয়া তাবাসসুম।কুষ্টিয়া
প্রশ্ন: আল্লাহতালার ইবাদতকে আগে প্রাধান্য দেওয়া উচিত নাকি আগে পড়াশোনা কে???
উত্তর: দুটোর মাঝে তো কোনো সংঘাত নেই যে একটা করলে অন্যটা করা যাবে না। আমি তোমাকে দুটো কোটেশন দেখাই: ” Decent work is considered in Islam a type of worship”  “Seeking knowledge for one hour is better than praying for seventy years.” এখন তুমিই বল!

মো সবুজ পাটওয়ারি ফরিদগঞ্জ চাঁদপুর
প্রশ্ন: স্যার ক্লাস five এ আপনার রোলনম্বর কত ছিল??
উত্তর: এতোদিন পরে কী মনে আছে? তবে মাঝে মাঝে পরিক্ষায় ফার্ষ্টও হয়ে যেতাম, কাজেই রোল নাম্বার এক হওয়ারও একটা সম্ভাবনা আছে।

Anudipta,Chittagong
প্রশ্ন: স্যার,আপনার কিশোর এডভেঞ্চার বই পড়তে আমার খুব ভাল লাগে।আপনার অন্যান্য বইও আমার পড়তেও আমার খুব ভাল লাগে।তবে অনেক দিন এডভেঞ্চার বই পাই নি।আপনি আগামি বই মেলায় কি নতুন কোনো এডভেঞ্চার বই লিখবেন?
উত্তর: তোমাদের প্রশ্নের উত্তর দেয়ার পর যদি কিছু লেখার সময় থাকে তাহলে তো চেষ্টা করব!

Shuaib Islam Toshib Class:7 Netrokona,Dhaka.
প্রশ্ন: Dear sir, kichu din dhore Rubik’s cube niye gujob shunchi je Rubik’s cube e naki Bishakto chemical thake. ..Kintu sir Ami nije Kew bisshas korte parchi na..je eta hote pare…..Sir ei bishoye apnar motamot bolben please
উত্তরঃ কিছু বলার কী দরকার আছে? তুমি বুঝতে পারছ না এগুলো একেবারেই বাজে কথা? রুবিকস কিউবের সাথে বিষের কীভাবে সম্পর্ক থাকতে পারে?

প্রশ্ন: স্যার আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে কি প্রতিবিম্ব ব্যাখা করা যায় না?
উত্তর: যায়। এই দেখ

Fariba, elephant road
প্রশ্ন: Sir, Why does more bubbles produce when we use loofah or something like that which has lots of holes?
উত্তর: লুফাহ জিনিষটা কী বুঝতে পারছি না, অনুমান করছি যেখানে অনেক ছিদ্র থাকার কারনে বেশী সাবান পানি থাকতে পারে তাই বেশী সাবানের বুদবুদ হতে পারে।

সীমান্ত, চট্টগ্রাম
প্রশ্ন: স্যার বলা হয় আমাদের মমহাবিশ্ব প্রসারণশীল। তাহলে স্যার ঠিক কোথায় প্রসারণ হচ্ছে? মানে প্রসারণের জন্য একটা স্থান তো আগে থাকতে হবে,তাই না ??
উত্তর: অসীম একটা মহাবিশ্ব কল্পনা কর যার শুরু কিংবা শেষ নেই। এখন মনে কর এর ভেতরে যা আছে তা একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, সেটাই হচ্ছে প্রসারণ। তাহলে কি প্রসারণের জন্য একটা স্থানের দরকার আছে?

রবিন খান
প্রশ্ন: আচ্ছা স্যার তাপ প্রয়োগে ক্ণা গতিশীল হয়। তাহলে একটা e- কে অনেক অনেক তাপ দিলে কি সেটা আলোর বেগে যাবে? যদি না যায় তবে এত যে শক্তি দিলাম সেটা কোথায় যাবে?
উত্তর: যত ইচ্ছা শক্তি দিতে পারো কোনো সমস্যা নেই, সহজ করে বলতে পারি ইলেকট্রনটা সেই শক্তি দিয়ে তার ভর বাড়াতে থাকবে।

প্রশ্ন: স্যার , :-@ :-@ :-@ :-@
উত্তর:  🙂 🙂 🙂 🙂

সামিউজ্জামান সামিন। লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়। নাটোর।
প্রশ্ন: আসসালামুয়ালাইকুম স্যার। IQ test কোথায় করা হয় এবং আপনারIQ কত?
উত্তর: ইন্টারনেটে খোঁজ কর পেয়ে যাবে। আমার IQ কত আমি জানি না- না জেনে কোনো সমস্যা হয় নি। (এগুলো আসলে কেউ গুরুত্ব দিয়ে নেয় না!)

Shakira Mustari From-Brahmanbaria
প্রশ্ন: Assalamu alaikum,Science fiction er proti apnar eto agroho keno abong kokhon theke?
উত্তর: কেন তো বলতে পারব না! আগ্রহটা একেবারে ছোটো থেকে- ক্লাশ থ্রীতে পড়ার সময় আমি একটা সায়েন্স ফিকশান লিখেছিলাম-ছবি সহ!

Riti,Hsc 2nd year,dhaka
প্রশ্ন: accha porashuna k aabishkar korlo?
উত্তর: আমিও মানুষটাকে খুঁজছি, পেলে পিটিয়ে লম্বা করে দেয়া দরকার!

রাইসা আনিকা, দাদ্বশ শ্রেণি ৷৷ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
প্রশ্ন: স্যার,সবাই বলে আমার নামটা অনেক কমন একটা নাম। আমারও তাই মনে হয়,নামটা চেঞ্জ করা উচিত। কিন্তু পিএসসি, জেসসি, এস এস সি ৩টা সার্টিফিকেট এই নামে,এখন কি করা যায়??
উত্তর: তোমার নামটা যথেষ্ট সুন্দর, চেঞ্জ করার কোনো দরকার নেই।

বিবেক চন্দ্র দে ,বোরহানউদ্দিন ভোলা,বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়।
প্রশ্ন: স্যার আমি দশম শ্রেনীতে পড়ি।আমি কি বিচ্ছিন্ন গণিত শিখতে পারব।কারন আমার স্বপ্ন আমি প্রোগামিং অলিম্পিয়াডে দেশে গোল্ড নিয়ে আসব।আমি তামিম ভইয়ার বইটি পড়ছি।আচ্ছা বিচ্ছিন্ন গনিতে বাংলায় কোন বই নেই।না থাকলে আপনি দয়া করে লিখতে বসুন।আর হ্যাঁ আমাদের উপজেলার ইউনো সব প্রাইভেট বন্ধ করে দিয়েছে।এখন নিজে নিজে গণিত করি কি জে মজা লাগে ।মনে হয় পৃথিবীতে গণিতই সবচেয়ে মজার জিনিস।
উত্তর: তোমাদের উপজেলার ইউ.এন.ও. এরকম একটি অসাধারণ কাজ করেছেন? তাকে তো গোল্ড মেডেল দেয়া দরকার! Discrete Math এর বাংলা বইয়ের কি দরকার আছে? তোমরা তো দশ বছর থেকে ইংরেজি পড়ছ, এখন কি একটা ইংরেজি বই পড়তে পারবে না?

{(নাম বলতে চাই না) also place} class 8
প্রশ্ন: আল্লাহ আছে এটার প্রমাণ কী ? science don’t maintain it . Also other religion’s god has not the accurate prove. [feeling ….. ]
উত্তর: ধর্ম বিষয়টা বিশ্বাসের ব্যাপার তাই এটার প্রমানের জন্যে কেউ ব্যস্ত হয় না। বিজ্ঞানের ব্যাপার হলে প্রমান নিয়ে মাথা ঘামানো যেতো।

Doyita singha Jessore, class seven
প্রশ্ন: sir, preferment ar cold drinks aksathe meshale ki kono khrp kichu tyri hoy???
উত্তর: খারাপ বলব কি না জানি না কিন্তু কোল্ড ড্রিঙ্কে মেন্টোস দিলে ভেতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবল বেগে ড্রিঙ্কটাকে বের করে আনে। একটা ছবি দেখ!

220px-diet_coke_mentos

প্রশ্ন: কোনোকিছুর গতি শূণ্য নয় কিন্তু ত্বরণ শূণ্য এটি কি সম্ভব?হলে কিভাবে
উত্তর: কেন সম্ভব না? কোনো কিছু সম বেগে গেলেই তো তার গতি শূন্য নয় কিন্তু ত্বরণ শূন্য। তুমি যখন হাঁটো সেটা তার উদাহরণ।

হমো সেপিয়েন্স
প্রশ্ন: কিছু দিন আগে মাছরাঙা টিভিতে একটা রিপোর্ট বেশ আলোচিত হয়েছিলো- যেখানে SSC পাশ করা এবং এ প্লাস পাওয়া বেশ কজন শিক্ষার্থীকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিলো এবং সারপ্রাইজিংলি তারা সেগুলোর উত্তর দিতে পারে নি- হাস্যাকর সব উত্তর দিয়েছে..
সেই রিপোর্টের একটা অংশে আপনার মতামতও নাওয়া হয়েছিলো..
তবে, পরবর্তীতে অনেকেই রিপোর্টটার সমালোচনা করে দাবি করে, ওটা নাকি ফেক ছিলো..
এ নিয়ে আপনার কি মত? ……… অসীম দীর্ঘশ্বাস…
উত্তর: এতো সহজে অসীম দীর্ঘশ্বাস ফেললে হবে না। ১৫ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয় তার মাঝে দুই চারজন এরকম বের হলেই “গেল গেল সব গেল” বলে মাথা চাপড়াইতে আমি রাজী নই। এগুলো সস্তা প্রচারণা, সত্যি সত্যি ছেলেমেয়েদের মান যাচাই করতে হলে অনেক বেশী স্যাম্পল নিয়ে একটা সত্যিকারের জরীপ করে তারপর একটা সিদ্ধান্ত দিতে হবে। আমি টেলিভিশনের সেই অনুষ্ঠানটা দেখিনি, সেটা যদি সত্যিও হয়ে থাকে সেটা সামগ্রিক ভাবে কিছু বোঝায় না। সেটা বোঝায় টেলিভিশন চ্যানেলটি অনেক খোঁজাখুজি করে কয়েকটা নিরীহ সোজা সরল বাচ্চাকে খুঁজে বের করেছে যারা টেলিভিশনের স্ক্রিনে নিজের চেহারা দেখানোর লোভে একটা ফাঁদে পড়তে রাজী হয়েছে। না বুঝে অপমানিত হয়েছে।

প্রশ্ন: Did the aliens build Stonehenge?
উত্তর: কেন তোমার এরকম ধারণা হলো? মানুষ অনেক স্মার্ট- তারা নিজেরাই Stonehenge বানাতে পারে।

stonehenge

ফারহান সাঈফ, ধানমন্ডি, ঢাকা
প্রশ্ন: …… কিন্তু স্যার সব চেয়ে বিরক্ত লাগে যখন কোন কিছু কিভাবে ঘটে বা জিনিষটা আসলে কি? এধরনের কোশ্চেন স্যার দের করলে স্যার দের ডেডিকেশন পাওয়া যায় না,উনাদের প্রিয় ছাত্র দেরও ধারনা বই পত্র শুধুমাত্র তাদের জন্য বানানো হয়েছে আর সেগুলার অর্থ একমাত্র তারা বুঝতে পারে, সাইন্সের টপিক ওরা ছাড়া কেউ বুঝে না।এবং কিছু আছে অটোমেটেড এন্সারিং মেশিন। লেখা দেখা মাত্র উত্তর দিয়ে দেয়। স্যার, আমি কক্ষোনই তাদের মত হতে চাই না, আমি পড়াশোনার পাশাপাশি যে কাজটা পছন্দ করি সেটা করে যেতে চাই। ……স্যার প্লিজ আপনি আমাদের কিছু বলেন যাতে এধরনের অসুস্থ কম্পিটিটিভ মনোভাব থেকে বিরত থেকে আমরা সাইন্সের টপিক গুলো কে ভালোবেসে বুঝতে পারি।
উত্তর: আমি আর নুতন করে কি বলব? আমি তো সবসময়েই বলে যাচ্ছি। তোমার হতাশ হবার কোনো কারন নেই কারন এটা নুতন কিছু নয়, আগেও এরকম ছিল, ভবিষ্যতেও এরকম থাকবে। তার মাঝে সবসময়েই অনেক ছেলে মেয়ে থাকে তারা নিয়মের বাইরে নিজেদের মত করে লেখাপড়া করে-তুমি যেরকম চাইছ। পৃথিবীর বড় বড় কাজগুলো তারাই করে, অন্যেরা তাকিয়ে দেখে কিংবা সমালোচনা করে! কাজেই শেখার জন্যে পড়াশুনা করতে থাক, আজকাল স্যারদের সাহায্য না পেলেও ক্ষতি নেই, হাজারো রকমের বই আছে, ইন্টারনেটে সব রকম তথ্য আছে, প্রশ্ন করলে উত্তর দেয়া হয় এরকম সাইট আছে- কাজেই সমস্যা কী?

মেঘা,ঢাকা,তেজগাঁও, (বর্তমানে জয়পুরহাট যাচ্ছি)
প্রশ্ন: স্যার ইম্পরট্যান্ট প্রশ্ন, হাসার সময় অনেকের গালে টোল পড়ে। এটা কেন হয়????
উত্তর: শুনে তুমি হতাশ হতে পারো, এটা গালের মাংশপেষীর একধরনের deformation বা বিকৃতি! তুমি শুনে অবাক হতে পারো, সার্জনেরা অপারেশন করে গালে টোল তৈরী করে দিতে পারে।

Aqib, 32 Kishoreganj, Class: 8
প্রশ্ন: আমার ভাইয়া আমাকে সবসময় বলে কেন শুধু আপনার শুধু science fiction পড়ি । আর এখন আপনাকেই প্রশ্ন করতে অনেক খুশি ।
১. আমাদের স্যারের বাসার উপর একবার একটি উল্টো রংধনু দেখেছি । এখন আমার প্রশ্ন আমরা কি miror world এ আছি ? অন্য একটা world এ ঐ রংধনুটা হয়তো সোজা ? উল্টো রংধনু 100% sure.
২. আমার এক বন্ধু আছে যে সবসময় india india করে । তাকে আমরা কিছুতেই বাংলাদেশ সম্পর্কে ভালো কিছু বলতে শুনি না । তাকে কিভাব বুঝাব যে india আমাদের আসল জায়গা না।

upside-down-rainbow

উত্তর: ১.উলটো রংধনু বলতে তুমি কি বুঝিয়েছ আমি জানিনা কিন্তু রংধনু যেভাবে তৈরী হয় তাতে রংধনু উলটো তৈরী হতে পারে না। যদি সত্যিই দেখে থাকো এটা আকাশের বিশেষ মেঘ থেকে সূর্যের আলোর একধরনের বিচ্ছুরণ থেকে হতে পারে। এটা miror world এর কোনো বিষয় নয়।
২. তোমার india পাগল বন্ধুকে নোবেল বিজয়ী অমর্ত্য সেনের লেখা পড়তে বলো। তিনি কিন্তু india এর মানুষ হয়েও সবসময় শুধু বাংলাদেশ বাংলাদেশ বলেন!

অনামিকা , বয়স-১৯, ঢাকা ।
প্রশ্ন: স্যার , মেকু কাহিনী এর মতন সত্যি সত্যি কোনও মেকু থাকা কি সম্ভব ? নাকি এইটা শুধুই ফ্যান্টাসি গল্প?
উত্তর: হুবহুব এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই, ছোট বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ মেকুর মত হওয়ার কথা না। কিন্তু আমার কাছে কলম থাকলে আমাকে কে ঠেকাতে পারবে? আমি বানিয়ে বানিয়ে যা কিছু লিখে ফেলতে পারি।

সানভির হোসেন
প্রশ্ন: স্যার আপনি ছোটবেলায় কী হওয়ার স্বপ্ন দেখতেন????
উত্তর: কী না হওয়ার স্বপ্ন দেখতাম বললে মনে হয় তাড়াতাড়ি শেষ করতে পারব! আর্কিটেক্ট, আর্টিস্ট, ডাক্তার, বিজ্ঞানী, ফায়ার ফাইটার, পাইলট, মহাকাশচারী এমন কী ছোটোবেলা একটা সময় ছিলো যখন আমার স্বপ্ন ছিল বড় হয়ে জলদস্যু হওয়া!

Adrita Barisal Model School And College, Barisal
প্রশ্ন: -2^3^2=? -64 naki -512? Kibhabe hobe???
উত্তর: -512. কারণ গণিতের নিয়ম অনুযায়ী উপর থেকে নিচে নামতে হয়। তবে কোনো কোনো কম্পিউটার প্রোগ্রাম ঠিক এর উল্টোটা করে। কজেই বুদ্ধিমানের কাজ হলো এমন ভাবে লেখা যেন কোনো বিভ্রান্তি না থাকে। যদি 64 চাও তাহলে লিখবে (2^3)^2 যদি 512 চাও লিখবে 2^(3^2).